Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পৃথা Bengali definition [পুথা] (বিশেষ্য) কুন্তী; মহাভারতোক্ত পাণ্ডুর (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √প্রথ+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word পৃথিবী, পৃথ্বী Bengali definition [পৃথিবী, পৃত্‌থি] (বিশেষ্য) ভূমণ্ডল; ধরণী; ধরিত্রী; অবণী; ক্ষিতি; বসুমতী; বসুন্ধরা; মহী; জগৎ; মেদিনী। {(তৎসম বা সংস্কৃত) পৃথ্‌+ইব(ষিবন্‌)+ঈ(ঙীষ্‌), পৃথু+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word পৃথু Bengali definition [পৃথু] (বিশেষ্য) পৌরাণিক রাজা; পুরাণবর্ণিত বেণ রাজার পুত্র। □ (বিশেষণ) ১ স্থূল; মোটা। ২ বিস্তৃত; প্রসারিত। ৩ মহৎ; বিরাট। পৃথুল (বিশেষণ) ১ বিস্তৃত (পৃথিবীর পৃথুল কোলে শান্ত থাকিতে পারে না-সুধীণ্দ্রনাথ দত্ত)। ২ স্থূল; মোটা (মেখলা মেরা পৃথুল শ্রোণিভারে মরালসম নহে সে মদালসা-সুধীণ্দ্রনাথ দত্ত)। ৩ মহৎ; বিরাট; বিশাল। {(তৎসম বা সংস্কৃত) √প্রথ্‌+উ(কু)}
  • Bengali Word পৃথ্বী Bengali definition পৃথিবী
  • Bengali Word পৃশ্নি Bengali definition [পৃশ্‌নি] (বিশেষণ) খর্বদেহ; অত্যন্ত দূর্বল। {(তৎসম বা সংস্কৃত) √স্পৃশ্‌+নি}
  • Bengali Word পৃষোদর Bengali definition [পৃশোদ্‌র] (বিশেষ্য) বায়ু, পৃষৎ উদরে যার। {(তৎসম বা সংস্কৃত) পৃষৎ+উদর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word পৃষ্ট Bengali definition [পৃশ্‌টো] (বিশেষণ) জিজ্ঞাসিত। {(তৎসম বা সংস্কৃত) √প্রচ্ছ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পৃষ্ঠ Bengali definition [পৃশ্‌ঠো] (বিশেষ্য) ১ পিঠ; বক্ষদেশের বিপরীত দিক। ২ পিছন দিক; পশ্চাদ্‌ভাগ। ৩ উপরিভাগ। পৃষ্ঠদেশ (বিশেষ্য) পিঠ; শরীরের পশ্চাদ্‌ভাগ; দেহের পিছনের অংশ। পৃষ্ঠপোষক (বিশেষণ) পৃষ্ঠ পোষক করে এমন; সাহায্যকারী; সহায়ক; সমর্থনকারী; সমর্থক; অবলম্বন আশ্রয়। পৃষ্ঠপোষকতা, পৃষ্ঠপোষণ (বিশেষ্য) সহায়তা; সমর্থন। পৃষ্ঠপ্রদর্শন (বিশেষ্য) (আলঙ্কারিক) পলায়ন; ভীরুতা প্রদর্শন। পৃষ্ঠবংশ (বিশেষ্য) মেরুদণ্ড; পিঠের দাঁড়া। পৃষ্ঠব্রণ (বিশেষ্য) পৃষ্ঠদেশে উদ্‌গত দূষিত স্ফোটক। পৃষ্ঠভঙ্গ (বিশেষ্য) (আলঙ্কারিক) পরাজিত হয়ে প্রস্থান; রণে ভঙ্গ দিয়ে পলায়ন। পৃষ্ঠরক্ষক (বিশেষ্য), (বিশেষণ) ১ পশ্চাদ্‌ভাগ রক্ষাকারী। ২ দেহরক্ষী; পার্শ্বরক্ষী। পৃষ্ঠরক্ষা (বিশেষ্য) ১ দেহরক্ষীর কর্ম। ২ পশ্চাদ্‌ভাগ রক্ষা বা রক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) √পৃষ্‌+থ(থক্‌)}
  • Bengali Word পৃষ্ঠা Bengali definition [পৃশ্‌ঠা] (বিশেষ্য) ১ গ্রন্থাদির পাতার এক পিঠ। ২ পীঠিকা; পিঁড়া (পৃষ্ঠায় ক্ষণেক দোলে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পৃষ্ঠাঙ্ক (বিশেষ্য) পৃষ্ঠার ক্রমসূচক সংখ্যা; পত্রাঙ্ক। {(তৎসম বা সংস্কৃত) √পৃষ্‌+থ(থক্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পৃষ্ঠোপরি Bengali definition [পৃশ্‌ঠোপোরি] (ক্রিয়াবিশেষণ) পিঠের উপর। {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ+উপরি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word পৃষৎ, পৃষত Bengali definition [পৃষত্‌] (বিশেষ্য) ১ তরল পদার্থের বিন্দু। ২ ফোঁটা চিহ্ন। ৩ ফোঁটা চিহ্নযু্ক্ত হরিণ। পৃষতী (স্ত্রীলিঙ্গ) ফোঁটা চিহ্নযুক্ত হরিণী। {(তৎসম বা সংস্কৃত) √পৃষ্‌+অৎ(অতি),+অ(অচ্‌)}
  • Bengali Word পৃয় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [প্রিয়ো] (বিশেষণ) প্রিয় (পৃয় বনমালী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) প্রিয়>}
  • Bengali Word পেঁকাটি, প্যাঁকাটি, পেঁকাটি Bengali definition [প্যাঁকাটি] (বিশেষ্য) ছাল ছাড়ানো শুষ্ক পাটগাছ বা পাটগাছের ডাঁটা, কাঠি; শোলা; পাটখড়ি। {পাটকাঠি>}
  • Bengali Word পেঁকো Bengali definition [পেঁকো] (বিশেষণ) পঙ্কযু্ক্ত (পেঁকো পুকুর)। ২ পঙ্কসদৃশ; পাঁকের মতো (পেঁকো গন্ধযু্ক্ত মাছ)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক>পাঁক+ উয়া=পাঁকুয়া>পেঁকো}
  • Bengali Word পেঁচ, প্যাঁচ Bengali definition [প্যাঁচ্‌] (বিশেষ্য) ১ মোচড়; ঘুরন; পাক (পেঁচ দেওয়া)। ২ স্ক্রু (পেঁচ আঁটা)। ৩ কূটকৌশল; চক্রান্ত (পেঁচে ফেলা)। ৪ জটিল সমস্যা (পড়েছি ভীষণ প্যাঁচে)। ৫ আঁকড়ে ধরার কায়দা (কুস্তির পেঁচ)। ৬ পরস্পর আক্রমণ বা জড়াজড়ি (ঘুড়ির পেঁচ)। {(ফারসি) পেচ্‌}
  • Bengali Word পেঁচা, প্যাঁচা, পেচক Bengali definition [প্যাঁচা, প্যাঁচা, পেচোক্‌] (বিশেষ্য) ১ পেচক; উলূক; নিশাচর পাখিবিশেষ। ২ কুৎসিত (কি বিচ্ছিরি প্যাঁচার মতো চেহারা)। পেঁচী, পেচকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। কালপেঁচা (বিশেষ্য) কর্কশ স্বরে আর্তনাদকারী এক প্রকার পেচক, যার রব অশুভ মনে করা হয়; hawk owl। লক্ষ্মীপেঁচা (বিশেষ্য) অপেক্ষাকৃত ক্ষুদ্র আকৃতির সাদা রঙের পেচক; ধানের গোলায় বাস করে বলে এই নাম। হুতোম, হুতুমপেঁচা (বিশেষ্য) ১ অপেক্ষাকৃত বড়ো আকারের ধুসর রঙের পেচক; brown fishowl। ২ (আলঙ্কারিক) কদাকার ও অবাঞ্ছিত ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) পেচক>}
  • Bengali Word পেঁচাও, প্যাঁচাও, পেঁচাল, প্যাঁচাল, পেঁচালো, প্যাঁচালো, পেঁচোয়া Bengali definition [প্যাঁচাও, প্যাঁচাও, প্যাঁচাল, প্যাঁচাল, প্যাঁচালো, প্যাঁচালো, প্যাঁচোয়া] (বিশেষণ) ১ জটিল; ঘুরানো। ২ কুটিল; কুচক্রী। {(ফারসি) পেঁচ্‌}
  • Bengali Word পেঁচানো, প্যাঁচানো, প্যাচানো Bengali definition [প্যাঁচানো] (ক্রিয়া) ১ পাকানো; পেঁচ দেওয়া। ২ পেঁচ দিয়ে অল্পে অল্পে কাটা; ঘুরিয়ে ঘুরিয়ে এঁটে দেওয়া। ৩ কূটকৌশলে জটিল করা। ৪ কোনো ব্যাপারে জড়িত করা (আমাকে পেঁচাচ্ছ কেন)। □ (ক্রিয়াবিশেষণ) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(ফারসি) পেঁচ্‌}
  • Bengali Word পেঁচাল, পেঁচালো Bengali definition ⇒ পেঁচাও
  • Bengali Word পেঁচো Bengali definition [পেঁচো] (বিশেষ্য) পঞ্চানন্দ নামক কল্পিত অপদেবতা বা পিশাচ বিশেষ যার আক্রমণে আঁতুড়ে শিশু ধনুষ্টঙ্কার রোগ হয়ে মারা যায়। পেঁচোয় পাওয়া (ক্রিয়া) পেঁচোর আক্রমণে শিশুর ধনুষ্টঙ্কার রোগাক্রান্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) পিশাচ>}
  • Bengali Word পেঁচোয়া Bengali definition ⇒ পেঁচাও
  • Bengali Word পেঁজা, পিঁজা Bengali definition [পেঁজা, পিঁজা] (বিশেষ্য) ১ তুলা বা তুলাজাতীয় দ্রব্যাদির আঁশ ধুনে বা টেনে আলাদা করা। ২ উক্ত অর্থে। ৩ যার আঁশ পৃথক করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) □ পিন্‌জ্‌>}
  • Bengali Word পেঁটরা, প্যাঁটরা Bengali definition ⇒ পেটরা
  • Bengali Word পেঁদানো (অশি.) Bengali definition প্যাঁদানো (অশি.) [প্যাঁদানো] (ক্রিয়া) গুরুতরভাবে প্রহার করা; বেদম প্রহার দেওয়া। পেঁদানি, প্যাঁদানি (বিশেষ্য) গুরুতর প্রহার। {(তৎসম বা সংস্কৃত) পিণ্ড>পেঁদ(পাছা বা নিতম্ব)+আনো}
  • Bengali Word পেঁনপেঁন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [প্যাঁন্‌ প্যাঁন্‌] (বিশেষ্য) অনবরত অশ্রুপাত; ক্রমাগত ক্রন্দন (পেঁনপেঁন সারাটা দিনই-গোবিন্দদাস)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word পেঁপে Bengali definition [পেঁপে] (বিশেষ্য) এক প্রকার সুস্বাদু ফলবিশেষ। {(পর্তুগিজ) papaya}
  • Bengali Word পেঁড়া Bengali definition ⇒ পেড়া১ ও পেড়া২।
  • Bengali Word পেঁয়াজ Bengali definition ⇒ পিয়াজ
  • Bengali Word পেকাটি Bengali definition ⇒ পেঁকাটি
  • Bengali Word পেকাম্বর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পেকাম্‌বর্‌] (বিশেষ্য) পয়গম্বর (বিষ্ণু হৈলা পেকাম্বর-র‌্যাপ)। {(ফারসি) পয়গম্বার}