প পৃষ্ঠা ৬৯
- Bengali Word প্রজনন Bengali definition [প্রোজনন্] (বিশেষ্য) ১ সন্তান সৃষ্টি বা উৎপাদন বা প্রসব। ২ জন্মদান (নতুন শিশু জীবন জন্ম দেওয়াই প্রজনন-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। প্রজনিকা (বিশেষ্য) মাতা। অভিপ্রজনন (বিশেষ্য) জনসংখ্যা বিস্ফোরণ। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জনি+অন(ল্যুট্)}
- Bengali Word প্রজন্ম Bengali definition [প্রজন্মো] (বিশেষ্য) ১ অভিন্ন সময়ে জন্মগ্রহণকারী ব্যক্তি বা বিশেষ কোনো প্রাণী (বর্তমান প্রজন্ম; ভবিষ্যৎ প্রজন্ম); generation। {(তৎসম বা সংস্কৃত) প্র+জন্ম}
- Bengali Word প্রজা Bengali definition [প্রোজা] (বিশেষ্য) ১ রাষ্ট্রের বা জমিদারির অন্তর্গত জনগণ; রায়ত। ২ জনসাধারণ। ৩ ভাড়াটে। ৪ প্রাণিবর্গ। ৫ সন্তান-সন্ততি (প্রজাবতী)। প্রজাতন্ত্র (বিশেষ্য) জনসাধারণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন ব্যবস্থা বা শাসিত রাষ্ট্র; republic। প্রজাতন্ত্রী (বিশেষণ) প্রজাতন্ত্রের আইনসূহ দ্বারা শাসিত; প্রজাতন্ত্র আছে যে রাষ্ট্রে। প্রজাপতি (বিশেষ্য) ১ এক জাতীয় বিচিত্র বর্ণের পক্ষযুক্ত ষট্পদী পতঙ্গ। ২ হিন্দু পুরাণমতে জীববর্গের স্রষ্টা, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ)। ৩ ব্রহ্মা। ৪ পুরাণোক্ত মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ, ভৃগু, ও নারদ নামক ব্রহ্মার দশজন মানসপুত্র। প্রজাবতী (বিশেষণ) ১ সন্তানযুক্ত; সন্তানবতী। ২ ভ্রাতৃবধূ। প্রজাবিলি (বিশেষ্য) খাজনার বিনিময়ে প্রজাকে জমির চাষবাস ও ভোগদখলের অধিকার দান। প্রজাবৃদ্ধি (বিশেষ্য) ১ বংশবৃদ্ধি। ২ জনসংখ্যা বৃদ্ধি। প্রজারঞ্জক (বিশেষণ) প্রজাহিতকর কাজ করেন যে রাজা; যে রাজা বা রাষ্ট্রপতি প্রজাদের নিকট প্রিয়। প্রজাশক্তি (বিশেষ্য) প্রজাগণের সম্মিলিত ক্ষমতা। কোরফাপ্রজা/কোর্ফাপ্রজা (বিশেষ্য) কোনো প্রজার অধীনে নির্দিষ্ট শর্তে আবদ্ধ প্রজা; দরপ্রজা। খুদকস্তা/খোদকস্তা প্রজা (বিশেষ্য) যে প্রজা নিজেই জমি চাষ করে। নাতিয়ান প্রজা (বিশেষ্য) খাজনা দিতে অপারগ প্রজা। পাইকস্তা প্রজা (বিশেষ্য) যে প্রজার বসতবাড়ি অন্য কোনো জমিদারি এলাকার মধ্যে অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জন্+অ(ড)+আ}
- Bengali Word প্রজাত Bengali definition [প্রোজাতো] (বিশেষণ) উৎপন্ন; প্রসূত। প্রজাতি (বিশেষ্য) উপজাতি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জন্+ত(ক্ত)}
- Bengali Word প্রজায়িনী Bengali definition [প্রোজায়িনি] (বিশেষ্য) মাতা; জননী; সন্তান প্রসব করেছে যে নারী; সন্তান প্রসবকারিণী। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জন্+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word প্রজ্ঞা Bengali definition [প্রোগ্গাঁ] (বিশেষ্য) ১ উৎকৃষ্ট বৃদ্ধি। ২ প্রগাঢ় জ্ঞান; তত্ত্বজ্ঞান। প্রজ্ঞাচক্ষু (বিশেষ্য) ১ জ্ঞানচক্ষু। ২ প্রগাঢ় তত্ত্বজ্ঞান অর্জনের ক্ষমতা। প্রজ্ঞত (বিশেষণ) ১ বিশেষভাবে অবগত। ২ অত্যন্ত বিখ্যাত। প্রজ্ঞান (বিশেষ্য) ১ বিশেষ জ্ঞান; বুদ্ধি। ২ সম্যক জ্ঞান। ৩ চিহ্ন। প্রজ্ঞাপক (বিশেষ্য), (বিশেষণ) বিশেষভাবে প্রচারকারী বা ঘোষণাকারী বা জ্ঞাপনকারী। প্রজ্ঞাপন (বিশেষ্য) notification-এর পরিভাষা। প্রজ্ঞাপারমিত (বিশেষণ) পরমজ্ঞানসমৃদ্ধ (প্রজ্ঞা-পারমিত রূপ মণিকার অনুপম ঐশ্বর্য-সুধীণ্দ্রনাথ দত্ত)। প্রজ্ঞাপারমিতা (বিশেষণ) ১ জ্ঞানের পরাকাষ্ঠা। ২ দেবীরূপে কল্পিতা (তুমি শিল্পী, হেরিয়াছ নারীমুখে প্রজ্ঞাপারমিতা-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষ্য) জ্ঞানের পরিপূর্ণতা। প্রজ্ঞাবান (বিশেষণ) তত্ত্বজ্ঞানী; পণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জ্ঞা+অ(ক)}
- Bengali Word প্রজ্বলন Bengali definition [প্রোজ্জালোন্] (বিশেষ্য) ১ অত্যন্ত জ্বলন। ২ অত্যন্ত ঔজ্জ্বল্য বা দীপ্তি; প্রদীপন। প্রজ্বলন্ত (বিশেষণ) জ্বলছে এমন; জ্বলন্ত (প্রজ্বলন্ত যৌবনের শিখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। প্রজ্বলিত (বিশেষণ) জ্বলন্ত; দীপ্তিময়; প্রদীপ্ত। প্রজ্বালন (বিশেষ্য) আগুন জ্বালানো; প্রজ্বলিতকরণ। প্রজ্বালিত (বিশেষণ) ভালোভাবে জ্বালানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জ্বল্+অন(ল্যুট্)}
- Bengali Word প্রটেস্টান্ট, প্রটেষ্টান্ট Bengali definition [প্রোটেশ্ট্যান্ট্] (অপ্র) (বিশেষ্য) খ্রিস্টান ধর্ম সম্প্রদায়বিশেষ (কয়েক ঘন্টার মধ্যে ত্রিশ হাজার প্রটেষ্টান্টের প্রাণ চলে যায়-শওকত ওসমান)। {(ইংরেজি) protestant}
- Bengali Word প্রণত Bengali definition [প্রোনতো] (বিশেষণ) প্রণাম বা নমস্কার করেছে এমন। □ (বিশেষ্য) ১ যে নত হয়েছে। প্রণতি (বিশেষ্য) সালাম; নমস্কার; শ্রদ্ধানিবেদন। ২ নত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নম্+ত(ক্ত)}
- Bengali Word প্রণব Bengali definition [প্রোনব্] (বিশেষ্য) ১ ওঁকার; হিন্দুগণ ওঙ্কার উচ্চারণ করে ঈশ্বরের পূজা বা আরাধনা করে (পল্বলে ওঠে প্লাবনের রেল; কল্লোল ওঠে প্রণবে মিশি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হিন্দুমতে আদি ধ্বনি। ৩ বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নু+অ(অপ্)}
- Bengali Word প্রণাম, পরণাম (মধ্যযুগীয় বাংলা) পন্নাম (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [প্রোনাম্, পর্নাম্, পন্নাম্] (বিশেষ্য) ১ হিন্দু ব্যবহারের নমস্কার। ২ প্রণতি; হস্ত বা মস্তক দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন (ধর্মের আমিনি পাত্র দূরেত পনাম ছত্র; দেব আজ্ঞা লএ পন্নাম করিত-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। দণ্ডবৎপ্রণাম (বিশেষ্য) লাঠির ন্যায় মাটিতে শুয়ে প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম (বিশেষ্য) মস্তক, চক্ষু, হাত, বক্ষঃস্থল, জানু, ও পা-মাটিতে বিস্তৃত করে বাক্য ও মনঃসংযোগে প্রণতি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নম্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রণামি, প্রণামী Bengali definition [প্রোনামি] (বিশেষ্য) ১ হিন্দুদের প্রতিমা পুরোহিত প্রভৃতিকে আরাধনা বা প্রণামের সময়ে যে দক্ষিণা দেওয়া হয়। ২ নজরানা; সালামি। ৩ প্রণামের সময়ে দেয় শ্রদ্ধা বা সম্মান প্রদর্শনের জন্য দেয় অর্থ বা উপহার (যা করেছেন তার জন্য কত প্রণামী লাগবে বলুন-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) প্রণাম+(বাংলা) ই, ঈ}
- Bengali Word প্রণালি, প্রণালী Bengali definition [প্রোনালি] (বিশেষ্য) ১ নর্দমা; পানিপ্রবাহ নিষ্কাশনের নালা; জলনালি। ২ (ভূগো.) দুটি সাগর বা মহাসাগরকে সংযোগকারী সংকীর্ণ জলভাগ; strait; channel। ৩ পদ্ধতি; রীতি। ৪ কার্যক্রম; কর্মপদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নল্+অ(ঘঞ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word প্রণাশ Bengali definition [প্রোনাশ্] (বিশেষ্য) ধ্বংস; বিনাশ; মৃত্যু; লয়। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নশ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রণিধান Bengali definition [প্রোনিধান] (বিশেষ্য) ১ বিশেষভাবে মনোনিবেশ; অভিনিবেশ। ২ ধ্যান। ৩ অর্পণ; প্রদান; স্থাপন। {(তৎসম বা সংস্কৃত) প্র+নি+□ ধা+অন(ল্যুট্)}
- Bengali Word প্রণিধি Bengali definition [প্রোনিধি] (বিশেষ্য) ১ অনুচর; সহচর; প্রতিনিধি; দূত। ২ প্রণিধান; ধ্যান; অভিনিবেশ। ৩ প্রার্থনা; আবেদন। {(তৎসম বা সংস্কৃত) প্র+নি+□ ধা+ই(কি)}
- Bengali Word প্রণিপাত Bengali definition [প্রোনিপাত্] (বিশেষণ) প্রণাম। □ (বিশেষ্য) ভূমিতে শুয়ে পড়ে প্রণতি। {(তৎসম বা সংস্কৃত) প্র+নি+□ পত্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রণিহিত Bengali definition [প্রোনিহিতো] (বিশেষণ) ১ অভিনিবিষ্ট; একাগ্র। ২ সমাহিত; সমাধিস্থ। ৩ অর্পিত; প্রদত্ত। ৪ স্থাপিত; প্রতিষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+নি+□ ধা+ত(ক্ত)}
- Bengali Word প্রণীত Bengali definition [প্রোনিতো] (বিশেষণ) রচিত; কৃত; প্রস্তুত; নির্মিত; লিখিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নী+ত(ক্ত)}
- Bengali Word প্রণেতা Bengali definition [প্রোনেতা] (বিশেষণ) প্রণয়নকারী; প্রস্তুতকারী; রচয়িতা; নির্মাতা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নী+তৃ(তৃচ্)}
- Bengali Word প্রণোদন Bengali definition [প্রোনোদন্] (বিশেষ্য) ১ প্রেরণা বা উৎসাহ দান। ২ প্ররোচনা। ৩ নিয়োজন। প্রণোদনা (বিশেষণ) অনুপ্রেরণা; প্ররোচনা। প্রণোদিত (বিশেষণ) প্রণোদন-প্রাপ্ত বা প্রদত্ত; প্রেরণা বা উৎসাহ বা প্ররোচনা পেয়েছে এমন (আত্মপ্রকাশের প্রণোদনায় যাদের অনীহা ঘুচল, তারা বরণমালা দিলে গদ্যের গলায়-সুধীণ্দ্রনাথ দত্ত)। প্রণোদিত (বিশেষণ) প্রণোদন প্রাপ্ত বা প্রদত্ত; প্রেরণা বা উৎসাহ বা প্ররোচনা পেয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নুদ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word প্রণয় Bengali definition [প্রোনয়্] (বিশেষ্য) ১ প্রেম; অনুরাগ; ভালোবাসা। ২ প্রীতি। ৩ সৌহার্দ্য। ৪ বন্ধুত্ব; মিত্রতা। প্রণয় শালিনী (বিশেষণ) প্রণয়বতী; প্রণয়িনী (মেহের উন্নিসা প্রণয়শালিনী; মতি বিবি এ স্থলে কেবলমাত্র স্বার্থপরায়ণা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। প্রণয়শালী (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নী+অ(অচ্)}
- Bengali Word প্রণয়ন Bengali definition [প্রোনয়ন্] (বিশেষ্য) রচনা; নির্মাণ; তৈরি; প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নী+অন(ল্যুট্)}
- Bengali Word প্রণয়ী (-য়িন্) Bengali definition [প্রোনোয়ি] (বিশেষ্য) ১ প্রেমপাত্র। ২ অনুরক্ত ব্যক্তি; প্রেমের যোগ্য পুরুষ বা নায়ক। □ (বিশেষণ) প্রেমিক; প্রেমপাত্র; প্রণয়াস্পদ। প্রণয়িনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রণয়+ইন্(ইনি)}
- Bengali Word প্রতনু Bengali definition [প্রোতোনু] (বিশেষণ) পাতলা; সরু; মিহি; সূক্ষ্ম (যমুনার প্রতনু সলিল-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ন্+উ}
- Bengali Word প্রতপ্ত Bengali definition [প্রোতপ্তো] (বিশেষণ) উত্তপ্ত; অত্যন্ত তপ্ত (সকলে রক্তচেলী পরিহিতা ভৈরবীর প্রতপ্ত স্বর্ণসন্নিভ বর্ণ দর্শনে বিস্ময় মানিল-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তপ্+ত(ক্ত)}
- Bengali Word প্রতর্ক Bengali definition [প্রতর্ক] (বিশেষ্য) ১ সন্দেহ; ধারণা; অনুমান (তার বিরুদ্ধে নাস্তিকের প্রতর্ক খাটে না-সুধীণ্দ্রনাথ দত্ত)। ২ বিচার; সিদ্ধান্ত (প্রতর্কেও সংশয়বাদী বটে-সুধীণ্দ্রনাথ দত্ত)। প্রতর্ক্য (বিশেষণ) সিদ্ধান্ত বিচার বা অনুমান দ্বারা ঠিক করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+তর্ক}
- Bengali Word প্রতান Bengali definition [প্রোতান্] (বিশেষ্য) ১ বিস্তার; প্রসার। □ (বিশেষণ) লতার আঁশ। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তন্+অ(ঘঞ্)} প্রতাপ, পরতাপ (মধ্যযুগীয় বাংলা) [প্রোতাপ্, পরতাপ্] (বিশেষ্য) ১ পরাক্রম; বীরত্ব; প্রবল শক্তি; প্রচণ্ড ক্ষমতা। ২ প্রভাব; তেজ। ৩ উষ্ণতা; উত্তাপ। প্রতাপী(-পিন্) (বিশেষণ) প্রতাপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তপ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতারণা, প্রতারণ Bengali definition [প্রোতারনা, প্রোতারোন্] (বিশেষ্য) প্রবঞ্চনা; ছলনা; ঠকামি; শঠতা; জুয়াচুরি। প্রতারিত (বিশেষণ) প্রবঞ্চিত। প্রতারিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তারি+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word প্রতি Bengali definition [প্রোতি] (অব্যয়) ১ উপসর্গবিশেষ। ২ উপর; বিষয়ে (খেলার প্রতি টান)। ৩ দিকে (ঘরের প্রতি আকর্ষণ)। ৪ প্রত্যেক; সমগ্র (প্রতিদিন)। ৫ পরিবর্ত; বদল (প্রতিনিধি, প্রতিদান)। ৬ পাল্টা; বিপরীত (প্রতিহিংসা)। ৭ সমীপ; নিকটবর্তী (প্রতিবাসী)। ৮ বিপরীত; উল্টা; বিরুদ্ধ; বিরোধী; শত্রুতা (প্রতিকূল)। ৯ অনুরূপ; সদৃশ (প্রতিমূর্তি, প্রতিকৃতি)। ১০ উদ্দেশ্য (তার প্রতি উক্তি)। ১১ তুল্য; সমান (প্রতিযোগিতা)। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}