O পৃষ্ঠা ৮
- English Word oft Bengali definition [অফ্ট্ America(n) ওফট্] (adverb) (কবিতায়) ঘন ঘন; প্রায়ই; বহুবার: an oft-quoted line, বহু উদ্ধৃত চরণ। oft-times (adverb) (পুরাতনী) প্রায়ই।
- English Word often Bengali definition [অফ্ন্ America(n) ওফ্ন্] frequency-এর (adverb) সাধারণত 'verb' সহ বাক্যের মধ্যভাগে ব্যবহৃত হয়, জোর দেওয়ার প্রয়োজনে (বিশেষত 'very' বা 'quite' দ্বারা বিশেষিত হলে) অথবা বৈসাদৃশ্য বোঝাতে বাক্যের শুরু বা শেষে ব্যবহৃত হতে পারে, (১) ঘনঘন; প্রায়ই: He often comes here. He has been here quite often. (২) (phrase সমূহ) how often কতবার; কত ঘনঘন: How often do the trams run? as often as যতবার... ততবার: As often as he tried to apeak his voice broke. as often as not; more often than not বেশি ঘনঘন; every so often মাঝেমাঝে। once too often যতবার যুক্তিযুক্ত; নিরাপদ ইত্যাদি তারচেয়ে একবার বেশি: He broke the rule once too often and was duly punished.
- English Word ogle Bengali definition [ওউগ্ল্] (verb intransitive), (verb transitive) ogle (at) (লোলুপদৃষ্টিতে) চেয়ে থাকা: ogle the pretty girls.
- English Word ogre Bengali definition [ওউগা(র্)] (noun) [countable noun] (কথ্যকাহিনিতে) মানুষখেকো রাক্ষস। ogress [ওউগ্রেস্] (noun) মানুষখেকো রাক্ষসী। ogreish [ওউগাইশ্] (adjective) রাক্ষসের মতো।
- English Word oh Bengali definition [ওউ] (interjection) ভয়, বিস্ময় ইত্যাদি সূচক ধ্বনি।
- English Word OH Bengali definition [ওএইচ্] (noun) [countable noun] (অনানুষ্ঠানিক) (১) other half-এর সংক্ষেপ। (২) কারো স্ত্রী, স্বামী বা পার্টনার: Dog and my OH have fallen out ... causing problems all, round.
- English Word ohm Bengali definition [ওউম্] (noun) [countable noun] বিদ্যুতের প্রতিরোধী শক্তির মাত্রা (প্রতীক Ω)।
- English Word oho Bengali definition [ওউহোউ] (interjection) বিস্ময় বা বিজয়সূচক ধ্বনি।
- English Word oil Bengali definition [অয়ল্] (noun) [countable noun, uncountable noun] (১) তেল: coconut oil; paraffin oil. (২) (phrase-সমূহ) burn the mid-night oil রাত জেগে লেখাপড়া ইত্যাদি করা। paint in oils চিত্রাঙ্কনে তেলরং ব্যবহার করা; তেলচিত্র অঙ্কন করা। pour oil on the flame(s) আগুনে ঘি ঢালা। pour oil on troubled waters ঝগড়া-বিবাদ মিটানোর মতো আচরণ করা। smell of the midnight oil রাত জাগায় পড়াশোনার ছাপ পড়া। strike oil তেলের (খনি) সন্ধান পাওয়া; (লাক্ষণিক) অত্যন্ত সফল বা সমৃদ্ধিশালী হওয়া। (৩) (যৌগশব্দ) oil-bearing (adjective) খনিজ তেল ধারণকারী (শিলাস্তর)। oil-burner (noun) তেলচালিত ইনজিন, জাহাজ ইত্যাদি। oil-cake (noun) [uncountable noun] খইল। oil-can (noun) মেশিনে তেল দেওয়ার জন্য লম্বা সরু নলের মতো মুখওয়ালা তেলের টিন। oilcloth (noun) [uncountable noun] পানিনিরোধক বস্ত্রবিশেষ; অয়েল ক্লথ। oil-colours, oils (noun) (plural) তেলরং। oil-field (noun) তেলক্ষেত্র। oil-fired (adjective) তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এমন। oil-painting (noun) [uncountable noun] তেলচিত্র। oil-palm (noun) গ্রীষ্মমণ্ডলীয় তেলউৎপাদক পামগাছ। oil-paper (noun) স্বচ্ছ পানিনিরোধক কাগজ; অয়েল-পেপার। oil-rig (noun) (সমুদ্রবক্ষে) তেলকূপ খননের কাঠামো ও যন্ত্রপাতি। oil-silk (noun) রেইনকোট প্রভৃতি তৈরির জন্য ব্যবহৃত বাতাস ও পানিনিরোধক সিল্ক বস্ত্র। oil-skin (noun) [countable noun, uncountable noun] পানিনিরোধক বস্ত্রবিশেষ- এই বস্ত্রে তৈরি কোট ইত্যাদি; (plural) নাবিক ইত্যাদিদের পরিহিত এই বস্ত্রে তৈরি পোশাকের সেট। oil-tanker (noun) তেলবাহী জাহাজ বা গাড়ি। oil-well (noun) তেলকূপ। □ (verb transitive) (যন্ত্র প্রভৃতিতে) তেল দেওয়া: oil a lock; oil the wheels/works, (লাক্ষণিক) কৌশলের সাহায্যে নির্বিঘ্নে সম্পন্ন করা: oil (grease এক্ষেত্রে অধিক প্রযোজ্য শব্দ) somebody's palm, কাউকে ঘুষ দেওয়া। oiled (adjective) (সাধ. well-oiled) (অপশব্দ) মাতাল।
- English Word oily Bengali definition [অয়লি] (adjective) (১) তেলসংক্রান্ত; তেলের মতো; তৈলবৎ: an oily substance. (২) তেলমিশ্রিত; তৈলাক্ত: oily fingers. (৩) (কথা, আচরণ) অতিমসৃণ; মনগলানো; আদুরে; তোষামুদে।
- English Word ointment Bengali definition [অয়ন্ট্মান্ট্] (noun) [Countable noun, Uncountable noun] মলম।
- English Word okapi Bengali definition [ওউকা:পি] (noun) মধ্য আফ্রিকার জঙ্গলবিহারী দুর্লভ রোমন্থক প্রাণী।
- English Word okay Bengali definition [ওউকেই] (সংক্ষেপ OK) (adjective), (adverb) (কথ্য) সব ঠিক; সঠিক; অনুমোদিত। □ (verb transitive) রাজি হওয়া; অনুমোদন করা। □ (noun) সম্মতি; অনুমোদন: He got my OK.
- English Word old Bengali definition [ওউল্ড্] (adjective) (১) (কোনো সময়পর্ব ও 'how-সহযোগে) বয়স সম্পর্কিত: She is twenty years old. How old is he? ২ (young- এর বিপরীতে) বয়স্ক; বৃদ্ধ; বুড়ো: Old people need our attention. the old বৃদ্ধেরা। young and old ছেলেবুড়ো সবাই। old age বার্ধক্য। old age pension (সংক্ষেপ OAP) (বা retirement pension) বার্ধক্যভাতা (বা অবসরভাতা) (noun) বার্ধক্যভাতা গ্রহীতা। the old man (কথ্য) (ক) কারো স্বামী বা পিতা। (খ) (নাবিকদের মধ্যে) জাহাজের ক্যাপটেন। the old woman (কথ্য) কারো স্ত্রী। old-womanish (adjective) সদাতটস্থ ও ভীরু। an old maid, দ্রষ্টব্যmaid. old-maidish (adjective) নিখুঁত স্বভাবের; অত্যন্ত ছিমছাম; খুঁতখুঁতে। (৩) (new, modern, up-to-date-এর বিপরীতে) সেকেলে; পুরনো: old customs; an old house. one of the old school রক্ষণশীল; সেকেলে। the Old World এশিয়া, ইউরোপ ও আফ্রিকা। old-fashioned (adjective) (ক) অপ্রচলিত: old-fashioned clothes. (খ) প্রাচীনপন্থি: an old-fashioned lady. (গ) (দৃষ্টি) তিরস্কারপূর্ণ: She gave me an old-fashioned look. □ (noun) (America(n) হুইসকিসহযোগে তৈরি এক ধরনের ককটেল বা মিশ্র সুরা। oldhat (কথ্য) অপ্রচলিত। old-time (adjective) পুরনো দিনের: old-times songs. old-world (adjective) প্রাচীনকালীন; অনাধুনিক: an old-world building ৪ অনেকদিনের চেনা: an old friend of mine. Old Glory স্বদেশের পতাকা সম্বন্ধে মার্কিনিদের ব্যবহৃত নাম। (৫) আগেকার; প্রাক্তন। old boy/girl আলোচ্য স্কুলের প্রাক্তন ছাত্র/ছাত্রী। the old country মাতৃভূমি (বিশেষত দেশ ছেড়ে অন্যত্র বসবাস শুরুর পর)। the/one’s old school ছেলেবেলার স্কুল। the/one’s old school tie (ক) প্রাক্তন ছাত্রদের ব্যবহৃত গলবন্ধনী বা টাই। (খ) একই স্কুলের বা একই ধরনের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যকার একাত্মতাবোধ। (৬) অভিজ্ঞ: a man who is old in politics. the old guard দীর্ঘদিনের বিশ্বস্ত সমর্থকবৃন্দ। old offender দাগি আসামি। an old hand (at something) (কোনোকিছুতে) দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। old-timer (noun) কোনো জায়গায় দীর্ঘদিন বসবাসকারী ব্যক্তি; পুরনো বাসিন্দা; (ক্লাব. পেশা ইত্যাদির) দীর্ঘদিনের সদস্য; পুরনো সদস্য। (৭) (কথ্য) অন্তরঙ্গতা বোঝানোর জন্য বা পরিহাসছলে আসল (ও ডাক-) নামের সঙ্গে সম্বোধনকালে ব্যবহৃত: ‘Good old Kamal!; ‘Listen, old man’ the old one; the old gentlemen; old Harry/Nick/Scratch শয়তান। (৮) (অপশব্দ) জোর দেওয়ার প্রয়োজনে: He’s having a high old (=খুব ভালো) time. Any old thing (যেকোনোকিছু, যাহোক একটা কিছু) will do. □ (noun) অতীত: in days of old, অতীতকালে; the men of old, অতীতকালের মানুষ। oldish [ওউল্ড্ইশ্] (adjective) বুড়োটে।
- English Word oldander Bengali definition [ওউলিঅ্যান্ডা(র্)] (noun) [Countable noun] করবীজাতীয় চিরসবুজ ফুলগাছ।
- English Word olden Bengali definition [ওউল্ডান্] (adjective) (পুরাতনী, সাহিত্যিক) পুরনো আমলের; আগেকার যুগের: in olden times.
- English Word oldster Bengali definition [ওউল্ড্স্টা(র্)] (noun) (কথ্য) (youngster-এর বিপরীতে) বুড়ো লোক; বিগতযৌবন ব্যক্তি: We oldsters, আমরা বুড়ারা।
- English Word oleaginous Bengali definition [ওউলিঅ্যাজিনাস্] (adjective) তেলের গুণসম্পন্ন; তেল হয় এমন; চর্বিযুক্ত; তেলতেলে; তৈলাক্ত।
- English Word olfactory Bengali definition [অলফ্যাক্টারি] (adjective) ঘ্রাণসংক্রান্ত: The olfactory nerves.
- English Word oligarchy Bengali definition [অলিগা:কি] (noun) [Countable noun, Uncountable noun] সর্বময় ক্ষমতার অধিকারী ক্ষুদ্র এক গোষ্ঠীর শাসন; গোষ্ঠীশাসন; গোষ্ঠীশাসিত দেশ; এরূপ গোষ্ঠী। oligarch [অলিগা:ক্] (noun) এরূপ গোষ্ঠীভুক্ত ব্যক্তি।