Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দারিকা ২ Bengali definition ⇒ দারক
  • Bengali Word দারিত Bengali definition [দারিতো] (বিশেষণ) বিদীর্ণ করা হয়েছে এমন; বিদারিত। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দারিদ ((ব্রজবুলি)) Bengali definition [দারিদ] (বিশেষ্য) ১ দারিদ্র্য (না পুরে অল্প ধনে দারিদ তিয়াস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দারিদ্র্য>}
  • Bengali Word দারিদ্র Bengali definition ⇒ দারিদ্র্য
  • Bengali Word দারিদ্র্য, দারিদ্র Bengali definition [দারিদ্‌দ্রো] (বিশেষ্য) ১ নির্ধনতা; দরিদ্র অবস্থা; দরিদ্রতা। ২ অভাব (চিন্তার দারিদ্র্য)। ৩ দৈন্য; দীনতা। {(তৎসম বা সংস্কৃত) দরিদ্র+য (ষ্যঞ্‌), অ(অণ্‌)}
  • Bengali Word দারী Bengali definition [দারি] (বিশেষ্য) ১ গণিকা; বেশ্যা (ঘর ত্যজি দারী সঙ্গে মন মজাইলা-ঘনরাম চক্রবর্তী)। ২ লাম্পট্য। ৩ বেশ্যাবৃত্তি। {ওড়িয়া দারী}
  • Bengali Word দারু ১ Bengali definition [দারু] (বিশেষ্য) কাঠ; কাষ্ঠ। দারুচিনি, দারচিনি, ডালচিনি বি মসলারূপে ব্যবহৃত; বৃক্ষবিশেষের মিস্ট ও সুগন্ধযুক্ত বাকল। দারুজ, দারুময় (বিশেষণ) ১ কাঠের তৈরি (একটি বৃহৎ দারুময় দর্বী নিমজ্জিত করিয়া-রাজশেখর বসু (পরশু))। ২ কাঠ থেকে জাত। দারুদহন (বিশেষ্য) দাবানল (দুহু দিশ দারুদহনে যৈচে দগধই-বিদ্যাপতি)। দারু-পিপীলিকা (বিশেষ্য) কাঠপিঁপড়া (কুসুম ভিতরে মাতা পাতিলেন মায়া। পলাশে রহিলা দারু-পিপীলিকা হৈয়া-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দারুব্রহ্ম (বিশেষ্য) উড়িষ্যার জগন্নাথ নামক হিন্দু দেবতার কাষ্ঠনির্মিত মূর্তি। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+উ(উণ্‌)}
  • Bengali Word দারু ২ Bengali definition [দারু] (বিশেষ্য) ১ ঔষধ। ২ মদ; সুরা। {(ফারসি) দারূ}
  • Bengali Word দারুক Bengali definition [দারুক্‌] (বিশেষ্য) ১ কৃষ্ণের সারথির নাম। ২ কাঠ। ৩ দেবদারু বৃক্ষ। ৪ কাঠের তৈরি পুতুল। {(তৎসম বা সংস্কৃত) দারু+ক(কন্‌)}
  • Bengali Word দারুকা ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দারুকা] (বিশেষ্য) শৃঙ্খল; লৌহদণ্ড (পায়েত দারুকা হস্তে দিল হাতকড়ি-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাঁড়>দাড়+উকা> দারুকা}
  • Bengali Word দারুণ Bengali definition [দারুন্‌] (বিশেষণ) ১ অত্যন্ত; অতিশয় (দারুন তৃষ্ণা)। ২ ভীষণ; ভয়ানক (দারুণ মূর্তি)। ৩ তীব্র; উগ্র (দারুণ শীত)। ৪ প্রবল; দুঃসহ; অসহ্য (নবম শতকের গোড়াতে দারুণ বিপ্লব এনে দেয়-আবদুল মওদুদ)। ৫ নৃশংস; নির্মম; কঠিন (দারুণ কষ্ট)। ৬ নিষ্ঠুর; মর্মান্তিক; কঠোর (দারুন বাক্য)। ৭ রুষ্ট (মিথ্যা পরিবাদে প্রভু না হৈঅ দারুণ-রাজশেখর বসু (পরশু))। ৮ নৃশংস; নির্মম (এ পীড়া দারুণ বিধি রাবণের ভালে-মাইকেল মধুষূদন দত্ত)। ৯ কঠিন (দারুণ শপথ)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ই(ণিচ্‌)+উন(উনন্‌)}
  • Bengali Word দারুময় Bengali definition ⇒ দারু১
  • Bengali Word দারুল উলুম Bengali definition [দারুল্‌ উলুম্‌] (বিশেষ্য) শিক্ষাকেন্দ্র; বিশ্ববিদ্যালয় (এই বাজারটাকে এ অঞ্চলে একটা কালচারেল সেন্টার দারুল উলুমে পরিণত করিয়া তুলিয়াছেন-আবুল মনসুর আহমদ)। {(আরবি)দারুর ‘উলুম্‌}
  • Bengali Word দারুল-ইসলাম, দার-উল-ইসলাম Bengali definition [দারুল্‌ ইসলাম্‌] (বিশেষ্য) ১ এমন স্থান যেখানে ইসলাম বিনা বাধায় আচরিত হয় (ইসলামী রাষ্ট্র, হিন্দুস্তান আজ অবধি দারুল ইসলাম-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি)দারুল ইসলাম}
  • Bengali Word দারুস-সালাম, দার-উস-সালাম Bengali definition [দারুস্‌ সালাম] (বিশেষ্য) শান্তির স্থান। {(আরবি)}
  • Bengali Word দারোগা, দারগা Bengali definition [দারোগা] (বিশেষ্য) থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর। ছোট দারোগা (বিশেষ্য) সাব-ইন্সপেক্টর; বড় দারোগার সহকারী দারোগা। বড় দারোগা (বিশেষ্য) থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর। {(ফারসি) দারোগাহ}
  • Bengali Word দারোয়ান, দারোয়ান, দরওয়ান Bengali definition [দারোয়ান্‌, দরোয়ান্‌, দর্‌ওয়ান্‌] (বিশেষ্য) ১ দ্বাররক্ষক; দরজার প্রহরী; দ্বারবান; প্রতিহারী (এবং কোচয়ান, দারোয়ান, মালী ইত্যাদি-রাজশেখর বসু (পরশু); তাড়ায় তাদেরে গাল দিয়ে দরওয়ান-কাজী নজরুল ইসলাম)। ২ পিয়ন। দারোয়ানি (বিশেষ্য) প্রহরীর কাজ; দারোয়ানের কাজ। {(ফারসি) দাররান}
  • Bengali Word দার্ঢ্য Bengali definition [দার্‌ঢ্‌ঢো] (বিশেষ্য) ১ দৃঢ়তা (কী কাঠিন্য কী দার্ঢ্য সে কণ্ঠে-সৈয়দ মুজতবা আলী)। ২ স্থিরতা; স্থৈর্য। ৩ কঠোরতা; কাঠিন্য; নির্মমতা। ৪ অনমনীয়তা। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দার্দুর Bengali definition [দার্দুর্‌] (বিশেষণ) ব্যাঙ সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ ভেকত্ব। ২ জল; পানি। {(তৎসম বা সংস্কৃত) দুর্দুর+ষ্ণ}
  • Bengali Word দার্শনিক Bengali definition [দার্‌শোনিক্‌] (বিশেষণ) ১ দর্শনশাস্ত্রবেত্তা। ২ দর্শনশাস্ত্র সংক্রান্ত। ৩ দর্শনশাস্ত্রসুলভ (দার্শনিক মতিগতি)। ৪ চিন্তাশীল। ৫ দর্শনশাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। দার্শনিকতা (বিশেষ্য) দার্শনিকের ভাব বা মতিগতি। ২ চিন্তাশীলতা। ৩ ভাবুকতা। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+ইক(ঠক্‌)}
  • Bengali Word দাল, দাইল Bengali definition [দাল্‌, দাইল্‌] (বিশেষ্য) ডাল; মুগ, সুমুর, কলাই প্রভৃতি শস্যের বীজ (রাঁধিবার বেলায় কলাইয়ের দাল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দালপুরি, ডালপুরি (বিশেষ্য) বাটা ডালের পুর দেওয়া তেলে-সেঁকা পুরি বা লুচিবিশেষ। দালমুট, ডালমুট (বিশেষ্য) ঘি ও মশলা দিয়ে ভাজা ছোলার ডাল বা দানা। {(তৎসম বা সংস্কৃত) দল>দালি; দ্বিদল>}
  • Bengali Word দালনা Bengali definition ⇒ ডালনা
  • Bengali Word দালান Bengali definition [দালান্‌] (বিশেষ্য) ১ ইটের তৈরি গৃহ; পাকা বাড়ি। ২ মণ্ডপের মতো ঘর বা গৃহ (রাজার দুই দিকে দুই দালান এক দিকে ব্রাহ্মণ পণ্ডিত আর এক দিকে দেশ বিদেশের রাজা আর রাজপুত্তুর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বারান্দা। ৪ দর-দালান। দর-দালান (বিশেষ্য) বারান্দা; ঘরের মতো বারান্দা। দালানকোঠা (বিশেষ্য) পাকা বাড়ি। দালান দেওয়া (ক্রিয়া) পাকা বাড়ি নির্মাণ করা। {(ফারসি) দালান}
  • Bengali Word দালাল Bengali definition [দালাল্‌] (বিশেষ্য) ১ কমিশনের বিনিময়ে যে ব্যক্তি ক্রেতা ও বিক্রেতাকে ক্রয়-বিক্রয়ে সাহায্য করে; ব্যবসা-বাণিজ্যে যে ব্যক্তি মধ্যস্থতা করে। ২ ক্রেতা বা মালপত্র সংগ্রহকারী। ৩ ((ব্যঙ্গার্থ)) অসঙ্গতভাবে পক্ষ সমর্থনকারী; অন্যায়ভাবে সহায়তাকারী। দালালি, দালালী (বিশেষ্য) ১ দালালের বৃত্তি। ২ দালালের পারিশ্রমিক বা দস্তুরি। ৩ ((ব্যঙ্গার্থ)) গায়ে পড়ে মধ্যস্থ সাজা (তোমাকে আর দালালি করতে হবে না)। ফোপর দালালি, ফপর দালালি ⇒ ফপর দালাল। {(আরবি)দল্লাল}
  • Bengali Word দালিম Bengali definition ⇒ দাড়িম্ব
  • Bengali Word দাশ Bengali definition [দাশ্‌] (বিশেষ্য) ১ জেলে; ধীবর; হিন্দু মৎস্যজীবী। ২ হিন্দু বৈদ্য বংশের একটি পদবি। দাশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √দাশ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word দাশরথ, দাশরথি Bengali definition [দাশোরথ, দাশরোথি] (বিশেষ্য) রামায়ণোক্ত দশরথের পুত্র। {(তৎসম বা সংস্কৃত) দশরথ+অ(অণ্‌)}
  • Bengali Word দাস Bengali definition [দাশ্‌] (বিশেষ্য) ১ চাকর। ২ ক্রীতদাস (দাস ব্যবসায়ী)। ৩ অনুগতজন; অধীন (অভ্যাসের দাস)। ৪ ধীবর; জেলে (মৎস্য বেচে চষে চাষ বসে দুই জাতি দাস-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৫ প্রাচীন অনার্য জাতি; যারা দস্যুবৃত্তি করতো। ৬ হিন্দু কায়স্থ সম্প্রদাযের একটি পদবি বা উপাধি। ৭ শূদ্র। দাসী (স্ত্রীলিঙ্গ)। দাসখত (বিশেষ্য) দাসত্ব স্বীকারপত্র; দাসত্ব করার প্রতিজ্ঞপত্র (ভক্ত আসিয়া দাসখত লিখিয়া দিয়া যায় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। দাসত্ব (বিশেষ্য) দাস্যবৃত্তি; দাস বা ক্রীতদাসের কাজ। দাসত্ব শৃঙ্খল (বিশেষ্য) পরধীনতারূপ শৃঙ্খল (দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে-রঙ্গলাল সেন)। দাসপ্রথা, দাসত্ব প্রথা (বিশেষ্য) ক্রীতদাস বা ক্রীতদাসী রাখার রীতি বা ব্যবস্থা। দাস-ব্যবসায় (বিশেষ্য) পণ্যের ন্যায় মানুষকে আজীবন ক্রীতদাস-দাসীরূপে বেচাকেনার ব্যবসা। দাসমনোভাব (বিশেষ্য) দাসের ন্যায় পরনির্ভরশীল ও আত্মসম্মানহীন মনোভাব। দাসানুদাস (বিশেষ্য) গোলামের গোলাম, চাকরের চাকর; একান্ত অনুগতজন। {(তৎসম বা সংস্কৃত) দাস্‌+অ(অচ্‌)}
  • Bengali Word দাসী Bengali definition [দাশি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চাকরানী; স্ত্রী ভৃত্য। দাসীপুত্র (বিশেষ্য) ১ দাসীর গর্ভজাত পুত্র। ২ গালিবিশেষ। দাসীবৃত্তি, দাসীপনা (বিশেষ্য) চাকরানীর কাজ। {(তৎসম বা সংস্কৃত) দাস্‌+ ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word দাসুসাহি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দাশুশাহি] (বিশেষ্য) এক প্রকার ধান (দাসুসাহি বাঁশফুল ছিলাট করুচি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(অজ্ঞাতমূল); দাসুশাহ>?}