Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দর্শনদারি, দর্শনদারী, দর্শনডালি, দর্শনডারি, দর্শনডারী Bengali definition [দর্‌শোন্‌দারি, দর্‌শোন্‌দারি, দর্‌শোন্‌ডালি, দর্‌শোন্‌ডারি, দর্‌শোন্‌ডারি] (বিশেষ্য) ১ রূপ বা সৌন্দর্য বা দেহাকৃতি বিচার (আগে দর্শনদারি পরে গুণ বিচারি-প্রবাদ)। ২ বাহ্য আকৃতি। □ (বিশেষণ) সুদর্শন; ভালো চেহারা; সুরূপ (দর্শনদারী লোক)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+অন(ল্যুট্‌)+(ফারসি) দার + ই}
  • Bengali Word দর্শনশাস্ত্র Bengali definition [দর্‌শোন্‌শাস্‌ত্রো] (বিশেষ্য) যাবতীয় তত্ত্বজ্ঞান প্রতিপাদকশাস্ত্র; তত্ত্ববিদ্যা; অধ্যাত্মবিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+শাস্ত্র}
  • Bengali Word দর্শনি, দর্শনী Bengali definition [দর্‌শোনি] (বিশেষ্য) ১ দর্শন করার জন্য দেয় অর্থ; দেখবার জন্য মূল্য বা প্রবেশমূল্য; fee (বাজারে ঘর ভাড়া কল্লেন, দর্শনী দু পয়সা রেট হলো-কালীপ্রসন্ন সিংহ)। ২ পরীক্ষা করা বাবদ পারিশ্রমিক; ভিজিট (ডাক্তারের দর্শনী)। ৩ পীর, গুরু, দেবাদি দর্শন বাবদ প্রদেয় নজরানা। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+(বাংলা) ই}
  • Bengali Word দর্শনীয় Bengali definition [দর্‌শোনিয়ো] (বিশেষণ) ১ দেখার যোগ্য; দর্শনযোগ্য। ২ মনোরম; সুন্দর; মহোহর; মনোজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+অনীয় (অনীয়র্‌)}
  • Bengali Word দর্শনেন্দ্রিয় Bengali definition [দর্‌শোনেন্‌দ্রিয়ো] (বিশেষ্য) চক্ষু। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+ইন্দ্রিয়; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word দর্শা Bengali definition [দর্‌শা] (ক্রিয়া) ফল দেখানো; ঘটা (পরিণাম দর্শিবে)। দর্শানো (ক্রিয়া) দেখানো; প্রদর্শন করা (কারণ দর্শানো)। ২ উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+ণিচ্>}
  • Bengali Word দর্শিত Bengali definition [দোর্‌শিতো] (বিশেষণ) দেখা হয়েছে এমন; প্রকটিত; প্রতিবাদিত (আমার দর্শিত দোষ সকল যথার্থ দোষ নয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দর্শয়িতা Bengali definition [দর্‌শোয়িতা] (বিশেষণ) ১ প্রদর্শন; দর্শন করায় এমন; guide। ২ প্রকাশক। {(তৎসম বা সংস্কৃত) √দর্শি+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word দল Bengali definition [দল্‌] (বিশেষ্য) ১ পত্র; পল্লব; পাতা (নলিনীদল)। ২ পাপড়ি (এখন কমল মেলিতেছে দল সলিল মাঝে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সমূহ; পাল (সৈন্যদল)। ৪ সম্প্রদায়; পার্টি (কীর্তনের দল)। ৫ জোট (দলবদ্ধ)। ৬ ((ব্যঙ্গার্থ)) অসৎ সংসর্গ (দলে মেশা)। ৭ বেধ; স্থূলতা (তক্তাখানা দলে পুরু)। ৮ দাম; জলজ তৃণবিশেষ (কলমির দল)। ৯ পক্ষ; তরফ (দুই দলে লড়াই)। ১০ খণ্ড। দলকচু (বিশেষ্য) বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ; পাতাকচু। দলচ্যুত, দলছাড়া, দলভ্রষ্ট (বিশেষণ) ১ স্বীয় সমাজ বা সম্প্রদায় থেকে বিচ্যুত বা বহিষ্কৃত; যূথভ্রষ্ট। ২ একক; দল থেকে স্বতন্ত্র। দলপতি (বিশেষ্য) ১ নেতা; সম্প্রদায়ের পরিচালক। ২ সেনাপতি। দল পাকানো, দলবাঁধা (ক্রিয়া) ১ সঙ্ঘ তৈরি করা; দলে একত্র হওয়া। ২ কোনো বিশেষ উদ্দেশ্যে জোট পাকানো। দলবদ্ধ (বিশেষণ) সঙ্ঘবদ্ধ; একদলে মিলিত। দলবল (বিশেষ্য) নিজের পক্ষের লোকজন; স্বপক্ষীয় সৈন্যসামন্ত। দলভুক্ত (বিশেষণ) দলের অন্তর্গত; দলীয় (বিশেষণ) ১ দলসংক্রান্ত (দলীয় স্বার্থ)। ২ দলভুক্ত; এক দলের। দলে দলে (ক্রিয়াবিশেষণ) ১ বহুদলে বিভক্ত হয়ে। ২ অধিক সংখ্যায়। দলে ভারী, দলে পুরু (বিশেষণ) সংখ্যায় বহু। {(তৎসম বা সংস্কৃত) √দল্‌+অ(ক)}
  • Bengali Word দলই, দলুই Bengali definition [দলোই, দলুই] (বিশেষ্য) ১ দলপতি; সর্দার; সৈন্যাধ্যক্ষ; বিশেষত গ্রাম্য সৈন্যদলের; পরিচালক। ২ হিন্দু পদবি বা উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দলপতি>}
  • Bengali Word দলক Bengali definition [দলক্‌] (বিশেষ্য) ১ অবিরাম বৃষ্টি। ২ কর্দমাক্ত। ৩ ঢেলা (চিধীক দলক-জ্ঞানদাস)। ৪ ঝলক। {(তৎসম বা সংস্কৃত) ঝলক>}
  • Bengali Word দলকানো Bengali definition [দল্‌কানো] ঝলকানো; চমকানো। {(তৎসম বা সংস্কৃত) ঝলক>(বাংলা) দলক+আনো}
  • Bengali Word দলদল Bengali definition [দল্‌দল্‌] (অব্যয়) অতিরিক্ত নরমের ভাবসূচক। দলদলে (বিশেষণ) অত্যন্ত নরম; কর্দমজাতীয়। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দলন Bengali definition [দলোন্‌] (বিশেষ্য) ১ মর্দন; চূর্ণীকরণ; পেষণ। ২ নিপীড়ন; নির্যাতন; শাসন (শত্রুদলন)। ৩ শাসক; নিপীড়ক; উৎপীড়ক; দলনকারী; দমনকারী (দানবদলন)। দলনমলন, দলাইমলাই (বিশেষ্য) ১ অঙ্গমর্দন; সংবাহন। ২ শরীরের বাহ্যিক যত্নাদি (দানা পানি ছাড়া কেবল দলন মলনে ফল কি)। দলনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) দমনকারিণী; শাসয়িত্রী (দনুজ-দলনী)। {(তৎসম বা সংস্কৃত) √দল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word দলপিপি Bengali definition [দল্‌পিপি] জলপিপি নামক ক্ষুদ্র জলচর পক্ষী। {(তৎসম বা সংস্কৃত) জলপিপি>}
  • Bengali Word দলমল Bengali definition [দল্‌মল্‌] (বিশেষণ) দোলায়মান; দোদুল্যমান (সারাটি পালঙ্ক বেড়ি’ দলমল ঢলে কন্যার মাথার এলোকেশ-দমু)। দলমল দলমল ক্রিবিন দোলার অবস্থা (শ্বেত শ্মশ্রুদল দলমল দলমল করিতেছে-মোজাম্মেল হক)। {(তৎসম বা সংস্কৃত) মর্দয়্‌>(প্রাকৃত) দলমল}
  • Bengali Word দলম্মল Bengali definition [দলোম্‌মল্‌] (বিশেষণ) ক্রমাগত ও ব্যাপকভাবে দুলছে এমন (দলম্মল দলম্মল গলে মুণ্ডমালা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) মর্দয়্‌>(প্রাকৃত) দলমল>}
  • Bengali Word দলা ১ Bengali definition [দলা] (বিশেষ্য) ঢেলা; ডেলা; ঢিল; পিণ্ড; পিণ্ডাকৃতি; খণ্ড (এই দলাটা হলেই হোয়ে গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দল+(বাংলা) আ}
  • Bengali Word দলা ২ Bengali definition (ক্রিয়া) ১ দলন করা; পিষ্ট করা; মর্দন করা; মলন করা; মাড়ানো (দেবদল দলে গগনতল-মাইকেল মধুষূদন দত্ত)। ২ নিপীড়ন করা (যেওনা হৃদয় দলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ দলন; মলন; মাড়ানো। □ (বিশেষণ) দলিত। দলাই বি। দলাইমলাই ⇒ দলন। দলানো (ক্রিয়া) দলিত করানো; মাড়ানো; দমন করানো। {(তৎসম বা সংস্কৃত) √দল্‌+(বাংলা) আ}
  • Bengali Word দলাদলি Bengali definition ⇒ দল
  • Bengali Word দলি Bengali definition [দোলি] (বিশেষ্য) ঢিল; মাটির ছোট চাঙ্গড়। {দলা+ই}
  • Bengali Word দলিজ, দলিজঘর, দলিজা Bengali definition ⇒ দহলিজ
  • Bengali Word দলিত Bengali definition [দোলিতো] (বিশেষণ) ১ দলন করা হয়েছে এমন; মর্দিত; পিষ্ট (দলিত দ্রাক্ষাসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দমিত; শাসিত। ৩ উৎপীড়িত; নিপীড়িত (দলিত হৃদয়)। {(তৎসম বা সংস্কৃত) √দল্‌+ত(ক্ত)}
  • Bengali Word দলিল, দলীল Bengali definition [দোলিল] (বিশেষ্য) ১ লিখিত প্রমাণপত্র; প্রমাণরূপে উপস্থাপিত কাগজপত্র; document। ২ স্বত্বাস্বত্ব নির্দেশক পত্র বা প্রমাণপত্র। দলিল করা (ক্রিয়া) কোনো জমি বা সম্পত্তি হস্তান্তরের উদ্দেশ্যে তৃতীয় পক্ষকে সাক্ষী রেখে চুক্তিপত্র প্রস্তুত করা। দলিল-গ্রহীতা (বিশেষ্য) যাকে জমি ইত্যাদির হস্তান্তর সংক্রান্ত দলিল দান করা হয়; যে দাতার স্বত্বসংক্রান্ত দলিল গ্রহণ করে। দলিল-দস্তাবেজ (বিশেষ্য) দলিল ও এর আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ কাগজপত্র; বিবিধ প্রমাণপত্র (এই দলিল দস্তাবেজ তাহাদের হাতে দিব-রবীন্দ্রনাথ ঠাকুর)। দলিলদাতা (বিশেষ্য) যে জমি ইত্যাদি হস্তান্তর সংক্রান্ত দলিল অপরকে দেয়। দলিল পেশ করা (ক্রিয়া) ১ ন্যায্য দাবির পক্ষে লিখিত প্রমাণপত্র পেশ করা। ২ আপত্তি উত্থাপন করা। দলিলি প্রমাণ (বিশেষ্য) লিখিত কাগজপত্রাদি দ্বারা কৃত প্রমাণ; documentary proof। {(আরবি)দলিল}
  • Bengali Word দলীল Bengali definition ⇒ দলিল
  • Bengali Word দলীয় Bengali definition ⇒ দল
  • Bengali Word দলুই Bengali definition ⇒ দলই
  • Bengali Word দলুজ Bengali definition ⇒ দহলিজ
  • Bengali Word দলুয়া, দলো Bengali definition [দোলুয়া, দোলো] (বিশেষ্য) গুড়ের রস ঝরিয়ে প্রাপ্ত লালচে চিনি। {(তৎসম বা সংস্কৃত) √দল+(বাংলা) উয়া>ও}
  • Bengali Word দলে দলে Bengali definition ⇒ দল