N পৃষ্ঠা ১৩
- English Word nitrogen Bengali definition [নাইট্রাজান্] (noun) [uncountable noun] (রসায়ন) স্বাদ; গন্ধ ও বর্ণহীন গ্যাসবিশেষ; (প্রতীক N), যা বায়ুমণ্ডলের প্রায় পাঁচ ভাগের চার ভাগ; যবক্ষারজান; নাইট্রোজেন।
- English Word nitroglycerine, nitroglycerin Bengali definition [নাইট্রোগ্লিসারীন্ America(n) নাইট্রোগ্লিসারিন্] (noun) [uncountable noun] নাইট্রিক ও সালফিউরিক এসিডের মিশ্রণের সঙ্গে গ্লিসারিন যোগে তৈরি শক্তিশালী বিস্ফোরক; নাইট্রোগ্লিসারিন।
- English Word nitrous Bengali definition [নাইট্রাস্] (adjective) সোরা সম্বন্ধীয়; সোরাঘটিত। nitrous oxide (N 2O) গ্যাসবিশেষ, laughing gas নামেও পরিচিত, দাঁত উঠানোকালে রোগীকে অজ্ঞান করতে দন্ত্য চিকিৎসকরা কখনো কখনো ব্যবহার করেন; সোরাঘটিত অক্সাইড।
- English Word nitty-gritty Bengali definition [নিটি গ্রিটি] (noun) [uncountable noun] the nitty-gritty (কথ্য) কোনো বিষয়ের মূল তথ্য; সারকথা।
- English Word nitwit Bengali definition [নিট্উইট্] (noun) (কথ্য) অল্পবুদ্ধি ব্যক্তি; জড়ধী। nitwited [নিট্উইটিড্] (adjective) অল্পবুদ্ধি।
- English Word nix 1 Bengali definition [নিক্স্] (noun) (অপশব্দ) কিছুই না।
- English Word nix 2 Bengali definition [নিক্স্] (noun) জলচর এল্ফ (elf) বা বাসনাকৃতি পিশাচবিশেষ। দ্রষ্টব্যelf
- English Word no Bengali definition [নৌ] (adjective) (১) না; নয়; নেই.…I have no money, আমার ...নেই; He had no friends, ছিল না। no end of (কথ্য) অপরিমিত; অঢেল; অগণিত। He has no end of good books. (লক্ষণীয় যে no সংখ্যা ও other- এর আগে বসে): No one man could have thought about it. No other person will do this. (২) কোনো শব্দের আগে বসে ঐ শব্দের উলটোটা নির্দেশ করে; না; নয় ইত্যাদি: She’s no relation of yours. She’s no beauty. (৩) (there+be+no+gerund এই ছাঁচে ব্যবহৃত হয়): There is no denying that, অস্বীকার করার উপায় নেই। (৪) (পদলোপমূলক বাক্যে বা বাক্যাংশে) No smoking, ধূমপান নিষিদ্ধ। (৫) (বাক্যাংশে) It’s no go (কথ্য) এ হওয়ার নয়; চলবে না। be no good/use অনর্থক/নিষ্ফল/বৃথা হওয়া। be no wonder (that) আশ্চর্য হওয়ার কিছুই নেই (যে)। by no means দ্রষ্টব্যmeans. in no time অচিরে; অবিলম্বে। no-ball ক্রিকেটে অবৈধভাবে নিক্ষিপ্ত বল। no-go area (কথ্য) পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনীর প্রবেশ রোধকল্পে ব্যারিকেড দেওয়া (সাধারণত শহুরে) এলাকা; নিষিদ্ধ প্রবেশ এলাকা। no-man’s-land (যুদ্ধকালে) বিবদমান দুই বাহিনীর শিবিরের মধ্যবর্তী ভূমি। no one, no-one (pronoun)=nobody. □ (adverb) (১) (comparative- এর সঙ্গে ব্যবহৃত হয়): He’s no better than ...(=as good as). He has no more lessons to give. (২) (বাক্যাংশে) no more...than, দ্রষ্টব্যmore (৫). no such, দ্রষ্টব্যsuch. (৩) whether or no =whether or not: Whether or no you do your work, I’ll do mine, তুমি কর কি না কর, । □ particle ১ না: ‘Is it a holiday today?’ - ‘No, it isn’t’. (২) (না-সূচক বাক্যে জোর দেওয়ার জন্য not বা nor- এর আগে ব্যবহৃত হয়): One policeman couldn’t catch him; no, nor a dozen. □ (noun) [countable noun] অস্বীকৃতি; প্রত্যাখ্যান; না: The noes [নোজ্] have it, না- এর দলই সংখ্যাগরিষ্ঠ।
- English Word no-one, no one Bengali definition [নোউওয়ান্] (pronoun)=nobody (১).
- English Word nob Bengali definition [নব্] (noun) (অপশব্দ) অভিজাত সম্প্রদায়ের সদস্য; উচ্চপদমর্যাদাসম্পন্ন ব্যক্তি।
- English Word nobble Bengali definition [নিব্ল্] (verb transitive) (British/Britain অপশব্দ) (১) ঘোড়দৌড়ে জেতার সম্ভাবনা কমাতে কোনো ঘোড়ার উপর অন্যায় হস্তক্ষেপ করা। (২) (কথ্য) (কোনো সুবিধা লাভের উদ্দেশ্যে) মনোযোগ আকর্ষণ করা; অন্যায়ভাবে বা অসৎপন্থায় কিছু অর্জন করা।
- English Word Nobel Prize Bengali definition [নোবেল প্রাইজ্] (noun) নোবেল পুরস্কার।
- English Word nobelium Bengali definition [নোবীলিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) কুরিয়াম থেকে কৃত্রিমভাবে প্রস্তুত মৌলবিশেষ (প্রতীক No); নোবেলিয়াম।
- English Word nobility Bengali definition [নোবিলাটি] (noun) [uncountable noun] (১) মহত্ত্ব; মহানুভবতা; মহামনস্বিতা; উচ্চমর্যাদা; আভিজাত্য; চিৎপ্রকর্ষ। (২) (সাধারণত definite article-সহ) অভিজাত-সম্প্রদায়; কুলীন সম্প্রদায়।
- English Word noble Bengali definition [নোব্ল্] (adjective). (১) মহৎ; মহান; মহানুভব; উদারমতি; উন্নত হৃদয়; মহামনা; মহাভাগ; মহাপ্রাণ: noble sentiments; a noble mind, মহান হৃদয়। noble minded [মাইন্ডিড্] (adjective) উঁচুমনা; মহৎ মনোভাবী; উন্নতচেতা। noble mindedness (noun) মহানুভবতা। (২) অভিজাত; উচ্চবংশজাত; সম্ভ্রান্ত; উচ্চপদস্থ: a man of noble birth/rank. (৩) বিশাল; বিস্ময়কর; চমৎকার: a monument built on a noble scale; a noble horse; noble metals, বরধাতু। □(noun) অভিজাত ব্যক্তি; অভিজন; কুলীনপদস্থ। nobleman [নোব্ল্মান্] (noun) (plural noblemen) (British/Britain) ডিউক; ব্যারন; আর্ল; ভাইকাউন্ট প্রভৃতি পদমর্যাদার কোনো ব্যক্তি (= peer); অন্যান্য দেশে সমপদমর্যাদাসম্পন্ন ব্যক্তি। nobly [নোউব্লি] (adverb) মহানভাবে; মহানুভবতার সঙ্গে; অত্যুজ্জ্বলরূপে।
- English Word noblesse Bengali definition [নোব্লেস্] (noun) (ফরাসি) noblesse Oblige [আব্লিজ্] (প্রবাদ) অধিকার দায়িত্ব আরোপ করে; উচ্চমর্যাদার উচ্চ দায়িত্ব।
- English Word nobody Bengali definition [নোবাডি] (pronoun) (plural nobodies) (১) কেউ না; কাউকে না: Nobody knows him. Nobody else, অন্য কেউ। (২) (singular- এ ind art- সহ এবং plural- এ ব্যবহৃত) তুচ্ছ ব্যক্তি: She didn’t deign to marry a nobody like Tamim.
- English Word nock Bengali definition [নক্] (noun) ছিলা লাগানোর জন্য ধনুকের প্রান্তস্থিত খাঁজ; ধনুকের ছিলায় বসানোর জন্য তীরের প্রান্তস্থিত খাঁজ। (verb transitive) (ধনুকে) তীর জোতা।
- English Word nocturnal Bengali definition [নক্টান্ল্] (adjective) নৈশ; নিশাচর: nocturnal birds; a man of nocturnal habits.
- English Word nocturne Bengali definition [নক্টান্] (noun) [countable noun] (১) (ছবিতে) রাত্রিকালীন/নৈশ দৃশ্য। (২) কোমল; স্বপ্নিল সংগীতাংশ।