N পৃষ্ঠা ৩
- English Word nark 2 Bengali definition [না:ক্] (verb transitive) (British/Britain অপশব্দ) বিরক্ত করা; উত্ত্যক্ত করা: feel narked at unjust criticism.
- English Word narrate Bengali definition [নারেইট্] (verb transitive) কাহিনি বলা; বর্ণনা করা; বিবৃত করা: narrate one’s adventures. narrator [নারেইটা(র্)] (noun) বর্ণনাকারী। narration [নারেইশ্ন্] (noun) [uncountable noun] বর্ণন; বর্ণনা; বিবরণ; কাহিনিকথন; [countable noun] বৃত্তান্ত; গল্প।
- English Word narrative Bengali definition [ন্যারাটিভ্] (noun) (১) [countable noun, uncountable noun] গল্প; কাহিনি; বৃত্তান্ত; আখ্যান; আখ্যায়িকা; উপাখ্যান; গল্পকথন। (২) (attributive(ly)) আখ্যানমূলক: narrative literature, গল্প-উপন্যাস; narrative poems; a writer of great narrative power.
- English Word narrow Bengali definition [ন্যারোউ] (adjective) (narrower, narrowest) (১) সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত: a narrow road. (২) ক্ষুদ্র, সীমাবদ্ধ: a narrow taste for music; always lived in narrow circumstances, দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করা। (৩) অল্প; সামান্য: a narrow margin of mistakes, যৎকিঞ্চিৎ ভুল থাকতে পারে; a narrow victory, কোনোমতে জয়। a narrow squeak (কথ্য) অল্পের জন্য বেঁচে যাওয়া। (৪) যথাযথ; পুঙ্খানুপুঙ্খ: a narrow search; in the narrowest sense. (৫) অনুদার; সংকীর্ণচেতা; ক্ষুদ্রচেতা। narrow-minded [ন্যারোউমাইন্ডিড্] (adjective) সংকীর্ণাত্মা; সংকীর্ণচিত্ত। narrow-mindedly [ন্যারোউমাইন্ডিডলি] (adverb) সংকীর্ণ মনে। narrow-mindedness (noun) সংকীর্ণচিত্ততা। □(verb transitive), (verb intransitive) সংকীর্ণ করা বা হওয়া। □ (noun) (সাধারণত plural) প্রণালি; নদী বা গিরিপথের সংকীর্ণ স্থান। narrowly (adverb) (১) অল্পের/সামান্যের জন্য: The car narrowly avoided the accident. (২) খুঁটিয়ে খুঁটিয়ে; সতর্কতার সঙ্গে: I watched the man narrowly.
- English Word narwhal Bengali definition [না:ওয়াল্] (noun) দীর্ঘ প্যাঁচানো দন্তবিশিষ্ট সুমের দেশীয় তিমি।
- English Word nasal Bengali definition [নেইজ্ল্] (adjective) নাক সম্বন্ধী; নাসিক্য; নাসিকা: nasal sounds, নাসিক্যধ্বনি; nasal catarrh, পীনস; a nasal douche. (noun) [countable noun] নাসিক্য ধ্বনি। nasalize, nasalise [নেইজালাইজ্] (verb transitive) অনুনাসিক করা; নাকি সুরে উচ্চারণ করা।
- English Word nascent Bengali definition [ন্যাসন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) জন্ম নিচ্ছে এমন; জায়মান; উৎপদ্যমান।
- English Word nasturtium Bengali definition [নাস্টাশাম্ America(n) ন্যাস্টাশাম্] (noun) [countable noun] লাল, কমলা বা হলুদ রঙের ফুল ও গোলাকার পাতাবিশিষ্ট উদ্যান উদ্ভিদ: এর বীজ থেকে আচার তৈরি হতে পারে।
- English Word nasty Bengali definition [না:স্টি America(n) ন্যাস্টি] (adjective) (nastier, nastiest) (১) নোংরা; জঘন্য; অপ্রীতিকর; কদর্য: a nasty smell. (২) নৈতিক দিক থেকে নোংরা ও অপ্রীতিকর; গর্হিত; জঘন্য; অশ্লীল: a nasty mind; nasty stories . (৩) বিদ্বেষপূর্ণ; জঘন্য: a nasty temper. (৪) বিপজ্জনক; বিব্রতকর: a nasty situation. nastily [না:স্টিলি] (adverb) কদর্যভাবে ইত্যাদি। nastiness (noun) কদর্যতা; জঘন্যতা।
- English Word natal Bengali definition [নেইট্ল্] (adjective) জন্মসংক্রান্ত; জন্মগত; সহজাত।
- English Word natant Bengali definition [নেইটান্ট্] (adjective) ভাসমান; ভাসন্ত; সন্তরণরত: natant birds. natation (noun) সাঁতার: the velocity of his powers of natant. natatorial (adjective) সাঁতার সংক্রান্ত; সন্তরক; সাঁতার উপযোগী। natatorium (noun) সাঁতারের জন্য পুকুর।
- English Word nation Bengali definition [নেইশ্ন্] (noun) [countable noun] একটি বিশেষ ভূখণ্ডে বসবাসকারী সাধারণত এক ভাষাভাষী এবং একটি রাজনৈতিক চারিত্র্য বা আশা-আকাঙ্ক্ষাযুক্ত বৃহৎ জনগোষ্ঠী; জাতি। দ্রষ্টব্যstate 1 (২). nationwide (adjective), (adverb) সমগ্র জাতির উদ্দেশে; দেশব্যাপী; দেশজুড়ে।
- English Word national Bengali definition [ন্যাশ্নাল্] (adjective) জাতীয়; জাতিগত; রাষ্ট্রীয়: a national theatre. national anthem জাতীয় সংগীত। the National Debt রাষ্ট্রের সমগ্র ঋণ; জাতীয় ঋণ। national monument (প্রায়ই সরকারের রক্ষণাবেক্ষণাধীন) ইতিহাসপ্রসিদ্ধ ইমারত, কীর্তি,স্থান ইত্যাদি; জাতীয় কীর্তিস্তম্ভ। National Trust (British/Britain) জাতির জন্য নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত কিংবা ইতিহাসপ্রসিদ্ধ স্থান সংরক্ষণের জন্য ১৮৯৫ খ্রিষ্টাব্দে গঠিত অছি ব্যবস্থা বা ন্যাস। the Grand National ব্রিটেনে মার্চ মাসে অনুষ্ঠিত প্রধান ঘোড়দৌড় প্রতিযোগিতা। □ (noun) বিশেষ কোনো দেশের নাগরিক: an Italian national. nationally [ন্যাশ্নালি] (adverb) জাতীয়ভাবে।
- English Word nationalism Bengali definition [ন্যাশ্নালিজাম্] (noun) (১) নিজ জাতির প্রতি গভীর মমত্ববোধ; দেশাত্মবোধ; দেশের কল্যাণসাধক, প্রযত্ন, নীতি ইত্যাদি; জাতীয়তাবাদ। (২) (পরাধীন দেশে) রাজনৈতিক/অর্থনৈতিক মুক্তি আন্দোলন; জাতীয়তাবাদ।
- English Word nationalist Bengali definition [ন্যাশ্নালিস্ট্] (noun) জাতীয়তাবাদী: Bengali nationalists. □ (adjective) (অপিচ nationalistic [ন্যাশ্নালিস্টিক্]) জাতীয়তাবাদী।
- English Word nationality Bengali definition [ন্যাশান্যালাটি] (noun) (plural nationalities) [countable noun, uncountable noun] জাতীয়তা।
- English Word nationalize, nationalise Bengali definition [ন্যাশ্নালাইজ্] (verb transitive) (১) ব্যক্তিমালিকানা থেকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া; রাষ্ট্রায়ত্ত করা। (২) (কোনো ব্যক্তিকে) জাতীয়তা দান করা: nationalized Greeks in the America(n), নাগরিকত্বপ্রাপ্ত গ্রিক। (৩) (স্বাধীন) জাতিতে পরিণত করা: Bengal is were nationalized in 1 9 7 1, স্বাধীন জাতিতে পরিণত হয়। nationalization, nationalisation [ন্যাশ্নালাইজেইশ্ন America(n) ন্যাশ্নালিজেইশ্ন] রাষ্ট্রীয়করণ; রাষ্ট্রায়ত্তকরণ; জাতীয়করণ।
- English Word native Bengali definition [নেইটিভ্] (noun) (১) কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি; জাতক: a native of Bangladesh/Dhaka. (২) অন্যদেশ থেকে আগত অভিবাসী, অতিথি, পর্যটক প্রভৃতি থেকে স্বতন্ত্রভাবে (বিশেষত সাংস্কৃতিক পার্থক্যহেতু) উক্তরূপ জাতক; দেশীয়; দেশোদ্ভব; আদিবাসী। go native (অভিবাসী, পর্যটক) ভিন্ন দেশ বা স্থানে বসবাস করে সেই দেশ বা স্থানের রীতিনীতি অবলম্বন করা; দেশাচারী হওয়া। (৩) কোনো বিশেষ এলাকার স্বাভাবিক প্রাণী বা উদ্ভিদ; দেশজ; সহজোত্পন্ন; The giraffe is a native of Africa. (৪) (British/Britain) ব্রিটিশ জলসীমায়, বিশেষত কৃত্রিম খামারে, সম্পূর্ণ বা আংশিকভাবে লালিত ঝিনুক: whistable natives. □ (adjective) (১) জন্মের সঙ্গে সম্পর্কিত: native land, জন্মভূমি; native place, জন্মস্থান। (২) দেশীয়; স্থানীয়; দেশজ: native customs, দেশাচার। (৩) (গুণাগুণ সম্বন্ধে) সহজ; আজন্মসিদ্ধ; স্বভাবজ্; স্বাভাবিক; নৈসর্গিক: native ability/charm. (৪) native to (প্রাণী, উদ্ভিদ) আদিতে উদ্ভূত; প্রথমোৎপন্ন; দেশোদ্ভব: plants native to America (আলু, তামাক ইত্যাদি)। (৫) (ধাতু) অবিমিশ্র অবস্থায় প্রাপ্ত; অকৃত্রিম: native gold.
- English Word nativity Bengali definition [নাটিভাটি] (noun) (plural nativities) জন্ম, বিশেষত যিশুর জন্ম (the nativity); জন্মগ্রহ; যিশুর জন্মবিষয়ক চিত্র: a Nativity Play যিশুর জন্মবিষয়ক নাটক।
- English Word natter Bengali definition [ন্যাটা(র্)] (verb intransitive) (British/Britain কথ্য) অনর্থক বকবক করা; অসন্তোষভরে গজগজ/বিড়বিড় করা।