O পৃষ্ঠা ৯
- English Word olive Bengali definition [অলিভ] (noun) (১) olive (-tree) জলপাই গাছ; জলপাই। olive-oil জলপাই থেকে উৎপন্ন তেল। (২) শান্তির প্রতীক হিসেবে জলপাই পাতা; জলপাই শাখা; জলপাই পাতার মালা। hold out the olive-branch শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার ইচ্ছা বা আগ্রহ দেখানো। □ (adjective) জলপাই রঙের (হলদে-সবুজে বা হলদে-বাদামি)।
- English Word Olympiad Bengali definition [আলিমপিঅ্যাড্] (noun) অলিম্পিক ক্রীড়ানুষ্ঠানের মধ্যবর্তী চার বছর সময়।
- English Word Olympian Bengali definition [আলিম্পিআন্] (adjective) (আচার-আচরণ ইত্যাদি) মহিমান্বিত; দেবতুল্য।
- English Word Olympic Bengali definition [আলিম্পিক্] (adjective) the Olympic Games (ক) প্রাচীনকালে গ্রিসের অলিমপিয়াডে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা। (খ) চার বছর অন্তর একেক দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক ক্রীড়াপ্রতিযোগিতা।
- English Word ombudsman Bengali definition [অম্বুড্জ্ম্যান্] (noun) the Ombudsman (British/Britain- এ সরকারিভাবে 'Parliamentary Commissioner' বলা হয়) সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগের তদন্ত এবং তার বিচারের ক্ষমতাপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি।
- English Word omega Bengali definition [ওউমিগা America(n) ওউমেগা] (noun) গ্রিক বর্ণমালার শেষ অক্ষর; সর্বশেষ পরিণতি; উপসংহার। Alpha and Omega আদি অন্ত; শুরু ও শেষ।
- English Word omelette, omelet Bengali definition [অম্লিট] (noun) [Countable noun] ডিম ভাজা; মামলেট।
- English Word omen Bengali definition [ওউমেন্] (noun) [countable noun, uncountable noun] শুভ বা অশুভ সংকেত: an omen of good fortune. □ (verb transitive) শুভ বা অশুভ কিছুর পূর্বলক্ষণ হওয়া।
- English Word OMG Bengali definition [ওএমজি] excla (অনানুষ্ঠানিক অপিচ' omg) Oh My God, Oh my Goodness, Oh my Gosh, আর 'Oh my Golly-এর সংক্ষেপ। বিস্ময়, উত্তেজনা অথবা অবিশ্বাস বোঝাতে ব্যবহৃত হয় (হালে সাধারণত ইমেইল বা এসএমএস ও ব্লগে ব্যবহৃত হয়) : OMG! If my parents find out they will go mad!
- English Word ominous Bengali definition [অমিনাস্] (adjective) দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ: an ominous silence; ominous of bad things to come.
- English Word omission Bengali definition [আমিশ্ন্] (noun) (১) [uncountable noun] বাদ দেওয়া; বর্জন: sins of ominous, কর্তব্য সম্পন্ন না-করা। (২) [countable noun] যা বাদ দেওয়া হয়েছে।
- English Word omit Bengali definition [আমিট্] (verb transitive) (১) omit to do/doing something সম্পাদন করতে না-পারা। (২) অন্তর্ভুক্ত করতে না-পারা; বাদ দেওয়া: Some of the footnotes have been omitted in the present edition of the book.
- English Word omnibus Bengali definition [অম্নিবাস্] (noun) (১) মোটরবাসের পুরনো নাম। (২) (attributive(ly)) বিচিত্র বিষয় বা বিচিত্র উদ্দেশ্যসংবলিত; an omnibus volume, যে বড় বইতে (ক্ষেত্রবিশেষে একই লেখকের) বেশ কিছু বই পুনর্মুদ্রিত হয়েছে।
- English Word omnipotence Bengali definition [অম্নিপাটান্স্] (noun) [Countable noun] অসীম শক্তি: The omnipotence of God. omnipotent [অম্নিপাটআন্ট্] (adjective) সর্বশক্তিমান: the Omnipotence, ঈশ্বর।
- English Word omniscience Bengali definition [অমনিসিআন্স্] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক) অসীম জ্ঞান; সর্বজ্ঞাতা। omniscient [অমনিসিআন্ট্] (adjective) সর্বজ্ঞ।
- English Word omnishambles Bengali definition [অমনিশ্যামবল্জ] (noun) [Countable noun সাধারণত 'singular'] শব্দটি দিয়ে বিশৃঙ্খল বা বিভ্রান্তিকর বা লেজেগোবরে অবস্থা বোঝানো হয়। বিবিসি টেলিভিশনে প্রচারিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক অনুষ্ঠান ‘দ্য থিক অব ইট’- এ ২০০৯ সালে প্রথম শব্দটি ব্যবহার করা হয়। এরপর রাজনৈতিক তর্কবিতর্কে শব্দটির ব্যবহার নিয়মিত হয়ে দাঁড়ায়: Our incompetent government politicians create omnishambles. □ (adjective) omnishamblic বিশৃঙ্খলাময়; হযবরল অবস্থা।
- English Word omnivorous Bengali definition [অম্নিভারাস্] (adjective) (আনুষ্ঠানিক) সর্বভূক; (লাক্ষণিক) সব ধরনের বই পড়ে এমন; সর্বপাঠী: an omnivorous reader.
- English Word on 1 Bengali definition [অন্] (adverbial particle) (১) (চলমানতা, অগ্রসরমাণতার ভাব প্রকাশক): Come on! এসো এগিয়ে এসো; The fighting is still going on, এখনো চলেছে; শেষ হয়নি; On with the show, ছবি/প্রদর্শনী চলুক; শুরু হোক; She’s getting on in years, বয়স বাড়ছে; বুড়িয়ে যাচ্ছে। and so on ইত্যাদি। later on পরে; পরবর্তী সময়ে। on and on না থেমে; ক্রমাগত: They walked on and on. (২) [on 2 (১)- এর অর্থের অনুরূপ] On with your shirt, শার্ট পরো: The boy had nothing on, ছেলেটির পরনে কিছুই ছিল না। on to, onto (preposition(al)) উপরিস্থত কোনোখানে: The book fell on to the floor. He stepped onto the landing. (৩) (off 3(৩)- এর বিপরীতে) (ক) ক্রিয়াশীল, চলতি, বহমান, চলমান ইত্যাদি অবস্থা নির্দেশক: The lights are still on, আলো এখনো জ্বলছে: He has left the bathroom tap on, সে বাথরুমের ট্যাপ খুলে রেখেছে: The show is on, শো শুরু হয়েছে। (খ) প্রয়োজনে মিলবে এমন বোঝাতে: Is the water on yet? প্রধান পাইপলাইন থেকে সরবরাহ দেওয়া হয়েছে কি, পানি আসছে কি? (৪) (be ও have সংযোগে বিভিন্ন অর্থে) What’s on? কী হচ্ছে? What’s on at the cinema hall this week? এ সপ্তাহে সিনেমা হলটিতে কী ছবি দেখানো হচ্ছে? Is there anything on to-morrow? আগামীকাল কি কিছু করার আছে? be on about something (কথ্য) কোনোকিছু নিয়ে রাগে গজগজ করা। be on at somebody (কথ্য) (কোনোকিছু নিয়ে) কাউকে ক্রমাগত জ্বালাতন করা। be on to somebody/something (ক) কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করা: I was on to our new DG and he told me that.…(খ) (কোনোকিছুর) পরিকল্পনা; পদক্ষেপ, গুরুত্ব ইত্যাদি সম্বন্ধে সজাগ হওয়া বা জানতে পারা; অনুসরণ করা, (কারো/কোনোকিছুর) পিছু নেওয়া: be on to a scandal. be on to a good thing ভাগ্যবান বা সফল হওয়া। (৫) দিকে; অভিমুখে: end on, পশ্চাদ্ভাগ সামনের দিকে (দিয়ে, এগিয়ে, রেখে ইত্যাদি)।
- English Word on 2 Bengali definition [অন্] (preposition(al) (১) ভর করে, বাঁধা, সংলগ্ন, সংযুক্ত, অংশবিশেষ গঠন করে বা আবৃত করে ইত্যাদি অর্থবোধক: a mat on the floor, a glass on the table; a picture on the wall; words (written) on the blackboard; a roof on the stand; write on paper; floating on the water, hang something on a nail; have a ring on one’s finger; be/go on board a ship; Do you have any money on you? পকেটে টাকা আছে? (২) (সময় নির্দেশ করে): on Friday; on the evening of June the third; on a bright summer day or on a bright day in summer; on that day; on this occasion. কোনো ঘটনার সময়ে: on the death of his father, তার বাবার মৃত্যুর সময়ে/যখন তার বাবা মারা যায়; on her arrival home, তার বাড়ি আসার সময়/যখন সে বাড়ি আসে; payable on demand, চাওয়ামাত্র (= যখন চাওয়া হবে) দেয়। (৩) কোনো বিষয়ে; কোনোকিছু সম্পর্কে: speak on the current political situation; lecture on Rabindranath; be keen/set on something, কোনো বিষয়ে অত্যন্ত আগ্রহী/দৃঢ়প্রতিজ্ঞ হওয়া। (৪) (সভ্যপদ নির্দেশ করে): He was on the committee, সে কমিটির একজন সভ্য ছিল; I was once on ‘The Daily Sangbad’, এক সময়ে দৈনিক সংবাদ- এ কাজ করতেন (এর কর্মরত সাংবাদিকদের একজন ছিলাম)। (৫) (দিক্নির্দেশ করে) দিকে; অভিমুখে: Protesters from all over the country marched on the capital; smile on somebody; hit somebody on the head. (৬) (কোনোকিছুর কারণ বা ভিত্তি প্রকাশ করে) : on this/that account, এই/সেই কারণে; on no account, কোনো কারণেই নয়; a film based on a famous Bengali novel, একটি বিখ্যাত বাংলা উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত ছায়াছবি: act on one’s lawyer’s advice; arrested on a charge of forgery; on an average, গড়ে; গড়পড়তায়। (৭) (কোনোকিছু ধার্য করা বা চাপিয়ে দেওয়া নির্দেশ করে): put a tax on textile goods; charge interest on money; put a strain on one’s income. (৮) (নৈকট্য নির্দেশ করে) কাছাকাছি; পাশে: a small town on the frontier; a hotel on the Nababpur Road. (৯) (পরে noun, বা adjective থাকলে কাজ, ক্রিয়া, ধরন, অবস্থা নির্দেশ করবে): on business, ব্যবসায় নিরত অবস্থায়; ব্যবসা উপলক্ষে: on tour, ভ্রমণরত; on the way, পথিমধ্যে থাকা অবস্থায়; পথে; be on the look-out for somebody/something, কারো/কোনোকিছুর জন্য নজর রাখা: on fire, জ্বলন্ত অবস্থা: on sale, বিক্রির জন্য: on loan, ধারে। (১০) একের পর/একের পিঠে আর এক এই অর্থে: suffer insult on insult, অপমানের পর অপমান সহ্য করা।
- English Word on-going Bengali definition [অন্গোউইঙ্] (adjective) দ্রষ্টব্য go on [go 1(২৯)].