O পৃষ্ঠা ২
- English Word obi Bengali definition [ওউবি] (noun) যে (প্রায়ই কারুকার্যখচিত) চওড়া (জাপানি) বস্ত্রখণ্ড কোমরে বাঁধা হয়।
- English Word obiter dictum Bengali definition [অবিটাডিক্টাম্] (noun) আপতিক বা আনুষঙ্গিক মন্তব্য বা বিবৃতি।
- English Word obituary Bengali definition [আবিচুআরি America(n) আবিচুএরি] (noun) মুদ্রিত মৃত্যুসংবাদ; শোকসংবাদ। অনেক ক্ষেত্রে এতে মৃত ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী সংযোজিত থাকে। (attributive(ly)) obituary notices, মৃত্যুসংবাদ বা শোকসংবাদসংক্রান্ত বিজ্ঞপ্তি।
- English Word object 1 Bengali definition [অব্জিক্ট্] (noun) (১) ইন্দ্রিয়গোচর বস্তু বা পদার্থ বা সামগ্রী: objects in a room. object lesson কোনো নীতি বা তত্ত্বের সচিত্র ব্যাখ্যা বা উদাহরণ- অনেক ক্ষেত্রে এগুলো সতর্কবাণী হিসেবে প্রদত্ত বা ব্যবহৃত হয়। object glass/lens=objective (noun) (২). (২) অভীষ্ট ব্যক্তি বা বস্তু; উদ্দিষ্ট বস্তু; লক্ষ্য; উদ্দেশ্য: an object of love, work with the sole object of making money. no object কোনো বাধা নেই; গুরুত্বপূর্ণ নয়: money, etc no object, (চাকরির বিজ্ঞাপনে) প্রার্থী নিজেই বেতন ইত্যাদি নির্ধারণ করতে পারবে। (৩) বিশেষত করুণা; অবজ্ঞা বা হাসির উদ্রেক করে এমন অদ্ভুত চেহারার ব্যক্তি বা বস্তু: What an object he looked in that tattered shirt! (৪) (ব্যাকরণ) কর্ম: He bought a car.
- English Word object 2 Bengali definition [আবজেক্ট্] (verb intransitive), (verb transitive) (১) object (to) আপত্তি করা; বিরোধিতা করা; প্রতিবাদ করা: He objected to the presence of non-members at the party meeting. (২) object (against somebody) that (কারো বিরুদ্ধে) যুক্তি দেখানো: the board objected against his co-option. objector [আবজেক্টা(র্)] (noun) আপত্তিকারী; প্রতিবাদকারী। conscientious objector, দ্রষ্টব্যconscientious.
- English Word objection Bengali definition [আবজেক্শ্ন্] (noun) (১) [countable noun, uncountable noun] আপত্তি; প্রতিবাদ; বিরোধিতা: have an objection to something. take objection to আপত্তি; প্রতিবাদ বা বিরোধিতা করা। (২) [countable noun] আপত্তি; প্রতিবাদ বা বিরোধিতার বস্তু; অসুবিধা; অপূর্ণতা; ত্রুটি। objectionable [আবজেক্শ্ন্আব্ল্] (adjective) আপত্তিকর; অপ্রীতিকর: objection remarks; an objection smell.
- English Word objective Bengali definition [আব্জেক্টিভ] (adjective) (১) (দর্শন) যার অস্তিত্ব মনোনির্ভর নয়; বিষয়মুখ; বাস্তব। দ্রষ্টব্যsubjective. (২) (ব্যক্তি, রচনা, চিত্র) ভাবনা বা অনুভূতি দ্বারা প্রভাবিত নয় এমন; ব্যক্তিগত অনুভূতি বা মতামত দ্বারা প্রভাবিত নয় এমন; ব্যক্তিগত অনুভূতি বা মতামত দ্বারা প্রভাবিত না-হয়ে বহির্জগতে নিবদ্ধ আছে এমন; বস্তুনিষ্ঠ। (৩) (ব্যাকরণ) কর্ম সম্বন্ধীয়: the objective case, কর্মকারক। (noun) (১) লক্ষ্যবস্তু; উদ্দেশ্য; (বিশেষত সামরিক) দখলের উদ্দেশ্যে যে বিন্দু বা স্থানের অভিমুখে সেনাবাহিনী অগ্রসর হচ্ছে: All their objectives were won. (২) লক্ষ্যবস্তুর নিকটতম অণুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্রের লেন্স বা কাচ। objectively (adverb) বস্তুনিষ্ঠভাবে। objectivity [অব্জেক্টিভাটি] (noun) বস্তুনিষ্ঠতা; নিরপেক্ষবিচার, সিদ্ধান্ত বা অভিমত; ব্যক্তিগত সংস্কার-অভিরুচির ঊর্ধ্বে ওঠার ক্ষমতা।
- English Word oblate Bengali definition [অব্লেইট্] (adjective) (জ্যামিতি) কমলালেবুর মতো গোলাকার ও দুইপ্রান্তে সামান্য চাপা: The earth is an oblate sphere.
- English Word oblation Bengali definition [আবলেইশ্ন্] (noun) [countable noun] ঈশ্বর বা দেবতার উদ্দেশে নিবেদিত বস্তু; নৈবেদ্য।
- English Word obligate Bengali definition [অব্লিগেইট্] (verb transitive) (সাধারণত passive) obligate somebody to do something (আনুষ্ঠানিক) কাউকে (বিশেষত আইনগতভাবে) কোনোকিছু করতে বাধ্য রাখা: feel obligated to do something.
- English Word obligation Bengali definition [অবলিগেইশ্ন্] (noun) [countable noun] নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা: The obligations of the teaching profession; repay an obligation, (আতিথেয়তার বিনিময়ে আতিথেয়তা; অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ ইত্যাকার) প্রতিদান দেওয়া। be/place somebody under an obligation কারো কাছে ঋণী হওয়া/কাউকে ঋণী করা।
- English Word obligatory Bengali definition [আব্লিগাট্রি America(n) আব্লিগাটোরি] (adjective) আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়: Is physical education obligatory or optional at secondary schools?
- English Word oblige Bengali definition [আব্লাইজ্] (verb transitive) (১) oblige somebody to do something নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা: The law obliges citizens to pay taxes regularly. (২) (বিশেষত passive) be obliged to do something কোনোকিছু করতে বাধ্য হওয়া: I was obliged to sell my ear in order to pay my debts. দ্রষ্টব্যhave 3 (১). (৩) অনুগ্রহ করা: He obliged me by lending me his book. obliging (adjective) স্বেচ্ছায় সাহায্য দান করে এমন; পরোপকারী: an oblige neighbour. obligely (adverb)
- English Word oblique Bengali definition [আব্লীক্] (adjective) (১) বাঁকানো; তির্যক; অসম: an oblique angle অসমকোণ। (২) পরোক্ষ: an oblique reference to something. obliquely (adverb) obliquity [আব্লিকোআটি] (noun) [uncountable noun] (১) বক্রতা; পরোক্ষতা। (২) [countable noun, uncountable noun] নৈতিক বিকৃতি; এর দৃষ্টান্ত।
- English Word obliterate Bengali definition [আব্লিটারেইট্] (verb transitive) মুছে ফেলা; নিশ্চিহ্ন করা; ধ্বংস করা। obliteration [আব্লিটারেইশ্ন্] (noun) [uncountable noun]
- English Word oblivion Bengali definition [আব্লিভিআন্] (noun) [uncountable noun] বিস্মরণ; বিস্মৃতি; (কথ্য) অচেতন অবস্থা।
- English Word oblivious Bengali definition [আব্লিভিআস্] (adjective) oblivious of অচেতন; বিস্মৃত: The poet was totally oblivious of the appearance.
- English Word oblong Bengali definition [অবলঙ্ America(n) অবলোঙ্] (noun), (adjective) যে চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশি এবং যার কোণগুলো সমকোণ (৯০°); আয়তক্ষেত্র; আয়ত।
- English Word obloquy Bengali definition [অব্লাক্যুই] (noun) [uncountable noun] গণধিক্কার; নিন্দা; অপযশ।
- English Word obnoxious Bengali definition [আব্নক্শাস্] (adjective) নোংরা; অত্যন্ত আপত্তিকর। obnoxiously (adverb) obnoxiousness (noun)