Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -আলু Bengali definition [-আলু] (অব্যয়) (ব্যাকরণ) বিশিষ্টার্থক বা শীলার্থক প্রত্যয় বিশেষ (দয়ালু)। {বাংলা প্রত্যয়বিশেষ}
  • Bengali Word আ - ১ Bengali definition [আ] (অব্যয়) তৎসম শব্দে ‘উপসর্গ’-রূপে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়: (১) ‘ঈষৎ’ অর্থে (আনত নয়ন, আনত বদন); (২) ‘থেকে’ অর্থে (আসমুদ্র-হিমাচল); (৩) ‘পর্যন্ত’ অর্থে (আকন্ঠ ভোজন, আকর্ণ-নয়ন); (৪) ‘বিপরীত’ অর্থে (আগমন-গমনের বিপরীত); (৫) ‘সম্যক’ অর্থে (আগত, আবিল); (৬) ‘দিকে’ অর্থে (আকর্ষণ) ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গ বিশেষ}
  • Bengali Word আ - ২ Bengali definition [আ] (অব্যয়) বাংলা ‘উপসর্গ’ ‘আ’ (১) ‘নঞর্থ’ জ্ঞাপন করে:‘আকাঁড়া’, ‘আলুনি’, ‘আধোয়া’, ‘আঘাটা’; (২) ‘সাদৃশ্য’ অর্থ জ্ঞাপন করে: ‘আকাট’ মূর্খ; (৩) ‘মন্দ’ অর্থও প্রকাশ করে:‘আকাল’ পড়েছে দেশে। { (বাংলা) উপসর্গ বিশেষ}
  • Bengali Word আ - তু Bengali definition [আতু] (অব্যয়) কুকুর ডাকার সংকেত বিশেষ (ওরা তো কুকুরের জাত; আ-তু বললেই দৌড়ে আসে)। {(হিন্দি) কুত্তা>কুত্তু>কুতু>}
  • Bengali Word আ মরি Bengali definition [আ মোরি] (অব্যয়) ১ আহা মরি; প্রশংসা বিদ্রূপাদিসূচক শব্দ (আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন)। ২ আতিশয্য প্রকাশে।
  • Bengali Word আ ১ Bengali definition স্বরবর্ণমালার দ্বিতীয় ধ্বনিজ্ঞাপক বর্ণ। উচ্চারণ-স্থান কন্ঠ। স্বরধ্বনিরূপে উচ্চারণ একমাত্রিক। বিবৃত আহবানে ও গানে ‘আ’ প্লুত হয়। ‘মা’ ‘আপন’ প্রভৃতি শব্দে আ ধ্বনি দীর্ঘ, কিন্তু ‘কালো’ ‘দাতা’ প্রভৃতি শব্দে হ্রস্ব। ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে এটি ‘v’ (আকার) রূপ লাভ করে। {আ বর্ণ গ্রিক আলফা (α) আরবি আলিফ (ا )-এর সঙ্গে তুলনীয়।
  • Bengali Word আ ২ Bengali definition [আ] (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়: (১) আনন্দ প্রকাশে (আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন); (২) সুখবোধে (আ কি আরাম!); (৩) বিদ্রূপে (আ মরণ আর কী!); (৪) প্রশংসায় (আ মরি! আ মরি! কী শোভা!); (৫) স্বস্তিতে (আ! বাঁচা গেল।); (৬) স্মরণে (আ, তাই বটে) ইত্যাদি। {আবেগ প্রকাশক ধ্বনিবিশেষ}
  • Bengali Word আঁইশ ১ Bengali definition আঁশ
  • Bengali Word আঁইশ ২, আঁইষ ১, আঁশ ২ Bengali definition [আঁইশ্, আঁইষ, আঁশ্] (বিশেষ্য) মাছের শল্ক। {(তৎসম বা সংস্কৃত) আমিষ>আঁইষ>আঁইশ>আঁশ}
  • Bengali Word আঁইশ ৩, আঁইষ ২ Bengali definition আঁষ
  • Bengali Word আঁইষ্টা Bengali definition আষ্টে
  • Bengali Word আঁউর Bengali definition আউড়
  • Bengali Word আঁও (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আঁও] (বিশেষণ) নতুন; আনকোরা (আঁও হাঁড়ি আঁও সরা আড়াই হালা বেনা-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) অনীষিত> আনকা>}
  • Bengali Word আঁক Bengali definition [আঁক্] (বিশেষ্য) ১ চিহ্ন; দাগ; নিশান (চন্দন সিঁদুরের আঁক-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ রেখা; আঁচড়। ৩ সংখ্যাসূচক চিহ্ন; ১ ২ ৩ ইত্যাদি। ৪ সংখ্যা বিষয়ক প্রশ্ন বা গণিতের অঙ্ক। আঁককরা, আঁককষা (ক্রিয়া) সংখ্যা বিষয়ক প্রশ্নের সমাধান করা (রাতে ফরটিটু একজাম্পলের প্রথম দশটা আঁক করে রাখিস তো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। আঁক-কাটা (ক্রিয়া) আঁচড় দেওয়া বা কেটে দাগ করা। আঁকজোক (বিশেষ্য) হিজিবিজি আঁচড় (যে সমস্ত আঁকজোক পড়িত তাহার সঙ্গে আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। আঁকজোক কাটা (ক্রিয়া) যথেচ্ছাভাবে হিজিবিজি আঁচড় কাটা বা রেখা টানা। আঁকজোখ (বিশেষ্য) হিসাব (এই ভগ্নাংশগুলিকে পরস্পরের সঙ্গে যোগ করতে হলে আঁকজোখ চাই-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত)অঙ্ক>}
  • Bengali Word আঁকন Bengali definition [আঁকোন্] (বিশেষ্য) ১ অঙ্কন। ২ ছবি বা চিত্র (আঁকন আঁকা হবে–রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্কন>}
  • Bengali Word আঁকশলা, আঁকশলী, আঁকসলি Bengali definition [আক্শলা, আক্শোলি, আক্সলি] (বিশেষ্য) ১ ঢেঁকির মধ্যদেশের ব্যবহৃত কাষ্ঠদণ্ড বিশেষ (আঁকশলী পুয়া মোনা গড়ে মেকামেকী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) আক্ষশলাকা>}
  • Bengali Word আঁকশি, আঁকষি, আঁকুশি Bengali definition [আঁক্শি, আক্ষি, আকুশি] (বিশেষ্য) ১ ফল-ফুল পাড়ার জন্য বক্রমুখ দণ্ড লগি-লগা। ২ বক্রমুখ কীলক যার সঙ্গে কোনো বস্তু ঝুলিয়ে রাখা যায়। {(তৎসম বা সংস্কৃত) আকর্ষি> আঁকশি}
  • Bengali Word আঁকা Bengali definition [আঁকা] (ক্রিয়া) ১ চিত্র করা; অঙ্কন করা (ছবি আঁকা)। ২ রেখা টানা (কাজল আঁকা)। ৩ দাগ কাটা বা চিহ্নিত করা; অঙ্কপাত করা। ৪ লেখা।  (বিশেষ্য) অঙ্কন; চিত্র; লেখন; চিহ্নিত করণ।  (বিশেষণ) চিত্রিত; অঙ্কিত; লিখিত; চিহ্নিত। আঁকাজোকা, আঁকাজোখা (বিশেষ্য) চিত্রকরণ; হিজিবিজি রেখা টানা।  (বিশেষণ) চিত্রিত; অঙ্কিত। আঁকানো (ক্রিয়া) অন্যের দ্বারা অঙ্কিত বা চিত্রিত করিয়ে নেওয়া।  (বিশেষণ) অঙ্কিত করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অঙ্ক>}
  • Bengali Word আঁকা বাঁকা Bengali definition [আঁকাবাঁকা] (বিশেষণ) ১ সাপের গতির ন্যায়: বহু স্থানে বাঁকা (আঁকা বাঁকা পথ)। ২ বহু ভঙ্গিযুক্ত (আঁকা-বাঁকা ঠাম)। এঁকে বেঁকে (অসমাপিকা ক্রিয়া)ঘুরে ফিরে; বেঁকেচুরে (বিজুলি ধায় এঁকেবেঁকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অন্ক্+অ(ঘঞ্)} = অঙ্ক> আঁক + আ = আঁকা; (তৎসম বা সংস্কৃত) বন্ক্ +অ(ঘ্ঞ্) = বঙ্ক> বাঁক+আ=বাঁকা; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word আঁকিবুঁকি Bengali definition [আঁকিবুঁকি] (বিশেষ্য) ১ আঁক-জোঁক; হিজিবিজি দাগ। ২ কারুকার্য (আকাশে মেঘের খেলাঘরে কত রঙ কত ছাঁদ কত আঁকিবুঁকি-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্ক> আঁক+ই, অনু. বুঁকি}
  • Bengali Word আঁকিয়া-বাঁকিয়া Bengali definition এঁকে বেঁকে
  • Bengali Word আঁকু-পাঁকু Bengali definition আঁকু-বাঁকু
  • Bengali Word আঁকু-বাঁকু, আঁকু-পাঁকু Bengali definition [আঁকুবাঁকু, আঁকুপাঁকু] (বিশেষ্য) ১ অতিশয় ব্যগ্রতা বা ব্যস্ততা প্রকাশ (প্রাণ করে আঁকু-বাঁকু কোথায় গেলে পাই তামাকু-কাজী নজরুল ইসলাম)। ২ উদ্বেগ ভয় বা ব্যাকুলতা (সকলেই আঁকু-পাঁকু ও ত্রাহি ত্রাহি করিতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ বাহ্য আড়ম্বর বা উদ্যোগ (বাঞ্ছারামের পোহাবার, বক্রেশ্বরের কেবল আুঁকপাঁকু সার-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।  (বিশেষণ) ব্যগ্র; ব্যস্ত; ব্যাকুল; উদ্বিগ্ন। {(তৎসম বা সংস্কৃত) অঙ্কবঙ্ক>}
  • Bengali Word আঁকড়া Bengali definition [আঁক্ড়া] (বিশেষ্য) ১ কিছু বুঝিয়ে বা আটকে রাখার জন্য বাঁকানো লোহা; hook। ২ কড়া; আংটা। আঁকড়া- আঁকড়ি (বিশেষ্য) জড়াজড়ি; টানাটানি। {(তৎসম বা সংস্কৃত)আকর্ষণী>}
  • Bengali Word আঁকড়ানো Bengali definition [আঁক্ড়ানো] (ক্রিয়া) জড়িয়ে ধরা; বেষ্টন করা; আলিঙ্গন করা।  (বিশেষ্য) আলিঙ্গন করণ।  (বিশেষণ) বেষ্টিত, জড়ানো। {(তৎসম বা সংস্কৃত) আকর্ষণী> আঁকড়ি> আকড়া+(বাংলা) আনো}
  • Bengali Word আঁকড়ি Bengali definition [আক্ড়ি] (বিশেষ্য) ১ ছোট আঁকড়া; আঁকশি। ২ ‘ক’ ‘ফ’ প্রভৃতি বর্ণের পার্শ্বস্থ বক্র অংশ। {(তৎসম বা সংস্কৃত)আকর্ষণী>}
  • Bengali Word আঁখ Bengali definition [আঁখ্] = আখিঁ। আঁখমুচোলি খেলা (ক্রিয়া-বিশেষ্য) কানামাছি খেলা (এক ঝাঁক তারকা নীলাকাশে আঁখমুচোলি খেলছে-জগলুল হায়দার আফরিক)। {(তৎসম বা সংস্কৃত) অক্ষি>}
  • Bengali Word আঁখর Bengali definition আখর
  • Bengali Word আঁখি, আঁখ (পদ্যে ব্যবহৃত) Bengali definition [আঁখি, আঁখ্] (বিশেষ্য) চক্ষু; চোখ (নার্গিসফুলী আঁখ-কাজী নজরুল ইসলাম)। আঁখিজল (বিশেষ্য) চোখের পানি; অশ্রু। আঁখিঠার (বিশেষ্য) চোখের ইশারা; চোখের ইঙ্গিত (আঁখিঠার, অঙ্গভঙ্গী, হাসির কেতা বিস্তর শিখিয়াছেন-মীর মশাররফ হোসেন)। আঁখিপুট (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) চোখের পাতা (কখনো আঁখিপুটে হাসি উঠে ভরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আঁখিমল (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) পিচুটি (আঁখিতে জনম তার নহে আঁখিমল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আক্ষি >অক্খি>}
  • Bengali Word আঁচ ১ Bengali definition [আঁচ্] (বিশেষ্য) ১ আভাস; ইঙ্গিত (প্রথম ঘটকালির আঁচেই ইহাদের কাঁচা চুল পাকিবার উপক্রম হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আন্দাজ; অনুমান; ধারণা (আঁচ করা)। {(তৎসম বা সংস্কৃত) অন্চ +অ(ঘঞ্)=অঞ্চ >আঁচ}