Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পীত ২ Bengali definition [পিত্‌] (বিশেষ্য) ১ পিত্ত। ২ লজ্জা শরম ঘৃণা প্রভৃতি (তোমার দেহত কাহ্নঞিঁ না বসে কি পীত-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত>}
  • Bengali Word পীতর, পিতর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পিতর] (বিশেষ্য) পিতৃপুরুষগণ; পিতা-পিতামহগণ (তার পানী না দেয় পীতরে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পিতরঃ>}
  • Bengali Word পীতল Bengali definition ⇒ পিতল
  • Bengali Word পীধন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পিধন্‌] (পীধন পীয়নবাস-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) পরিধান>}
  • Bengali Word পীন Bengali definition [পিন্‌] (বিশেষণ) স্থূল; পুষ্ট (দিনে দিনে পয়োধর ভৈগেল পীন-বিদ্যাপতি)। পীনস্তনী (বিশেষ্য) সুপুষ্ট ও উন্নত স্তন-বিশিষ্টা নারী (আঁটিয়া কাঁচলি পীনস্তনী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ প্যায়্‌+ত(ক্ত)}
  • Bengali Word পীনস Bengali definition ⇒ পিনস
  • Bengali Word পীনালকোড Bengali definition ⇒ পিনালকোড
  • Bengali Word পীনোন্নত Bengali definition [পিনোন্‌নতো] (বিশেষণ) স্থূল ও উচ্চ (পীনোন্নত পয়োধর)। {(তৎসম বা সংস্কৃত) পীন+উন্নত; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word পীবর Bengali definition [পিবর্‌] (বিশেষণ) পীন; সুপুষ্ট; সমুন্নত (ধকধকে রত্নাবলী কুচ যুগ মাঝে পীবর-মাইকেল মধূসূদন দত্ত)। পীবরা, পীবরী (বিশেষণ) স্থূলাঙ্গী। {(তৎসম বা সংস্কৃত) □ পীব্‌+বর(বরচ্‌)}
  • Bengali Word পীযূষ, পীযুষ Bengali definition [পিজুশ্‌] (বিশেষ্য) অমৃত; সুধা (নূতন অধর পিযূষ পিয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত; সেই আল্লারই স্নেহ পিযুষ ক্ষরিত হয়-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) □ পীয্‌+ঊষ(উষন্‌)}
  • Bengali Word পীর, পির Bengali definition [পির্‌] (বিশেষ্য) মুসলিম দীক্ষাগুরু; পুণ্যাত্মা (পীরের মোকামে দেয় সাঁজ-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পীর পয়গম্বর (বিশেষ্য) পীর ও নবী; মুসলমান সাধু মহাপুরুষ। পীর-পরস্তি (বিশেষ্য) পীরপূজা (প্রচলিত গুরুদের প্রভাবে মুসলমানদের মধ্যে পীর পরস্তীর প্রবর্তন হয়-মান্নান)। পীরোত্তর (বিশেষ্য) পীরের উদ্দেশ্যে প্রদত্ত নিষ্কর ভূমি। পীরের দরগা (বিশেষ্য) পীরের সমাধি স্থান এবং সেখানে নির্মিত ধর্ম প্রতিষ্ঠান। পীরের শিন্নি (বিশেষ্য) পীরের উদ্দেশ্যে নিবেদিত চিনি, ময়দা, দুধ, কলা প্রভৃতির মিশ্রণে তৈরি বস্তু। পীর পাঁচ (বিশেষ্য) নদী ও সাগরে মাঝি ও নাবিকরা বদর প্রমুখ যে পাঁচ জন পীরকে স্মরণ করে। {(ফারসি) পীর}
  • Bengali Word পীরালী Bengali definition ⇒ পিরালি
  • Bengali Word পীরিত Bengali definition ⇒ পিরিত
  • Bengali Word পীল Bengali definition ⇒ পিল২
  • Bengali Word পীলসুজ Bengali definition ⇒ পিলসুজ
  • Bengali Word পীলিহা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পিলিহা] (বিশেষ্য) প্লীহা বৃদ্ধি নামক রোগ (শোলঙ্গে পীলিহা কাটে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্লীহা>}
  • Bengali Word পীলু Bengali definition [পিলু] (বিশেষ্য) ১ হাতি। ২ এক প্রকার কীট। ৩ পীলু নামক গাছ। {(তৎসম বা সংস্কৃত) □ পীল+উ(কু)}
  • Bengali Word পীলুপর্ণী Bengali definition [পিলুপোর্‌নি] (বিশেষ্য) মুর্বা নামক লতা। {(তৎসম বা সংস্কৃত) পীলুপর্ণী}
  • Bengali Word পীলুড়ি, পিলড়ি Bengali definition [পিলুড়ি, পিলোড়ি] (বিশেষ্য) কোনো এক পক্ষের রাজা ও গজ বিশিষ্ট থাকলে যে দাবখেলা চলে। {(তৎসম বা সংস্কৃত) পীলু+(বাংলা) ড়ি}
  • Bengali Word পীড়ক Bengali definition [পিড়ক্‌] (বিশেষ্য) পীড়ন করে যে, পীড়নকারী; অত্যাচারী। পীড়িকা (বিশেষ্য) সর্বাঙ্গে দুষ্ট ব্রণাদির উদ্ভব। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word পীড়ন Bengali definition [পিড়ন্‌] (বিশেষ্য) ১ অত্যাচার; জুলুম; নির্যাতন। ২ চাপ। ৩ সমাদরে গ্রহণ (পাণিপীড়ন)। □ (বিশেষণ) পেষণ; মর্দন। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পীড়া Bengali definition [পিড়া] (বিশেষ্য) ১ ক্লেশ; যন্ত্রণা; কষ্ট; বেদনা (অত্যন্ত পীড়া অনুভব করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ব্যাধি (পীড়াগ্রস্ত)। পীড়াদায়ক, পীড়াজনক (বিশেষণ) ১ ক্লেশকর; যন্ত্রণাদায়ক। ২ রোগ উৎপাদক। ৩ পীড়িত; অসুস্থ; রোগগ্রস্ত; অত্যাচারিত; নির্যাতিত। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পীড়া, পিঁড়া Bengali definition
  • Bengali Word পীড়াপীড়ি, পিড়াপীড়ি Bengali definition [পিড়াপিড়ি] (বিশেষ্য) ১ পুনঃপুন বিশেষভাবে অনুরোধ-উপরোধ। ২ বার বার বিশেষ চাপ প্রদান। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্‌+(বাংলা) আ+অনু. পীড়ি}
  • Bengali Word পীড়িত Bengali definition [পিড়িতো] (বিশেষণ) ১ রোগগ্রস্ত; অসুস্থ। ২ ক্লেশপ্রাপ্ত। ৩ পিষ্ট; মর্দিত। ৪ অত্যাচারিত; নির্যাতিত। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্‌+ত(ক্ত)}
  • Bengali Word পীড়িয়া Bengali definition [পিড়িয়া] (অসমাপিকা ক্রিয়া) কষ্ট দিয়ে (জলে তারে ডুবাইয়া পীড়িয়া মরমে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্‌>}
  • Bengali Word পীয়নু, পীয়ল (ব্রজবুলি) Bengali definition [পিয়নু, পিয়ল] (ক্রিয়া) পান করলাম। {(তৎসম বা সংস্কৃত) □ পী>}
  • Bengali Word পীয়ল Bengali definition [পিয়ল্‌] (বিশেষ্য) (বিশেষণ) পীতবর্ণ; পিঙ্গাবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গল}
  • Bengali Word পীয়ার Bengali definition ⇒ পিয়ার২
  • Bengali Word পুঁই, পুই Bengali definition [পুঁই, পুই] (বিশেষ্য) পুঁইশাক; শাকরূপে ভক্ষ্য এক প্রকার লতাকৃতি গাছ (লাল পুঁই এর লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো-কাজী নজরুল ইসলাম)। পুঁইয়ে, পুয়ে (বিশেষণ) পুঁই ডাঁটার ন্যায় লতানো (পুঁয়ে সাপ)। পুঁয়ে পাওয়া (ক্রিয়া) শুকিয়ে ডাঁটার মতো ক্ষীণ হতে থাকে শিশুর এমন রোগ হওয়া। {(তৎসম বা সংস্কৃত) পূতিকা>}