Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দন্দশূক Bengali definition [দন্‌দোশুক্‌] (বিশেষণ) ১ বার বার দংশনকারী (যে সকল তীক্ষ্ণবিষ মহাকর্ণ দন্দশূক সর্প তোমার ঔরসে জন্মিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সর্প। {(তৎসম বা সংস্কৃত) √দন্‌শ্‌+ য(যঙ্‌লুক্‌)+উক}
  • Bengali Word দপ Bengali definition [দপ্‌] (অব্যয়) হঠাৎ আগুন জ্বলার শব্দ (দপ করে আগুন জ্বলা)। দপ দপ (অব্যয়) ১ ক্রমাগত আগুন জ্বলার শব্দ; আগুনের উজ্জ্বলতা প্রকাশক শব্দ। ২ বেদনা বা টাটানির ভাবপ্রকাশক শব্দ। দপদপানি (বিশেষ্য) দপদপ করে নেভা বা জ্বলার ভাব (মগজে তৈলহীন প্রদীপের দপদপানী-জাফর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দপ্তর, দপ্তরখানা, দপ্তরি, দপ্তরী Bengali definition ⇒ দফতর
  • Bengali Word দপ্তি Bengali definition ⇒ দক্তি
  • Bengali Word দপ্প Bengali definition ⇒ দর্প
  • Bengali Word দপ্পন Bengali definition ⇒ দর্পণ
  • Bengali Word দফ Bengali definition [দফ্‌] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (বালক-বালিকারা দফ বাজাইয়া হযরতকে ঘেরিয়া ধরিল-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি)দফ}
  • Bengali Word দফতর, দপ্তর Bengali definition [দফ্‌তর্‌, দপ্‌তর্‌] (বিশেষ্য) ১ অফিস; কাছারি; কার্যালয়; কর্মস্থল। ২ অফিসের বা কাছারির কাগজপত্র। ৩ বাঁধা কাগজপত্র; কাগজপত্রের বান্ডিল (আমরা স্বতন্ত্র দফতরে হাদিছ লিপিবদ্ধ করিয়াছিলাম-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ৪ বই- পুস্তক ও খাতাপত্র (অপু ভয়ে দপ্তর লইয়া বসে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দফতরখানা (বিশেষ্য) ১ অফিস; কার্যালয়; কাছারি; secretariat (মহারাজের দস্তখতি হুকুমনামা দপ্তরখানায় রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুরাতন নথিপত্র রাখার ঘর। দফতরি, দপ্তরি, দপ্তরী (বিশেষ্য) ১ দফতরের কাগজ, কালিকলম ইত্যাদির রক্ষক ও পরিবেশক; অফিসের নথিপত্র যে সাজিয়ে গুছিয়ে রাখে (আমার স্কুলের মেয়ে দফতরী দেওয়া যাবে-কাজী নজরুল ইসলাম)। ২ যে পুস্তক বাঁধাইয়ের ব্যবসা করে। ৩ পিয়ন; যে অফিসের কাগজে রুল টানে ও অন্যান্য ছোটখাট কাজ করে (কল্পনার যেখানে প্রসার নেই সেখানে রেখা শুধু দপ্তরীর রুলটানা আলোছায়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) দফ্‌তর}
  • Bengali Word দফন Bengali definition ⇒ দাফন
  • Bengali Word দফরা Bengali definition [দফ্‌রা] (বিশেষ্য) ধমক; তাড়না। {(আরবি)দফরাহ}
  • Bengali Word দফা ১ Bengali definition [দফা] (বিশেষ্য) বার; কিস্তি; পালা; ক্ষেপ (এ অঙ্কের প্রতিটি দফা পরিশোধের জন্যে)। ২ অবস্থা; ব্যাপার; রকম; গতিক (উপার্জিত খ্যাতিটির দফা, একেবারে রফা হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দফা একেবারে রফা-সব শেষ; একেবারে ধ্বংস বা বিনাশ। দফাওয়ারি (বিশেষণ) দফা বা প্রকরণের অনুক্রম অনুযায়ী এমন; প্রত্যেকটি দফা উল্লিখিত হচ্ছে এমন (দফাওয়ারী হিসাব)। দফা দফা, দফায়, দফায় (ক্রিয়াবিশেষণ) পুনঃপুন; বারবার। দফানিকাশ, দফারফা, দফাশেষ (বিশেষ্য) ১ সর্বনাশ; ধ্বংস; সমূলে বিনাশ। ২ সমাপ্তি; সকল বিষয়ের শেষ (তারা মোলেই দফারফা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ মৃত্যু। দফাসারা (ক্রিয়া) সর্বনাশ করা; ধ্বংস করা। দফে (অব্যয়) ১ বারে; কিস্তিতে; দফায়। ২ পুনশ্চ; আবার; পুনরায়; আরো। দফে দফে (অব্যয়) বারে বারে; কিস্তিতে কিস্তিতে; দফায় দফায়। {(আরবি)দফ্‌আহ}
  • Bengali Word দফা ২ Bengali definition [দফা] (বিশেষ্য) সমষ্টি; দল (ছুট্যা গেল দৌড়ের ঘোড়া যথায় বাদ্যার দফা-ময়মনসিংহ গীতিকা)। {(আরবি)দফ্‌আহ}
  • Bengali Word দফাদার Bengali definition [দফাদার্‌] (বিশেষ্য) ১ চৌকিদারদের সর্দার (দফাদার জমাদার চলে সদীয়াল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অশ্বারোহী সৈন্যের উচ্চ কর্মচারীবিশেষ। ৩ মজুরদের সর্দার। {(আরবি)দফ্‌‘আ; (ফারসি) + দার}
  • Bengali Word দফাল Bengali definition [দফাল্‌] (বিশেষ্য) আস্ফালন; দাপ (অগ্নির দফালে যেন ষাঁড়ের গর্জন-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দর্প+ আল>}
  • Bengali Word দব Bengali definition [দব্‌] (বিশেষ্য) ১ বন; অরণ্য। ২ দাবানল; বনাগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √দু+ অ(অচ্‌)}
  • Bengali Word দবকানো, দবকান Bengali definition [দব্‌কানো] (ক্রিয়া) ধমকনো; ভয় দেখানো; দাবানো; দাবিয়ে দেওয়া/দাবিয়ে রাখা। (আলাপ করএ দুই পাইয়া বিরল; দবকিয়া শিশুগণে শুনএ সকল-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) দমন>}
  • Bengali Word দবজ Bengali definition ⇒ দব্জ
  • Bengali Word দবদবা Bengali definition [দব্‌দবা] (বিশেষ্য) প্রতাপ; প্রতিপত্তি; প্রভুত্ব। ২ ঢোল-শোহরতের গোলমাল। দবদবাই (বিশেষ্য) জাঁকজমক (শ্বশুর বাড়ীর দবদবাই না দেখালে চলছিল না-রক)। দবদবা-রবরবা (বিশেষ্য) জাঁকজমক; প্রভাব-প্রতিপত্তি (দব্‌দবা-রবরবা বেশ ছিল-মোজাম্মেল হক)। {(আরবি)দব্‌দবাহ}
  • Bengali Word দবা Bengali definition [দবা] (বিশেষ্য) দাওয়া; ঔষধ (কত দোয়া দবা দিনু তবু নাহি ছাড়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)দারা}
  • Bengali Word দবিরখাস Bengali definition [দোবির্‌খাশ্‌] (বিশেষ্য) খাস মুন্সি; private secretary। {(ফারসি) দবীর+(আরবি)খাস্‌}
  • Bengali Word দব্জ, দবজ Bengali definition [দব্‌জো] (বিশেষণ) পুরু; দবজ; শক্ত (নীচের দাম এত দব্জ যে মানুষ গরুর ভারেও তা ডোবেনা-আবু জাফর শামসুদ্দীন)। {(ফারসি) দবীজ}
  • Bengali Word দম ১ Bengali definition [দম্‌] (অব্যয়) লঘু দুম আওয়াজ। দম দম (অব্যয়) ক্রমাগত দম শব্দ; বাদ্যাদির ধ্বনি (মন ভোরঙ্গ ভম ভম দামামা দম দম-ভারতচন্দ্র রায়গুণাকর)। দমাদম (ক্রিয়াবিশেষণ) জোরে; প্রবল দমদম শব্দ করে (ঢেঁকিতে দমাদম পাড় পড়িতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দম ২ Bengali definition [দমো] (বিশেষ্য) ১ শাসন; দমন। ২ কুকর্ম থেকে (নিবৃত্তি, ইন্দ্রিয় দমন, জিতেন্দ্রিয়তা (শমদম)। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌}
  • Bengali Word দম ৩ Bengali definition [দম্‌] (বিশেষ্য) ১ শ্বাস নিঃশ্বাস-প্রশ্বাস (দম বন্ধ হওয়া)। ২ প্রাণ; জীবন; প্রাণবায়ু; জীবনী শক্তি (দম বাহির হওয়া)। গৃহীত শ্বাস বা প্রশ্বাস (দম ফুরানো)। ৪ ধূমপানের টান; জোর টানে ধূম পান (গাঁজায় দম)। ৫ ঘড়ি মেশিন ইত্যাদির স্প্রিংয়ে পাক (ঘড়িতে দম দেওয়া)। ৬ ধাপ্পা; প্রতারণা, ভাঁওতা (দমবাজি)। ৭ অল্প উত্তাপ; ভাপ (দমে বসানো মাংস)। ৮ মসলাযোগে সিদ্ধ ব্যঞ্জনবিশেষ (আলুর দম)। দম টানা (ক্রিয়া) ১ শ্বাস টানা; নিঃশ্বাস গ্রহণ করা। ২ এক নিঃশ্বাসে হুঁকা বা বিড়ি-সিগারেটের ধোঁয়া টানা। দম দেওয়া (ক্রিয়া) ১ ঘড়ি মেশিন ইত্যাদির স্প্রিংয়ে পাক দেওয়া; শক্তি অনুপ্রবিষ্ট করানো। ২ ধোঁকা দেওয়া; প্রতারণা করা। দম নেওয়া (ক্রিয়া) বিশ্রাম করে শক্তি সঞ্চয় করা। দম ফাটা (ক্রিয়া) ১ শ্বাস ত্যাগ করতে না পারায় বুক ফেটে যাওয়া। ২ ((আলঙ্কারিক)) আবেগে অত্যন্ত চঞ্চল হওয়া। ৩ হিংসায় জ্বলে মরা। □ (বিশেষণ) নিদারুণ (দমফাটা হাসি)। দম ফুরানো (ক্রিয়া) ক্লান্ত হওয়া। দমবাজ (বিশেষণ) ধাপ্পাবাজ; প্রতারক; শঠ। দমবাজি বি। দম বের/দম বাহির হওয়া (ক্রিয়া) ১ অত্যধিক ক্লান্ত হওয়া। ২ মৃত্যু হওয়া; প্রাণবায়ু নির্গত হওয়া। দম রাখা (ক্রিয়া) শ্বাসরোধ করে অনেক ক্ষণ থাকা। দম নেওয়া (ক্রিয়া) বিশ্রাশ নেওয়া। দম লাগানো (ক্রিয়া) তামাক গাঁজা ইত্যাদির ধোঁয়া একেবারে যথাশক্তি গলাধঃকরণ করা। দমের গাড়ি (বিশেষ্য) মোটরগাড়ি; motor car (কোথাকার বাবুরা সব দমের গাড়ী চড়ে এসেছিল-অমৃব)। একদম (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) একেবারেই; মোটেই। একদমে (ক্রিয়াবিশেষণ) রুদ্ধশ্বাসে; দ্রুত-গতিতে। {(ফারসি) দম}
  • Bengali Word দম ৪ Bengali definition [দম্‌] (বিশেষ্য) ভার; গাম্ভীর্য; গুরুত্ব (যে সাহিত্যে দম নেই তাতে অন্ততঃ কম থাকা আবশ্যক-প্রথম চৌধুরী)। {ফারসি}
  • Bengali Word দমক ১ Bengali definition [দমোক্‌] (বিশেষণ) ১ দমন করে এমন; দমনকারী। ২ শাসক; শাসককর্তা। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দমক ২ Bengali definition [দমোক্‌] (বিশেষ্য) ১ ধমক; বেগ; আকস্মিক প্রবল ধাক্কা। ২ চমকানি (ওর হাসির দমকে মীনার মনের গুমোট কেটে যায়-নীলিমা)। □ (বিশেষণ) হঠাৎ ঘটে বা ঘটেছে এমন; আকস্মিক; বেগবান (এক দমক মেঘ-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দমকল Bengali definition [দম্‌কল্‌] (বিশেষ্য) ১ পুকুর ইত্যাদি থেকে পানি তোলার যন্ত্রবিশেষ; পাম্প। ২ আগুন নেভানোর জন্য পানি নিক্ষেপের যন্ত্রবিশেষ; fire engine (বুকের ভিতর জ্বলছে আগুন দমকল ডাক, ওলো সই-কাজী নজরুল ইসলাম)। দমকল বাহিনী (বিশেষ্য) ফায়ার ব্রিগেড বা দমকলের সাহায্যে আগুন নিভানোর সরকারি প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ। {(ফারসি) দম + কল}
  • Bengali Word দমকা Bengali definition [দম্‌কা] (বিশেষণ) সহসা প্রবলবেগে আগত; আকস্মিক সংঘটিত (দমকা হাওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) মাত্রাতিরিক্ত পরিমাণে; ঝটিকাবেগে (এত দমকা খাটলে শরীরে কুলাবে কেন-কাজী আবদুল ওদুদ)। দমকা খরচ (বিশেষ্য) হঠাৎ ব্যয়; বৃথা অতিরিক্ত ব্যয় (দমকা খরচ করছে বেনের দল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) দনীদাহ}
  • Bengali Word দমদম Bengali definition ⇒ দম১