O পৃষ্ঠা ৫
- English Word ochre Bengali definition [America(n) অপিচ 'ocher') [ওউকা(র্)] (noun) [uncountable noun] ফিকে হলুদ থেকে বাদামি পর্যন্ত যেসব রং হতে পারে তা তৈরির কাজে ব্যবহৃত মাটিবিশেষ; গিরিমাটি।
- English Word octagon Bengali definition [অক্টাগান্ America(n) অক্টাগন্] (noun) অষ্টভুজ ও অষ্টকোণ সমতল ক্ষেত্র। octagonal [অকট্যাগান্ল্] (adjective) অষ্টভুজ।
- English Word octane Bengali definition [অক্টেইন্] (noun) প্যারাফিনজাত হাইড্রোকার্বন; অকটেন।
- English Word octave Bengali definition [অক্টিভ] (noun) (১) (সংগীত) যে স্বরের অবস্থান কোনো প্রদত্ত স্বরের ছয় পূর্ণ স্বর উপরে বা ছয় পূর্ণ স্বর নিচে; (দুটি অকটেভের মধ্যবর্তী) পাঁচটি পূর্ণ স্বর ও দুটি অর্ধ-স্বরের ব্যবধান। (২) (কবিতায়) চতুর্দশপদী কবিতা ও সনেটের প্রথম আট চরণ; আট চরণবিশিষ্ট কবিতার স্তবক।
- English Word octavo Bengali definition [অকটেইভো] (noun) আট পাতায় বা ষোলো পৃষ্ঠায় ভাঁজ-করা বই; ষোলো-পেজি বই; এরকম বইয়ের আকার।
- English Word octet, octette Bengali definition [অক্টেট্] (noun) (১) আটজনে মিলে গাওয়ার বা বাজানোর জন্য রচিত সংগীত। (২)=octave (২).
- English Word October Bengali definition [অক্টোউবা(র্)] (noun) ইংরেজি বছরের দশম মাস।
- English Word octogenarian Bengali definition [অক্টাজিনেআরিআন্] (noun), (adjective) '৮০ থেকে ৮৯ বছর বয়সবিশিষ্ট ব্যক্তি; অশীতিপর (ব্যক্তি)।
- English Word octopus Bengali definition [অক্টাপাস্] (noun) স্পঞ্জের মতো নরম দেহ ও আট হাতবিশিষ্ট সামুদ্রিক প্রাণী; অকটোপাস।
- English Word octroi Bengali definition [অক্ট্রোআ America(n) অকট্রোআ] (noun) [uncountable noun] নগরশুল্ক, নগরের যে স্থানে, যাদের দ্বারা, এই শুল্ক সংগৃহীত হয়।
- English Word ocular Bengali definition [অকিউলা(র্)] (adjective) চক্ষুবিষয়ক; চক্ষুর জন্য; চক্ষুর দ্বারা; চাক্ষুষ: ocular proof, চাক্ষুষ প্রমাণ।
- English Word oculist Bengali definition [অকিউলিস্ট্] (noun) চক্ষুরোগ বিশেষজ্ঞ।
- English Word odd Bengali definition [অড্] (adjective) (১) (সংখ্যা) বিজোড়; দুই দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায় না এমন: ১, ৩, ৫ ও ৭। (২) কোনো হারিয়ে যাওয়া জোড়ার একটি সম্বন্ধে: an odd shoe. (৩) দল, ঝাঁক, গুচ্ছ ইত্যাদির সঙ্গে আপাতত নেই এমন এক বা একাধিক ব্যক্তি বা বস্তু সম্বন্ধে: Three odd volumes of the complete Rabindranath; an odd player. (কোনো খেলায়) (নির্ধারিত সংখ্যক খেলোয়াড়ের) অতিরিক্ত খেলোয়াড়। oddman out (ক) জোড়ায় জোড়ায় সাজানোর পর অবশিষ্ট বিজোড় ব্যক্তি বা বস্তু। (খ) (কথ্য) যে ব্যক্তি আপন সমাজ, আপন সম্প্রদায় থেকে আলাদা থাকে বা তাতে মিশতে পারে না। (৪) সামান্য বাড়তি: forty odd years, চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর। (৫) বাধা বা নিয়মিত নয় এমন: He supports himself by doing odd jobs, এটা-সেটা করে জীবিকা অর্জন করে। The odd + n=an odd + n: The room was empty except for the odd chair. (৬) অদ্ভুত; অস্বাভাবিক: an odd fellow/incident. oddly (adverb) অদ্ভুতভাবে: odd enough, অদ্ভুত/মজার/বিস্ময়ের কথা/ব্যাপার এই যে…।
- English Word oddity Bengali definition [অডিটি] (noun) (১) [uncountable noun] অদ্ভুত প্রকৃতি বা বৈশিষ্ট্য; অস্বাভাবিকতা: oddity of dress. (২) [countable noun] অদ্ভুত ব্যক্তি, বস্তু বা কাজ: something of an oddity.
- English Word oddment Bengali definition [অডমান্ট্] (noun) [countable noun] (১) অবশিষ্টাংশ; অদ্ভুত বা উটকো জিনিস। (২) (plural) টুকরা-টাকরা; টুকিটাকি অংশ।
- English Word odds Bengali definition [অড্জ্] (noun) (plural) (১) কোনোকিছু ঘটার পক্ষে বা বিপক্ষে বর্তমান সম্ভাবনা: The odds were against them, তাদের সফল হওয়ার সম্ভাবনা ছিল না; The odds are in his favour, তার সফল হওয়ার সম্ভাবনা আছে; We fought against overwhelming odds, প্রবল প্রতিকূলতার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে; It makes no odds, এতে কিছু এসে যায় না, কোনো ক্ষতিবৃদ্ধি নেই। What’s the odds? (কথ্য) কী আসে যায়? give/receive odds সমতাবিধায়ক সুবিধা দেওয়া/নেওয়া। (২) অসম বস্তুসমূহ; বৈষম্যসমূহ: make odds even. (৩) (বাজিতে) বাজি ধরা টাকা ও বাজি জিতলে প্রদেয় টাকার ব্যবধানের পরিমাণ। (৪) be at odds (with somebody) (over/on something) (কারো সঙ্গে কিছু নিয়ে) মিল না-পড়া; বিবাদে যাওয়া। (৫) odds and ends টুকিটাকি জিনিসপত্র।
- English Word ode Bengali definition [ওউড্] (noun) কবিতাবিশেষ (গাথাকবিতা); সাধারণত অনিয়মিত ছন্দে রচিত ও মহৎ অনুভূতি প্রকাশক এই কবিতা প্রায়ই কোনো বিশেষ ঘটনা বা বস্তুর মহিমাকীর্তন করে।
- English Word odious Bengali definition [ওউডিআস্] (adjective) ঘৃণ্য; কদর্য। odiously (adverb)
- English Word odium Bengali definition [ওউডিআম্] (noun) [uncountable noun] পরিব্যাপ্ত ঘৃণা বা বিদ্বেষ।
- English Word odoriferous Bengali definition [ওউডারিফারাস্] (adjective) (আনুষ্ঠানিক) সুগন্ধময়।