Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দিগ্‌বিজয়, দিগ্বিজয় Bengali definition [দিগ্‌বিজয়্‌] (বিশেষ্য) ১ যুদ্ধ করে বিভিন্ন দেশ জয়; সংগ্রাম দ্বারা সর্বদিক জয়। ২ বাকযুদ্ধ বা পাণ্ডিত্য দ্বারা সকল পণ্ডিতের উপর আধিপত্য লাভ। দিগ্‌বিজয়ী, দিগ্বিজয়ী (-য়িন্‌) (বিশেষণ) যে যুদ্ধ বা পাণ্ডিত্য দ্বারা সর্বদিক বা নানা দেশ জয় করে; সমস্ত দিক বা দেশ জয়কারী। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+বিজয়; ২(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিগ্‌বিদিক, দিগ্বিদিক Bengali definition [দিগ্‌বিদিক্‌] (বিশেষ্য) ১ সর্বদিক; অনুকূল ও প্রতিকূল দিক (সম্মুখে শয়ান সিদ্ধু দিগ্বিদিক হারাইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ন্যায়-অন্যায়; ভালো-মন্দ; হিতাহি; গুরু-লঘু (কৃষ্ণ ক্রীড়ারস দিগ্‌বিদিগ্‌ নাহি মনে-জ্ঞাদা)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+বিদিক্‌; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word দিগ্‌বিলীন, দিগ্বিলীন Bengali definition [দিগ্‌বিলিন্‌] (বিশেষণ) দূর-বিস্তৃত (দিগ্বিলীন পথভ্রান্ত হতে-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+বিলীন; ৭(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিগ্‌ভ্রম, দিগভ্রান্তি Bengali definition [দিগ্‌ভ্রোমো, দিগ্‌ভ্রান্‌তি] (বিশেষ্য) ১ দিক স্থির করতে অক্ষমতা; দিক নির্ণয়ে ভুল। ২ বেতাল হওয়া। দিগ্‌ভ্রান্ত, দিকভ্রান্ত (বিশেষণ) দিশাহারা; হতভম্ব (দর্শন দিয়ো দিগ্‌ভ্রান্তে-রবীন্দ্রনাথ ঠাকুর; দিক্‌ভ্রান্ত পান্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+ভ্রম, ভ্রান্তি; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিঘ Bengali definition ⇒ দীঘ
  • Bengali Word দিঘল, দীঘল ((পদ্যে ব্যবহৃত)) Bengali definition [দিঘল্‌] (বিশেষণ) ১ দীর্ঘাকার; সুধীর্ঘ (শিরে না দীঘল কেশ পড়ে কন্যার পায়-ময়মনসিংহ গীতিকা)। ২ আয়ত (দিঘল চোখ)। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ>দীঘ+ল}
  • Bengali Word দিঘালি-পাথালি Bengali definition [দিঘালি-পাথালি] (ক্রিয়বিশেষণ) দৈর্ঘ্য ও প্রস্থের দিক থেকে (দিঘালি পাথালি দেয় পোচ-দ্বির)। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ> (বাংলা) আলি+(তৎসম বা সংস্কৃত) প্রস্থ>+আলি>}
  • Bengali Word দিঘি, দীঘি, দিঘী Bengali definition [দিঘি] (বিশেষ্য) বড় পুকুর বা জলাশয় (দীঘির জলে ঝলক ঝলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘিকা>}
  • Bengali Word দিঙ্‌নাগ Bengali definition [দিঙ্‌নাগ্‌] (বিশেষ্য) ১ দিগ্‌গজ; হিন্দুমতে অষ্টদিক রক্ষক হস্তী। ২ বিখ্যাত বৌদ্ধ দার্শনিক। ৩ ((ব্যঙ্গার্থ)) স্থূলদর্শী কঠোর সমালোচনা; নিন্দুক। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+নাগ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিঙ্‌নির্ণয় Bengali definition [দিঙ্‌নির্‌নয়্‌] (বিশেষ্য) বিভিন্ন দিক নির্ধারণ; দিক স্থিরীকরণ। দিঙ্‌নির্ণয়-যন্ত্র (বিশেষ্য) যে যন্ত্র দ্বারা নাবিকেরা সমুদ্রবক্ষে দিক নির্ণয় করে; compass। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+নির্ণয়; ২(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিঙ্‌মণ্ডল Bengali definition [দিঙ্‌মন্‌ডল্‌] (বিশেষ্য) দিগ্বলয়; দিকচক্রবাল; horizon (দিঙ্‌মণ্ডল তিমিরাবৃত হইল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+মণ্ডল; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিঙ্‌মূঢ় Bengali definition [দিঙ্‌মুঢ়ো] (বিশেষণ) দিক্‌ভ্রান্ত; দিক ঠিক করতে না পারায় হতভম্ব। {(তৎসম বা সংস্কৃত) দিক+মূঢ়; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word দিঞাঁ (-প্রাচীন বাংলা) Bengali definition [দিয়াঁ] (অসমাপিকা ক্রিয়া) ১ দান করে। ২ খাইয়ে (মায় যশোদা পুষিলেক দিঞাঁ খীর-বড়ু চণ্ডীদাস)। ৩ বিন্যস্ত করে (কাহ্নের উরে শুতিলোঁ দিঞাঁ শিয়রে-বড়ু চণ্ডীদাস)। ৪ দ্বারা (দূতা দিঞাঁ পাঠায়িলোঁ গলায় গজমুতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
  • Bengali Word দিঠি, দিট, দিঠ, দীঠ, দীঠিয়া Bengali definition [দিঠি, দিট্‌, দিঠ্‌, দিঠ, দিঠিয়া] (বিশেষ্য) দৃষ্টি; নজর; ঠিকানা (দূর একাকীয়া শূন্যের পথে খুঁজি ও মোদের দিঠি-জসীমউদ্‌দীন; দেয়ল দিট-বিদ্যাপতি; এক দিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে-চণ্ডীদাস; অবহি মদন বাঢ়ায়ল দীঠ-বিদ্যাপতি; ফুটিল আধ দীঠিয়া-বিদ্যাপতি)। দিঠে, দীঠে (-প্রাচীন বাংলা) (ক্রিয়াবিশেষণ) দৃষ্টিতে; নজরে (চাহ মোরে আড়কারী দীঠে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্টি>(প্রাকৃত) দিট্‌ঠি>}
  • Bengali Word দিত ১ Bengali definition [দিতো] (ক্রিয়া) দান করত। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
  • Bengali Word দিত ২ Bengali definition [দিতো] (বিশেষণ) ছিন্ন করা হয়েছে এমন; ছেদিত। {(তৎসম বা সংস্কৃত) √দো+ত(ক্ত)}
  • Bengali Word দিতি Bengali definition [দিতি] (বিশেষ্য) কশ্যপ মুনির পত্নী ও দৈত্যমাতা। {(তৎসম বা সংস্কৃত) √দো+তি(ক্তিন্‌)}
  • Bengali Word দিদার Bengali definition [দিদার্‌] (বিশেষ্য) দর্শন; সাক্ষাৎকার (আমার কারার যেই, বাহাল রাখিবে সেই, পাইবে সে আমার দীদার-সৈয়দ হামজা)। {(ফারসি) দীদার}
  • Bengali Word দিদি, দিদা, দিদু, দি Bengali definition [দিদি, দিদা, দিদু, দি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দু সমাজে জ্যেষ্ঠা ভগ্নী বা তৎস্থানীয়া, যেমন-বড় জা, বড় সতিন ইত্যাদি। ২ পিতামহী; মাতামহী)। ৩ পৌত্রী; দৌহিত্রী; কনিষ্ঠা ভগিনী বা তৎস্থানীয় কাউকে স্নেহের সম্বোধন। ৪ যে কোনো নারীকে ভদ্রতাসূচক সম্বোধন। দিদিঠাকুরানী, দিদিঠাকরুন (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্রদ্ধেয়া হিন্দু মহিলাকে সম্বোধন। দিদিমণি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শিক্ষয়িত্রী বা দিদিসম্পর্কীয়ার প্রতি আদরের ডাক। ২ অল্পবয়সী প্রভু-কন্যাকে সম্বোধন। দিদিমা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাতামহী; পিতামহী। দিদিশাশুড়ি (বিশেষ্য) শ্বশুর বা শাশুড়ির মাতা বা মাতৃস্থানীয়া নারী। {দাদা>দাদী>; (তৎসম বা সংস্কৃত) দেবী>}
  • Bengali Word দিদৃক্ষা Bengali definition [দিদৃক্‌খা] (বিশেষ্য) দর্শনের ইচ্ছা। দিদৃক্ষমাণ, দিদৃক্ষু (বিশেষণ) ১ দর্শনেচ্ছু; দেখতে ইচ্ছুক। ২ দর্শনোদ্যত। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word দিধক্ষু Bengali definition [দিধোক্‌খু] (বিশেষণ) দহনেচ্ছু (হব্যবাহন ..... খাণ্ডব দাব দিধক্ষু হইয়া প্রজ্বলিত হইয়া উঠিলেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্‌+সন্‌+উ}
  • Bengali Word দিধিষু Bengali definition [দিধিশু] (বিশেষ্য) দ্বিতীয়বার বিবাহ হয়েছে এমন নারীর স্বামী; পুনর্ভূ। {(তৎসম বা সংস্কৃত) দিধি+√সো+উ}
  • Bengali Word দিন ১ Bengali definition [দিন্‌] (বিশেষ্য) ১ সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়; দিবস; দিবা (নিশিদিন, দিনরাত)। ২ চব্বিশ ঘন্টাকাল; একত্রে এক দিবা ও এক রাত্র; অহোরাত্র। ৩ সময়কাল (সুদিন, দুর্দিন)। ৪ আয়ু (দিন ফুরিয়েছে)। ৫ (জ্যোশা) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ; তিথি। দিন আনা দিন খাওয়া (ক্রিয়া) দিনমজুরি করে সংসারযাত্রা নির্বাহ করা। দিনকর, দিননাথ, দিনপতি, দিনমণি (বিশেষ্য) সূর্য; ভাস্কর (ঘন আবরিলে দিননাথে; কনক উদয়াচলে দিনমণি যেন অংশুমালী-মাইকেল মধুষূদন দত্ত)। দিন কাটানো (ক্রিয়া) সময় যাপন করা (একলা শুধু বসে দিন কাটাচ্ছি)। দিন কাটে তো রাত কাটে না-অতিকষ্টে দিন কাটানোর অবস্থা; দুঃখ-দুর্দশাপূর্ণ সময়ের অবস্থা। দিনকাল (বিশেষ্য) ((আলঙ্কারিক)) দুঃসময়; খারাপ অবস্থা (যে দিনকাল পড়েছে)। দিনকে দিন (অব্যয়) দিনের পর দিন (দিনকে দিন ভোল বদলে যাচ্ছে-মনোজ বসু)। দিনকে রাত করা (ক্রিয়া) সত্যকে মিথ্যা প্রমাণিত করা। দিনক্ষণ (বিশেষ্য) (জ্যোশা) ‍শুভাশুভ দিন ও সময়। দিনক্ষয় (বিশেষ্য) ১ সন্ধ্যাবেলা; তিথিক্ষয়; অহোরাত্রে তিন তিথির সংযোগ; ত্র্যহস্পর্শ। দিনখাটা (বিশেষণ) দৈনিক খেটে রোজগার করে এমন (তার আর দিন-খাটা শ্রমিকের ভেতর পার্থক্য রইল কোনখানে-হুমায়ুন কবীর)। দিনগত পাপক্ষয় ১ প্রতিদিনের পাপস্খালনের জন্য প্রতিদিনের কৃত্যসাধন। ২ উৎসাহবিহীন গতানুগতিকভাবে প্রতিদিনের কাজ করে সময় অতিবাহন। দিন গুজরানো (বিশেষ্য) দিন অতিবাহন (কোন প্রকারে দিন গুজরান করিতে লাগিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। দিন গোনা (ক্রিয়া) বহুদিন ধরে প্রতীক্ষা করা। দিন ঘনিয়ে আসা (ক্রিয়া) ১ মৃত্যু নিকটবর্তী হওয়া। দিন চলা (ক্রিয়া) দৈনন্দিন জীবন নির্বাহ হওয়া (কোনো রকমে দিন চলছে)। দিনদগ্ধা (বিশেষ্য) (জ্যোশা) বার ও তিথির একত্র যোগের ফলে যেদিন পূজাপার্বণ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ। দিন-দিন (ক্রিয়াবিশেষণ) ১ প্রত্যহ; প্রতিদিন; রোজ রোজ। ২ ক্রমশ; ক্রমে ক্রমে; উত্তরোত্তর (দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে)। দিন-দুপুরে (ক্রিয়াবিশেষণ) ১ প্রকাশ্য দিবালোকে; জনসাধারণের সমক্ষে। দিন-দুপুরে ডাকাতি, দিনে ডাকাতি ১ ((আলঙ্কারিক)) নির্লজ্জ প্রতারণা ও মিথ্যাভাষণ। ২ ((আলঙ্কারিক)) অত্যন্ত দুঃসাহসিক কাজ। দিনপঞ্জি (বিশেষ্য) বর্ষপঞ্জি; calendar (আলযাজারীই সর্বপ্রথম আরব বর্ষ গণনা সুনিয়ন্ত্রিত করে দিনপঞ্জি প্রণয়ন করেন-আকবর আলী)। দিনপত্রী (বিশেষ্য) ডায়েরি; দিনলিপি; প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা। দিন পাওনা (ক্রিয়া) সুদিনের উদয় হওয়া। দিনপাত, দিনযাপন (বিশেষ্য) কালযাপন; সময় কাটানো; সংসারযাত্রা নির্বাহ। দিনমুজর (বিশেষ্য) যে মজুর হিসেবে পারিশ্রমিক পায়। দিনমান (ক্রিয়াবিশেষণ) দিনের বেলা; সূর্যোদয় থেকে সূর্যাস্তকাল পর্যন্ত; দিবাভাগ (দিনমানেও ঘরগুলির মধ্যে ভালো আলো যায় না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দিনমুখ (বিশেষ্য) ১ প্রাতঃকাল। ২ সূর্য। দিনমুখরবি (বিশেষ্য) প্রাতঃকালের সূর্য (দিনমুখরবি কোকনদ ছবি অতুল পদ ‍দু’খানি-ভারতচন্দ্র রায়গুণাকর)। দিন-যামিনী (বিশেষ্য) দিবানিশি (দিন-যমিনী কেবল সেই প্রতিমূর্তির সন্দর্শন করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দিনশেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসনা বিন দিনের শেষ; সন্ধ্যা; সায়ংকাল (দিনান্তে বারেক যদি পাই দরশন-দীনবন্ধু মিত্র)। দিনহি ((ব্রজবুলি)) (ক্রিয়াবিশেষণ) দিনের বেলা (দন্দ দিনহি দীনহীরা সো পুন পালটি ক্ষণে ক্ষণে ক্ষীণা-বিদ্যাপতি)। দিনে দুপুরে ডাকাতি (বিশেষ্য) প্রকাশ্য দিবালোকে দস্যুতা বা রাহাজানি। ((আলঙ্কারিক)) দুঃসাহসিক ও অচিন্তনীয় দুষ্কার্য সাধন। দিনে দিনে (ক্রিয়াবিশেষণ) ক্রমশ; ক্রমে ক্রমে; উত্তরোত্তর (দিনে দিনে বাঢ়ি গেল রূপ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √দো+ইন(ইনচ্‌)}
  • Bengali Word দিন ২, দীন, দ্বীন Bengali definition [দিন্‌] (বিশেষ্য) ধর্ম (আপোনা দিনের বোল এক না ‍বুঝিল-সৈয়দ সুলতান; শারাব দাও; যদি মোর খারাব করিলে দীন-কাজী নজরুল ইসলাম; তান দ্বীন প্রচারে কুফর হৈল নাশ-সৈয়দ আলাওল)। দিনআখেরি, দিনআখেরী (বিশেষ্য) ধর্ম ও পরকাল (সবার চোখেই জলের ধারা দীন-আখেরীর ভাবনা লয়ে-জসীমউদ্‌দীন)। দিনদার (বিশেষণ) ধার্মিক (তিনি দিনদার পরহেজগার মানুষ-কাজী ইমদাদুল হক)। দিন-দুনিয়া, দিন-দুনিয়া (বিশেষ্য) কিয়ামত ও পৃথিবী; পরকাল ও ইহকাল (তুমি বিনে গতি নাই দীন-দুনিয়ার-নবী)। দিনদুনিয়ার মালিক, দীনদুনিয়ার মালিক (বিশেষ্য) পরকাল ও ইহকালের প্রভু; সর্বশক্তিমান আল্লাহ। দিন-পানা, দীন-পানা (বিশেষ্য) ধর্মের মালিক; আল্লাহ (দীনহীন বেশে আছে দাঁড়াইয়া ‘দীন-পানা’ আর ‘জাহান-পানা’-সত্যেন্দ্রনাথ দত্ত)। দিনি, দীনি, দীনী (বিশেষণ) ধর্মীয় (আন্‌নয়া দীনী ফরমান দরাজ দিলের দৃপ্ত গান-কাজী নজরুল ইসলাম)। দিনি ইলম, দীনি ইলম (বিশেষ্য) ধর্মীয় শিক্ষা (পাশ-করা মৌলবী হতে পারত-দীনী ইলম হাসেল করত-কাজী ইমদাদুল হক)। {(আরবি)দীন}
  • Bengali Word দিনার, দীনার Bengali definition [দিনার্‌] (বিশেষ্য) ইরাক, জর্দান প্রভৃতি দেশে প্রচলিত বিভিন্ন মানের মুদ্রা (আশিটি দিনার ছিল কামিজের তলে-আজহার)। {(আরবি)দীনার}
  • Bengali Word দিনেমার Bengali definition [দিনেমার্‌] (বিশেষ্য) ইউরোপের ডেনমার্ক নামক দেশের অধিবাসী (আবমানি অলন্দাজ দিনেমার ইংরাজ-সৈয়দ আলাওল)। {(ফারসি) Danemark}
  • Bengali Word দিনেশ Bengali definition [দিনেশ্‌] (বিশেষ্য) রবি; সূর্য; দিবাকর (প্রকাশে কমল শোভা দেখিতে দিনেশ-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) দিন+ঈশ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দিব ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দিবো] (বিশেষ্য) দিব্য; শপথ (তব ধনী দিব দেই-জ্ঞাদা)। {(তৎসম বা সংস্কৃত) দিব্য>}
  • Bengali Word দিবস Bengali definition [দিবশ্‌] (বিশেষ্য) ১ দিন; সারাদিন; দিনমান। ২ অহোরাত্র। {(তৎসম বা সংস্কৃত) √দিব্‌+অস(অসচ্‌)}
  • Bengali Word দিবস্পতি Bengali definition [দিবশ্‌পোতি] (বিশেষ্য) স্বর্গের রাজা ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) দিবঃ+পতি; (বহুব্রীহি সমাস)}