Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পুটকি Bengali definition [পুট্‌কি] (বিশেষ্য) (অশ্লীল) মলদ্বার; পায়ু। পুটকি মারা (ক্রিয়া) (অশ্লীল) পায়ুমেহন। {(তৎসম বা সংস্কৃত) পুটক>}
  • Bengali Word পুটকিত Bengali definition [পুটোকিতো] (বিশেষণ) ১ আচ্ছাদিত। ২ সংহত (পুটকিত শিরজট বিঘটিত সুবিকট-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পুটক+ইত(ইত্‌চ)}
  • Bengali Word পুটকিনী Bengali definition [পুটোকিনি] (বিশেষ্য) পদ্মিনী। {(তৎসম বা সংস্কৃত) পুটক+ইক(ইনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word পুটলি Bengali definition ⇒ পুঁটলি
  • Bengali Word পুটিং Bengali definition [পুটিঙ্‌] (বিশেষ্য) ১ খড়ি চূর্ণের সঙ্গে তিসির তেল এবং ধুনা মিশ্রণে প্রস্তুত পলাস্তারা বা প্রলেপ। {(ইংরেজি) putty}
  • Bengali Word পুটিকা Bengali definition [পুটিকা] (বিশেষ্য) ১ কৌটা। ২ পুলি; পুরিয়া। {(তৎসম বা সংস্কৃত) পুটি+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পুটিত Bengali definition [পুটিতো] (বিশেষণ) ১ মুচি প্রভৃতিতে পক্ব; অগ্নিতে সিদ্ধ বা পক্ব; roasted। ২ আবৃত; আচ্ছাদিত। ৩ গ্রথিত; গ্রন্থনযুক্ত। ৪ মর্দিত; নিষ্পেষিত। {(তৎসম বা সংস্কৃত) □ পুট্‌+ত(ক্ত)}
  • Bengali Word পুটী Bengali definition [পুটি] (বিশেষ্য) ১ ঠোঙা। ২ কৌপিন; আচ্ছাদন। ৩ পানের খিলি। {(তৎসম বা সংস্কৃত) পুট+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word পুটুলি Bengali definition ⇒ পুঁটলি
  • Bengali Word পুঠি Bengali definition [পুঠি] (বিশেষ্য) ক্ষুদ্র পুঁটি মাছ। {(তৎসম বা সংস্কৃত) প্রোষ্ঠী>}
  • Bengali Word পুডিং Bengali definition [পুডিঙ্‌] (বিশেষ্য) দুধ ডিম চিনি প্রভৃতির দ্বারা প্রস্তুত সুস্বাদু মিষ্টান্নবিশেষ। {(ইংরেজি) pudding}
  • Bengali Word পুণ্ডরীক Bengali definition [পুন্‌ডোরিক্‌] (বিশেষ্য) শ্বেতকমল; সাদা পদ্ম। পুণ্ডরীকাক্ষ (বিশেষ্য) পদ্মের ন্যায় অক্ষি অর্থাৎ চোখ যার; হিন্দুদেবতা কুষ্ণ; বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) □ পুণ্ড্র+ঈক(ঈকক্‌)}
  • Bengali Word পুণ্ড্র, পুণ্ড্রক, পৌণ্ড্র Bengali definition [পুন্‌ড্রো, পুন্‌ড্রক্‌, পোউন্‌ড্রো] (বিশেষ্য) ১ এক প্রকার ইক্ষু। ২ তিলক; ফোঁটা। ৩ বাংলার প্রাচীন জনপদ বা জাতির নাম। {(তৎসম বা সংস্কৃত) □ পুণ্ড্‌+র(রক্‌)}
  • Bengali Word পুণ্য Bengali definition [পুন্‌নো] (বিশেষ্য) ১ সৎকর্ম; ধর্মানুষ্ঠান। ২ সওয়াব; সৎকর্মহেতু শুভফল যাতে মৃত্যুর পরে আত্মার শান্তি হয়। □ (বিশেষণ) ১ পবিত্র (পুণ্যতীর্থ)। ২ ধার্মিক; ধর্মপরায়ণ; পুণ্যবান (পুণ্যাত্মা)। পুণ্যক (বিশেষ্য) পুণ্যলাভের জন্য পালনীয় ব্রত; পুণ্যার্থ উপবাসাদি। পুণ্যকর্মা (বিশেষ্য) পুণ্যকর্ম অনুষ্ঠানাদির জন্য শুভ সময়। পুণ্যকীর্তি (বিশেষণ) পুণ্যকর্ম সম্পাদনের নিমিত্ত খ্যতিসম্পন্ন। পুণ্যক্ষয় (বিশেষ্য) সঞ্চিত পুণ্যের হ্রাস বা বিনাশ। পুণ্যক্ষেত্র (বিশেষ্য) পুণ্যভূমি; পবিত্রস্থান; তীর্থ। পুণ্যতোয়া (বিশেষণ) (নদী সম্বন্ধীয়) পবিত্র জলে পূর্ণ; পূতসলিলা। পুণ্যদ (বিশেষণ) পুণ্যদাতা; পুণ্যজনক। পুণ্যদর্শন (বিশেষণ) দেখলে পুণ্যলাভ হয় এমন; দর্শনে পবিত্রতা জন্মে এমন। পুণ্যফল (বিশেষ্য) সৎকর্মের মঙ্গলজনক ফল। পুণ্যবল (বিশেষ্য) পুণ্যকর্ম করায় যে শক্তিলাভ হয়েছে। পুন্যবান (বিশেষণ) ১ পুণ্যশীল। ২ ধার্মিক। পুণ্যবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পুণ্যযোগ (বিশেষ্য) ১ পবিত্র জগৎ। ২ যে লোকে পাপ নেই; স্বর্গ; বেহেস্ত। পুণ্যশীল (বিশেষণ) পুণ্যকার্য সম্পাদনের প্রকৃতিবিশিষ্ট। পুণ্যশীল (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পুণ্যশ্লোক (বিশেষণ) ১ পুণ্যকীর্তি; যশস্বী। ২ পবিত্রচরিত্র; পূতচরিত্র। পুণ্যসঞ্চয় (বিশেষণ) পুণ্যকর্ম সম্পাদনের দ্বারা পরলোকে কল্যাণ লাভের অধিকার অর্জন। {(তৎসম বা সংস্কৃত) পূ+ উন্য(ডুণ্য)}
  • Bengali Word পুণ্যাত্মা Bengali definition [পুন্‌নাত্‌তাঁ] (বিশেষণ) পুণ্যবান; পূতচিত্ত; ধার্মিক। {(তৎসম বা সংস্কৃত) পুণ্য+আত্মা; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word পুণ্যাহ Bengali definition [পুন্‌নাহো] (বিশেষ্য) ১ পুণ্যকর্ম সম্পাদনের পক্ষে শুভ দিন (প্রতি অমাবস্যা হয় প্রভুর পুণ্যাহ-রাজশেখর বসু (পরমু))। ২ জমিদারি প্রথায় বৎসরের সূচনায় প্রজাদের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীকী খাজনা আদায়ের অনুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) পুণ্য+অহ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word পুণ্যি Bengali definition [পুন্‌নি] (বিশেষ্য) পুণ্য। পুণ্যি পুকুর (বিশেষ্য) সৎ ও উৎকৃষ্ট সাংসারিক জীবন লাভের উদ্দেশ্যে হিন্দু কুমারীদের ব্রত বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুণ্য>}
  • Bengali Word পুতলি, পুতলী Bengali definition [পুত্‌লি] (বিশেষ্য) ১ পুতুল। ২ মূর্তি। ৩ নয়নতারা। ৪ সন্তান (চেয়ে দেখ খাটে শুয়ে সোনার পুতলি-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা>}
  • Bengali Word পুতি Bengali definition [পুতি] (বিশেষ্য) পুত্র। নাতিপুতি (বিশেষ্য) পুত্র, পৌত্র প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>(প্রাকৃত)পুত্ত>}
  • Bengali Word পুতুপুতু Bengali definition [পুতুপুতু] (অব্যয়) প্রতিপালনে বিশেষভাবে যত্ন ও মাতার আতিশয্যব্যঞ্জক। {পুত+উ+পুত+উ}
  • Bengali Word পুতুল Bengali definition [পুতুল্] (বিশেষ্য) ১ মানুষ পশুপাখি ইত্যাদির প্রতিমূর্তি। ২ প্রতিমা (পুতুল পূজা)। □ (বিশেষণ) (আলঙ্কারিক) সাক্ষীগোপাল; অচেতন নিঃসাড় জড় পদার্থবৎ। পুতুল খেলা (বিশেষ্য) ১ (শিশুদের) পুতুল নিয়ে খেলা। ২ (আলঙ্কারিক) ছেলেখেলা; শিশুসুলভ গুরুত্বশূন্য ব্যাপার (একি পুতুল খেলা পেয়েছ)। পুতুল নাচ (বিশেষ্য) খেলাবিশেষ যাতে সুতার সাহায্যে পুতুল দ্বারা জীবন্ত মানুষ বা জীবজন্তুর ন্যায় অঙ্গভঙ্গি রূপ ক্রীড়া দেখানো হয়। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা>(প্রাকৃত)পুত্তলিআ>; (তৎসম বা সংস্কৃত) পুত্র>(প্রাকৃত)পুতুল্ল}
  • Bengali Word পুত্তল, পুত্তলক Bengali definition [পুত্‌তল্‌, পুত্‌তলক্‌] (বিশেষ্য) ১ তৃণপত্রাদি নির্মিত ‍মৃতের প্রতিমূর্তি; পর্ণনর। ২ পুতুল। {(তৎসম বা সংস্কৃত) পুত্ত+□ লা+অ(ক)}
  • Bengali Word পুত্তলি, পুত্তলী, পুত্তলিকা Bengali definition [পুত্‌তোলি, পুত্‌তোলি, পুত্‌তোলিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পুতুল। ২ মৃত্তিকা-নির্মিত জীবজন্তুর প্রতিমূর্তি। পুত্তলিপূজা (বিশেষ্য) মূর্তিপূজা। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা>(প্রাকৃত)পুত্তলিআ>}
  • Bengali Word পুত্তিক, পুত্তিকা Bengali definition [পুত্‌তিক্‌, পুত্‌তিকা] (বিশেষ্য) ১ উইপোকা। ২ মৌমাছি। {(তৎসম বা সংস্কৃত) পুৎ+□ তন্‌+অ(ড)+ক(কন্‌), +আ(টাপ্‌)}
  • Bengali Word পুত্র, পুত্ত্র Bengali definition [পুত্‌ত্রো] (বিশেষ্য) ১ তনয়; নন্দন; ছেলে; পুরুষ সন্তান। ২ পুত্রবৎ স্নেহের পাত্র; পুত্রস্থানীয় ব্যক্তি। পুত্রক (বিশেষ্য) ১ পুত্র; ছেলে। ২ স্নেহের পাত্র। পুত্রবান বিণ। পুত্রকা, পুত্রিকা (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) কন্যা। ২ পুতুল। পুত্রকাম (বিশেষণ) পুত্রাভিলাষী। পুত্রকামা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পুত্রবধূ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পুত্র বা পুত্রাস্থানীয় ব্যক্তির স্ত্রী; ছেলের বৌ। পুত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ কন্যা; তনয়া; নন্দিনী; মেয়ে। ২ কন্যাস্থানীয়া স্ত্রীলোক বা বালিকা। পুত্রীয় (বিশেষণ) পুত্রসংক্রান্ত; পুত্রের জন্য। পুত্রেষ্টি (বিশেষ্য) পুত্র কামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। পুত্রেষ্টি (বিশেষ্য) পুত্র কামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুৎ+□ ত্রৈ+অ(ক)}
  • Bengali Word পুদিনা Bengali definition [পুদিনা] (বিশেষ্য) এক প্রকার গন্ধযুক্ত শাক (বনতুলসী পুদিনা ও মৌরির জঞ্জাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) পুদিনাহ্‌}
  • Bengali Word পুন, পুনঃ Bengali definition [পুনো, পুনোহ্‌] অব্য, (ক্রিয়াবিশেষণ) পুনরায়; আবার; ফের; দ্বিতীয় বার। পুনঃপুন অব্য, (ক্রিয়াবিশেষণ) বারবার; উপর্যুপরি; মুহুর্মুহু। পুনরধিকার (বিশেষ্য) হারানো বিষয়াদি পুনরায় অধিকার। পুনরপি অব্য, (ক্রিয়াবিশেষণ) পুনশ্চ; পুনরায়। পুনরাগমন (বিশেষ্য) ১ প্রত্যাগমন। ২ প্রত্যাবর্তন; ফিরে আসা। পুনরাবৃত্ত (বিশেষণ) ১ প্রত্যাবৃত্ত। ২ পুনরায় কথিত; আবার ঘটেছে বা করা হয়েছে এমন। পুনরাবৃত্তি (বিশেষ্য) ১ পুনরায় পাঠকরণ বা কথন; পুনরুক্তি। ২ পুনঃকরণ; অনুবৃত্তি। ৩ প্রত্যাবর্তন। পুনরায় অব্য, (ক্রিয়াবিশেষণ) আবার; ফের; পুনর্বার। পুনরুক্ত (বিশেষণ) পুনরায় উক্ত বা কথিত। পুনরুক্তি (বিশেষ্য) পুনরায় কথন; পুনর্বার যা বলা হয়। পুনরুজ্জীবিত (বিশেষণ) পুনর্বার সজীবতাপ্রাপ্ত; পুনরায় জীবন লাভ করেছে এমন। পুনরুত্থান (বিশেষ্য) ১ পুনরায় উত্থান; কেয়ামত; ইসলাম ও খ্রিস্ট ধর্মানুসারে মৃত্যুর পর কবর থেকে মৃতের আত্মার উত্থান; resurrection। ২ পুনর্জাগরণ বা উন্নতি লাভ। পুনরুত্থিত (বিশেষণ) আবার উঠেছে এমন। পুনরুৎপত্তি, পুনরুদ্ভব, পুনর্জন্ম (বিশেষ্য) ১ পুনরায় জন্ম। ২ হিন্দু; বৌদ্ধ প্রভৃতি ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর পুনর্বার উৎপত্তি বা জন্মলাভ। পুনরুৎপন্ন, পুনরুদ্ভূত, পুনর্জাত (বিশেষণ) মৃত্যুর পর পুনরায় উৎপন্ন হয়েছে বা জন্মলাভ করেছে এমন। পুনর্জীবন (বিশেষ্য) ১ পুনরায় জীবন লাভ। ২ নবজীবন। ৩ মরণের পরে পুনর্জন্ম। পুনর্নব (বিশেষ্য) নখ। পুনর্নবা (বিশেষ্য) এক-প্রকার শাক। পুনর্বসতি (বিশেষ্য) পুনরায় বসতি স্থাপন; নতুন বসতি; rehabilitation। পুনর্বসু (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) একটি নক্ষত্রের নাম। পুনর্বার (ক্রিয়াবিশেষণ) আবার; ফের; পুনরায়। পুনর্বাসন (বিশেষ্য) স্থায়ী বাসভূমি ত্যাগকারীকে পুনরায় বাসস্থান প্রদান বা পুনর্বসতিকরণ। পুনর্বিচার (বিশেষ্য) যার বিচার হয়ে গিয়েছে এরূপ বিষয়ের নতুন করে বিচার; সানি-বিচার। পুনর্ভব (বিশেষ্য) ১ পুনর্বার উৎপন্ন; পুনরায় জাত। ২ পুনর্জন্ম (মৃত্যুর নেপথ্যে শুধু পুনর্ভব, ভাবনা দুর্ভর-মোহিতলাল মজুমদার)। পুনর্ভূ (বিশেষ্য) স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বার বিবাহিতা; বাগদত্তা নারীর অপরের সাথে বিয়ে। পুনর্মিলন (বিশেষ্য) বিরহ অবস্থায় পুনরায় মিলন বা সাক্ষাৎ লাভ। পুনর্মূষিক (বিশেষ্য) পূর্বের হীন অবস্থা প্রাপ্তি। পুনর্মূষিকোভব-১. ‘হিতোপদেশ’ গ্রন্থের গল্পবিশেষে উক্ত; অর্থ: পুনরায় ইঁদুর হও। ২ (আলঙ্কারিক) পুনর্বার (ইতঃপূর্বের) হীন অবস্থা প্রাপ্ত হও। পুনর্যাত্রা (বিশেষ্য) ১ আবার যাওয়া বা আসা। ২ উল্টারথ নামক হিন্দু ধর্মানুষ্ঠান। পুনশ্চ অব্য, (ক্রিয়াবিশেষণ) পুনরায়; পুনর্বার; আবারও। {(তৎসম বা সংস্কৃত) পুনর্‌>}
  • Bengali Word পুনমি, পুনমী (মধ্যযুগীয় বাংলা), পুণিম (ব্রজবুলি) Bengali definition [পুনোমি, পুনোমি, পুনিম] (বিশেষ্য) পূর্ণিমা। {(তৎসম বা সংস্কৃত) পুর্ণিমা>}
  • Bengali Word পুনি, পুনী, পুনু (মধ্যযুগীয় বাংলা) ব্রজবুলি.) Bengali definition [পুনি, পুনি, পুনু] (অব্যয়) পুনঃ; পুনরায় (পুনি বহে খর বাএ; পুনি বাহ্নাঞিঁ তোর বড়ই খাঁখার-বড়ু চণ্ডীদাস)। {পুনঃ>}
  • Bengali Word পুন্নাগ Bengali definition [পুন্‌নাগো] (বিশেষ্য) ১ শ্বেতপদ্ম। ২ নাগকেশর জাতীয় পুষ্পবৃক্ষ। ৩ শ্বেতহস্তী। ৪ নরশ্রেষ্ঠ; পুরুষ-প্রধান। {(তৎসম বা সংস্কৃত) পুং+নাগ; (কর্মধারয় সমাস)}