Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word প্রতিনিবৃত্ত Bengali definition [প্রোতিনিবৃত্‌তো] (বিশেষণ) ১ প্রত্যাবৃত্ত; ফিরে এসেছে এমন (কেনই বা আমি বনবাস হইতে প্রতিনিবৃত্ত হইলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রতিনিবৃত্তি, প্রতিনিবর্তন (বিশেষ্য) ১ প্রত্যাবর্তন; ফিরে আসা। ২ নিরস্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+নি+□ বৃৎ+ত(ক্ত)}
  • Bengali Word প্রতিনিয়ত Bengali definition [প্রোতিনিয়োতো] (ক্রিয়াবিশেষণ) সর্বদা; সদাসর্বদা; নিরন্তর। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+নিয়ত}
  • Bengali Word প্রতিপক্ষ Bengali definition [প্রোতিপোক্‌খো] (বিশেষ্য) ১ শত্রুপক্ষ। ২ বাদী। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+পক্ষ}
  • Bengali Word প্রতিপত্তি Bengali definition [প্রোতিপোত্‌তি] (বিশেষ্য) সম্মান; মর্যাদা। ২ প্রতিষ্ঠা। ৩ প্রভাব। ৪ শক্তি; ক্ষমতা। ৫ প্রমাণ; proof; নিশ্চয়াত্মক হেতু। প্রতিপত্তিশীল (বিশেষণ) প্রতিপত্তিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ পদ্‌+তি(ক্তি)}
  • Bengali Word প্রতিপদ Bengali definition [প্রোতিপদ্‌] (বিশেষ্য) শুক্ল পক্ষের বা কৃষ্ণপক্ষের প্রথম তিথি। প্রতিপদস্থান (বিশেষ্য) পৃথিবীর অপর পিঠের বিপরীত স্থান (প্রতিপদ স্থান হল পায়ের তলা বরাবর পৃথিবীর অপর পিঠের বিপরীত স্থান-শাহ ফজলুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ পদ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word প্রতিপদে Bengali definition ⇒ পদ
  • Bengali Word প্রতিপন্ন Bengali definition [প্রোতিপন্‌নো] (বিশেষণ) ১ প্রমাণসিদ্ধ; যুক্তিতর্ক দ্বারা সমর্থিত (তাহা কোনও মতে প্রতিপন্ন হইতে দেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; এই সকল বর্ণিত বৃত্তান্তানুসারে প্রতিপন্ন হইতেছে যে-আতাউর রহমান)। ২ অবধারিত। ৩ প্রাপ্ত। ৪ প্রতিশ্রুত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ পদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word প্রতিপাদক Bengali definition ⇒ প্রতিপাদন
  • Bengali Word প্রতিপাদন Bengali definition [প্রোতিপাদোন্‌] (বিশেষ্য) ১ অবধারণ; সিদ্ধান্ত গ্রহণ; ২ নির্ণয়; নির্ধারণ; নিরূপণ। ৩ মীমাংসা। ৪ সম্পাদনা। ৫ প্রতিপন্নকরণ। প্রতিপাদক (বিশেষণ) প্রতিপাদনকারী; নিরূপক; অবধারক। প্রতিপাদনীয়, প্রতিপাদ্য (বিশেষণ) প্রতিপাদনের উপযুক্ত বা যোগ্য। প্রতিপাদিত, প্রতিপাদিত্য (বিরল) (বিশেষণ) প্রতিপাদন করা হয়েছে এমন; অবধারিত; নিরূপিত (ভাগ্যগুণে সৎপাত্রে প্রতিপাদিত্য ও সৎপরিবারে প্রতিষ্ঠিতা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+পাদন}
  • Bengali Word প্রতিপাদল Bengali definition ⇒ প্রতিপালন
  • Bengali Word প্রতিপালন Bengali definition [প্রোতিপালোন্‌] (বিশেষ্য) ১ পালন; পোষণ; লালন (সন্তান প্রতিপালন)। ২ রক্ষণ; রাখা (প্রতিশ্রুতি প্রতিপালন)। ৩ রক্ষণাবেক্ষন (রাজ্যের বা প্রজার প্রতিপালন)। প্রতিপালক (বিশেষ্য), (বিশেষণ) পালনকর্তা; প্রতিপালনকারী। □ (বিশেষণ) রক্ষণাবেক্ষণকারী। প্রতিপালিকা (বিশেষণ), (স্ত্রীলিঙ্গ)। প্রতিপালনীয়, প্রতিপাল্য (বিশেষণ) ১ প্রতিপালন করতে হবে এমন; পোষণ বা রক্ষণের যোগ্য (তাহাকে নিতান্তই অবশ্য প্রতিপাল্য এটি অকর্মণ্য ছোট ভাইয়ের মতো গ্রহণ করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিপালনের উপযুক্ত। প্রতিপালিত (বিশেষণ) পোষিত ও পালিত; লালনপালন করা হয়েছে এরূপ। প্রতিপালিতা বিণ. (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+পালন}
  • Bengali Word প্রতিপোষক Bengali definition ⇒ প্রতিপোষণ
  • Bengali Word প্রতিপোষণ Bengali definition [প্রোতিপোশোন্‌] (বিশেষ্য) ১ সমর্থন; support। ২ সাহায্য; সাহায্যকরণ। প্রতিপোষক (বিশেষণ) ১ সমর্থনকারী; সমর্থক। ২ প্রতিপোষণকারী; সহায়ক। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+পোষণ}
  • Bengali Word প্রতিফল Bengali definition [প্রোতিফল্‌] (বিশেষ্য) ১ দুষ্কর্মের জন্য উপযুক্ত ফল। ২ প্রতিশোধ; শাস্তি; সাজা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ফল+অ(অচ্‌)}
  • Bengali Word প্রতিফলন Bengali definition [প্রোতিফলোন্‌] (বিশেষ্য) ১ আয়না প্রভৃতিতে পতিত আলোকের প্রত্যাবর্তন; reflection; প্রতিবিম্বন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ফল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word প্রতিবচন Bengali definition [প্রোতিবচোন্‌] (বিশেষ্য) ১ প্রত্যুত্তর; জবাবের জবাব (কলম কষে বসে বসে প্রতিবাদের প্রতিবচন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উত্তর; জবাব। ৩ প্রতিকূল বাক্য; বিরুদ্ধ কথা। ৪ সদৃশ কথা; সমানার্থক বাক্য। ৫ প্রতিধ্বনি; অনুরূপ শব্দ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বচন}
  • Bengali Word প্রতিবদ্ধ Bengali definition [প্রোতিবদ্‌ধো] (বিশেষণ) ব্যাহত; বাধাপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বদ্ধ}
  • Bengali Word প্রতিবল Bengali definition [প্রোতিবল্‌] (বিশেষণ) ১ সমান শক্তিমান; সমান ক্ষমতাবান। ২ বিপক্ষের সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বল}
  • Bengali Word প্রতিবস্তূপমা Bengali definition [প্রোতিবোস্‌তুপমা] (বিশেষ্য) (আলঙ্কারিক) অর্থালঙ্কার বিশেষ, যা দিয়ে উপমান ও উপমেয়ের সাদৃশ্য বোদগম্য হয়। {(তৎসম বা সংস্কৃত) প্রতিবস্তু+উপমা}
  • Bengali Word প্রতিবাক্য Bengali definition [প্রোতিবাক্‌কো] (বিশেষ্য) ১ উত্তর; জবাব। ২ প্রত্যুত্তর; জবাবের জবাব। ৩ বিরুদ্ধবাক্য; প্রতিকূল বাক্য। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বাক্য}
  • Bengali Word প্রতিবাত Bengali definition [প্রোতিবাত্‌] (ক্রিয়াবিশেষণ) বায়ুর বিরুদ্ধ দিক; যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেদিকে (প্রতিবাতে কাঁপে দেহ অসার তরুর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বাত}
  • Bengali Word প্রতিবাদ Bengali definition [প্রোতিবাদ্‌] (বিশেষ্য) ১ কোনো উক্তির বিরুদ্ধে বলা। ২ আপত্তি জানানো। ৩ খণ্ডনের নিমিত্ত বিরুদ্ধ; যুক্তি; বিতর্ক। প্রতিবাদী(-দিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) ১ বিরুদ্ধবাদী। ২ আসামী; বিবাদী। ৩ প্রতিপক্ষ। ৪ যে প্রতিবাদ করে। প্রতিবাদিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ বদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word প্রতিবাসী (-সিন্‌) Bengali definition [প্রোতিবাশি] (বিশেষ্য), (বিশেষণ) পড়শি; প্রতিবেশী; নিকট বা পাশাপাশি বাসকারী (কোনও প্রতিবাসীর বংশ-রচিত দ্বার সবলে উদ্‌ঘাটিত করিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। প্রতিবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ বস্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word প্রতিবিধান Bengali definition [প্রোতিবিধান্‌] (বিশেষ্য) ১ প্রতিকার; নিবারণ; বাধাপ্রদান; নিবারণের উপায় (কোনও প্রতিবিধান করিতে পারিতেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রতিশোধ। ৩ দমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিধান}
  • Bengali Word প্রতিবিধিৎসা Bengali definition [প্রোতিবিধিত্‌সা] (বিশেষ্য) প্রতিবিধানের বা প্রতিকারের ইচ্ছা। প্রতিবিধিৎসিতে-‘প্রতিবিধিৎসা করতে’ অর্থে মাইকেল মধুসূদন কর্তৃক সৃষ্ট ক্রিয়াপদ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিধিৎসা}
  • Bengali Word প্রতিবিপ্লব Bengali definition [প্রোতিবিপ্‌লব্‌] (বিশেষ্য) কোনো বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য পরবর্তীকালের রাজনৈতিক পরিবর্তন; বিপ্লববিরোধী কাজ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিপ্লব}
  • Bengali Word প্রতিবিম্ব Bengali definition [প্রোতিবিম্‌বো] (বিশেষ্য) আয়ান প্রভৃতিতে পতিত বা প্রতিফলিত মূর্তি; প্রতিচ্ছায়া; ছায়া। প্রতিবিম্বন (বিশেষ্য) প্রতিফলন; reflection। প্রতিবিম্বিত (বিশেষণ) ১ প্রতিফলিত। ২ প্রতিফলিত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিম্ব}
  • Bengali Word প্রতিবিহিত Bengali definition [প্রোতিবিহিতো] বিন প্রতিবিধান বা প্রতিকার বা নিবারণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিহিত}
  • Bengali Word প্রতিবেদন Bengali definition [প্রোতিবেদোন্‌] (বিশেষ্য) ১ বিবরণী। ২ অভাব-অভিযোগ জ্ঞাপন। ৩ রিপোর্ট; report। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বেদন}
  • Bengali Word প্রতিবেশ, প্রতীবেশ (বিরল) Bengali definition [প্রোতিবেশ্‌] (বিশেষ্য) ১ নিকটবর্তী আবাসসমূহ। ২ পারিপার্শ্বিক অবস্থা। ৩ পরিপার্শ্ব; environment। ৪ প্রতিবাসীদের গৃহ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বেশ}