O পৃষ্ঠা ৬
- English Word odorous Bengali definition [ওউডারাস্] (adjective) (প্রধানত কাব্যিক) সুরভিত।
- English Word odour Bengali definition (America(n)= odor) [ওউডা(র্)] (noun) (১) [countable noun] গন্ধ। (২) [uncountable noun] খ্যাতি; সমর্থন; অনুগ্রহ। be in good/bad odour (with somebody) কারো সমর্থন বা অনুগ্রহ লাভ করা না-করা। odourless (adjective)
- English Word odyssey Bengali definition [অডিসি] (noun) দীর্ঘ দুঃসাহসিক যাত্রা বা দুঃসাহসিক অভিযানমালা।
- English Word oecumenical Bengali definition [ঈকিউমেনিক্ল্] (adjective)=ecumenical.
- English Word Oedipus complex Bengali definition [ঈডিপস্ কমপ্লেক্স্ America(n) এডিপস্ কমপ্লেক্স্] (noun) (মনোবিজ্ঞান) মাতার প্রতি শিশুপুত্রের দৈহিক আসক্তি, পিতার প্রতি শিশুপুত্রের ঈর্ষাবোধ এই আসক্তির অন্যতম বৈশিষ্ট্য।
- English Word oesophagus Bengali definition [ঈসফাগাস্] (noun)=esophagus.
- English Word oeuvre Bengali definition [ওইভা(র্)] (noun) (plural oeuvres) শিল্প, সংগীত বা সাহিতকর্ম; কোনো লেখক বা শিল্পীর শিল্পকর্ম: Both I’m badly need of the complete oeuvre of Mozart.
- English Word of Bengali definition [সাধারণ রূপ: আ, প্রবল রূপ: অভ] (preposition(al)) (১) (স্থানের বা কালের ব্যবধানসূচক;): Three miles west of Dhaka. within a month of her death; (America(n)) ten minutes of (= before) three (British/Britain=ten minutes to three), তিনটে বাজার দশ মিনিট আগে, তিনটে বাজার দশ মিনিট বাকি। (২) (উৎস, জন্ম, রচয়িতা নির্দেশ করে) a man of aristocratic descent, অভিজাত বংশোদ্ভূত মানুষ: the novels of Sharat Chandra. (৩) (কারণ নির্দেশ করে) die of cholera; do something of one's own accord, স্বেচ্ছায় (= নিজের ইচ্ছার কারণে) করা; proud of something, afraid of somebody; smell of something; because of; this couldn't have happened of itself, একা-একা অর্থাৎ অন্য কোনো কারণ ছাড়া এটা ঘটতে পারত না। (৪) (উপশম, মুক্তি, বঞ্চনা, নিষ্কৃতি নির্দেশ করে): cure somebody of a disease; rid the campus of armed miscreants; be/get rid of a nuisance; rob somebody of his money; relieve somebody of a, burden; clear oneself of an accusation; shelves bare of books; free of charge, বিনে পয়সায়; independent of foreign aid; short of supply. (৫) (পদার্থ নির্দেশ করে): made of China; steps of stone. (৬) (adjective phrase ও descriptive genitive গঠন করে): vegetables of our own growing; a boy of twelve years old; a man of genius; the city of Dhaka. (৭) (noun 1 of noun 2 -এই ছকে: এখানে noun 2 noun 1-এর সমার্থক): He is living in a palace of a house, রাজকীয় বাড়িতে বাস করছে: a mountain of a wave, পর্বতপ্রমাণ ঢেউ। (৮) (objective genitive): a maker of toys, খেলনা প্রস্তুতকারী; The love of music, সংগীতপ্রেম; loss of sight, দৃষ্টিহীনতা; the fear of death, মৃত্যুভয়। (৯) (subjective genitive): The love of a mother, সন্তানের জন্য মায়ের ভালবাসা। (১০) (যোগসূত্র বা সম্পর্ক নির্দেশক): The cause of the fire; the subject of discussion; the last day of May; the owner of the house; the leg of the chair; Bachelor of Science; think well of somebody; suspected of a crime; dreaming of wealth; sure, of success; hard of hearing, কালা; What of (=about) the money? টাকাটার কী হবে, টাকার ব্যাপারটা কী? (১১) (বিভক্তি, অন্তর্ভুক্তি, পরিমাণ নির্দেশক) (ক) a piece of paper; a yard of cotton; one of us; a lot of money. (খ) (superlative-এর পরে): the best of friends; the worst of enemies. (গ) (=out of) It shocks me that she, of all girls (=out of all girls) should have done such a scandalous thing. (ঘ) (intensive) The song of songs, গানের মতো গান/এমন গান আর হয় না; The Holy of Holies, পবিত্রের পবিত্র/পবিত্রতম। (১২) (noun + of + possessive- এই ছকে): (ক) অনেকের/অনেকগুলোর ভিতর থেকে একজন/একটি: a friend of mine, আমার অনেক বন্ধুর একজন; a play of Shakespeare's, শেক্সপিয়রের অনেক নাটকের একটি। (খ) (সম্বন্ধসূচক শব্দের সঙ্গে সংযুক্ত হতে পারে না এমন নির্দেশক বা তজ্জাতীয় শব্দ যখন বিশেষ্যকে বিশেষিত করে তখন ব্যবহার্য): This big car of yours, that swaggering husband of hers. (১৩) (adjective + of + noun/pronoun এই ছকে): It's nice of you to call. (১৪) (সময়নির্দেশক): What do you do of a Friday, শুক্রবারে কী কর? In days of old, অতীতে; of late, সম্প্রতি। (১৫) দ্বারা: beloved of all (=loved by all).
- English Word off 1 Bengali definition [অফ্ America(n) ওফ্] (adjective) (১) (near-এর বিপরীতে) (ঘোড়া, গাড়ি) ডানদিকে: The off front wheel, সামনের ডানদিকের চাকা। (২) (ক্ষীণভাবে) সম্ভব। on the off chance, দ্রষ্টব্যchance 1 (২)। (৩) নিষ্ক্রিয়; নিষ্প্রভ; মন্দাক্রান্ত: the off season, মন্দা মৌসুম।
- English Word off 2 Bengali definition [অফ্ America(n) ওফ্] (adverbial particle) (১) স্থান বা কালের ব্যবধান, নির্গমন, অপসারণ ইত্যাদি, নির্দেশক; দূরে: The nearest railway station is about four miles off. The examination is not far off. He’s had his beard off, দাড়ি কেটে ফেলেছে; I must be off now, আমাকে এখন যেতে হবে: Off with him! একে বের করে দাও; সরিয়ে নিয়ে যাও! (২) (on- এর বিপরীতে) আয়োজিত, পরিকল্পিত কোনোকিছু পণ্ড হওয়া নির্দেশ করে: Their engagement (আংটি ইত্যাদি পরিচয় বিয়ের পাকা ব্যবস্থা) is off/broken off, ভেঙে গেছে। (৩) (on-এর বিপরীতে) সংযোগ বিচ্ছিন্ন; আপাতত পাওয়া যাবে না এমন; The electricity is off. The chicken biriani is off, (হোটেল বা রেস্টুরেন্টে) আপাতত আর নেই। (৪) কাজে অনুপস্থিতি বা ছুটি নির্দেশ করে: take a day off, একদিনের জন্য ছুটি নেওয়া: take time off, কাজ ফেলে থাকা। (৫) (খাদ্য) বাসি: This curry has gone off completely. (৬) (নাটকে) মঞ্চের অদূরে: pistol shots are heard off the stage. (মঞ্চনির্দেশে) মঞ্চের অদূরে পিস্তলের শব্দ শোনা যায়। (৭) (phrase-সমূহ) on and off; off and on মাঝে মাঝে; অনিয়মিতভাবে। badly/comfortably/well off phrase-বদ্ধ adverb ত্রয় দ্রষ্টব্য। better/worse off, দ্রষ্টব্যbetter 2 (১), worse (adverb) (১). right/straight off এক্ষুনি; তক্ষুনি; সঙ্গে সঙ্গে।
- English Word off 3 Bengali definition [অফ্ America(n) ওফ্] (preposition(al)) (১) হতে; থেকে: fall off a tree; take something off the price, দাম থেকে কিছু বাদ দেওয়া; দাম কমানো। (২) (রাস্তা) শাখা হয়ে বেরিয়ে আসা: a narrow lane off Tipu Sultan Road. (৩) সামান্য দূরে; অদূরে: A building off the main road. (৪) (কথ্য) অনীহা বোধ করা; গ্রহণ না-করা বা চরিতার্থ না-করা: be off one’s food, খাদ্যে রুচি না-থাকা: be off drugs, মাদকদ্রব্য আর সেবন না-করা।
- English Word off 4 Bengali definition [অফ্ America(n) ওফ্] (prefix) (নিচে দ্রষ্টব্য) যৌগশব্দে ব্যবহৃত।
- English Word off-beat Bengali definition [অফ্বীট্ America(n) ওফ্বীট্] (adjective) (কথ্য) অসাধারণ; প্রথাসিদ্ধ নয় এমন: an off-beat movie.
- English Word off-day Bengali definition [অফ্ ডেই 'America(n) ওফ্ ডেই] (noun) যে দিন ভাগ্য প্রসন্ন থাকে না, কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না; মন্দকপাল, নিষ্ফলা দিন: I’m afraid that was one of my off-days, মনে হয় দিনটা আমার ভালো ছিল না।
- English Word off-hand Bengali definition [অফ্হ্যান্ড্ America(n) অফ্হ্যান্ড্] (adjective) (১) পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; off-hand measures. (২) (আচরণ) ভাবলেশহীন; অমনোযোগী; কাটখোট্টা রকম সংক্ষিপ্ত: in an off-hand manner. □ (noun) না ভেবে: I can’t say off-hand, না ভেবে বলতে পারি না। off-handed(ly) (adjective), (adverb)= off-hand.
- English Word off-load Bengali definition [অফলোউড্] (verb transitive) (১) (মাল) খালাস করা: The cargo was off-loaded at Chittagong. (২) (কথ্য) (অপ্রীতিকর ব্যক্তি বা বস্তুর হাত থেকে) রেহাই পাওয়া: He off-loaded the scheme at the first opportunity.
- English Word off-peak Bengali definition [অফপীক্ America(n) ওফ্পীক্] (attributively adjective) দ্রষ্টব্য peak 1 (৪)।
- English Word off-print Bengali definition [অফপ্রিন্ট্ America(n) ওফ্প্রিন্ট্] (noun) [countable noun] কোনো বৃহত্তর প্রকাশনা (যথা সাময়িক পত্রিকা) থেকে নেওয়া রচনার স্বতন্ত্র পুনর্মুদ্রিত কপি।
- English Word off-putting Bengali definition [অফপুটিঙ্ America(n) ওফ্পুটিঙ্] (adjective) (কথ্য) অস্থির; অস্থিত বা অপ্রস্তুতকর।
- English Word off-set Bengali definition [অফসেট্ America(n) ওফ্] (verb transitive) সমতাবিধান করা; পুষিয়ে নেওয়া: off-set one's small income by living as plainly as possible. □ (noun) (১) off-set (process) এক প্রকার মুদ্রণপ্রণালি; (ছাপায়) অফসেট পদ্ধতি। (২)=offshoot.