Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পরশ্রীকাতর Bengali definition [পরোস্‌স্রিকাতোর্‌] (বিশেষণ) অপরের উন্নতি বা সৌভাগ্য দেখে কাতর বা ঈর্ষান্বিত হয় এমন। পরশ্রীকাতরতা (বিশেষ্য) অপরের উন্নতিতে ঈর্ষা প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) পর+শ্রী+কাতর; বহুব্রীহি সমাস}
  • Bengali Word পরসঙ্গ ২ Bengali definition ⇒ প্রসঙ্গ
  • Bengali Word পরসাদ Bengali definition ⇒ প্রসাদ
  • Bengali Word পরস্ত্রী Bengali definition [পরোস্‌ত্রি] (বিশেষ্য) পরের স্ত্রী; পরপত্নী; পরদার। {(তৎসম বা সংস্কৃত) পর+স্ত্রী; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পরস্পর Bengali definition [পরোশ্‌পর্‌] (বিশেষণ) ১ উভয় বা বহুর মধ্যে। ২ একের সঙ্গে অন্য; অন্যোন্য। পরস্পরবিরোধী (বিশেষণ) একে অন্যের বিপরীত। {(তৎসম বা সংস্কৃত) পর+পর}
  • Bengali Word পরস্ব Bengali definition [পরোশ্‌শো] (বিশেষ্য) অন্যের বিত্ত বা সম্পদ (দ্বিপ্রহর ঘুমে কাটে, পরস্বে যাদের ঘৃতচিক্কণ স্ফীত ঘাড়-বিষ্ণু দে)। পরস্বহরণ, পরস্বাপহারী (বিশেষণ) পরধন অপহরণকারী; অন্যের সম্পদ আত্মসাৎকারী (যে চোর শব্দ প্রযুক্ত হইয়াছে উহা কেবল পরস্বাপহারীর বোধক নহে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পর+স্ব; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পরস্মৈপদ Bengali definition [পরোশ্‌মোইপদ্‌] (বিশেষ্য) অন্যের উদ্দেশ্য প্রকাশ করে এমন ধাতু বিভক্তি। পরস্মৈপদী (বিশেষণ) ১ পরস্মৈপদে প্রযুক্ত। ২ যে কাজ অন্যের উপর ভার দিয়ে করা যায়। ৩ অন্যের; অপরের (পরৈস্মপদী অর্থে বাবুয়ানা)। {(তৎসম বা সংস্কৃত) পরস্মৈ+পদ}
  • Bengali Word পরহার Bengali definition ⇒ প্রহার
  • Bengali Word পরহিংসা Bengali definition [পরোহিঙ্‌শা] (বিশেষ্য) অন্যের প্রতি ঈর্ষা বা বিদ্বেষ; পরদ্বেষ। পরহিংসক (বিশেষণ) ১ অপরের প্রতি ঈর্ষান্বিত বা বিদ্বিষ্ট। ২ পরের ক্ষতিসাধনকারী। {(তৎসম বা সংস্কৃত) পর+হিংসা}
  • Bengali Word পরহিত Bengali definition [পরোহিত্‌] (বিশেষ্য) অপরের মঙ্গল; পরোপকার। পরহিতব্রত (বিশেষ্য) পরোপকার রূপ ধর্মকার্য। □ (বিশেষণ) পরের হিত সাধনই যার ব্রত; পরের কল্যাণসাধক। পরব্রতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরব্রতী (-কিন্‌) (বিশেষণ) পরের মঙ্গলে নিয়োজিত। পরহিতৈষণা (বিশেষ্য) পরোপকার বা পরের মঙ্গল সাধনের চেষ্টা। পরহিতৈষী (ষিন্‌) (বিশেষণ) পরের মঙ্গলচিন্তা করে এমন; পরহিতাভিলাষী। {(তৎসম বা সংস্কৃত) পর+হিত; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পরহেজ Bengali definition [পর্‌হেজ্‌] (ক্রিয়াবিশেষণ) ধর্মবিরোধী কাজ থেকে বিরত থাকা (পাকা মুসল্লির মত সকল বিষয়েই বেশ পরহেজ করিয়া চলে-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষ্য) সংযম; মিতাচার; অসৎকার্য সম্বন্ধে সাবধানতা। পরহেজগার (বিশেষ্য) কর্তব্যনিষ্ঠ; সাবধানী; সৎকর্মী। □ (বিশেষণ) ধর্মবিরোধী ক্রিয়াকলাপ থেকে বিরত থাকেন এমন; সংযমী মিতাচারী। পরহেজগারি (বিশেষ্য) ১ ধর্মবিরোধী কাজ থেকে বিরত থাকার কাজ; সংযম; মিতাচার। ২ কর্তব্যনিষ্ঠা। {ফরাসি পর্‌হেজ}
  • Bengali Word পরা ১ Bengali definition [পরা] (বিশেষণ) পরমা; প্রধানা; শ্রেষ্ঠা; মুখ্যা। {(তৎসম বা সংস্কৃত) পর+আ(টাপ্‌)}
  • Bengali Word পরা ২ Bengali definition [পরা] (ক্রিয়া) পরিধান করা; দেহে ধারণ করা (কাপড় পরা)। □ (বিশেষ্য), পরিধান; অঙ্গে ধারণ (গহনা পরা)। □ (বিশেষণ) পরিহিত (মোজাপরা পা)। পরানো (ক্রিয়া) পরিধান করানো; দেহে ধারণ করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) পরিধান>}
  • Bengali Word পরা ৩ Bengali definition [পরা] (অব্যয়) অতিশয্য, বৈপরীত্য প্রভৃতি জ্ঞাপক উপসর্গবিশেষ (পরাক্রম, পরাজয়)। {(তৎসম বা সংস্কৃত) √পৃ+আ}
  • Bengali Word পরাওল (ব্রজবুলি) Bengali definition [পরায়োল] পরিধান করল (যতনে পরাওল কন্ঠে হামারি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পরি+ √ধা>}
  • Bengali Word পরাক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পরাকো] ১ পরের (পরাক লাগিআঁ-বড়ু চণ্ডীদাস)। ২ অন্যকে (পরাক না কর দানে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পর}
  • Bengali Word পরাকরণ Bengali definition [পরাকরোন্‌] (বিশেষ্য) অবজ্ঞাকরণ; ঘৃণাকরণ; অবহেলন। পরাকৃত (বিশেষ্য) অবজ্ঞাত; অবহেলিত। {(তৎসম বা সংস্কৃত) পরা+ করণ}
  • Bengali Word পরাকাষ্ঠা Bengali definition [পরাকাশ্‌ঠা] (বিশেষ্য) চরম সীমা; চূড়ান্ত; চরম উৎকর্ষ বা অপকর্ষ; climax (প্রভুভক্তির ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা দেখাইতে পারেন কিনা-শেখ আবদুর রহিম)। {(তৎসম বা সংস্কৃত) পরা+কাষ্ঠা}
  • Bengali Word পরাক্রম Bengali definition [পরাক্‌ক্রোম্‌] (বিশেষ্য) বল; বীর্য; শক্তি; বিক্রম; বীরত্ব; দাপট; প্রতাপ; পুরস্কার। পরাক্রমশালিতা (বিশেষ্য) বলশালিতা; প্রতাপশালিতা। পরাক্রমশালী (-লিন্‌), পরাক্রান্ত (বিশেষণ) পরাক্রমযুক্ত; শক্তিমান; বলশালী; বীর্যবান; প্রতাপশালী। {(তৎসম বা সংস্কৃত) পরা+ √ক্রম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পরাগ Bengali definition [পরাগ্‌] (বিশেষ্য) ১ ফুলের রেণু; pollen। ২ গন্ধদ্রব্যপূর্ণ। ৩ রেণু; রজ; ধূলি (কণক রুচির অঙ্গে লেগেছে পরাগ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ চূর্ণ; গুঁড়া। ৫ চন্দন। ৬ প্রতিপত্তি; খ্যাতি। পরাগকেশর (বিশেষ্য) পরাগযুক্ত ফুলের কেশর; ফুলের অভ্যন্তরীণ রেণুবিশিষ্ট সূক্ষ্ম সূত্রসমূহ; stamen। পরাগধানী (বিশেষ্য) পরাগ কেশরের শীর্ষদেশ যেখানে থাকে; anther। পরাগযোগ (বিশেষ্য) ফুলের গর্ভ-কেশরে পরাগ ছড়ানো; pollination। পরাগস্থালী (বিশেষ্য) পরাগধানীর কোষ যার ভিতরে পরাগ থাকে; pollen-sac। পরাগিত (বিশেষণ) পরাগবিশিষ্ট; pollinated। {(তৎসম বা সংস্কৃত) পরা+√গম্‌+অ(ড)}
  • Bengali Word পরাগত ১ Bengali definition [পরাগতো] (বিশেষণ) ১ প্রত্যাগত। ২ পশ্চাদাগত। {(তৎসম বা সংস্কৃত) পরা+আ+√গম্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরাগত ২ Bengali definition [পরাগতো] (বিশেষণ) ১ পরিব্যাপ্ত; বিস্তৃত। ২ বিকশিত। ৩ যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পরা+আ+√গম্‌+ত(ক্ত)}
  • Bengali Word পরাঙ্মুখ Bengali definition [পরাঙ্‌মুখ্‌] (বিশেষ্য) ১ মুখ ফিরিয়ে আছে এরূপ; বিমুখ। ২ প্রতিকূল; বিরুদ্ধ। ৩ উদাসীন; নির্লিপ্ত (কি হবে বিষয় সুখ তাহে পতি পরাঙ্মুখ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) নিবৃত্ত; ক্ষান্ত। {(তৎসম বা সংস্কৃত) পরাক্‌+মুখ}
  • Bengali Word পরাজয় Bengali definition [পরাজয়্‌] (বিশেষ্য) পরাভব; হার। পরাজিত (বিশেষণ) পরাভূত; পরাস্ত; হারিয়েছে এমন। পরাজিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরা+√জি+অ(অচ্‌)}
  • Bengali Word পরাণ, পরাণি Bengali definition ⇒ প্রাণ
  • Bengali Word পরাত Bengali definition [পরাত্‌] (বিশেষ্য) বৃহৎ থালা। {পর্তুগিজ prato}
  • Bengali Word পরাধীন Bengali definition [পরাধিন্‌] (বিশেষণ) অন্যের অধীন বা বশীভূত; পরবশ। পরাধীনা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরাধীনা (বিশেষ্য) অন্যের অধীনতা। {(তৎসম বা সংস্কৃত) পর+অধীন}
  • Bengali Word পরান, পরানি Bengali definition ⇒ প্রাণ
  • Bengali Word পরানো Bengali definition ⇒ পরা
  • Bengali Word পরান্ন Bengali definition [পরান্‌নো] (বিশেষ্য) পরের অন্ন; যে অন্ন স্বোপার্জিত নয়। পরান্নজীবী (-বিন্‌) (বিশেষণ) অপরের অন্নে জীবন ধারণ করে এমন; অপরের অন্নে প্রতিপালিত। পরান্নপুষ্ট (বিশেষণ) অপরের অন্নে পরিপু্ষ্ট হয়েছে এমন; পরান্নে প্রতিপালিত। পরান্নভোজী (বিশেষণ) ১ পরের অন্ন ভোজন করে এমন। ২ পরান্নজীবী। {(তৎসম বা সংস্কৃত) পর+অন্ন}( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+আশ্রয়}