Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পোশাকি Bengali definition [পোশাকি] (বিশেষণ) ১ পোশাক-সম্বন্ধীয়। ২ সভ্য সমাজের রীতি ও রুচি অনুযায়ী। ৩ বিশেষ অনুষ্ঠান উপলক্ষে পরিধেয় (পোশাকি জামা)। ৪ বাহ্য (পোশাকি ভদ্রতা)। ৫ আড়ম্বরপূর্ণ; অভিজাত; বিশিষ্ট (পোশাকি নাম)। পোশাকি ভদ্রতা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) লোক দেখানো ভদ্রতা; ভদ্রতার মুখোশ। {(ফারসি) পোশাক+(বাংলা) ই}
  • Bengali Word পোষ ১ Bengali definition [পোশ্‌] (বিশেষ্য) বশ্যতা; অধীনতা স্বীকার; পালকের বশ্যতা। পোষমানা (বিশেষণ) বশ্যতা স্বীকার করে এমন (একখানি পোষ-মানা প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পোষ ২ Bengali definition ⇒ পৌষ
  • Bengali Word পোষক Bengali definition [পোশাক্‌] (বিশেষণ) ১ পোষণকারী; পালক। ২ সহায়ক। ৩ সমর্থক। ৪ পুষ্টিসাধক; পুষ্টিকর। পোষকতা (বিশেষ্য) ১ সহায়তা। ২ সমর্থন; অভিন্ন মত পোষণ। ৩ সহায়ক; প্রমাণ। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পোষণ Bengali definition [পোশোন্‌] (বিশেষ্য) পালন। ২ পুষ্টি; বর্ধন। ৩ মনে ধারণ। পোষণীয়, পোষ্য (বিশেষণ) ১ পোষণের যোগ্য; পালনীয়। ২ প্রতিপাল্য। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পোষা Bengali definition [পোশা] (ক্রিয়া) পোষণ করা; পালন করা (নাহি পোষে বাপ মা প্রভাতে না করি তার নাম-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ বশে এনে পালন করা (বেজি পোষা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) পালন করা হয়েছে এমন; প্রতিপালিত; পোষ মেনেছে এমন (পোষা বানর)। পোষা কুকুর (বিশেষ্য) ১ পোষ মেনেছে এমন কুকুর। ২ (ব্যঙ্গার্থ) একান্ত বশংবদ ব্যক্তি; অত্যন্ত অনুগত লোক; দাসানুদাস। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌>}
  • Bengali Word পোষানি Bengali definition [পোশানি] (বিশেষ্য) পোষার বা পালনের খরচ; দুধের বদলে প্রতিপালনের ভার দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) পোষ+(বাংলা) আনি}
  • Bengali Word পোষানো Bengali definition [পোশানো] (বিশেষ্য) ১ সংকুলান হওয়া; আঁটানো কুলানো। □ (ক্রিয়া) ১ বনিবনা হওয়া (ওর সঙ্গে আমার পোষাবে না; রমেশের সাথে ঘর করা তার পোষাবে না-রাজিয়া খান)। ২ অন্যের দ্বারা পালন করানো; প্রতিপালন করা। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌>}
  • Bengali Word পোষানো Bengali definition [পোশানো] (বিশেষ্য) ১ সংকুলান হওয়া; আঁটানো কুলানো। □ (ক্রিয়া) ১ বনিবনা হওয়া (ওর সঙ্গে আমার পোষাবে না; রমেশের সাথে ঘর করা তার পোষাবে না-রাজিয়া খান)। ২ অন্যের দ্বারা পালন করানো; প্রতিপালন করা। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌>}
  • Bengali Word পোষায় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোশায়্‌] (ক্রিয়া) পোহায় (রাত্র পোষায়-(পূর্ববঙ্গ গীতিকা))। {(তুলনীয়) পোহায়>}
  • Bengali Word পোষিণী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোশিনি] (বিশেষ্য) ভরণপোষণকারিণী (তর্পণের ফল লহ দুর্বল পোষিণী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পোষণ+(বাংলা) ইয়া>}
  • Bengali Word পোষিত Bengali definition [পোশিতো] (বিশেষণ) ১ পালিত; প্রতিপালিত। ২ বর্ধিত; পুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পোষ্টা(-ষ্টৃ) Bengali definition [পোশ্‌টা] (বিশেষণ) ১ পোষক; পোষণকারী। ২ প্রতিপালক। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+তৃ(তৃচ)}
  • Bengali Word পোষ্টাই Bengali definition [পোশ্‌টাই] (বিশেষণ) পুষ্টিকর; বলকারক (পোষ্টাই খাদ্য)। □ (বিশেষ্য) পুষ্টি। {(তৎসম বা সংস্কৃত) পুষ্ট>(বাংলা) আই}
  • Bengali Word পোষ্য Bengali definition [পোশ্‌শো] (বিশেষণ) পালনের যোগ্য; প্রতিপাল্য; পোষণীয়। □ (বিশেষ্য) পালনীয় ব্যক্তিগণ; প্রতিপাল্য লোকেরা; পরের অন্নে পালিত ব্যক্তিবর্গ। পোষ্যপুত্র (বিশেষ্য) দত্তক পুত্র; নিজের সন্তানরূপে গৃহীত ও প্রতিপালিক অন্যের সন্তান। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word পোষড়া Bengali definition [পোশ্‌ড়া] (বিশেষ্য) পৌষপার্বণ; পৌষ মাসের সংক্রান্তিতে উৎসব (প্রবাসী পুরুষ যত পোষড়ার রবে ছুটি নিয়া ছুটাছুটি বাড়ী আসে সবে-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) পৌষ>পোষ+ড়া}
  • Bengali Word পোস্ট, পোষ্ট Bengali definition [পোস্‌ট্‌] (বিশেষ্য) ১ চিঠি পুস্তক; কাগজের পুলিন্দা প্রভৃতি এক স্থান থেকে অন্য স্থানে বিলির সরকারি ব্যবস্থা। ২ ডাক (আজকের পোস্টে কোনো চিঠি আছে?)। ৩ খাম; খুঁটি (লাইটপোস্ট)। ৪ পদ (প্রফেসরের পোস্ট)। পোস্ট অফিস (বিশেষ্য) ডাকঘর; পত্রাদি প্রেরণের ও প্রাপ্তির স্থান। পোস্টকার্ড (বিশেষ্য) ডাকঘরের চিত্রাঙ্কিত পত্র লিখবার নির্দিষ্ট আকার ও ওজনের কাগজবিশেষ। পোস্ট গ্রাজুয়েট (বিশেষ্য), (বিশেষণ) প্রথম ডিগ্রির পরবর্তী স্তর; বিএ, বিএসসি, বিকম প্রভৃতি উপাধি লাভের পর এমএ, এমএসসি ও এমকম ডিগ্রি (চল বড়ু রসতত্ত্ব শিখিব পোস্ট-গ্রাজুয়েট ক্লাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। পোস্টমাস্টার (বিশেষ্য) ডাকঘরের ভারপ্রাপ্ত প্রধান কর্মচারী। ‍বুকপোস্ট (বিশেষ্য) ডাকে পাঠাবার জন্য পুস্তকের বা পত্রপত্রিকাদির মুখ খোলা পুলিন্দাবিশেষ; ডাকে পাঠাবার মুদ্রিত কাগজ ও পত্রিকার প্যাকেট। বেয়ারিঙপোস্ট (বিশেষ্য) ১ বিনা মাসুলে বা ডাকটিকেট ছাড়া যা ডাকে প্রেরণ করা হয় এবং প্রাপককে যার জন্য দ্বিগুণ মাসুল দিতে হয়। ২ (ব্যঙ্গার্থ) অন্যের উপর নির্ভরশীলতা (খাওয়া দাওয়া বেয়ারিং পোস্টে চলছে)। ভিপি পোস্ট, ভিপি (বিশেষ্য) যা প্রাপককে মূল্য দিয়ে নিতে হয়। ল্যাম্পপোস্ট (বিশেষ্য) রাস্তায় প্রোথিত আলোর থাম বা খুঁটি। {(ইংরেজি) lamp post}
  • Bengali Word পোস্টার Bengali definition [পোস্‌টার্‌] (বিশেষ্য) প্রাচীরপত্র (ডালিয়া পোষ্টার লিখছে বড় বড় কাগজ বড় বড় হরফ-আলাউদ্দীন আল আজাদ; সিনেমা পোস্টারে যেমন-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) poster}
  • Bengali Word পোস্ত ১ Bengali definition [পোস্‌তো] (বিশেষ্য) ১ আফিম ফলের বীজ বা বিচি। ২ পশুর চামড়া। {(ফারসি) পুস্‌ত}
  • Bengali Word পোস্ত ২, পোস্তা Bengali definition [পোস্‌ত্‌, পোস্‌তা] (বিশেষ্য) ১ দেহের বাঁধন (মেরে পোস্তা উড়িয়ে দিয়েছে-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ গঞ্জ; আড়ত; বিক্রয়স্থল। ৩ দেয়াল বাঁধ ইত্যাদি দৃঢ় করবার জন্য গাঁথনি বা ঠেকনা। {(ফারসি) পুস্‌ত}
  • Bengali Word পোহ, পোহো Bengali definition [পোহো] (বিশেষ্য) পুত্র। {(তৎসম বা সংস্কৃত) পোত>}
  • Bengali Word পোহানো, পোয়ানো Bengali definition [পোহানো, পোয়ানো] (ক্রিয়া) ১ ভোর হওয়া; সকাল হওয়া (রাত পোহানো)। ২ কাটানো; যাপন করা; অতিবাহিত করা (জীবন পোহানো)। ৩ সেবন করা (আগুন পোহানোর জন্য ঘর জ্বালিয়ে আগুন করে দিতে হবে-শাহেদ আলী)। ৪ সহ্য করা (ঝামেলা পোহানো)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ভা=প্রভা>পোহা+(বাংলা) আনো,>}
  • Bengali Word পোড়, পোড়ন, পুড়ন Bengali definition [পোড়্‌, পোড়ন্‌, পুড়ন্‌] (বিশেষ্য) দহন; যন্ত্রণা; কষ্ট; জ্বালা। পোড় খাওয়া (বিশেষণ) ১ অগ্নির উত্তাপে পুড়ে শক্ত হয়েছে এমন বস্তু। ২ (আলঙ্কারিক) অভিজ্ঞ; বিচক্ষণ (পোড়-খাওয়া লোক)। {(তৎসম বা সংস্কৃত) □ পুট্‌>পুড়্‌+অন}
  • Bengali Word পোড়নি, পোড়ানি, পুড়ানি, পুড়ুনি Bengali definition [পোড়োনি, পোড়ানি, পুড়ানি, পুড়ুনি] (বিশেষ্য) ১ দহন; জ্বালা (হিয়া দগধনি পরান পোড়নি-চণ্ডীদাস)। ২ জ্বালা-যন্ত্রণা (শরীরের পোড়ানি)। {(তৎসম বা সংস্কৃত) □ পুট্‌>পুড়্‌+অনি}
  • Bengali Word পোড়া, পুড়া Bengali definition [পোড়া, পুড়া] (ক্রিয়া) ১ দগ্ধ হওয়া; জ্বলে যাওয়া (ঘরখানা পুড়ে গেছে)। ২ জ্বালাযন্ত্রণা হওয়া (জ্বরে শরীর পুড়ে যাচ্চে)। ৩ শোকসন্তপ্ত হওয়া (পুত্রশোকে বিধবার অন্তর পুড়ে যাচ্ছে)। □ (বিশেষ্য) ১ দহন; জ্বালা। ২ যন্ত্রণা (জ্বালা-পোড়া)। □ (বিশেষণ) ১ দগ্ধ; ভস্মীভূত। ২ হতভাগ্য; মন্দ; খারাপ (পোড়া কপাল, পোড়া দেশ)। ৩ কলঙ্কযুক্ত (পোড়া মুখ)। ৪ প্রতিকূল; বিরূপ (পোড়া ভাগ্য)। পোড়াআাঁ, পোড়াঞাঁ (মধ্যযুগীয় বাংলা) (অসমাপিকা ক্রিয়া) দগ্ধ করে; পুড়িয়ে। পোড়েক (ক্রিয়া) পোড়ে (বিরহে পোড়েক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। পোড়ানো (ক্রিয়া) ১ দগ্ধ করা; ভস্মীভূত করা; জ্বালানো। ২ কষ্ট দেওয়া; যন্ত্রণা দেওয়া। □ (বিশেষ্য) দহন; জ্বালানো। □ (বিশেষণ) দাহিত। পোড়ানে, পোড়ানিয়া (বিশেষণ) ১ দগ্ধকারক। ২ যন্ত্রণাদায়ক; ক্লেশদায়ক। পোড়ানি/পোড়ানী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পুট্‌>পুড়্‌+আ}
  • Bengali Word পোড়ো ১ Bengali definition ⇒ পড়ুয়া
  • Bengali Word পোড়ো ২ Bengali definition ⇒ পড়ো
  • Bengali Word পোয়া ১, পো Bengali definition [পোয়া, পো] (বিশেষ্য) ১ চার ভাগের এক ভাগ; সিকি (পোয়া মাইল)। ২ এক সেরের এক-চতুর্থাংশ (এক পোয়া দুধ)। পোয়াটাক (বিশেষণ) এক পোয়ার মতো; এক ক্রোশ বা দুই মাইলের চার ভাগের একভাগ পরিমাণ (কিন্তু পোয়াটাক পথ যাইতে না যাইতে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। পোয়াবারো (বিশেষ্য) ১ পাশা খেলার একটি দান। ২ (আলঙ্কারিক) পরম সৌভাগ্য; বিশেষ মূল্যবান প্রাপ্তি (অন্ধকার ত পকেটকাটা খলিফাদের পোয়াবারো-শওকত ওসমান)। চারপোয়া (বিশেষণ) সম্পূর্ণ; সমগ্র; পরিপূর্ণ; পুরাপুরি (কলির চার পো)। {(তৎসম বা সংস্কৃত) পাদ>}
  • Bengali Word পোয়া ২ Bengali definition [পোয়া] (বিশেষ্য) ঢেঁকির কাতলা; যে কাষ্ঠ খণ্ডদ্বয়ের উপর ঢেঁকি ভর দিয়ে থাকে ও ওঠানামা করে (কন্দলে পরামানন্দ নারদের ঢেঁকী, আঁকশলী পোয়া মোনা গড়ে মেকামেকি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পাদ>}
  • Bengali Word পোয়া ৩ Bengali definition [পোয়া] (বিশেষ্য) মনলা, গুড়, ময়দাদি যোগে প্রস্তুত তেলে ভাজা খাদ্যবিশেষ (পোয়া চই মইল কত-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) পূপ>}