Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হিসাব, হিশাব, হিসেব, হিশেব Bengali definition [হিশাব্‌, হিশাব, হিশেব] (বিশেষ্য) ১ গণনা; সংখ্যাকরণ। ২ জমা-খরচের গাণিতিক বিবরণ। ৩ জমা-খরচ নির্ধারণ বা নির্ণয়। ৪ দর (শতকরা পাঁচ টাকা হিসাবে। ৫ (আলঙ্কারিক) বিচার-বিবেচনা (হিসাব করে কথা বলো)। ৬ (আলঙ্কারিক) কৈফিয়ত; কারণ প্রদর্শন; জবাবদিহি (হিসাব কি দিবি তার-সুকান্ত ভট্টাচার্য)। হিসাব করা (ক্রিয়া) ১ গনণা করা। ২ পরিমান বা মাত্রা স্থির করা। ৩ বিচার-বিবেচনা করা। ৪ নির্ধারণ করা। হিসাব-কিতাব/কেতাব (বিশেষ্য) ১ বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব;পুঙ্খানুপুঙ্খ হিসাব (সমস্ত হিসাব-কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়-ছয় করিয়া দেয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিবেচনা। হিসাব চুকানো, হিসাব মেটানো (ক্রিয়া) প্রাপ্য বা দেনা-পাওনা পরিশোধ করা। হিসাব দেওয়া (ক্রিয়া) ১ জমা খরচের বিবরন দেওয়া। ২ কৈফিয়ত দেওয়া; জবাবদিহি করা। হিসাব-নবিস (বিশেষ্য) আয়-ব্যয়ের হিসাব লেখক; জমা খরচ লেখক। হিসাব-নিকাশ (বিশেষ্য) ১ আয় ও ব্যয়ের বিস্তারিত লিখিত বিবরণ; সঠিকভাবে দেনা-পাওনা নির্ণয়। ২ হিসাব পত্রের কাজ(হিসাব-নিকাশে গ্রীক সংখ্যা ব্যবহার করেন-আকবর আলী)। ৩ কৈফিয়ত; জবাবদিহি। হিসাব নেওয়া (ক্রিয়া) ১ আয় ব্যয় বা জমা-খরচের বিবরণ সঠিকভাবে বুঝে নেওয়া। ২ কৈফিয়ত নেওয়া। হিসাব-পরীক্ষক (বিশেষ্য) আয়-ব্যয় ও জমা-খরচ পরীক্ষা করেন যিনি; auditor । হিসাবপরীক্ষা (বিশেষ্য) জমা খরচের বিবরণ নির্ভুল কিনা তা পরীক্ষা; audit। হিসাবানা (বিশেষ্য) প্রধানত তহসিলদারগণ কর্তৃক প্রজাদের খাজনাদি হিসাব করে দেওয়া বাবদ পারিশ্রমিক বা ঘুষ । হিসাবি, হিসাবী (বিশেষণ) ১ হিসাব সম্পর্কিত। ২ আয় বুঝে ব্যয় করে এমন। ৩ বিবেচক; সাবধানী; সতর্ক; বিচক্ষণ; মিতব্যয়ী। {(আরবি) হিসাব}
  • Bengali Word হিসেব Bengali definition হিসাব
  • Bengali Word হিস্ট্রি, হিষ্ট্রি Bengali definition [হিস্‌ট্রি] (বিশেষ্য) ইতিহাস; আনুপূর্বিক বিবরণ (হিস্ট্রি কিতাব লইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) history}
  • Bengali Word হিস্‌সা, হিস্যা, হিসসে, হিস্যে Bengali definition [হিশ্‌শা, হিশ্যা, হিশশে, হিস্যে] (বিশেষ্য) ১ প্রাপ্য অংশ; প্রাপ্য ভাগ; অংশ; প্রাপ্য; (মরতে হয় মরব আমার হিস্যার গুলী খেয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ ভাগ (বড় হিস্‌সা; তাহার ধর্মভাইও রীতিমত হিস্‌সা পাইতে লাগিলেন-গোলাম মোস্তফা)। হিস্‌সাদার (বিশেষ্য) (বিশেষণ) অংশীদার; ভাগীদার (অতো হিস্যেদারের সম্পত্তি নিলামে উঠলেও তো কেউ কেনে না-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) হিস্‌সা্‌হ}
  • Bengali Word হিহি Bengali definition [হিহি] (অব্যয়) ১ শীতে বা ঠান্ডায় কাঁপার শব্দ। ২ উচ্চ হাসির ধ্বনি। ৩ বিদ্রুপের বা উপহাসের ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হিড় হিড় Bengali definition [হিড়্‌হিড়্‌] (অব্যয়) ১ বলপূর্বক দ্রুত টেনে নিয়ে যাওয়ার সময় উদ্ভুত শব্দ। ২ টানার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হিড়িক Bengali definition [হিড়িক্‌] (বিশেষ্য) ১ হুজুগ; সাময়িক অনুষ্ঠান; ফ্যাশন (খুচরা সভাসমিতির হিড়িক পড়ে গেল-মনোজ বসু)। ২ চাপ; প্রাবল্য; আধিক্য (কাজের হিড়িক)। ৩ হাঙ্গামা; ঝঞ্ঝাট; ভিড় (ঈদের হিড়িক)। {ভিড়>}
  • Bengali Word হিয় (প্রাচীন বাংলা, মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হিঅ] (বিশেষ্য) হৃদয় (বসন তনু হিয় লাগি-বিদ্যাপতি)। হিয়এ (প্রাচীন বাংলা) হৃদয়ে (হিয়এ পইসই-বৌদ্ধগান ও দোহা)। {(তৎসম বা সংস্কৃত) হৃদয় > (প্রাকৃত) হিঅঅ>}
  • Bengali Word হিয়া (পদ্যে ব্যবহৃত) Bengali definition [হিয়া] (বিশেষ্য) হৃদয়; অন্তকরণ; মন (আজিও আমার হিয়া মেলে রাখি দ্বিধা নিয়া-সিকান্‌দার আবু জাফর)। {(তৎসম বা সংস্কৃত) হৃদয়> (প্রাকৃত) হিঅঅ>}
  • Bengali Word হীন Bengali definition [হিন্‌] (বিশেষণ) ১ নীচ; অধম; কমিনা; হেয়; ঘৃণ্য (হীন চরিত্র)। ২ শূন্য (পিতৃহীন)। ৩ পরিত্যক্ত; বর্জিত। ৪ ক্ষীণ; শীর্ণ; কৃশ; হ্রাসপ্রাপ্ত (হীনবল)। ৫ অতি বিনীত (হীনভাবে নিবেদন)। ৬ দীন; দুর্দশাগ্রস্ত; অভাবযুক্ত; দরিদ্র (তাহার অবস্থা উত্তরোত্তর যতই হীন হইয়া আসিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। হীনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হীনতা (বিশেষ্য) ১ নীচতা। ২ দীনতা। হীনবল (বিশেষণ) ১ শক্তিহীন। ২ সৈন্যসামন্তহীন। হীনবর্ণ (বিশেষ্য) নীচজাতি। হীনমতি (বিশেষণ) ১ দুর্বুদ্ধি; নীচমতি। ২ মূঢ়মতি। হীনাবস্থা (বিশেষণ) দুর্দশাগ্রস্ত; দরিদ্র; গরিব; দীন। {(তৎসম বা সংস্কৃত) √হা+ত(ক্ত)}
  • Bengali Word হীনযান Bengali definition [হিনোযান্‌] (বিশেষ্য) ১ বৌদ্ধধর্মের প্রাচীন শাখা। ২ পালিশাস্ত্রে বর্ণিত বৌদ্ধমত। {(তৎসম বা সংস্কৃত) হীন+যান}
  • Bengali Word হীরক, হীরা, হিরে Bengali definition [হিরক্‌, হিরা, হিরে] (বিশেষ্য) উজ্জ্বল রত্নবিশেষ; এক প্রকার অতি মূল্যবান ও দুত্যিমান রত্ন (নড়িলে হীরক যথা পড়ে ঠিকরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। হীরার টুকরা (বিশেষ্য) (আলঙ্কারিক) অতিশয় সৎস্বভাব বা প্রতিভাবান; অতি গুণবান ছেলে। হীরার ধার (বিশেষণ) হীরার ধারের ন্যায় অতি তীক্ষ্ণ।{(তৎসম বা সংস্কৃত) হীরক,>}
  • Bengali Word হীরামান, হীরেমন Bengali definition [হিরামন্‌, হিরেমন] (বিশেষ্য) শুকপাখি; তোতাপাখি। { (তুলনীয়) (হিন্দি) হীরামন}
  • Bengali Word হীরেমন Bengali definition হীরামন
  • Bengali Word হীল Bengali definition হিল
  • Bengali Word হীয়মান Bengali definition [হিয়োমান্‌] (বিশেষণ) হ্রাস পাচ্ছে এমন; ক্ষীয়মাণ। {স.√হা+আন(শানচ্‌)}
  • Bengali Word হু হু Bengali definition [হু হু] (অব্যয়) ১ প্রবল বেগে বাতাস প্রবাহিত হওয়ার বা আগুন জ্বালানোর শব্দ (বৃদ্ধা আজিমুন্নেসা হু হু করে কেঁদে উঠলেন-আবুল ফজল)। ২ অন্তর্দাহ নৈরাশ্য বা যাতনাসূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হুঁ Bengali definition [হুঁ] (অব্যয়) স্বীকৃতি; সন্মতি; সন্দেহ ইত্যাদি বাচক শব্দ।{ধ্বন্যাত্মক}
  • Bengali Word হুঁকরে, হুকরে Bengali definition [হুঁক্‌রে, হুকরে] (অব্যয়) গুমরে; ফুঁপিয়ে (এত হুকরে হুকরে বুক ফেটে কান্না আসছে কিসের-কাজী নজরুল ইসলাম)। { (তুলনীয়) ডুকরে ডুকরে}
  • Bengali Word হুঁকারি Bengali definition [হুঁকারি্‌] (বিশেষণ) হুঁকাতে আসক্ত; তামাকখোর (বাবুরাম বাবু ঘোর হুঁকারি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {হুঁকা+আরি}
  • Bengali Word হুঁচট, হুঁচোট Bengali definition হোঁচট
  • Bengali Word হুঁশ, হুঁস, হুশ, হোশ Bengali definition [হুঁশ্‌, হুঁস, হুশ, হোশ] (বিশেষ্য) ১ চেতনা; জ্ঞান; চৈতন্য; অনুভূতি (কিন্তু নেশা তখনও হুঁশের গোড়া ধরে টান মারতে পারেনি-শওকত ওসমানকত ওসমান)। ২ সাবধানতা; সতর্কতা। {(ফারসি) হোশ}
  • Bengali Word হুঁশিয়ার, হুশিয়ার Bengali definition [হুঁশিয়ার্‌, হুশিয়ার] (বিশেষণ) ১ সতর্ক; সচেতন; সাবধান; চেতনাযুক্ত; অবহিত (লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার-কাজী নজরুল ইসলাম)। ২ চতুর। হুঁশিয়ারি, হুশিয়ারি (বিশেষ্য) সতর্কতা; সাবধানতা। {(ফারসি) হুশিয়ার}
  • Bengali Word হুংকার Bengali definition হুঙ্কার
  • Bengali Word হুংকারা Bengali definition হুঙ্কারা
  • Bengali Word হুইপ Bengali definition [হুইপ্‌] (বিশেষ্য) ১ চাবুক; বেত (আর হুইপ সেই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।২ সচেতক; পার্লামেন্ট-এ স্বীয় দলভুক্ত করার ও রাখার দায়িত্বে নিয়োজিত সদস্য। {(ইংরেজি) whip}
  • Bengali Word হুইল Bengali definition [হুইল্‌] (বিশেষ্য) ১ চাকা (ঝপ ঝপ শব্দে ইষ্টিমারের হুইল ঘুরে ছেড়ে দিলে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ মাছ-ধরা ছিপসংলগ্ন সুতা গোটানোর একপ্রকার চক্র। ৩ ঐরূপ চক্রযুক্ত ছিপ। {(ইংরেজি) wheel}
  • Bengali Word হুইসল, হুইসিল Bengali definition [হুইস্‌ল, হুইসিল] (বিশেষ্য) বাঁশি (বিকট হুইসিল দিল আমাদের ট্রেন-সৈয়দ শাসসুল হক; যাবার আগে হুইসিল অন্তত একটা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) whistle}
  • Bengali Word হুইস্কি Bengali definition [হুইস্‌কি] (বিশেষ্য) উগ্র মদবিশেষ; whisky (শ্মশানে আগুন জ্বলে হুইস্কি কি তাড়ি চলে-বিষ্ণু দে)। {(ইংরেজি) whisky}
  • Bengali Word হুক Bengali definition [হুক্‌] (বিশেষ্য) ১ লৌহ-নির্মিত বাঁকা আঁকশি। ২ বড়শি। ৩ বোতাম। ৪ খিল। {ই.hook}