O পৃষ্ঠা ২৮
- English Word overwhelm Bengali definition [ওউভাওএল্ম্ America(n) হোএল্ম্] (verb transitive) ভারাবনত করা; নিমজ্জিত করা; ছেয়ে ফেলা; গুঁড়িয়ে দেওয়া; বিধ্বস্ত করা; আচ্ছন্ন বা অভিভূত করা: be overwhelmed by a superior force; an overwhelming defeat; be overwhelmed with joy.
- English Word overwork Bengali definition [ওউভাওআক্] (verb transitive), (verb intransitive) অত্যধিক খাটা বা খাটানো: He overworked himself and fell ill. Don’t overwork your men.(noun) [ওউভাওআক্] [uncountable noun] অত্যধিক খাটুনি: fall ill through overwork.
- English Word overworking class Bengali definition [ওউভাওয়াকিঙ ক্লাস্] (noun) [countable noun] ('working class' আর 'overworking' মিলে তৈরি): আধুনিক সমাজের সেই শ্রমজীবী শ্রেণি যাদের দীর্ঘ সময় কাজ করার আগ্রহ আছে অথবা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করা ছাড়া যাদের উপায় নেই: The number of overworking class voters are increasing.
- English Word overwrought Bengali definition [ওউভারোট্] (adjective) অত্যধিক উত্তেজনার ফলে ক্লান্ত; উত্তেজিত।
- English Word oviduct Bengali definition [ওউভিডাক্ট্] (noun) (অন্য নাম 'Fallopian tube') যে নালির ভিতর দিয়ে ডিম্বাণু ডিম্বাশয় থেকে গর্ভাশয়ে ঢোকে।
- English Word oviparous Bengali definition [ওউভিপারাস্] (adjective) মাতৃদেহের বাইরে ডিম ফুটিয়ে বাচ্চা তোলে এমন।
- English Word ovoid Bengali definition [ওউভয়ড্] (adjective), (noun) ডিম্বাকার; (বস্তু)।
- English Word ovulate Bengali definition [ওভিউলেইট্] (verb transitive) (চিকিৎসাশাস্ত্র জীববিদ্যা) ডিম্বাণু উৎপাদন করা বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত করা। ovulation (noun)
- English Word ovum Bengali definition [ওউভাম] (noun) ডিম্বাণু।
- English Word owe Bengali definition [ওউ] (verb transitive), (verb intransitive) (১) owe somebody something; owe something to somebody; owe for something (কারো কাছে কোনোকিছুর জন্য) ঋণী থাকা: I owe him Tk. 100. He owes Tk 50 to me. (২) কারো কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকা: I owe a great deal to my teachers. (৩) কর্তব্য হিসেবে দিতে বাধ্য থাকা: owe allegiance to the state. (৪) owe something to something উৎস হিসেবে কোনোকিছুর কাছে ঋণী থাকা: She owes much of her success to the encouragement given by her parents.
- English Word owing Bengali definition [ওউইঙ্] (adjective) দেনা; বাকি; বকেয়া: money that is still owing, বকেয়া টাকা। owing to (preposition(al)) কারণে; কারণবশত: Owing to the rain, the match was abandoned.
- English Word owl Bengali definition [আউল্] (noun) প্যাঁচা। owlet [আউলিট্] (noun) প্যাঁচার ছানা। owlish [আউলিশ্] (adjective) প্যাঁচাবিষয়ক বা প্যাঁচার মতো; প্যাঁচার মতো গুরুগম্ভীর। owlishly (adverb)
- English Word own 1 Bengali definition [ওউন্] (adjective), (pronoun) (১) (ব্যক্তিগত অধিকার বা মালিকানা এবং কোনোকিছুর স্বকীয় বৈশিষ্ট্যের উপর জোর দেওয়ার জন্য) সম্বন্ধপদের সঙ্গে ব্যবহৃত হয়: I made it with my own hands. This is our own land. This herb has a smell all its own, অন্য কোনো লতার ঘ্রাণের সঙ্গে মেলে না; May I have it for my very own? একেবারে নিজের করে পেতে পারি? My time is my own, যেভাবে খুশি কাটাতে পারি; For reasons of his own, তার একান্ত ব্যক্তিগত কারণে। (be) (all) on one’s own (ক) একা; নিঃসঙ্গ: She was all on her own that evening, একা ছিল; He lives on his own, পরিবার নিয়ে নয়; একা থাকে। (খ) স্বাধীনভাবে; তদারকি ছাড়া: She is (working) on her own, স্বাধীনভাবে কাজ করছে। (গ) বিশিষ্ট; উৎকৃষ্ট: For match-making the girl is on her own, ঘটকালিতে মেয়েটির জুড়ি নেই। own brother/sister একই মাতাপিতাজাত ভাই/বোন, সৎভাই/বোন নয়। be one’s own man/master স্বাধীনভাবে বেঁচে থাকা বা স্বাধীনভাবে জীবিকা অর্জন করা; নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করা। come into one’s own নিজের প্রাপ্য (খ্যাতি, স্বীকৃতি, কৃতিত্ব প্রভৃতি) পাওয়া; স্বরূপ ধারণ করা; স্বরূপে আত্মপ্রকাশ করা: He comes into his own when dealing with a challenging situation, কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তার প্রকৃত ক্ষমতা প্রকাশ পায়। get one’s own back প্রতিশোধ নেওয়া। hold one’s own (against somebody/something) (ক) আক্রমণের বিরুদ্ধে নিজের অবস্থান রক্ষা করা; পরাস্ত না-হওয়া। (খ) শক্তি না-হারানো। (২) (ব্যক্তিগত কর্মতৎপরতা নির্দেশ করতে অথবা নিজের জন্য নিজের হাতে তৈরি - এই অর্থে ব্যবহৃত হয়): I do all my own washing. He cooks his own meals; be one’s own lawyer, নিজেই নিজের ওকালতি করা।
- English Word own 2 Bengali definition [ওউন্] (verb transitive), (verb intransitive) (১) অধিকারী হওয়া: He owns this house. (২) own (to) মেনে নেওয়া; (দোষ, ত্রুটি ইত্যাদি) স্বীকার করা; উপলব্ধি করা; বুঝতে পারা: He finally owned that our claim was justified. She never refused to own her faults; I own the difficulty in getting everybody here in time. own up (to something) খোলাখুলি স্বীকার করা। owner [ওউনা(র্)] (noun) মালিক: He is the own of this house. own-driven (adjective) (গাড়ি) মালিকের দ্বারা নিয়মিতভাবে চালিত। own-driver (noun) যে মোটরচালক নিজেই গাড়ির মালিক। own-occupied (adjective) (বাড়ি ইত্যাদি) মালিক নিজেই থাকে (অন্যকে ভাড়া দেয় না) এমন। own-occupier (noun) যে ব্যক্তি একাধারে (কোনো বাড়ির) বাসিন্দা ও মালিক। ownerless (adjective) মালিকবিহীন: a ownerless dog. own-ship [ওউন্শিপ্] (noun) মালিকানা: ownship of land; ownship of a house.
- English Word ox Bengali definition [অক্স্] (noun) (১) গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড়। (২) (বিশেষত) চাষাবাদ, গাড়িটানা ইত্যাদি কাজে ব্যবহৃত বলদ। ox-eye (noun) (ডেইজি, বুনো ক্রিসানথিমাম ইত্যাকার) কতিপয় লতাগাছের (প্রায়ই attributive(ly) রূপে ব্যবহৃত) নাম। ox-tail (noun) গবাদিপশুর লেজ, যা পাশ্চাত্যসহ কতিপয় দেশে ঝোল বা স্যুপ তৈরিতে ব্যবহৃত হয়।
- English Word Oxbridge Bengali definition [অক্স্ব্রিজ] (noun) (Redbrick- এর বিপরীতে) অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ (এর অধুনাকল্পিত নাম)। red দ্রষ্টব্য
- English Word oxide Bengali definition [অক্সাইড্] (noun) [Countable noun, Uncountable noun] অক্সিজেনের যৌগ: iron oxide, oxidize, oxideise [অক্সিডাইজ্] (verb transitive), (verb intransitive) অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়া বা যুক্ত করা; মরিচাযুক্ত হওয়া বা মরিচাযুক্ত করা। oxidization, oxidisation [অক্সিডাইজেইশ্ন্ America(n) অক্সিডিজ্] (noun)
- English Word oxyacetylene Bengali definition [অক্সিআসেটালীন্] (adjective); (noun) অক্সিজেন ও অ্যাসেটিলিনের মিশ্রণ(যুক্ত): oxyacetylene torch.
- English Word oxygen Bengali definition [অক্সিজেন্] (noun) [Uncountable noun] (রসায়ন) বাতাসে বিদ্যমান ও প্রাণের জন্য অপরিহার্য স্বাদহীন গন্ধহীন বর্ণহীন গ্যাস; অম্লজান; অক্সিজেন (প্রতীক O 2)। দ্রষ্টব্য পরি. ৭। oxygen mask ঊর্ধ্বাকাশে ব্যবহৃত অক্সিজেন সরবরাহকারীর মুখোশ। oxygentent অতিরিক্ত অক্সিজেন সরবরাহের জন্য রোগীর মাথা ও কাঁধের উপর রাখা ছোট তাঁবু। oxygenate [অক্সিজেন্এইট্], oxygenize, oxygenise [অক্সিজেন্আইজ্] (verb transitive) অক্সিজেন যোগ করা বা প্রয়োগ করা। oxygenation [অক্সিজেন্এইশ্ন্] (noun) অক্সিজেনযুক্তকরণ বা অক্সিজেন প্রয়োগ।
- English Word oyez Bengali definition [ওউএজ্] (অপিচ oyes [ওউএস]) (interjection) নীরবতা পালনের হুঁশিয়ারি দিয়ে (ইতিহাস) নগরঘোষক দ্বারা অথবা (আদালত কক্ষে) দ্বাররক্ষী দ্বারা পরপর তিনবার উচ্চকণ্ঠে উচ্চারিত ধ্বনি, যার অর্থ, ‘শোনা! শোনা! শোন!’।