Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হোমরা-চোমরা Bengali definition [হোম্‌ড়াচোম্‌ড়া] (বিশেষণ) ১ সম্ভ্রান্ত ও প্রভাবসম্পন্ন; প্রতিপত্তিযুক্ত; প্রচুর ক্ষমতাবিশিষ্ট। ২ উচ্চপদস্থ ব্যক্তি (হোমরা চোমরাদের কাছে এগোনো যায় না)। { (তুলনীয়) আমীর উমরা}
  • Bengali Word হেয় Bengali definition [হেয়ো] (বিশেষণ) ১ তুচ্ছ; নীচ। ২ ত্যাজ্য; ত্যাগের যোগ্য। ৩ ঘৃণার্হ; ঘৃণ্য। {(তৎসম বা সংস্কৃত) √হা+য(যৎ)}
  • Bengali Word হৈচৈ, হইচই, হৈহৈ, হইহই Bengali definition [হোইচোই, হইচই, হইহোই, হইহই] (বিশেষ্য) গোলমাল; চিৎকার। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হৈতে Bengali definition ⇒ হইতে
  • Bengali Word হৈম ১ Bengali definition [হোইমো] (বিশেষণ) ১ স্বর্ণময়; স্বর্ণনির্মিত। ২ স্বর্ণবর্ণ; সোনালি (দুই বিন্দু প্রেমঅশ্রু মুক্তার মত হিরণের হৈম গণ্ডে-কায়কোবাদ)। ৩ স্বর্ণসংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) হেমন্‌+অ(অণ্‌)}
  • Bengali Word হৈম ২ Bengali definition [হোইমো] (বিশেষণ) হিমসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) হিম+অ(অণ্‌)}
  • Bengali Word হৈমন্ত Bengali definition [হোইমোন্‌তো] (বিশেষ্য) হেমন্ত ঋতু। □ (বিশেষণ) ১ হেমন্তকালীন; হেমন্ত কালের। ২ হেমন্ত সংক্রান্ত। ৩ হেমন্তকালে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) হেমন্ত+অ(অণ্‌)}
  • Bengali Word হৈমবত Bengali definition [হোইমোবতো] (বিশেষ্য) ১ ভারতবর্ষ। □ (বিশেষণ) হিমালয় সংক্রান্ত। হৈমবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)হিন্দু দেবীবিশেষ; পার্বতী; দুর্গা। □ (বিশেষ্য) গঙ্গা। ২ হরীতকী। {(তৎসম বা সংস্কৃত) হিমবৎ+অ(অণ্‌)}
  • Bengali Word হৈমান্তিক Bengali definition [হোইমোন্‌তিক্‌] (বিশেষ্য) যে শস্য হেমন্তকালে উৎপন্ন হয়; আমন ধান। □ (বিশেষণ) ১ হেমন্তকালীন (সৃষ্টির হৃদয়ে হৈমন্তিক স্পন্দনের পথের ফসল-জীবনানন্দ দাশ)। ২ হেমন্তকালে জাত। ৩ হেমন্ত সংক্রান্ত বা সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) হেমন্ত+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word হৈহৈ Bengali definition ⇒ হৈচৈ
  • Bengali Word হৈহয় Bengali definition [হোইহয়্‌] (বিশেষ্য) ১ প্রাচীন দেশ। ২ একটি প্রাচীন জাতি। {(তৎসম বা সংস্কৃত) হৈহয়/হরিহয়}
  • Bengali Word হৈয়ঙ্গবীন Bengali definition [হোইয়ঙ্‌গোবিন্‌] (বিশেষ্য) ১ পূর্বদিনে দোহন করা দুগ্ধজাত ঘৃত। ২ সদ্যোজাত ঘৃত। {(তৎসম বা সংস্কৃত) হ্যোগোদোহ+ঈন(খঞ্‌), নিপাতনে}
  • Bengali Word হো হো Bengali definition [হোহো] (অব্যয়) অট্টহাসির শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হোঁচট, হুঁচট, হুঁচোট Bengali definition [হোঁচোট্‌, হুঁচট, হুঁচোট] (বিশেষ্য) চলমান অবস্থায় কোনো বস্তুর সঙ্গে অলক্ষিতে হঠাৎ পায়ের বা পায়ের আঙ্গুলের সংঘর্ষ বা চোট। ⇒ উঁচট। {(তৎসম বা সংস্কৃত) উচ্চোট>}
  • Bengali Word হোঁতকা, হোঁৎকা Bengali definition [হোঁত্‌কা] (বিশেষণ) ১ মোটা; স্থূল (রাঙা চোখগুলো হোঁৎকা লোকটার প্রতি...অনুরক্ত-সৈয়দ মুজতবা আলী)। ২ স্থূলবুদ্ধি; মোটাবুদ্ধি; বোকা। ৩ গোঁয়ার। {(তৎসম বা সংস্কৃত) হন্তা}
  • Bengali Word হোঁদল Bengali definition [হোঁদোল্‌] (বিশেষণ) ভুঁড়িওয়ালা; ভুঁড়িযুক্ত; স্থূলোদর; নাদাপেটা। হোঁদল কুতকুত, হোঁদল কুৎকুৎ (বিশেষ্য) ঘোর কৃষ্ণবর্ণ কুৎসিত স্থূলোদর প্রাণী বা ব্যক্তি। {(তুলনীয়) (হিন্দি) তোঁদৈল}
  • Bengali Word হোঁদড় Bengali definition [হোঁদোড়্‌] (বিশেষ্য) হিংস্র পশুবিশেষ; গো-বাঘা; হায়েনা।
  • Bengali Word হোই (প্রাচীন বাংলা) Bengali definition [হোই] (ক্রিয়া) হয় (অজরামর হোই-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) ভবতি>}
  • Bengali Word হোইঅ Bengali definition (প্রাচীন বাংলা), হোহিসি, (প্রবা.), হোহী (প্রবা.), হোহু (প্রাচীন বাংলা) [হোইঅ, হোহিসি, হোহি] (ক্রিয়া) হও (হোহিসি একুমণা, মা হোহী, হোহু ভান্তো-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) ভব>}
  • Bengali Word হোউ, হউ (প্রবা.) Bengali definition [হোউ] (সর্বনাম) আমি (হউ পণ্ডিঅ-চর্যাপদ)।
  • Bengali Word হোক, হউক Bengali definition [হোক্‌, হউক্‌] (ক্রিয়া) হওয়া অর্থে আদেশ বা অনুরোধ জ্ঞাপক ক্রিয়াপদ (তোমার যাওয়া হোক, যা হয় হোক)। হোকগে (অব্যয়) (অবজ্ঞা, বিরক্তি বা উপেক্ষায় উচ্চারিত) যা হয় হোক (দুর হোক গে ছাই বলে সে গভীর বিরক্তি প্রকাশ করলো)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>√হ>}
  • Bengali Word হোগলা, হোগল Bengali definition [হোগ্‌লা, হোগোল্‌] (বিশেষ্য) ১ জলাভূমিতে জাত লম্বাকৃতি তৃণবিশেষ। ২ হোগলা দিয়ে প্রস্তুত মাদুর। {(তৎসম বা সংস্কৃত) গুন্দ্রমুলা>?}
  • Bengali Word হোজরা Bengali definition [হোজ্‌রা] (বিশেষ্য) ১ কামরা; কুঠুরি; প্রকোষ্ঠ (হোসেন মাননীয়া বিবি সালেমার হোজরা সমীপে গমন করিলেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) হিজরাহ্}
  • Bengali Word হোটেল Bengali definition [হোটেল্‌] (বিশেষ্য) ১ মুল্য দিয়ে ভোজন এবং/অথবা বাসের ব্যবস্থা করা যায় যে গৃহে। ২ পান্থশালা। (তুলনীয়) মোটেল। হোটেলওয়ালা (বিশেষ্য) হোটেলের মালিক বা পরিচালক। {(ইংরেজি) hotel}
  • Bengali Word হোতা Bengali definition [হোতা] (বিশেষ্য) ১ যজ্ঞকারী পুরোহিত; হোমকারী; যজমান। □ (বিশেষণ) হোম বা যজ্ঞ করে এমন; যজ্ঞকর্তা। হোত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হু+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word হোত্র Bengali definition [হোত্‌ত্রো] (বিশেষ্য) হোম; যজ্ঞ। হোত্রী (বিশেষ্য) যজ্ঞকর্তা; যাজ্ঞিক; হোমকারী (বহে হবির্বহ হোত্রী মহামন্ত্র জপি-মাইকেল মধুসূদন দত্ত)। হোত্রীয় (বিশেষ্য) ১ হব্য রাখার গৃহ। □ (বিশেষণ) ১ হোম সংক্রান্ত। ২ হোতৃ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) √হু+ত্র(ত্রন্‌)}
  • Bengali Word হোথা, হোথায় (পদ্যে ব্যবহৃত) Bengali definition [হোথা, হোথায়] (ক্রিয়া) (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) ঐ স্থানে; ঐ জায়গায়; ওখানে; সেখানে। {তথা>}
  • Bengali Word হোবল Bengali definition [হোবোল্‌] (বিশেষ্য) প্রাক-ইসলামি যুগের আরব দেশের দেবতারূপে পূজিত ও কাবাগৃহে প্রতিষ্ঠিত মুর্তিসমূহের অন্যতম (রোয়ে ওজ্জা হোবল ইবলিস খারেজিন কাঁপে জীন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হুবল}
  • Bengali Word হোম ১ Bengali definition [হোম্‌] (বিশেষ্য) যজ্ঞাগ্নিতে ঘৃতাহুতি (বামুনরা অগ্নিকুণ্ডের চারিদিকে বসে হোম কচ্চেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। হোমকুণ্ড (বিশেষ্য) যজ্ঞাগ্নি জ্বালানোর জন্য যে গর্ত খোঁড়া হয়; যে কুণ্ডে অগ্নি জ্বলে। হোমধান্য (বিশেষ্য) তিল। হোমধেনু (বিশেষ্য) যে গাভীর দুগ্ধে হোমের জন্য প্রয়োজনীয় ঘৃত প্রস্তুত হয়।হোমাগ্নি, হোমনল (বিশেষ্য) যজ্ঞের অগ্নি বা আগুন। {(তৎসম বা সংস্কৃত) √হু+ম(মন্‌)}
  • Bengali Word হোম ২ Bengali definition [হোম্‌] (বিশেষ্য) বাড়ি; বাসস্থান; দেশ (ইংরেজরা হোমে যেতেন)। {(ইংরেজি) home}