Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হকীম Bengali definition ⇒ হকিম২
  • Bengali Word হকু (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হকু] (ক্রিয়া) হোক; হউক (তোমার হকু যশঃ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) হকু(বর্ণপির্যয়ে)> হউক; (তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
  • Bengali Word হঙ ১ (প্রাচীন বাংলা) Bengali definition [হঙ্‌] (সর্বনাম) আমি। {(তৎসম বা সংস্কৃত) অহম্‌>হম্‌>হঙ}
  • Bengali Word হঙ ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হঙ্‌] (ক্রিয়া) হই; হও; হবো (পাপে মুক্তি হঙ-ভক্তি রত্নাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভূ>(বাংলা) √হ>}
  • Bengali Word হছরত, হসরত Bengali definition [হস্‌রত্‌] (বিশেষ্য) ১ খেদ; আকাঙ্ক্ষা; বাসনা (কয়া বলে যদি মেরা মেটাও হছরত-সৈয়দ হামজা)। ২ আফসোস; অনুতাপ। {(আরবি) হাস্‌রত}
  • Bengali Word হজ, হজ্জ, হজ্ব Bengali definition [হজ্‌] (বিশেষ্য) হিজরি জিলহজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সম্বলিত ইসলামি অনুষ্ঠান। {(আরবি) হজ্জ্‌}
  • Bengali Word হজম Bengali definition [হজোম্‌] (বিশেষ্য) ১ পরিপাক। ২ সহ্যকরণ (গালিটা সহজে হজম করেই বললাম, হুজুর মেহেরবানী চাইছি-শওকত ওসমানকত ওসমান; হজম করে শতেক দুঃখ, হজম করে অত্যাচার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ আত্মসাৎকরণ (ঘুষটা বেমালুম হজম করতে ওর হয়তো সঙ্কোচ হতে পারে-প্রেমেন্দ্র মিত্র)। হজমি, হজমী (বিশেষণ) পরিপাককরণে সাহায্যকারী; পরিপাকজনক। {(আরবি) হদম+(বাংলা) ই}
  • Bengali Word হজরত, হযরত Bengali definition [হজ্‌রত্‌] (বিশেষ্য) সম্ভ্রমের পাত্র; মহাত্মা; পয়গম্বার; অতি সম্মানিত ব্যক্তি (হজরত মুহম্মদ (সা.))। {(আরবি) হদরত}
  • Bengali Word হজিমত Bengali definition [হোজিমত্‌] (বিশেষ্য) পরাজয়; ধ্বংস (ডরাইলে হজিমত কেতাবেতে লেখে-সৈয়দ হামজা)। {(আরবি) হাজিমাত}
  • Bengali Word হজ্জ Bengali definition ⇒ হজ
  • Bengali Word হজ্জাম Bengali definition [হোজ্‌জাম্‌] (বিশেষ্য) নাপিত; ক্ষৌরকার। {(আরবি) হজ্জাম}
  • Bengali Word হটকা Bengali definition [হট্‌কা] (বিশেষ্য) দীর্ঘ; লম্বা। {অজ্ঞাতমূল}
  • Bengali Word হটহট, হঠহঠ Bengali definition [হট্‌হট্‌, হঠ্‌হঠ্‌] (অব্যয়) ১ শীঘ্র; হঠাৎ; চট। ২ অবিবেচনা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হটা, হঠা Bengali definition [হটা, হঠা] (ক্রিয়া) ১ সরে বা চলে যাওয়া; অপসৃত হওয়া; দূর হয়ে যাওয়া। ২ পশ্চাৎপদ হওয়া; পিছিয়ে যাওয়া। ৩ পরাভব স্বীকার করা; হারিয়ে যাওয়া। ৪ নিরস্ত হওয়া; থামা। □ (বিশেষ্য) ১ অপসরণ। ২ পরাভব। হটানো, হঠানো (ক্রিয়া) ১ পরাজিত করা হারানো। ২ সরিয়ে দেওয়া। ৩ নিরস্ত করা; থামানো। □ (বিশেষ্য) পশ্চাৎপদ হওয়া। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। হট (অব্যয়) ১ শীঘ্র; হঠাৎ; তৎপরতা; চট। ২ অবিবেচনা। { (তুলনীয়) (হিন্দি) হট্‌না}
  • Bengali Word হট্ট Bengali definition [হট্‌টো] (বিশেষ্য) হাটা; বাজার। হট্টগোল (বিশেষ্য) হাটসুলভ হৈচৈ; গণ্ডগোল; চেঁচামেচি; গোলমাল (আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল-রবীন্দ্রনাথ ঠাকুর)। হট্টবিলাসিনী (বিশেষ্য) ১ বেশ্যা; বারাঙ্গনা। ২ গন্ধদ্রব্যবিশেষ। হট্টমন্দির (বিশেষ্য) হাটের ঘর; হাটের চালা; হাটের দোকান ঘর। ভোজনং যত্র তত্র শয়নং হট্টমন্দির-১ যেখানে সেখানে আহার এবং হাটের চালার নিচে নিদ্রা। ২ (আলঙ্কারিক) ছন্নছাড়া নিরাশ্রয় জীবন বা জীবনযাত্রা। {(তৎসম বা সংস্কৃত) √হট্‌+ত(ক্ত)}
  • Bengali Word হঠ Bengali definition [হঠ্‌] (বিশেষ্য) ১ বলপ্রয়োগ; বলপ্রকাশ। ২ পরাজয়; পরাভব (হঠ নাহি মানা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ৩ অবিবেচনা; বিবেচনাশূন্যতা; গোঁয়ারতুমি। ৪ পশ্চাদপসরণ; পশ্চাদ্‌গতি। ৫ লুন্ঠন। ৬ ঝগড়া। ৭ শত্রুতা; বিবাদ (আমা সনে করে হঠ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। হঠকারী (বিশেষণ) ১ অবিমৃষ্যকারী; ভেবে চিন্তে কাজ করে না এমন। ২ অন্যায়কারী। ৩ গোঁয়ার; অভদ্র। ৪ অবিবেচক; বিবেচনাশূন্য। ৫ বলপ্রয়োগকারী। হঠকারিতা (বিশেষ্য) ১ অবিবেচনা। ২ অন্যায়। ৩ অভদ্রতা; অশিষ্টতা; গোঁয়ারতুমি। ৪ বলাৎকার। {(তৎসম বা সংস্কৃত) √হঠ্‌>}
  • Bengali Word হঠযোগ Bengali definition [হঠ্‌জোগ্‌] (বিশেষ্য) প্রাণায়াম প্রভৃতি কষ্টসাধ্য সাধন প্রণালি যে যোগে আচরণীয় (তিনি যার সাধনা করেছিলেন সে সেতারের হঠযোগ-প্রমথ চৌধুরী)। হঠযোগী(-গিন্‌) (বিশেষণ) হঠযোগ সাধক। {(তৎসম বা সংস্কৃত) √হঠ্‌+অ(অপ্‌)}
  • Bengali Word হঠা Bengali definition ⇒ হটা
  • Bengali Word হঠানো Bengali definition ⇒ হটা
  • Bengali Word হঠাৎ Bengali definition [হঠাত্‌] (ক্রিয়াবিশেষণ) সহস্য; আচানক; অবস্মাৎ; অতর্কিতভাবে; দৈবাৎ। হঠাৎকার (বিশেষ্য) ১ জবরদস্তি। ২ হঠকারিতা; গোঁয়ারতুমি। {(তৎসম বা সংস্কৃত) হঠ, ৫মী একব}
  • Bengali Word হড্ড Bengali definition [হড্‌ডো] (বিশেষ্য) অস্থি; হাড়। {(তৎসম বা সংস্কৃত) অস্থি>}
  • Bengali Word হড্ডক, হড্ডি, হড্ডিক, হড্ডিপ Bengali definition [হড্‌ডক, হোড্‌ডি, হোড্‌ডিক্‌, হোড্‌ডিপ্‌] (বিশেষ্য) হাড়ি জাতি। {(তৎসম বা সংস্কৃত) হড্ডপ>}
  • Bengali Word হণ্ডা Bengali definition [হন্‌ডা] (বিশেষ্য) বড় হাঁড়ি; হাঁড়া। হণ্ডিকা, হণ্ডি (বিশেষ্য) হাঁড়ি; মৃৎপাত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডক>}
  • Bengali Word হত Bengali definition [হতো] (বিশেষণ) ১ নিহত; মৃত; বধপ্রাপ্ত। ২ বিনষ্ট; নষ্ট; ধ্বংস; নাশপ্রাপ্ত (হতগৌরব)। ৩ ব্যাহত; বাধাপ্রাপ্ত (হতোদম)। ৪ লুপ্ত (হতবুদ্ধি)। ৫ মন্দ; খারাপ; অশুভ (হতভাগ্য)। হতচেতন, হতজ্ঞান (বিশেষণ) ১ অচেতন; অজ্ঞান; সংজ্ঞাহীন। ২ মূর্চিত। হতচ্ছাড়া (বিশেষণ) লক্ষ্মীছাড়া; দুর্ভাগা; হতভাগ্য; দুর্দশাগ্রস্ত। হতচ্ছাড়ি (বিশেষণ) দুর্দশাগ্রস্ত; হতভাগিনী (এই হতচ্ছাড়ী শয়তান মেয়ে গেলি কোথায়-জোবেদা)। হতজীব (বিশেষণ) প্রাণশূন্য; মৃত (হতজীব লক্ষ্মণ সুমতি-মাইকেল মধুসূদন দত্ত)। হতত্রপ (বিশেষণ) নির্লজ্জ; বেহায়া। হতপ্রায় (বিশেষণ) প্রায় মৃত; মুমূর্ষু; প্রায় বিনষ্ট। হতবল (বিশেষণ) কিংকর্তব্যমিমূঢ়। হতবুদ্ধিকর (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ় (একটা হতবুদ্ধিকর ঘটনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। হতভম্ব, হতবুদ্ধি (বিশেষণ) স্তম্ভিত; ভ্যাবাচ্যাকা; কিংকর্তব্যবিমূঢ়। হতভাগ্য, হতভাগা (বিশেষণ) ভাগ্য খারাপ হয়েছে এমন; দুর্ভাগ্য; পোড়াকপালে; বদনসিব; অভাগা; দুর্ভাগা। হতভাগ্যা, হতভাগিনী, হতভাগী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হতমান (বিশেষণ) অবমানিত; সম্মানহারা; অপদস্থ। হতমূর্খ (বিশেষণ) মহামূর্খ। হতশ্রদ্ধ (বিশেষণ) শ্রদ্ধাহীন; বীতশ্রদ্ধ; শ্রদ্ধা নষ্ট হয়েছে বা ক্ষুণ্ন হয়েছে এমন। হতশ্রদ্ধা (বিশেষ্য) অবজ্ঞা; অশ্রদ্ধা; অনাদার (পরের মেয়েকে ঘরে আনিয়া এমন হতশ্রদ্ধা করিতে নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। হতশ্রী (বিশেষণ) ১ হতভাগ্য; লক্ষ্মীছাড়া। ২ সম্পদহীন। ৩ নষ্ট ঐশ্বর্য। ৪ সৌন্দর্যহীন। {(তৎসম বা সংস্কৃত) √হন্‌+ত(ক্ত)}
  • Bengali Word হতাদর Bengali definition [হতাদর্‌] (বিশেষ্য) অনাদর; অপমান; অমর্যাদা; অসম্মান। □ (বিশেষণ) ১ অনাদৃত। ২ অবজ্ঞাত। {(তৎসম বা সংস্কৃত) হত+আদর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word হতাশ Bengali definition [হতাশ্‌] (বিশেষণ) ১ নিরাশ; আশাহীন; মনমরা। ২ ভগ্নহৃদয়। ৩ নিষ্ফল। ৪ অবসন্ন। হতাশা (বিশেষ্য) ১ আশাভঙ্গ; নৈরাশ্য; ২ অবসাদ। {(তৎসম বা সংস্কৃত) হত+আশা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word হতাশ্বাস Bengali definition [হতাশ্‌শাশ্‌] (বিশেষণ) আশা-প্রত্যাশা নষ্ট হয়েছে এমন; ভরসাহীন; নিরাশ; আশ্বাসহীন; সান্ত্বনাহীন। {(তৎসম বা সংস্কৃত) হত+আশ্বাস}
  • Bengali Word হতাহত Bengali definition [হতাহতো] (বিশেষণ) নিহত ও আহত। {(তৎসম বা সংস্কৃত) হত+আহত}
  • Bengali Word হতে, হইতে, হ’তে Bengali definition [হোতে, হোইতে, হোতে] (অব্যয়) ১ থেকে (বাড়ি হতে)। ২ অবধি; সময়বাচক শব্দ (সেই হতে বৃষ্টি পড়ছে)। ৩ ফলে; দ্বারা (এই কথা হতে ঠিক করা যায়)। ৪ অপাদান কারকে পঞ্চমী বিভক্তির চিহ্নসূচক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) √ভু>(বাংলা) √হ>}
  • Bengali Word হতোদ্যম Bengali definition [হতোদ্‌দম্‌] (বিশেষণ) ভগ্নোৎসাহ; নিরুদ্যম; উদ্যমহীন; নিশ্চেষ্ট [রায়বাহাদুর হতোদ্যম হইয়া বসিয়া রহিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর]। {(তৎসম বা সংস্কৃত) হত+উদ্যম; (বহুব্রীহি সমাস)}