Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পরিচ্ছন্ন Bengali definition [পোরিচ্‌ছন্‌নো] (বিশেষণ) ১ পরিষ্কৃত। ২ ফিটফাট; গোছানো; বিন্যস্ত। পরিচ্ছন্নতা (বিশেষ্য) নির্মলতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ছদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরিচ্ছেদ Bengali definition [পোরিচ্‌ছেদ্‌] (বিশেষণ) অংশ; ভাগ (ভারত পঞ্চম বেদ নানা মত পরিচ্ছেদ-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) ১ শেষ; সমাপ্তি; অবসান। ২ গ্রন্থের বিষয় বিভাগ; অধ্যায়; chapter। ৩ নির্ণয়; নির্ধারণ। ৪ ভেদজ্ঞান (চেতনা চেতন তার নাহি পরিচ্ছেদ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ছিদ্‌+অ(ঘ)}
  • Bengali Word পরিচ্যুত Bengali definition [পোরিচ্‌চুতো] (বিশেষণ) স্খলিত; বিচ্যুত। {(তৎসম বা সংস্কৃত) পরি+চ্যূত}
  • Bengali Word পরিচয় Bengali definition [পোরিচয়্‌] (বিশেষ্য) ১ নামধাম বংশাদির বিবরণ। ২ জানাশোনা; আলাপ। ৩ চিহ্ন; অভিজ্ঞান; নিদর্শন; উদাহরণ। ৪ প্রণয়; প্রেম (চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বঁধুর সনে-চণ্ডীদাস)। পরিচয়বাহী (বিশেষ্য), (বিশেষণ) পরিচয় বহনকারী; বর্ণনা দানকারী (কাল আছে কিন্তু সে সব তার পরিচয়বাহী নয়-আশ)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চি+অ(অচ্‌)}
  • Bengali Word পরিজন Bengali definition [পোরিজন্‌] (বিশেষ্য) ১ পরিবারের লোক। ২ আত্মীয়-স্বজন। ৩ পোষ্যবর্গ। ৪ পরিচারক; সেবক। {(তৎসম বা সংস্কৃত) পরি+জন}
  • Bengali Word পরিজ্ঞাত Bengali definition [পোরিগ্‌গ্যাঁতো] (বিশেষণ) সম্যকভাবে জ্ঞাত বা পরিচিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+জ্ঞাত}
  • Bengali Word পরিজ্ঞান Bengali definition পরিজ্ঞান [পোরিগ্‌গ্যাঁন্‌] (বিশেষ্য) ১ সম্পূর্ণ জ্ঞান। ২ সম্যক পরিচয়। ৩ অন্তর্দৃষ্টি; insight। {(তৎসম বা সংস্কৃত) পরি+জ্ঞান}
  • Bengali Word পরিণত Bengali definition [পোরিনতো] (বিশেষণ) পূর্ণতাপ্রাপ্ত; পরিপক্ব; পরিণতিপ্রাপ্ত। ২ বিশেষ অবস্থা বা অবস্থান্তরপ্রাপ্ত; রূপান্তরিত। ৩ পর্যবসিত। ৪ চরমে উপনীত। ৫ বৃদ্ধ (পরিণত বয়স)। পরিণতি (বিশেষ্য) ১ চরম দৃশ্য; শেষ অবস্থা; পরিণাম। ২ শেষ; সমাপ্তি। ৩ অবস্থান্তরপ্রাপ্তি; রূপান্তর। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নম্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরিণদ্ধ Bengali definition [পোরিনদ্‌ধো] (বিশেষণ) ১ সমৃদ্ধ। ২ সংযুক্ত। □ (বিশেষ্য) ১ আলিঙ্গিত। ২ পরিবেষ্টিত। ৩ পরিহিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরিণাম Bengali definition [পোরিনাম্‌] (বিশেষ্য) ১ শেষ দশা বা অবস্থা। ২ অবস্থান্তরপ্রাপ্তি। ৩ ভবিষ্যৎ; আখের; ফল (কি করিবে পরিণামে বুঝিতে না পারি-ভারতচন্দ্র রায়গুণাকর)। পরিণামদর্শী (-র্শিন্‌) (বিশেষণ) ১ ভবিষ্যৎ দর্শনকারী। ২ ভবিষ্যৎ ভেবে কাজ করে এমন। পরিণামদর্শিতা (বিশেষ্য) দূরদর্শিতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিণাহ, পরীণাহ Bengali definition [পোরিনাহো] (বিশেষ্য) ১ বিস্তার; প্রসার; ব্যাপ্তি। ২ সীমান্তরেখা; contour। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নহ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরিণীত Bengali definition [পোরিনিতো] (বিশেষণ) বিবাহিত (নবপরিণীত মুগ্ধ যুবক-রবীন্দ্রনাথ ঠাকুর)। পরিণীতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+ত(ক্ত)}
  • Bengali Word পরিণেতা Bengali definition [পোরিনেতা] (বিশেষ্য) বিবাহকর্তা; স্বামী; পতি (পত্নীর উপর পরিণেতার সর্বতোমুখী প্রভুতা আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word পরিণেয় Bengali definition [পোরিনেয়ো] (বিশেষণ) বিবাহযোগ্য; বিবাহের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+য(যৎ)}
  • Bengali Word পরিণয়, পরিণয়ন Bengali definition [পোরিনয়্‌, পোরিনয়োন্‌] (বিশেষ্য) বিবাহ; উদ্বাহ। পরিণয়সূত্র (বিশেষ্য) বিবাহ-বন্ধন। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+ অ(অচ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word পরিতপ্ত Bengali definition [পোরিতপ্‌তো] (বিশেষণ) ১ সন্তপ্ত; উত্তপ্ত। ২ মনস্তাপযুক্ত (পরিতপ্ত কোমল হৃদয়টুকুর অভ্যন্তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+তপ্ত}
  • Bengali Word পরিতাপ Bengali definition [পোরিতাপ্‌] (বিশেষ্য) মনস্তাপ; খেদ; আফসোস; দুঃখ (বিষম পরিতাপে আগুনে ফেলিলা খুল্লনা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পরি+তাপ}
  • Bengali Word পরিতুষ্ট Bengali definition [পোরিতুশ্‌টো] (বিশেষণ) ১ পরিতৃপ্ত (কোথায় সেই পরিতুষ্ট পরিপুষ্ট সুগোল মুখচ্ছবি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আনন্দিত; সন্তুষ্ট; খুশি। পরিতুষ্টা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরিতুষ্টি, পরিতোষ (বিশেষ্য) পরিতৃপ্তি; সন্তোষ (করি পরিতোষ কোন উপহারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পরি +তুষ্ট}
  • Bengali Word পরিতৃপ্ত Bengali definition [পোরিতৃপ্‌তো] (বিশেষণ) পূর্ণ তৃপ্ত; অতিশয় তৃপ্ত। পরিতৃপ্তি (বিশেষ্য) পূর্ণতৃপ্তি। {(তৎসম বা সংস্কৃত) পরি+তৃপ্ত}
  • Bengali Word পরিতোষ Bengali definition ⇒ পরিতুষ্ট
  • Bengali Word পরিত্তান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোরিত্‌তান] (বিশেষ্য) পরিত্রাণ; উদ্ধার (সভে বোলে রাখ ধম্ম তোমা বিনা কে করে পরিত্তান-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পরিত্রাণ>(প্রাকৃত) পরিত্তাণ>}
  • Bengali Word পরিত্যক্ত Bengali definition [পোরিত্‌ত্যাক্‌তো] (বিশেষণ) ১ বর্জিত; ত্যক্ত। ২ সঙ্গ বা সাহচর্য ত্যাগ করা হয়েছে এমন। পরিত্যক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (স্বামী পরিত্যাক্তা জয়গুন-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত) পরি+ত্যক্ত}
  • Bengali Word পরিত্যজন, পরিত্যাগ Bengali definition [পোরিত্‌ত্যাজোন্‌, পোরিত্‌ত্যাগ্‌] (বিশেষ্য) পরিত্যাগকরণ; বিসর্জন; বর্জন; পরিহার। পরিত্যাজ্য (বিশেষণ) বর্জনীয়; পরিহারের যোগ্য, বর্জন বা ত্যাগ করা যায় এমন। পরিত্যাজ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+ত্যজন, ত্যাগ}
  • Bengali Word পরিত্রাণ Bengali definition [পোরিত্‌ত্রান্‌] (বিশেষ্য) ১ নিষ্কৃতি; ত্রাণ; মুক্তি; উদ্ধার। ২ সংকটজনক পরিস্থিতি থেকে মুক্ত। ৩ ধ্বংস বা বিনাশ থেকে রক্ষা। {(তৎসম বা সংস্কৃত) পরি+ত্রাণ}
  • Bengali Word পরিত্রাতা (-তৃ) Bengali definition [পোরিত্‌ত্রাতা] (বিশেষণ) পরিত্রাণকারী; ত্রাণকর্তা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ত্রৈ+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word পরিত্রাহি Bengali definition [পোরিত্‌ত্রাহি] (ক্রিয়াবিশেষণ) পরিত্রাণ করো; বাঁচাও; রক্ষা করো (আমি পরিত্রাহি চিৎকার ছাড়ছি-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) পরিত্রায়স্ব>, (প্রাকৃত) পরিত্তাহি>}
  • Bengali Word পরিদর্শক Bengali definition [পোরিদর্‌শোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ পর্যবেক্ষক। ২ পরিদর্শন করে যে; পরিদর্শনকারী; inspector। {(তৎসম বা সংস্কৃত) পরি+দর্শক}
  • Bengali Word পরিদর্শী Bengali definition [পোরিদোর্‌শি] (বিশেষণ) পরিদর্শন করে এমন; inspecting। {(তৎসম বা সংস্কৃত) পরি+দর্শন্‌}
  • Bengali Word পরিদৃশ্যমান Bengali definition [পোরিদৃশ্‌শোমান্‌] (বিশেষণ) ১ চারদিকে দৃষ্ট; চতুর্দিকে দৃশ্যমান। ২ সুস্পষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+দৃশ্যমান}
  • Bengali Word পরিদৃষ্ট Bengali definition [পোরিদৃশ্‌টো] (বিশেষণ) সম্যকরূপে দৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+দৃষ্ট}