প পৃষ্ঠা ২১
- Bengali Word পরীক্ষক Bengali definition [পোরিক্খক্] (বিশেষণ) পরীক্ষা করে এমন; পরীক্ষাকারী। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঈক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পরীক্ষণ Bengali definition [পোরিক্খন্] (বিশেষ্য) পরীক্ষাকরণ; কোনো বস্তুর দোষগুণ নিরূপণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঈক্ষ+অন(ল্যুট্)}
- Bengali Word পরীক্ষণীয় Bengali definition [পোরিক্খোনিয়ো] (বিশেষণ) ১ পরীক্ষার উপযোগী। ২ অনুসন্ধেয়। ৩ বিচার্য। {(তৎসম বা সংস্কৃত) পরি+ঈক্ষ্+অনীয় (অনীয়র্)}
- Bengali Word পরীক্ষা Bengali definition [পোরিক্খা] (বিশেষ্য) ১ দোষগুণ ভালোমন্দের যথার্থ বিচার। ২ ছাত্রদের বিদ্যাবত্তা নির্ণয়; examination। ৩ যাচাই (স্বর্ণাদি পরীক্ষা)। ৪ স্বরূপ নিরূপণ (রোগ পরীক্ষা)। ৫ গবেষণা (বৈজ্ঞানিক পরীক্ষা)। ৬ অনুসন্ধান। ৭ প্রয়োগ বা ব্যবহারের মাধ্যমে গুণাগুণ বিচার (ঔষধটার পরীক্ষা প্রার্থনীয়)। ৮ ক্রিয়া দ্বারা স্বরূপ বা প্রকৃতি নিরূপণ (ভাগ্য পরীক্ষা)। পরীক্ষাকেন্দ্র, পরীক্ষাগার (বিশেষ্য) ১ যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়। ২ ছাত্রদের পরীক্ষা দেওয়ার জায়গা। ৩ বৈজ্ঞানিক গবেষণার জায়গা; laboratory। পরীক্ষাধীন (বিশেষণ) ১ পরীক্ষিত হচ্ছে এমন। ২ বিচারাধীন। ৩ পরীক্ষাসাপেক্ষ; পরীক্ষার উপর নির্ভর করছে এমন। পরীক্ষার্থী (বিশেষণ) ১ পরীক্ষার জন্য প্রস্তুত বা পরীক্ষা দিবে এমন। পরীক্ষার্থীনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরীক্ষিত (বিশেষণ) পরীক্ষা করা হয়েছে এমন। পরিক্ষোত্তীর্ণ (বিশেষণ) পরীক্ষায় উত্তীর্ণ বা সফল হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ইক্ষ্+আ(টাপ্)}
- Bengali Word পরীক্ষিৎ, পরীক্ষিৎ, পরিক্ষিত Bengali definition [পোরিক্খিত্] (বিশেষ্য) অভিমন্যুর পুত্র-তক্ষক দংশনে যাঁর মৃত্যু হয়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ক্ষি+ক্বিপ্}
- Bengali Word পরীণাহ্ Bengali definition ⇒ পরিণাহ
- Bengali Word পরীত Bengali definition [পোরিতো] (বিশেষণ) ১ পরিবৃত; বেষ্টিত। ২ যুক্ত; বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+ই+ত(ক্ত)}
- Bengali Word পরুষ Bengali definition [পোরুশ্] (বিশেষণ) ১ কড়া; রূঢ়; কঠোর; কর্কশ (পরুষ বচনে কহিলা লক্ষ্ণণ শূরে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ উদ্ধত; উগ্র। □ (বিশেষ্য) নিষ্ঠুর। পরুষতা, পরুষত্ব, পারষ্য (বিশেষ্য) কর্কশতা; রূঢ়তা; কঠোরতা। ২ ঔদ্ধত্য; উগ্রতা। ৩ নিষ্ঠুরতা। পরুষ বচন (বিশেষ্য) কটু কথা। পরুষভাষী (-ষিন্) (বিশেষ্য), (বিশেষণ) কটুভাষী। {(তৎসম বা সংস্কৃত) √পৃ+উষ্(উষচ্)}
- Bengali Word পরে Bengali definition [পরে] (ক্রিয়াবিশেষণ) ১ পিছনে; পশ্চাতে (সে পরে এসেছে)। ২ অনন্তর। ৩ অপরে; অন্যলোকে। ৪ অন্যত্র (এতক আরতি আছে পরে কহে মাঙ্গী-বড়ু চণ্ডীদাস)। ৫ কোনো ঘটনাদি অবসান হলে (প্লেন ছাড়ার পরে সে এয়ারপোর্টে এলো)। পরে পরে (ক্রিয়াবিশেষণ) এক জনের পর অন্যজন; ক্রম অনুসারে। {(তৎসম বা সংস্কৃত) পর>}
- Bengali Word পরেটা Bengali definition ⇒ পরটা
- Bengali Word পরেশ Bengali definition [পরেশ্] (বিশেষ্য) পরমেশ্বর। ২ স্পর্শমণি। {(তৎসম বা সংস্কৃত) পর+ঈশ; (তৎসম বা সংস্কৃত) স্পর্শ}
- Bengali Word পরেশনাথ, পার্শ্বনাথ Bengali definition [পরেশ্নাথ, পার্শোনাথ্] (বিশেষ্য) ১ জৈন তীর্থবিশেষ। ২ ভারতের বিহার রাজ্যের হাজারিবাগ জেলায় ঐ নামীয় সর্বোচ্চ পাহাড়। {(তৎসম বা সংস্কৃত) পর+ঈশ+নাথ; √স্পৃশ্+শ্ব(শ্বণ্)+নাথ}
- Bengali Word পরোক্ষ Bengali definition [পরোক্খো] (বিশেষণ) ১ অপ্রত্যক্ষ; অক্ষির অগোচর; indirect; অসাক্ষাৎ; প্রত্যক্ষ জ্ঞান নেই এমন (পরোক্ষ প্রমাণ)। ২ গৌণ; সরাসরি নয় এমন (পরোক্ষভাবে)। ৩ ইন্দ্রিয়াতীত। {(তৎসম বা সংস্কৃত) পর+অক্ষি+অ(অচ্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word পরোখ Bengali definition [পরোখ্] (বিশেষ্য) পরখ; পরীক্ষা (পরিষ্কার হল কিনা আঙ্গুল দিয়ে পরোখ করে-শামসুল হক)। {(তৎসম বা সংস্কৃত) পরীক্ষা>}
- Bengali Word পরোটা Bengali definition ⇒ পরটা
- Bengali Word পরোপকার Bengali definition [পরোপোকার্] (বিশেষ্য) অন্যের উপকার; পরের কল্যাণ বা মঙ্গল। পরোপকারী (-রিন্) (বিশেষণ) অন্যের উপকারী; অপরের মঙ্গলসাধক; পরহিতসাধক। পরোপকারিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরোপকারিতা (ক্রিয়া) অন্যের মঙ্গলসাধন; পরহিতসাধন; অপরের উপকারকরণ। {(তৎসম বা সংস্কৃত) পর+উপকার}
- Bengali Word পরোপকৃত Bengali definition [পরোপোক্কৃতো] (বিশেষণ) ১ অন্য কর্তৃক উপকৃত। উপকারপ্রাপ্ত। ২ অপরের উপকার। {(তৎসম বা সংস্কৃত) পর+উপকৃত}
- Bengali Word পরোপচিকীর্ষা Bengali definition [পরোপোচিকির্শা] (বিশেষ্য) অন্যের উপকার করার ইচ্ছা। {(তৎসম বা সংস্কৃত) পর+উপচিকীর্ষা}
- Bengali Word পরোপজীবী Bengali definition [পরোপোজিবি] (বিশেষ্য), (বিশেষণ) পরের সাহায্যে জীবিকা নির্বাহকারী; পরান্নপালিত; পরনির্ভর; পরের গলগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) পর+উপজীবী}
- Bengali Word পরোপজীব্য Bengali definition [পরোপোজিব্বো] (বিশেষণ) পরকে আশ্রয় করে জীবন যাপন করে এমন; পরের গলগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) পর+উপজীব্য}
- Bengali Word পরোশা Bengali definition ⇒ পরসা
- Bengali Word পরোঢ়া Bengali definition [পরোড়া/পরোঢ়া] (বিশেষ্য) ১ অপরের বিবাহিতা; অন্যের পরিণীতা। ২ পরস্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) পর+ ঊঢ়া}
- Bengali Word পরোয়া, পরওয়া Bengali definition [পরোয়া] (বিশেষ্য) ১ গ্রাহ্য (পরোয়া করি না বাঁচি কি না বাঁচি-কাজী নজরুল ইসলাম)। ২ ডর; ভয়; আশঙ্কা (বেদুইন মৃত্যুকে পরওয়া করে না-মোবা)। ৩ ভাবনা; চিন্তা; উৎকন্ঠা (সে জন্য কারো পরোয়া নাই-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। কুছ পরোয়া নেই-কোনো ভয় নেই। বে-পরোয়া (বিশেষণ) কোনো কিছুতেই ডর ভয় বা গ্রাহ্য নেই এমন; নির্ভীক। {(ফারসি) পরবাহ}
- Bengali Word পরোয়ানা, পরওনা Bengali definition [পরোয়ানা] (বিশেষ্য) ১ বাজার আদালতের বা শাসকের হুকুমনামা (হাতে দিয়ে পরোয়ানা-এই বাদশাহী-পাঞ্জার ছাপ ফের তারে ডেকে আনা-মোহিতলাল মজুমদার)। ২ লিখিত আদেশ; আদেশপত্র (কর আদায়ের পরোয়ানা জারী-আসকার ইবনে শাইখ)। {(ফারসি) পর্বানাহ্ }
- Bengali Word পরোয়ার, পরবার Bengali definition [পরোয়ার্] (বিশেষ্য) প্রতিপালক; পালনকর্তা (পরোয়ারদিগার)। {(ফারসি) পরবার}
- Bengali Word পর্কটি, পকর্টী Bengali definition [পর্কোটি] (বিশেষ্য) পাকুড়গাছ। {(তৎসম বা সংস্কৃত) পর+কটি}
- Bengali Word পর্চা, পরচা Bengali definition [পর্চা] (বিশেষ্য) ১ বংশাবলির পরিচয়। ২ টুকরা; কাগজের টুকরা; কাগজ। ৩ জমির খাজনা ও পরিমাণ উল্লিখিত জমিদারি বা সরকারি দলিল; সেটেলমেন্ট খতিয়ান। {(ফারসি) পর্চাহ}
- Bengali Word পর্জন্য, পর্জ্জন্য Bengali definition [পর্জোন্নো] (বিশেষ্য) ১ গর্জনকারী জলবর্ষী মেঘ। ২ ইন্দ্র (পর্জন্যের চলে শূন্য রথ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √পয্+অন্য}
- Bengali Word পর্ণ Bengali definition [পর্নো] (বিশেষ্য) ১ পাতা (পর্ণরাশি মর্মর মঞ্জীর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পান। ৩ পক্ষ; ডানা; পালক। পর্ণকার (বিশেষ্য) ১ পানবিক্রেতা; পান-ব্যবসায়ী। ২ বারুই জাত। পর্ণকুটির, পর্ণশালা (বিশেষ্য) পত্র দ্বারা আচ্ছাদিত কুঁড়েঘর। পর্ণপুট (বিশেষ্য) পাতার ঠোঙ্গা। পর্ণবীথিকা (বিশেষ্য) পান গাছের সারি। পর্ণমৃগ (বিশেষ্য) শাখামৃগ; বানর; বৃক্ষবিড়াল। পর্ণমোচী (-চিন্) (বিশেষণ) শীতকালে পাতা ঝরে যায় এমন; পত্রত্যাগী। পর্ণশবরী (বিশেষ্য) বৌদ্ধ দেবীবিশেষ। ২ দুর্গার নাম। পর্ণশয্যা (বিশেষ্য) পত্র রচিত শয্যা। পর্ণী (-নিন্) (বিশেষণ) ১ পাতাযুক্ত; পত্রবিশিষ্ট (সপ্তপর্ণী)। ২ বৃক্ষ; গাছ। {(তৎসম বা সংস্কৃত) √পৃ+ন অথবা √পর্ণি+ অ(অচ্)}
- Bengali Word পর্ণিক Bengali definition [পোর্নিক্] (বিশেষ্য) যে শাক-সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে; বকালি; বক্কাল। {(তৎসম বা সংস্কৃত) পুণ্ডরীক>}