Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অস্মিতা Bengali definition [অস্‌মিতা] (বিশেষ্য) ১ অহঙ্কার; আমিত্ব। ২ ব্যক্তিত্ব; ব্যক্তিবৈশিষ্ট্য। {(তৎসম বা সংস্কৃত) √অস্+(লট্)মি+তা}
  • Bengali Word অসৎ Bengali definition [অশত্] (বিশেষণ) ১ মন্দ; গর্হিত; নিন্দনীয়। ২ অসাধু। ৩ সত্তা নেই এমন; অবিদ্যমান; অস্তিত্বহীন। অসতী (বিশেষণ ) স্ত্রী. ভ্রষ্টচরিত্রা; নষ্টা; ব্যভিচারিণী; কুলটা (মধ্যবাংলায় এই অর্থে পুংলিঙ্গেও ‘অসতী’ শব্দ ব্যবহৃত হতো: যথা-সতী কি অসতী তোমাতে বিদিত ভাল মন্দ নাহি জানি। কহে চণ্ডীদাস পাপ পুণ্যসম যুগল চরণ মানি-চণ্ডীদাস)। অসতীত্ব (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সৎ ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অহ Bengali definition (সন্ধিতে অহঃ রূপে [অহো] (বিশেষ্য) ১ দিনমান, দিবাভাগ (অহর্নিশ)। ২ দিবস; দিন (পুণ্যাহ)। {(তৎসম বা সংস্কৃত) অহন্}
  • Bengali Word অহং , অহম্ Bengali definition [অহঙ্, অহম্] (বিশেষণ) আমি। □ (বিশেষ্য) আমিত্ব; বিশিষ্ট সত্তা (কেননা যাহা করিতেছে তাহাতেই অহংভাব আছে-গিরিশ চন্দ্র সেন)। ২ অহঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) অহম্; অস্মদ্ শব্দের ১মা একব}
  • Bengali Word অহংকার , অহঙ্কার Bengali definition [অহোঙ্‌কার] (বিশেষ্য) ১ অহমিকা; গর্ব। আত্মচেতনা; অহংজ্ঞান (অহঙ্কার নহিলে কি ভেদ ব্রহ্মজীবে-ভারতচন্দ্র রায় গুণাকর)। অহংকারী, অহঙ্কারী (-রিন্) (বিশেষণ) ১ অহঙ্কার করে এমন। ২ অভিমানী। অহংকৃত, অহঙ্কৃত (বিশেষণ) গর্বিত; দম্ভী। অহংমন্যমান (বিশেষণ) আত্মপরায়ণ; আত্মসর্বস্ব (কেবল এম. এ. কেবল বি. এ. কেবল অহংমন্যমান-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অহম্+ √কৃ + অ(ঘঞ্)}
  • Bengali Word অহঙ্কার , অহঙ্কারী , অহঙ্কৃত Bengali definition অহংকার
  • Bengali Word অহনা Bengali definition [অহোনা] (বিশেষ্য) ১ ঊষা (আর সে কুমারী নহে, নহে সে অহনা-মোহিতলাল মজুমদার)। ২ দিনের প্রারম্ভ। □ (বিশেষণ) উজ্জ্বল। {(তৎসম বা সংস্কৃত) অহন্+আ (স্ত্রী.)}
  • Bengali Word অহমিকা Bengali definition [অহোমিকা্] (বিশেষ্য) ১ আমিত্ব; অহংসর্বস্বতা (…অহমিকার অন্ধতায় স্থানু ও পঙ্গু হয়ে আছে-আ.ন .ম.বজলুর রশীদ)। ২ অহঙ্কার। ৩ দর্প; দম্ভ; নিরর্থক গর্ব। {(তৎসম বা সংস্কৃত) অহম্+ইক(ঠন্)+আ(টাপ্‌)}
  • Bengali Word অহমীয়া Bengali definition অসমীয়া
  • Bengali Word অহম্ Bengali definition অহং
  • Bengali Word অহম্পূর্বিকা Bengali definition [অহোম্‌পুর্‌বিকা] (বিশেষ্য) ‘আমিই পূর্বে আমিই পূর্বে এইরূপ কথা; আপনার অগ্রাধিকারের বোধ ও চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) অহম্+ পূর্ব +(সমাসান্ত) ক + আ(কন্) (স্ত্রী.)(টাপ্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অহরহ Bengali definition [অহোরহো] (ক্রিয়া বিশেষণ) ১ সর্বদা; সতত; নিয়ত (কার বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ-কাজী নজরুল ইসলাম)। ২ নিত্য; প্রত্যহ; প্রতিদিন। {(তৎসম বা সংস্কৃত) অহন্+অহন্ (অহঃ+অহ্‌)>; দ্বন্দ্ব সমাস}
  • Bengali Word অহর্নিশ , অহর্নিশি ( অপপ্রয়োগ ) Bengali definition [অহোর্‌নিশ্‌, অহোর্‌নিশি] (ক্রিয়া বিশেষণ) ১ দিবারাত্র; নিশিদিন। ২ সতত; সর্বদা (অবগুণ্ঠন ঘুচাইয়া অহর্নিশি স্বজন স্নেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অহন্+নিশা; দ্বন্দ্বসমাস}
  • Bengali Word অহল্যা Bengali definition [অহোল্‌লা] (বিশেষণ) অপূর্ব সুন্দরী। □ (বিশেষ্য) পুরাণবর্ণিত গৌতম মুনির পত্নী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হল্য+আ(টাপ্): (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অহহ (বিরল) Bengali definition [অহহ্] (অব্যয়) হায় হায়। {(তৎসম বা সংস্কৃত) ধ্বন্যাত্নক}
  • Bengali Word অহি ১ Bengali definition ওহি
  • Bengali Word অহি ২ Bengali definition [ওহি্‌] (বিশেষ্য) সাপ; সর্প। অহিকোষ (বিশেষ্য) সাপের খোলস। অহিতুণ্ডিক (বিশেষ্য) সাপুড়িয়া; সাপুড়ে। অহিনকুলসম্বন্ধ (বিশেষ্য) সহজাতশত্রুতা; সাপ ও বেজির মধ্যে বিদ্যমান বৈরীভাবের ন্যায় সম্বন্ধ। অহিনকুলিকা (বিশেষ্য) চিরবিরোধ; চিরশত্রুতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ √হন্+ই(ডিণ্)}
  • Bengali Word অহিংস Bengali definition [অহিঙ্‌শো] (বিশেষণ) ১ হিংসা নেই এমন; দ্বেষশূন্য। ২ বল প্রয়োগে অনিচ্ছুক (অহিংস নীতি)। □ (বিশেষ্য ) জীবহত্যায় অপ্রবৃত্ত। অহিংস-অহযোগ (বিশেষ্য) বলপ্রয়োগ না করে সরকারের সঙ্গে সহযোগিতা না করণ; non-violent non-cooperation । অহিংসক, অহিংস্র (বিশেষণ) হিংসা করে না এমন (অহিংসক জীব যত-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ √হিংস, হিংস্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অহিংসা Bengali definition [অহিঙ্‌শা] (বিশেষ্য) ১ হিংসা না করণ; হিংসাবৃত্তির অভাব। ২ দ্বেষহীনতা; দ্বেষশূন্যতা। ৩ বলপ্রয়োগ বা পরপীড়নে নিবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হিংসা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অহিঃপতি Bengali definition [অহোপ্‌পোতি] (বিশেষ্য) ১ দিনের অধিপতি (অর্থাৎ সূর্য)। ২ সূর্য; রবি; সহস্রকিরণ; সহস্রাংশু। {(তৎসম বা সংস্কৃত) অহন্+পতি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অহিত Bengali definition [অহিত্] (বিশেষ্য) অমঙ্গল; অশুভ; ক্ষতি; অকল্যাণ। অহিতকর, অহিতকারী (-রিন্) ( বিশেষণ) অপকারী; অনিষ্টজনক; ক্ষতিকর; অকল্যাণকর; অমঙ্গলকারী। অহিতকামী (-মিন্) (বিশেষণ) অমঙ্গল কামনা করে এমন; অশুভাকাঙ্ক্ষী। অহিতাচরণ, অহিতাচার (বিশেষ্য) অনিষ্ট সাধন; অমঙ্গলসাধন। অহিতচারী (-রিন্) (বিশেষণ) অনিষ্টকারী। আহতাচারিণী স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অহিফেন Bengali definition [অহিফেন্] (বিশেষ্য) আফিম। অহিফেনসেবী (-বিন্) (বিশেষণ) আফিমখোর। {(তৎসম বা সংস্কৃত) অহি (=সাপ) + ফেন (=বিষ) = অহিফেন; তুলনীয়. গ্রিক. Opion; ইংরেজী. opium}
  • Bengali Word অহিভুক Bengali definition [ওহিভুক্] (বিশেষ্য) ১ ময়ুর। ২ নকুল; বেজি। ৩ গরুড়। {(তৎসম বা সংস্কৃত) অহি+ভুক্}
  • Bengali Word অহিহন Bengali definition [ওহিহন্] (অপপ্রয়োগ) (বিশেষণ) সেই; ঐ; ঐরূপ (চক্রাবর্তে ফিরে মহি অহিমন কাণ-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) অহিসম>}
  • Bengali Word অহী Bengali definition ওহী
  • Bengali Word অহীশ্বর Bengali definition [ওহিশ্‌শর্] (বিশেষ্য) নাগেশ্বর; সর্পরাজ; শেষ; অনন্ত (নাগ)। {(তৎসম বা সংস্কৃত) অহি+ঈশ্বর}
  • Bengali Word অহৃত Bengali definition [অহ্রিতো্] (বিশেষণ) চুরি যায়নি বা হরণ করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হৃত}
  • Bengali Word অহৃদ্য Bengali definition [অহ্রিদ্‌দো] (বিশেষণ) ১ অপ্রিয়; মনোমতো নয় এমন। ২ নিরানন্দজনক। ৩ অরুচিকর। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হৃদ্য; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অহে Bengali definition [ওহে] (অব্যয়) সম্বোধনসূচক শব্দ; ওহে (অহে যুবরাজ) শুন রসের সায়র-ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) ধ্বন্যাত্নক}
  • Bengali Word অহেতু , অহেতুক Bengali definition [অহেতু, অহেতুক্] (বিশেষণ) ১ অকারণ (হেসে উঠে অহেতু কৈৗতুকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনর্থক; নিষ্প্রয়োজন। ৩ নিঃস্বর্থ। অহেতুকী (বিশেষণ) স্ত্রী. কারণহীন; অকারণ (এই অহেতুকী রেলওয়ে প্রীতি-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হেতু, +ক(সমাসান্ত); (বহুব্রীহি সমাস)}