O পৃষ্ঠা ৩
- English Word oboe Bengali definition [ওউবোউ] (noun) বাদ্যযন্ত্রবিশেষ। oboist [ওউবোইস্ট্] (noun) উল্লিখিত যন্ত্রের বাদক।
- English Word obscene Bengali definition [আব্সীন্] (adjective) (কথ্য, চিন্তা, বই, ছবি) অশ্লীল। obscenely (adverb) obscenity [আব্সেনাটি] (noun) [uncountable noun] অশ্লীলতা; অশ্লীল ভাষা; ব্যবহার ইত্যাদি; [countable noun] অশ্লীলতার দৃষ্টান্ত।
- English Word obscure Bengali definition [আব্স্কিউআ(র্)] (adjective) (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট: an obscure source. (২) সুপরিচিত নয় এমন অখ্যাত: an obscure poet. □ (verb transitive) অস্পষ্ট বা অন্ধকারময় করা; আড়াল করা: The sight was obscured by smoke. obscurely (adverb) obscurity [আব্স্কিউআরাটি] (১) [uncountable noun] অখ্যাতি: a life lived in obscure. (২) [countable noun] অজ্ঞাত বা অস্পষ্ট কোনোকিছু। obscurantism [অব্স্কিউর্যান্টিজাম্] (noun) [uncountable noun] (১) অজ্ঞতা; কুসংস্কার; মোহ ইত্যাদি থেকে মুক্তির প্রয়াসের বিরোধিতা; পশ্চাদমুখিতা। (২) সচেতনভাবে সৃষ্ট বা রক্ষিত অস্পষ্টতা। obscurantist [আব্স্কিইস্ট্] (noun) সংস্কারবিরোধী পশ্চাদমুখী ব্যক্তি।
- English Word obsequies Bengali definition [অবসিক্যুইজ্] (noun) অন্ত্যেষ্টিক্রিয়া।
- English Word obsequious Bengali definition [আব্সিক্যুইআস্] (adjective) আজ্ঞাবহ; বশংবদ; (বিশেষত সুবিধাদির প্রত্যাশায়) মাত্রাতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনকারী। obsequiously (adverb) obsequiousness (noun)
- English Word observable Bengali definition [আব্জাভাব্ল্] (adjective) দৃষ্টিগোচর; দৃষ্টিগ্রাহ্য; লক্ষণীয়; পর্যবেক্ষণীয়। observably [আব্জাআব্লি] (adverb)
- English Word observance Bengali definition [আব্জাভান্স্] (noun) (১) [uncountable noun] আইন, নিয়ম, প্রথা, উৎসব ইত্যাদি পালন; উদযাপন: The observance of the Holy Prophet’s birthday. (২) [countable noun] কোনো অনুষ্ঠানের অংশ হিসেবে অথবা শ্রদ্ধা বা আরাধনার নিদর্শনস্বরূপ পালিত কর্ম।
- English Word observant Bengali definition [আব্জাভান্ট্] (adjective) (১) দৃষ্টিশীল; মনোযোগী: an observant mother. (২) নিয়মকানুন, রীতিনীতি ইত্যাদি নিষ্ঠার সঙ্গে পালন করে এমন: observant of the rules. observantly (adverb)
- English Word observation Bengali definition [অব্জাভেইশ্ন্] (noun) (১) [uncountable noun] পর্যবেক্ষণ: observation of the night sky. be/come under observation পর্যবেক্ষণে থাকা। keep somebody under observation কাউকে নজরে রাখা। observation car বাইরের দৃশ্য দেখার জন্য রেলগাড়ির প্রশস্ত জানালা-সংবলিত কামরা। observation post (সামরিক) শত্রুসৈন্যের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য শত্রু এলাকার যথাসম্ভব কাছে স্থাপিত ঘাঁটি। (২) [uncountable noun] পর্যবেক্ষণক্ষমতা। (৩) [uncountable noun] (সাধারণত plural) সংগৃহীত ও লিপিবদ্ধ তথ্যাবলি: He is planning to publish his observations on rural migration. (৪) take an observation স্বীয় অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নিরুপণে সূর্য কিংবা অন্য কোনো গ্রহ বা নক্ষত্রের লম্বের মাপ (সমুদ্রতল থেকে উচ্চতা) গ্রহণ করা।
- English Word observatory Bengali definition [আব্জাভাটা্রি America(n) আব্জাভাটোরি] (noun) মানমন্দির; তারাঘর।
- English Word observe Bengali definition [আব্জাভ] (verb transitive), (verb intransitive) (১) লক্ষ করা; মনোযোগসহকারে দেখা; পর্যবেক্ষণ করা: observe the effects of the solar eclipse on plant life. (২) (নিয়মকানুন ইত্যাদি) পালন করা; মেনে চলা; (পর্ব, বার্ষিকী ইত্যাদি) উদযাপন করা: The holy Shab-e-barat was observed throughout the country. (৩) মন্তব্য করা: He observed that parents should give more time to their children. observer (noun) (১) যে ব্যক্তি পর্যবেক্ষণ করে: an observe of animal behaviour. (২) যে ব্যক্তি (নিয়মকানুন ইত্যাদি) পালন করে বা (পর্ব ইত্যাদি) উদযাপন করে: a meticulous observe of the rules of conduct. (৩) (সম্মেলন ইত্যাদিতে কেবল শ্রোতা হিসেবে আগত)পর্যবেক্ষক। observing (adjective) তীক্ষ্ন দৃষ্টিসম্পন্ন। observingly (adverb)
- English Word obsess Bengali definition [আব্সেস্] (verb transitive) (সাধারণত passive, obsessed by/with) (কোনো বিশেষ ভয়, ভাবনা, ধারণা) পুরো মনকে আচ্ছন্ন বা আবিষ্ট করা; নিরবচ্ছিন্নভাবে পীড়িত করা: He is obsessed by/with the tear of losing his job.obsession [আব্সে্শ্ন্] (noun) (১) [uncountable noun] আচ্ছন্নতা; আবিষ্টতা। (২) [countable noun] obsession (about/with something/somebody) যা মনকে আবিষ্ট করে; বদ্ধ ধারণা। obsesslive [আবসেসিভ] (adjective) বদ্ধ ধারণা সম্বন্ধীয় বা বদ্ধ ধারণার মতো।
- English Word obsidian Bengali definition [আব্সিডিআন্] (noun) কালো রঙের কাচের মতো আগ্নেয় শিলা।
- English Word obsolescent Bengali definition [অব্সালেস্ন্ট্] (adjective) সেকেলে হতে চলেছে এমন; প্রচলন হারিয়ে যাচ্ছে এমন। obsolescence [অব্সালেস্ন্স্] (noun) সেকেলে হতে চলেছে বা প্রচলন হারিয়ে যাচ্ছে এমন অবস্থা।
- English Word obsolete Bengali definition [অব্সালীট্] (adjective) অপ্রচলিত; সেকেলে।
- English Word obstacle Bengali definition [অব্স্টাক্ল্] (noun) বাধা; প্রতিবন্ধক। obstacle race প্রতিবন্ধক দৌড়।
- English Word obstetric Bengali definition [আব্স্টেট্রিক্] (অপিচ obstetrical [আব্স্টেট্রিক্ল্]) obstetrics- এর (adjective): The obstetric ward. (হাসপাতালের) ধাত্রীবিদ্যা বিভাগ। obstetrics (noun) (plural) (singular verb-সহযোগে) ধাত্রীবিদ্যা। obstetrician [অব্স্টিট্রিশ্ন্] (noun) ধাত্রীবিদ্যাবিশারদ।
- English Word obstinate Bengali definition [অব্স্টিনাট্] (১) একগুঁয়ে; জেদি। (২) দুর্দমনীয়: an obstinate disease. obstinately (adverb) obstinacy [অব্স্টিনাসি] (noun) [uncountable noun] একগুঁয়েমি; জেদ; দুর্দমনীয়তা।
- English Word obstrepererous Bengali definition [আবস্ট্রোপারাস্] (adjective) উচ্ছৃঙ্খল; অবাধ্য: obstrepererous children. obstrepererously (adverb) obstrepererousness (noun)
- English Word obstruct Bengali definition [আব্স্ট্রাক্ট্] (verb transitive) (১) বাধা দেওয়া; পথরোধ করা: roads obstructed by striking workers; Tall buildings obstructed the view. (২) (কোনোকিছুর বিকাশ, বুদ্ধি, উন্নতি, অনুমোদন ইত্যাদি) ব্যাহত করা বা দুঃসাধ্য করা: obstruct the passage of a bill in the Parliament. obstructism [আব্স্ট্রাক্ট্ইজাম্] (noun) প্রতিবন্ধকতাবাদ (বিশেষত প্রতিবন্ধকতাবাদী রাজনীতি) obstructist [আব্স্ট্রাক্ট্ইস্ট্] (noun) প্রতিবন্ধকতাবাদী ব্যক্তি (বিশেষত রাজনীতিবিদ)।