প পৃষ্ঠা ৫৫
- Bengali Word পুড়ানি, পুড়ুনি Bengali definition ⇒ পোড়নি
- Bengali Word পূগ Bengali definition [পুগো] (বিশেষ্য) ১ গুবাক ফল; সুপারি। ২ পুঞ্জ; রাশি; সমূহ। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+গ(গক্)}
- Bengali Word পূজক Bengali definition [পুজক্] (বিশেষণ) পূজা করে এমন; পূজাকারী; অর্চনাকারী; উপাসক। পূজারী (বিশেষ্য), বিণ। পূজারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পূজ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পূজন Bengali definition [পুজন্] (বিশেষ্য) পূজাকরণ; অর্চনা; উপাসনা। পূজনীয় (বিশেষণ) ১ পূজ্য; উপাস্য; মাননীয়; শ্রদ্ধেয়। ২ গুরুস্থানীয়। {(তৎসম বা সংস্কৃত) □ পূজ্+অন(ল্যুট্)}
- Bengali Word পূজা ১ Bengali definition [পুজা] (বিশেষ্য) ১ অর্চনা; আরাধনা। ২ ভক্তি; শ্রদ্ধা। ৩ প্রশংসা; গুণকীর্তন; স্তুতি। ৪ সংবর্ধনা; সম্মাননা। পূজাবকাশ (বিশেষ্য) পূজার ছুটি। পূজার্হ (বিশেষণ) ১ পূজ্য; পূজনীয়; পূজার যোগ্য বা উপযুক্ত। পূজাহ্নিক (বিশেষ্য) হিন্দুদের নিত্য আচরণীয় জপতপ প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) □ পূজ্+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word পূজা ২ Bengali definition [পুজা] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) আরাধনা করা; অর্চনা করা; উপাসনা করা। ২ ভক্তি বা শ্রদ্ধা প্রদর্শন করা। পূজিল (ক্রিয়া) অর্চনা করল। {(তৎসম বা সংস্কৃত) □ পূজ্>}
- Bengali Word পূজারি, পূজারী Bengali definition [পুজারি] (বিশেষ্য), (বিশেষণ) ১ পূজাকারী; পূজক। ২ হিন্দুদের বিগ্রহাদির নিত্য পূজক; দেবপূজক ব্রাহ্মণ; দেবল ব্রাহ্মণ। ৩ পুরোহিত। ৪ উপাসক; অর্চনাকারী। পূজারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পূজাকারী>}
- Bengali Word পূজিত Bengali definition [পুজিতো] (বিশেষণ) অর্চিত; আরাধিত; উপাসিত। ২ সম্মান বা শ্রদ্ধা বা সংবর্ধনা জ্ঞাপন করা হয় এমন। ৩ আদৃত; প্রশংসিত। ৪ সেবিত। {(তৎসম বা সংস্কৃত) □ পূজ্+ত(ক্ত)}
- Bengali Word পূজ্য Bengali definition [পুজ্জো] (বিশেষণ) পূজনীয়; আরাধ্য। পূজিতপাদ (বিশেষণ) পা/চরণ পূজনীয়; শ্রদ্ধেয় বা সম্মানীয় এমন। {(তৎসম বা সংস্কৃত) □ পূজ্+য(যৎ)}
- Bengali Word পূজ্যমান Bengali definition [পুজ্জোমান্] ১ পূজিত হচ্ছেন এমন। ২ সেব্যমান। {(তৎসম বা সংস্কৃত) □ পূজ্+মান(শানচ্)}
- Bengali Word পূত Bengali definition [পুতো] (বিশেষণ) পবিত্র; বিশুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+ত(ক্ত)}
- Bengali Word পূতনা Bengali definition [পুতোনা] (বিশেষ্য) কৃষ্ণ কর্তৃক নিহত বকাসুরের ভগিনী দানবীবিশেষ (জয় গোপবালক বৎসপালক পূতনাবকনাশক-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) □ পুত্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word পূতাত্মা Bengali definition [পুতাত্তাঁ] (বিশেষণ) পবিত্রাত্মা; পুণ্যাত্মা; পবিত্র চরিত্র। {(তৎসম বা সংস্কৃত) পূত+আত্মা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পূতি Bengali definition [পুতি] (বিশেষ্য) ১ পবিত্রতা। ২ দুর্গন্ধ; খারাপ গন্ধ। □ (বিশেষণ) দুর্গন্ধযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+তি(ক্তি)}
- Bengali Word পূতিকা Bengali definition [পুতিকা] (বিশেষ্য) পুঁই শাক। {(তৎসম বা সংস্কৃত) পূতি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word পূপ Bengali definition [পুপো] (বিশেষ্য) পিষ্টক; পিঠা (যদি কিছু পাই পূপ-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+প}
- Bengali Word পূব ১, পূবালী Bengali definition ⇒ পুব
- Bengali Word পূয Bengali definition ⇒ পুঁজ
- Bengali Word পূর ২ Bengali definition ⇒ পুর২
- Bengali Word পূরক Bengali definition [পুরক্] (বিশেষণ) ১ পূর্ণকারক; পূর্ণকারী (ইচ্ছাপূরক)। ২ (গণিত.) গুণ করা যায় এমন; গুণক; multiplier। □ (বিশেষ্য) ১ (জ্যামিতি) একটি কোণের সঙ্গে আর একটি কোণ যুক্ত হলে যে সমকোণ হয় তার একটি; complement। ২ প্রাণায়ামকালে অন্তরে বায়ুগ্রহণ। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্+অক(ণ্বুল্)}
- Bengali Word পূরণ Bengali definition [পুরন্] (বিশেষ্য) ১ পরিপূর্ণ করা বা পূর্ণ হওয়া (ইচ্ছাপূরণ)। ২ সমাধান; নিরসন (সমস্যাপূরণ)। ৩ বৃদ্ধি। ৪ (গণিত.) গুণন; multiplication। ৫ পূরক; পূর্ণকারী। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্+অন(ল্যুট্)}
- Bengali Word পূরন্ত Bengali definition ⇒ পুরন্ত
- Bengali Word পূরব ১ Bengali definition ⇒ পূর্ব
- Bengali Word পূরব ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পুরব] (ক্রিয়া) পূর্ণ হবে (মনোরথ পূরব মোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ>}
- Bengali Word পূরবী, পুরবি Bengali definition [পুরোবি] (বিশেষণ) ১ একটি রাগিণীর নাম (কাঁদিবে সে পূরবীতে গোধূলি বেলায়-কাজী নজরুল ইসলাম)। ২ উদাস ভাবব্যঞ্জক (পূরবী বায় হু হু করে সারা বিশ্বের বিরহ কান্না কেঁদে যাচ্ছে-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) পূর্বী>}
- Bengali Word পূরা Bengali definition ⇒ পুরা২
- Bengali Word পূরিকা Bengali definition ⇒ পূরী
- Bengali Word পূরিত Bengali definition [পুরিতো] (বিশেষ্য) ১ পূর্ণ; পরিপূর্ণ; ভরতি; ভরা হয়েছে এমন। □ (বিশেষণ) গুণিত। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্+ত(ক্ত)}
- Bengali Word পূরী, পূরিকা Bengali definition [পুরি, পুরিকা] (বিশেষ্য) ডাল ইত্যাদির পুরযুক্ত খাদ্য; পুরি ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) পূর+ইন্(ইনি), +ইক+আ(টাপ), ই আগম}
- Bengali Word পূরোয়িতা (-তৃ) Bengali definition [পুরোয়িতা] (বিশেষণ) পূরক; পরিপূর্ণকারক। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্+ণিচ্+তৃ(তৃচ্)}