Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পঠদ্দশা Bengali definition [পঠোদ্‌দশা] (বিশেষ্য) ছাত্রজীবন; ছাত্রাবস্থা; পাঠ্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) পঠৎ+দশা}
  • Bengali Word পঠন Bengali definition [পঠোন্‌] (বিশেষ্য) অধ্যয়ন; পাঠকরণ; পাঠ; আবৃত্তি; পড়া। পঠনীয় (বিশেষণ) পাঠ্য; পাঠের যোগ্য; পাঠোপযোগূ; পাঠ করা উচিত এমন। পঠিত (বিশেষণ) পাঠ করা হয়েছে এমন; অধীত। পঠিতব্য (বিশেষণ) পাঠ করতে হবে এরূপ; পঠনীয়। পঠ্যমান (বিশেষণ) পঠিত হচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত) √পঠ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পণ Bengali definition [পোন্‌] (বিশেষ্য) ১ অঙ্গীকার; প্রতিজ্ঞা; দৃঢ় সংকল্প। ২ বাজি খেলায় হারজিতের প্রতিজ্ঞা (পণ রাখিয়া নিখিল জিনিয়া নিতে সে চাহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শর্ত; কড়ার (ধনুক ভাঙা পণ)। ৪ বিবাহাদিতে বর বা কণ্যাপক্ষকে প্রদত্ত অর্থ; যৌতুক। ৫ সংখ্যার পরিমাণ বিশেষ; বিশ গণ্ডা। পণকিয়া (বিশেষ্য) (গণিত.) পণঘটিত গণনা। পণনা (বিশেষ্য) বিনিময়; বিক্রয়। পণপ্রথা (বিশেষ্য) বিবাহাদিতে বরপক্ষ বা কন্যাপক্ষকে বাধ্যতামূলকভাবে যৌতুক দেবার প্রথা। পণবন্ধ (বিশেষণ) প্রতিজ্ঞায় আবদ্ধ; অঙ্গীকারাবদ্ধ। পণিত (বিশেষণ) ক্রীত; বিক্রীত; বিনিময় করা হয়েছে এমন। পণিতব্য (বিশেষণ) ১ ক্রয়যোগ্য। ২ বিক্রয়যোগ্য। ৩ পণ রাখার যোগ্য। পণিতা (বিশেষণ) ক্রেতা। ২ বিক্রেতা। কন্যাপণ (বিশেষ্য) বিবাহাদিতে বরপক্ষের নিকট থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থ। ধনুক ভাঙা পণ, ধনুক ভাঙ্গা পণ ⇒ ধনুক। বরপণ (বিশেষ্য) কন্যাপক্ষের থেকে বরপক্ষের প্রাপ্য অর্থ। {(তৎসম বা সংস্কৃত) √পণ্‌+অ(অপ্‌)}
  • Bengali Word পণব Bengali definition [পনোব্] (বিশেষ্য) ঢোলজাতীয় প্রাচীন বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √পণ্‌+অ(ঘঞর্থে ক)}
  • Bengali Word পণী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোনি] (বিশেষ্য) পোয়ান; কুম্ভকারের মৃৎপাত্র দগ্ধ করার বৃহৎ চুল্লি; পুনি (কুম্ভারের পণী-বদচা)। {(তৎসম বা সংস্কৃত) পবন>}
  • Bengali Word পণ্ড Bengali definition [পন্‌ডো] (বিশেষণ) ১ বৃথা; নিষ্ফল; ব্যর্থ; বিফল (পণ্ডশ্রম)। ২ নষ্ট (কর্ম পণ্ড করা)। পণ্ডশ্রম (বিশেষ্য) বিফল পরিশ্রম; বৃথা শ্রম। {(তৎসম বা সংস্কৃত) √পণ্ড্‌+অ(অচ্‌)}
  • Bengali Word পণ্ডিত Bengali definition [পোণ্ডিত্‌] (বিশেষণ) ১ বিদ্বান; জ্ঞানী; বিজ্ঞ; অভিজ্ঞ। ২ শাস্ত্রজ্ঞ। ৩ ভাষাবিশারদ। □ (বিশেষ্য) ১ সংস্কৃত ভাষার শিক্ষক। ২ ব্রাহ্মণের উপাধি। পণ্ডিতা( স্ত্রীলিঙ্গ) । পণ্ডিতমূর্খ (বিশেষণ) পাণ্ডিত্য আছে কিন্তু ব্যবহারিক জ্ঞানশূন্য; বিদ্বান অথচ নির্বোধ। পণ্ডিতম্মন্য, পণ্ডিতাভিমানী, পণ্ডিতমানী (বিশেষণ) পণ্ডিত না হয়েও নিজেকে পণ্ডিত মনে করে এমন। পণ্ডিতি (বিশেষ্য) ১ পণ্ডিতের কাজ বা বৃত্তি। ২ (ব্যঙ্গার্থ) পাণ্ডিত্য (পণ্ডিতি ফলানো)। □ (বিশেষণ) ১ সংস্কৃতবহুল (পণ্ডিতি বাংলা)। ২ পণ্ডিতসদৃশ। ৩ প্রাচীন পণ্ডিতদের অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) পণ্ডা (জ্ঞান বা উৎকর্ষ প্রাপ্ত বুদ্ধি)+ ইত(ইতচ্‌)}
  • Bengali Word পণ্য Bengali definition [পোন্‌নো] (বিশেষ্য) ১ বিক্রয় দ্রব্য। ২ বেসাত। ৩ মূল্য; মাসুল; ভাড়া। □ (বিশেষণ) বিক্রেয় (পণ্যদ্রব্য)। পণ্যজাত (বিশেষ্য) বহু বিক্রেয় দ্রব্যসম্ভার। পণ্যজীব (বিশেষণ) ব্যবসায়ী; বণিক। পণ্যজীবী(-বিন্‌); পণ্যাজীব (বিশেষ্য) ১ বণিক; ব্যবসায়ী; সওদাগর। ২ দোকানদার। পণ্যবীথি, পণ্যবীথী, পণ্যবীথিকা (বিশেষ্য) ১ সারিবদ্ধ বাজার; হাট। ২ দোকানের সারি; শ্রেণিবদ্ধ বিক্রয়শালা। পণ্যশালা (বিশেষ্য) ১ দোকান। ২ বাজার; হাট; গঞ্জ; পণ্য ক্রয়বিক্রয় স্থান। ৩ উৎপাদনকেন্দ্র। পণ্যস্ত্রী, পণ্যাঙ্গনা (বিশেষ্য) বেশ্যা; গণিকা। {(তৎসম বা সংস্কৃত) √পণ্‌+য(যৎ)}
  • Bengali Word পতঙ্গ, পতগ, পতঙ্গম (ব্রজবুলি) Bengali definition [পতোঙ্‌গো, পতোগ, পতোঙ্‌গম্‌] (বিশেষ্য) ১ পত বা পক্ষ দ্বারা উড্ডয়নশীল কীট বা পোকাবিশেষ। ২ (প্রাণী.) ষট্‌পদযুক্ত কীটবিশেষ; insect। ৩ সূর্য। ৪ পক্ষী; বিহঙ্গ (পিরীতি-পাবকে পৈঠে পতগ-গোবিন্দদাস) ৫ বাণ; শর। পতঙ্গবৃত্ত (বিশেষ্য) পতঙ্গ যেমন আলোকে দর্শনে অন্ধভাবে আগুনে ঝাঁপ দেয়, তেমনি মনোরম বস্তু দেখে মুগ্ধ হয়ে আকাশে আত্মনাশ করে যে। পতঙ্গবৃত্তি (বিশেষ্য) মনোরম বস্তু দেখে মুগ্ধ হয়ে আত্মবিনাশ। {(তৎসম বা সংস্কৃত) পত্‌+√গম্‌+অ(ড)}
  • Bengali Word পতঞ্জলি Bengali definition [পতোন্‌জোলি] (বিশেষ্য) ১ যোগসূত্র নামক দর্শনগ্রস্থ ও মহাভাষ্য নামক ব্যাকরণ-ভাষ্য রচয়িতা। ২ ঋষি বা মুনিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পতৎ+অঞ্জলি; বহুব্রীহি সমাস} পতৎ [পতত্‌] (বিশেষণ) পতনশীল; পড়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌+অৎ(শতৃ)}
  • Bengali Word পতত্র Bengali definition [পতোত্‌ত্র] (বিশেষ্য) ১ পাখির ডানা। ২ ডক্ষ। পতত্রী (-ত্রিন্‌), (বিশেষ্য) পক্ষী। {(তৎসম বা সংস্কৃত) পতৎ+√ত্রৈ+অ(ক)}
  • Bengali Word পতন Bengali definition [পতোন্‌] (বিশেষ্য) ১ পড়া। ২ অবনতি; অধোগমন; অধোগতি; বিচ্যুতি; দুর্দশাপ্রাপ্তি। ৩ স্খলন। ৪ ধ্বংস; বিনাশ। ৫ শত্রু সেনা কর্তৃক অধিকারভুক্ত হওয়া (দু্র্গের পতন)। ৬ নিধন; মৃত্যু (ইন্দ্রজিতের পতন)। পতনীয় (বিশেষণ) পতনযোগ্য। পতনোম্মুখ (বিশেষণ) পড়পড়; পড়তে উদ্যত; পড়ে যাবার উপক্রম করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পতপত Bengali definition [পত্‌পত্‌] (অব্যয়) ১ বাতাসে পতাকা ওড়ার শব্দ। ২ ওড়ার সময়ে পাখির ডানা ঝাপটানোর শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word পতর Bengali definition [পতোর্‌] (বিশেষ্য) লৌহ, পিতলাদি ধাতুর পাতলা সরু পাত। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}
  • Bengali Word পতাকা Bengali definition [পতাকা] (বিশেষ্য) ১ নিশান; ধ্বজা; ধ্বজপট; ঝাণ্ডা; বৈজয়ন্তী; কেতন। ২ ধ্বজপট। পতাকী(-কিন্‌) (বিশেষ্য) (জ্যোশা) শুভাশুভ বোধক চক্রবিশেষ। □ (বিশেষণ) পতাকাধারী; নিশানধারী (আইল পতাকীদল উড়িল পতাকা-মাইকেল মধুসূদন দত্ত)। পতাকিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √পত্‌+আক+আ(টাপ্‌)}
  • Bengali Word পতি Bengali definition [পোতি] (বিশেষ্য) ১ স্বামী। ২ প্রভু; কর্তা। পালক; রক্ষক; রক্ষাকর্তা। ৪ অধীশ্বর; অধিপতি; রাজা। ৫ নেতা; নায়ক; প্রধান ব্যক্তি; পরিচালক। পতিংবরা (বিশেষ্য), (বিশেষণ) যে মেয়ে স্বয়ং পতি নির্বাচন করে; স্বয়ংবরা। পতিঘাতিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বামীহন্ত্রী। পতিত্ব (বিশেষ্য) পতির কর্ম বা পদ। পতিপরায়ণা (বিশেষ্য), (বিশেষণ) পতির প্রতি বিশেষভাবে অনুরক্তা বা বিশ্বস্তা। পতিপ্রাণা (বিশেষ্য), (বিশেষণ) পতিকে নিজের প্রাণস্বরূপ জ্ঞান করে যে, পতিব্রতা। পতিবত্নী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সধবা; সভর্তৃকা; পতি জীবিত আছে এমন। পতিব্রতা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পতিপরায়ণা; পতিসেবাকে পুণ্যব্রতস্বরূপ জ্ঞান করে যে। পতিমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পতিবিশিষ্ট; প্রভুযুক্তা। পতিসেবা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কর্তৃক স্বামীর পরিচর্যা। {(তৎসম বা সংস্কৃত) √পা+অতি(ডতি)}
  • Bengali Word পতিত Bengali definition [পোতিতো, পোতিত্‌] (বিশেষণ) ১ পড়ে গেছে এমন; চ্যুত; ভ্রষ্ট; স্খলিত। ২ নিম্নগত; অধোগত। ৩ পড়ে আছে এমন; অনাবাদি; অকর্ষিত; অব্যবহৃত (পতিত জমি)। ৪ উদিত; উদ্ভাসিত (নয়নপথে পতিত)। ৫ হীনতাপ্রাপ্ত; দুর্দশাপ্রাপ্ত। ৬ সমাজে অবনত (পতিত জমি)। পতিতপাবন (বিশেষণ) পাপীদের ত্রাণ করেন এমন। পতিতপাবনী( স্ত্রীলিঙ্গ) । পতিতা (বিশেষ্য), (বিশেষণ) বেশ্যা; গণিকা; বারবনিতা। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌+ত(ক্ত)}
  • Bengali Word পতিত্ব Bengali definition ⇒ পতি
  • Bengali Word পতিপরায়ণা, পতিপ্রাণা, পতিব্রতা, পতিবত্নী, পতিমতী Bengali definition ⇒ পতি
  • Bengali Word পতিয়াই (ব্রজবুলি) Bengali definition [পোতিয়াই] (বিশেষ্য) প্রত্যয়; বিশ্বাস (মঝু মনে নাহি পতিয়াই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যয়>}
  • Bengali Word পতিয়াব, পতিয়ায়ব (ব্রজবুলি) Bengali definition [পোতিয়াব, পোতিয়ায়োব] (ক্রিয়া) বিশ্বাস করবে (বিদ্যাপতি কহে কো পতিয়াব; কো পতিয়ায়ব স্বপনস্বরূপ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যয়>}
  • Bengali Word পত্তন Bengali definition [পত্‌তোন্] (বিশেষ্য) ১ নগর; শহর; বন্দর। ২ উপনিবেশ। ৩ ভিত্তিভূমি; বুনিয়াদ। ৪ আরম্ভ; সূচনা; সূত্রপাত (নগর পত্তন)। ৫ সন্নিবেশ। ৬ দৈর্ঘ; বহর (কোঁচার পত্তন)। ৭ নির্দিষ্ট হারে ও মেয়াদে জমিদারের নিকট থেকে প্রাপ্ত ভূমিস্বত্ব। ৮ জোতজমা ও প্রজাস্বত্ববিশেষ। □ (বিশেষণ) নির্মাণ; প্রতিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌+তন(তনন্‌)}
  • Bengali Word পত্তনি, পত্তনী Bengali definition [পত্‌তোনি] (বিশেষ্য) নির্ধারিত কর দেবার নিয়মে যে ভূ-সম্পত্তি পত্তন নেওয়া হয়েছে (ভদ্রকালীর নামে অনেক জমীদারী পত্তনী ছলে, বলে, কৌশলে খরিদ হইতে লাগিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। পত্তনিদার, পত্তনিদার (বিশেষ্য) রাজা বা জমিদারের নিকট থেকে যে ব্যক্তি ভূ-সম্পত্তি নিয়েছে। {(তৎসম বা সংস্কৃত) পত্তন+(বাংলা) ই}
  • Bengali Word পত্তর Bengali definition ⇒ পত্র
  • Bengali Word পত্তি ২ Bengali definition ⇒ পথ্য
  • Bengali Word পত্নী Bengali definition [পোত্‌নি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) জায়া; সহধর্মিনী; ভার্যা; বিবাহিত স্ত্রী। পত্নীপ্রেম (বিশেষ্য) স্ত্রীর প্রতি ভালোবাসা। পত্নীবৎসল (বিশেষণ) স্ত্রীর প্রতি একান্ত অনুরক্ত; henpecked husband। {(তৎসম বা সংস্কৃত) পতি+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word পত্র, পত্তর Bengali definition [পত্‌ত্রো, পত্‌তোর্‌] (বিশেষ্য) ১ পাতা (গাছের পাতা, বইয়ের পাতা)। ২ চিঠি; লিপি। ৩ পাত; ফলক। ৪ দলিল (বায়নাপত্র)। ৫ পাখিরডানা। ৬ ছাপা কাগজ (সংবাদপত্র)। ৭ সমূহ; ইত্যাদি (জিনিসপত্র, বিছানাপত্র)। পত্র করা (ক্রিয়া) বিয়ের সম্বন্ধ (লিখিতভাবে) পাকা করা। পত্রনসিব (বিশেষ্য) উপাধি; পত্ররচনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মচারীর উপাধিবিশেষ। পত্রপাঠ (বিশেষ্য) চিঠি পড়া। □ (ক্রিয়াবিশেষণ) পত্র পড়ামাত্র অবিলম্বে বা তৎক্ষাণাৎ। পত্রপুট (বিশেষ্য) গাছের পত্রাদি দ্বারা নির্মিত পাত্র বা ঠোঙ্গা (শ্যাম পত্রপুটে সোনার মঞ্জরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। পত্রপুষ্প (বিশেষ্য) রক্ততুলসী। পত্রবাহ, পত্রবাহক (বিশেষণ) চিঠি বহনকারী; লিপিবাহী; ডাকহরকরা। পত্রবিনিময়, পত্রব্যবহার (বিশেষ্য) চিঠির আদান-প্রদান। পত্রভঙ্গ, পত্রলেখা, পত্রলিখা (বিশেষ্য) দেহের শোভা বাড়ানোর জন্য কপোলাদিতে তিলক বা চিত্ররচনা (অঙ্গে তার পত্রলিখা দেয় লিখে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পত্রমঞ্জরি/পত্রমঞ্জরী (বিশেষ্য) পাতার মঞ্জরি; পত্রাদির অগ্রভাগ। পত্রসূচি (বিশেষ্য) ১ পুস্তকাদির পৃষ্টার সংখ্যা নির্দেশক সূচি। ২ কাঁটা। নিয়োগপত্র ⇒ নিয়োগ। মাপত্র ⇒ মান২। {(তৎসম বা সংস্কৃত) √পত্‌+ত্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word পত্রাঙ্ক Bengali definition [পত্‌ত্রাঙ্‌কো] (বিশেষ্য) পুস্তকাদির পৃষ্ঠার ক্রমসূচক সংখ্যা। {(তৎসম বা সংস্কৃত) পত্র+অঙ্ক}
  • Bengali Word পত্রাবলি, পত্রাবলী, পত্রালি, পত্রালী Bengali definition [পত্‌ত্রাবোলি, পত্‌ত্রাবোলী, পত্‌ত্রালি, পত্‌ত্রালি] (বিশেষ্য) ১ পত্রসমূহ; পত্রশ্রেণি; চিঠিপত্রের সমষ্টি। ২ পত্রলেখা; অলকা-তিলকা; নারীদের বক্ষ, কপোল (গাল) ও হাতে আঁকা চিত্রসমূহ। পত্রালিকা (ক্রিয়া) গোপন বা ক্ষুদ্র পত্র; চিরকুট। {(তৎসম বা সংস্কৃত) পত্র+আবলী, -লি, আলি, -লী}
  • Bengali Word পত্রিকা Bengali definition [পোত্‌ত্রিকা] (বিশেষ্য) ১ সংবাদপত্র; খবরের কাগজ; সাময়িকপত্র। ২ চিঠিপত্র (মনোমত এক পত্রিকা রচনা করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ লিখিত কাগজ (জন্মপত্রিকা)। {(তৎসম বা সংস্কৃত) পত্র+ক(কন্‌)+আ(টাপ্‌)}