Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অট্টালিকা Bengali definition [অট্টালিকা] (বিশেষ্য) প্রাসাদ; পাকা বাড়ি। {(তৎসম বা সংস্কৃত)অট্টালক(√অট্ট+আল+ ক(কন্)+ আ(টাপ্)}
  • Bengali Word অডিকলন, ওডিকলোন Bengali definition [ওডিকোলন্] (বিশেষ্য) গন্ধদ্রব্য-বিশেষ; সুগন্ধিনির্যাস বিশেষ। {(ফারসি)eau-de-cologne}
  • Bengali Word অডিট Bengali definition [অডিট্] (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্য বা অফিসের টাকা–পয়সা সংক্রান্ত খাতাপত্র ও হিসাব পরীক্ষা। অডিটর (বিশেষ্য) হিসাব-পরীক্ষক, auditor। {ই.audit}
  • Bengali Word অঢেল, আঢেল Bengali definition [অঢেল্, আঢেল্] (বিশেষণ) প্রচুর; অনেক; অজস্র (অঢেল টাকা; আঢেল শিরনী দিয়াছে-কাজী নজরুল ইসলাম)। {অ+ঢের>ঢেল>}
  • Bengali Word অণিমা Bengali definition (-মন্)[ওণিমা] (বিশেষ্য) ১ সূক্ষ্মত্ব। ২ অতি সূক্ষ্ম আকার ধারনের যৌগিক ক্ষমতা; যে শক্তির সাহায্যে মানুষ সকলের অলক্ষ্যে সকল স্থানে ভ্রমন করতে পারে। {(তৎসম বা সংস্কৃত)অনু+ইমন্(ইমনিচ্)}
  • Bengali Word অণু Bengali definition [ওনু] (বিশেষ্য) পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; molecule ।  (বিশেষণ) অল্প; ক্ষুদ্র; ঈষৎ(অণু পরিমাণ)। অণুমাত্র (বিশেষণ) সামান্য পরিমাণ; কিছুমাত্র; লেশমাত্র (অণুমাত্র সংশয় নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)√অণ্ (শব্দ করা) + উ(উন্)}
  • Bengali Word অণুচ্ছেদ Bengali definition অনুচ্ছেদ
  • Bengali Word অণুবীক্ষণ Bengali definition [ওনুবিক্‌খন্] (বিশেষ্য) চক্ষুর অগোচর ক্ষুদ্র পদার্থ দর্শনের যন্ত্রবিশেষ; microscope। {(তৎসম বা সংস্কৃত) অণু+বীক্ষণ}
  • Bengali Word অণ্ড Bengali definition [অন্‌ডো] (বিশেষ্য) ১ আণ্ডা; ডিম। ২ অণ্ডকোষের বিচি। অণ্ডকোষ (বিশেষ্য) মুষ্ক; হোল। অণ্ডজ (বিশেষণ) ডিম্বজাত। অণ্ডাকার, অন্ডাকৃতি বিন ডিমের ন্যায় আকারবিশিষ্ট, oval (অণ্ডাকার বহুতর চানকার মধ্যে–বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। অণ্ডালু (বিশেষণ) ডিমযুক্ত, আণ্ডাদার(অণ্ডালু মাছ)। {(তৎসম বা সংস্কৃত)√অম্+ড}
  • Bengali Word অত, অতো Bengali definition [অতো] (বিশেষণ) অধিক, এত বেশি(অত টাকা চাই না)।  (ক্রিয়া (বিশেষণ) বেশি পরিমাণে; প্রচুর (অত খেয়ো না)।  সর্ব ঐ পরিমাণে(অত আনিনি)। অতশত (বিশেষণ) এত বিষয়; নানা ব্যপার; খুঁটিনাটি (অতশত কথায় কাজ কি?)।  (ক্রিয়া) (বিশেষণ) খুব তলিয়ে (অতশত বুঝি না)। {(তৎসম বা সংস্কৃত) ইয়ৎ>}
  • Bengali Word অতঃপর Bengali definition [অতপ্‌পর্] অব্যয় এর পর; তারপর; অনন্তর। {(তৎসম বা সংস্কৃত)অতঃ+পর}
  • Bengali Word অতএব, অতেব Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অতোএব, অতেব] অব্যয় সুতরাং; কাজে কাজেই (অতেব করেছি আশা–ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অতঃ +এব}
  • Bengali Word অতট Bengali definition [অতট্] (বিশেষ্য) পর্বতাদির উচ্চ স্থল; ভৃগুদেশ; নদীর উচ্চ পার্শ্বদেশ।  (বিশেষণ) ১ তটশূন্য। ২ বিপুল। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) +তট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অতথ্য Bengali definition [অতোত্‌থো] (বিশেষণ) অযথার্থ; মিথ্যা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তথ্য;(নঞ্ তৎপুরুষ সমাস) }
  • Bengali Word অতদবির Bengali definition [অতোদ্‌বির] (বিশেষ্য) অতদারক; তত্বাবধানের অভাব; চেষ্টার অভাব। অতদবিরে (ক্রিয়া) (বিশেষণ)। {(বাংলা) অ(নঞ্)+ (আরবি) তাদবীর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অতনু Bengali definition [অতোনু] (বিশেষ্য) মদন; কাম (অতনুর ঐ বিষ মাখা শর-কাজী নজরুল ইসলাম)।  (বিশেষণ) ১ দেহহীন; অশরীরী(অতনু অতল ভাব-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অকৃশ; স্থুল। অতনুরতি (বিশেষ্য) আসঙ্গলিপ্সা; কামরতি (অতনুরতি বাঁধিনি আজো মোরা–বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তনু; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অতন্দ্র, অতন্দ্রিত Bengali definition [অতন্‌দ্রো, অতন্‌দ্রিতো] (বিশেষণ) ১ নিদ্রাহীন; জাগ্রত (অতন্দ্র চোখে তন্দ্রা আসিল-কাজী নজরুল ইসলাম)।২ মনোযোগী; উৎসহিী (বিদ্যাদানে অতন্দ্র নিয়ত– সত্যেন্দ্রনাথ দত্ত)।৩ সতর্ক; সাবধান (অতন্দ্র প্রহরী)। ৪ উজ্জল (অতন্দ্র যুগল চন্দ্র-সত্যেন্দ্রনাথ দত্ত)।  (ক্রিয়া (বিশেষণ))অনলসভাবে (সাম্রাজ্যেরি স্বর্গ সিঁড়ি গরছ তখন অতন্দ্র- সত্যেন্দ্রনাথ দত্ত)। অতন্দ্রিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)নিন্দ্রাশূন্যা; জাগ্রতা (নিশি অতন্দ্রিতা-সত্যেন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তন্দ্রা, তন্দ্রিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অতরুণ Bengali definition [অতোরুন্] (বিশেষণ) অ-নবীন; লুপ্তযৌবন; তারুণ্যহীন (কী করুণ, আহা, অতরুণ তনু সাজানু-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তরুণ;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অতর্ক Bengali definition [অতর্‌কো] (বিশেষ্য) কুতর্ক; অযথা তর্ক। অতর্কনীয় (বিশেষণ) তর্কাতীত; যুক্তি-বিচারে মীমাংসা করা যায় না এমন (অতর্কনীয় আত্মা তত্ত্বাদি বিষয়ের সবিশেষ মীমাংসা আছে–ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তর্ক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অতর্কিত Bengali definition [অতোর্‌কিতো] (বিশেষণ) অচিন্তিত; অপ্রত্যাশিত; অলক্ষিত (অতর্কিত কারণে তোমার ভয় উপস্থিত হইবেক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অতর্কিতে (ক্রিয়া (বিশেষণ))হঠাৎ; অসতর্ক অবস্থায়। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+তর্ক+অ(অচ্); (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অতল Bengali definition [অতল্] ক্রিয়া পাতাল; সপ্ত পাতালের অন্যতম (অতলের শয্যাতল ছাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)।  (বিশেষণ) ১ গভীর; অগাধ; অথৈ (স্বচ্ছ অতল স্নিগ্ধ নীলিমা-রবীন্দ্রনাথ ঠাকুর; অথই অতল)। ২ অনধিগম্য (অতল রহস্য যেন চাহে বলিবারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√তল্+অ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অতলন্ত Bengali definition অতলান্ত
  • Bengali Word অতলস্পর্শ Bengali definition [অতলোস্‌পরশো] (বিশেষণ) তলদেশ স্পর্শ করা যায় না এমন; অতি গভীর। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তল+স্পর্শ; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অতলান্ত, অতলন্ত Bengali definition [অতলান্‌তো, অতলন্‌তো] (বিশেষণ) অগাধ; গভীর(অতলন্ত সিন্ধু-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {ই Atlantic Ocean; নেই তল ও অন্ত যার- (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অতশত Bengali definition অত
  • Bengali Word অতসী Bengali definition [অতোশি] (বিশেষ্য) ১ পীতবর্ণ ফুলবিশেষ(অতসী অপরাজিতায় ভূষিত দেহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তিসি; মসিনা(অতসীর শাখা হয়ে দূর তারকার জন্য আকুঁপাকুঁ-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। ৩ শণগাছ। {(তৎসম বা সংস্কৃত)অত+অস(অসচ্)+ঈ(ঙীষ্)}
  • Bengali Word অতি Bengali definition [ওতি] অব্যয় অধিক অনুচিত অতিক্রান্ত প্রভৃতি অর্থে ব্যবহৃত উপসর্গবিশেষ (অতিমাত্র, অত্যাচার)।  (বিশেষ্য) আতিশয্য; অন্যায্য পরিমাণ (কোনো কিছুর অতি ভালো নয়।  (বিশেষণ) ১ অসঙ্গত; অনুচিত; অতিরিক্ত (অতিমান, অতিবাড়, অতিশয়)। ২ (ব্র.) উৎকৃষ্ট।  (বিশেষণ)(বিশেষণ) অতিশয় (কৃষ্ণকান্ত অতি প্রশান্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিকথা (বিশেষ্য) অতিশয়োক্তি, বাজে কথা। অতিকায় (বিশেষণ) প্রকাণ্ড দেহবিশিষ্ট (অতিকায় রথী-মাইকেল মধুসূদন দত্ত)। অতিক্রম, অতিক্রমণ (বিশেষ্য) পার হওয়া; লঙ্ঘন; ডিঙানো। অতিক্রমণীয়, অতিক্রম্য (বিশেষণ) ডিঙানো যায় এমন; লঙ্ঘনসাধ্য। অতিক্রান্ত (বিশেষণ) ১ অতীত; গত। ২ লঙ্ঘিত; ডিঙানো হয়েছে এমন। অতিক্ষনিক (বিশেষণ) স্বল্পকালস্থায়ী (তাহার অতিক্ষণিক জন্মগৃহবাসের স্নেহময় স্মৃতিচিহ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিঘরন্তী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গৃহকর্মে সুনিপণা; ঘরসংসারস্বর্বস্বা। অতিজীবিত (বিশেষণ) দীর্ঘকালস্থায়ী (মধ্যযুগের অতিজীবিত সমাজ ব্যবস্থা–সুদ)। অতিজীবন (বিশেষ্য) । অতিতর (বিশেষণ) অতি বেশি; অত্যধিক(দুহেঁ প্রেম অতিতর-ভারতচন্দ্র রায় গুণাকর)। অতিদর্প (বিশেষ্য) অত্যধিক অহঙ্কার। অতিদৈব (বিশেষণ) অলৌকিক; অতিজাগতিক(গরুড়ের এইরুপ অতিদৈব কর্ম দেখিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অতিপরিপক্ব (বিশেষণ) ইঁচড়ে পাকা; অতি পাকা (অতি পরিপক্ক চোদ্দর মতো দেখাইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিপাত (বিশেষ্য) যাপন; অতিক্রমণ (কালাতিপাত)।অতিপিনদ্ধ (বিশেষণ) অত্যন্ত আঁটসাটঁ; অধিক ঘনসন্নিবদ্ধ (বক্ষে অতিপিনদ্ধ জরির ফুলকাটা কাঁচুলি আবদ্ধ -রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিপ্রসঙ্গ (বিশেষ্য) অত্যুক্তি, বারংবার উক্তি। অতিপ্রাকৃত, অপ্রাকৃত (বিশেষণ) অলৌকিক, অনৈসর্গিক, supernatural। অতি বড়/বড়ো (বিশেষণ) ১ অতি বৃহৎ ; খুব বড়ো। ২ অত্যন্ত; খুব (অতিবড় বৃদ্ধ পতি-ভারতচন্দ্র রায় গুণাকর)।৩ কঠিনতম(অতিবড়ো দিব্বি)। ৪ (ব্যঙ্গার্থ) বেজায়; বড়োই ভারী(অতি বড়ো দরদি)। অতিবল (বিশেষণ) অত্যন্ত শক্তিশালী; প্রবল। অতিবাড় (বিশেষ্য) বেশি বাড়াবাড়ি; অত্যন্ত বা অতিরিক্ত অহঙ্কার। অতিবাদ (বিশেষ্য) ১ অত্যুক্তি । ২ অপ্রিয় বাক্য; রূঢ়বাক্য। অতিবাহন (বিশেষ্য) অতিক্রমণ; যাপন; পর্যটন (পথ অতিবাহন করেছেন; রাত্রি অতিবাহন করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিবাহিত (বিশেষণ) অতিক্রান্ত; উদ&যাপিত; অতীত। অতিবিনীত (বিশেষণ) অত্যধিক বিনয়যুক্ত(এক অতিবিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিরেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতি বিষম (বিশেষণ) অতিশয় ভীষণ; অত্যন্ত মারাত্মক (ঈদৃশ অতিবিষম বিষম শর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অতিভক্তি (বিশেষ্য) ১ মাত্রাতিরিক্ত ভক্তি। ২ (আলঙ্কারিক) কপটভক্তি। অতিভক্ত (বিশেষণ)। অতিমন্দা (বিশেষ্য) পণ্যদ্রব্যের মূল্যের অত্যধিক হ্রাস প্রাপ্তি। অতিমর্ত্য (বিশেষণ) অলৌকিক ; অপার্থিব; স্বর্গীয় (অতিমর্ত্য পদার্থ-সুধীন্দ্রনাথ দত্ত)। অতিমাত্র (বিশেষণ) অধিক; অত্যন্ত; অতিশয়। অতিমান (বিশেষ্য) অনুচিত আত্মগৌরব; অসঙ্গত আত্মমর্যাদাজ্ঞান। অতিমানব, অতিমানুষ (বিশেষ্য) মহাপুরুষ; মহামানব।  (বিশেষণ) অলৌকিক; অসাধারণ। অতিমানবিক, অতিমানুষিক (বিশেষণ) অলৌকিক; অপার্থিব; অসাধারণ। অতিমানুষবাদ (বিশেষ্য) উচ্চতর শ্রেণির অসাধারন মানুষের অস্তিত্ব সন্বন্ধীয় মতবাদ (কোরআন…গুরুপূজা ও অতিমানুষবাদের তীব্রতর প্রতিবাদ করিয়াছে-আখাঁ)। অতিরঞ্জন (বিশেষ্য) অত্যুক্তি; বাড়িয়ে বলা (অতিরঞ্জনপটু লেখক)। অতিরঞ্জিত (বিশেষণ) । অতিরিক্ত (বিশেষণ) প্রয়োজনের চেয়ে বেশি; অত্যধিক; বাড়তি। (আজিকার ভিক্ষা মাতা অতিরেক নহে-কাশীরাম দাস)। অতিশয় (বিশেষণ) অত্যন্ত বেশি; অতিরিক্ত। আতিশয্য (বিশেষ্য) । অতিশয়োক্তি (বিশেষ্য) ১ অত্যুক্তি; বাহুল্যবর্ণন। ২(ব্যাকরণ) কাব্যালঙ্কারবিশেষ। অতিসার, অতীসার (বিরল)বি উদরাময়; পেটের পীড়াবিশেষ। {(তৎসম বা সংস্কৃত)√অত্+ই}
  • Bengali Word অতিথি, অতিথ Bengali definition (বিরল)[ওতিথি, ওতিথ্] (বিশেষ্য) আগন্তক; অভ্যাগত; মেহমান (ঐ শোন গো অতিথ বুঝি আজ, এল আজ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিথিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আগন্তুকা; অভ্যাগতা (আনন্দ-সুন্দর তনু, স্বপনের অতিথিনী–মোহিতলাল মজুমদার)। অতিথিপরায়ণ, অতিথিপ্রিয়, অতিথিবৎসল, অতিথিসেবক (বিশেষণ) অতিথির সেবা করতে ভালবাসে এমন। ˜অতিথিবৎসল ⇒ অতিথিপরায়ণ। অতিথিসেবক ⇒ অতিথিপরায়ণ। অতিথিপরিচর্যা, অতিথিসৎকার, অতিথিসেবা (বিশেষ্য) অতিথিকে আহার ও আশ্রয়দান এবং তার আরাম আয়েশের ব্যবস্থা। অতিথিপ্রিয়⇒অতিথিপরায়ণ। অতিথি শালা (বিশেষ্য) ১ অতিথিদের থাকার ঘর। ২ পান্থনিবাস। {(তৎসম বা সংস্কৃত)অত্+ইথি}
  • Bengali Word অতিষ্ঠ Bengali definition [অতিশ্‌ঠো] (বিশেষণ) উত্ত্যক্ত; অস্থির; থাকতে অক্ষম (বিপ্রগণ অতিষ্ঠ হইয়াছেন-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+তিষ্ঠ; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অতিহুঁ Bengali definition (ব্র.) [অনুরূপ উচ্চারণ] অব্যয় অত্যন্ত; অতিশয়(অতিহুঁ লাজ ভয়-বিদ্যাপতি)।{(তৎসম বা সংস্কৃত)অত+হি>}