N পৃষ্ঠা ১৬
- English Word noodle 1 Bengali definition [নূড্ল্] (noun) বোকা; হাবা।
- English Word noodle 2 Bengali definition [নূড্ল্] (noun) (সাধারণত plural) ময়দা ও পানি কিংবা ময়দা ও ডিম দিয়ে তৈরি দড়ির মতো সরু করে প্রস্তুত খাদ্যদ্রব্যবিশেষ; নুড্ল্স্।
- English Word noogler Bengali definition [নূগ্লা(র্)] (noun) গুগলের নতুন স্টাফ বা কর্মচারী অথবা যিনি সবেমাত্র গুগলে চাকরি নিয়েছেন: This is my second day as a noogler.
- English Word nook Bengali definition [নুক্] (noun) বিবিক্ত স্থান; কোণ; কোনাকাঞ্চি: search every nook and cranny, সর্বত্র।
- English Word noon Bengali definition [নূন্] (noun) দ্বিপ্রহর; দুপুর; মধ্যাহ্ন। noonday [নূন্ডেই],noontide [নূন্টাইড্] (noun(s) =noon
- English Word noose Bengali definition [নূস্] (noun) ফাঁস: the hangman’s noose, ফাঁসি। put one’s head in the noose (লাক্ষণিক) ফেঁসে যাওয়া; নিজের হাতে ফাঁস পরা। (verb transitive) ফাঁস দিয়ে ধরা; ফাঁস বানানো।
- English Word nope Bengali definition [নোপ্] (interjection) (অপশব্দ) না।
- English Word nor Bengali definition [নো(র্)] (conjunction) (১) (neither বা not- এর পরে) ওটাও না; I can eat neither meat nor fish. (২)...ও না: He did not go; nor did I. nor was this all, এটাই সব নয়।
- English Word nor- Bengali definition [নো(র্)] (prefix) দ্রষ্টব্য north.
- English Word Nordic Bengali definition [নোডিক্] (noun), (adjective) (বিশেষত স্ক্যান্ডিনেভিয়ায়) দীর্ঘকায়; স্বর্ণাভ কেশ ও নীলচক্ষুবিশিষ্ট ইউরোপীয় কিংবা তাদের সম্বন্ধীয়; উত্তরদেশীয়; উদীচ্য।
- English Word Norfolk Bengali definition [নোফাক্] (noun) ইংল্যান্ডের কাউন্টি বা জেলা। Norfolk jacket পুরুষের কোমরবন্ধযুক্ত জ্যাকেট; নর্ফক জ্যাকেট।
- English Word norm Bengali definition [নোম্] (noun) (১) (কোনো গোষ্ঠীর প্রতিনিধিস্থানীয়) প্রতিরূপক বা টাইপ; মান; মানদণ্ড; আদর্শ। (২) (কোনো কোনো শিল্পপ্রতিষ্ঠান ইত্যাদিতে) কোনো কার্যদিবসে প্রত্যাশিত বা আবশ্যিক কাজের পরিমাণ; নিয়ম: set the workers a norm; fulfil one’s norm.
- English Word normal Bengali definition [নোম্ল্] (adjective) নিয়মমাফিক; স্বাভাবিক; নৈয়মিক: the normal temperatures of the human body. normal school (কোনো কোনো দেশে) সাধারণত প্রাথমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ বিদ্যালয়। □ (noun) [uncountable noun] সাধারণ অবস্থা; স্তর, মান ইত্যাদি; স্বাভাবিক: above/below normal. normally [নোমালি] (adverb) নিয়মমাফিক। normality [নোম্যালাটি],normalcy [নোম্ল্সি] (noun(s)) [uncountable noun] নৈয়মিকতা। normalize, normalise [নোমালাইজ্] (verb transitive) স্বাভাবিক/নিয়মানুগ করা। normalization, normalisation [নোমালাইজেইশান্ America(n) নোমালিজেইশান্] (noun) [uncountable noun] স্বাভাবিকীকরণ; নিয়মানুগকরণ।
- English Word Norman Bengali definition [নোমান্] (noun) নর্মান্ডির অধিবাসী; স্ক্যান্ডিনেভীয় ও ফ্রাংকিশ (জার্মান জাতির শাখা) জাতির মিশ্র বংশধর যারা আনুমানিক ৯ম শতাব্দীতে নর্মান্ডিতে বসতি গাড়েন; নর্মন। □ (adjective) নর্মন জাতি সম্বন্ধীয়, বিশেষত একাদশ শতকের ইংল্যান্ডবিজয়ী নর্মনদের সম্পর্কিত; নর্মন: the Norman conquest.
- English Word normative Bengali definition [নোমাটিভ্] (adjective) মাননির্ধারক; নিয়মাত্মক: a normative, prescriptive grammer.
- English Word Norse Bengali definition [নোস্] (noun) নরওয়ে। (adjective) নরওয়ে সম্বন্ধীয়; নরওয়েজীয়।
- English Word north Bengali definition [নোথ্] (noun) (১) উত্তরদিক; উদীচী। (২) (attributive(ly)) উত্তর: the north pole, উত্তরমেরু; the North star, ধ্রুব; ধ্রুবতারা; a north wind, উত্তুরে বায়ু; the North Country, উত্তর ইংল্যান্ড□ (adverb) উত্তর দিকে; উত্তরাভিমুখে: sailing north. north east, north west (সংক্ষেপ NE, NW) (noun(s)), (adverb(s)) (কখনো কখনো বিশেষত নৌচালনবিদ্যা nor’-east [নোর্ঈস্ট্], nor’-west [নোওয়েস্ট্]) উওরপূর্ব/উত্তর-পশ্চিম (অঞ্চল)। the North-west Passage আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার জন্য কানাডা ও আলাস্কার উপকূল বরাবর সমুদ্রপথ। north-north east, north-north west (সংক্ষেপ NNE, NNW) (noun(s)), (adjective(s)) (কখনো কখনো, বিশেষত নৌ) nor’-nor’-east [নোনোর্ঈস্ট্], nor’-nor’-west [নো নোওয়েস্ট্] উত্তর-উওরপূর্ব/উত্তর-উত্তরপশ্চিম (অঞ্চল)। northeaster (noun) ঈশানের ঝড়। northeasterly (adjective) (বায়ু) ঈশান কোণ থেকে প্রবাহিত; (দিক) ঈশান কোণ অভিমুখী। northwester (noun) বায়ুকোণাগত ঝড়; কালবৈশাখী। northwesterly (adjective) (বায়ু) বায়ুকোণ থেকে; (দিক) বায়ুকোণ অভিমুখী। northeastern [নোঈস্টান্] (adjective) ঈশানকোণস্থ; ঈশানের; ঈশান সম্বন্ধীয়। northwestern [নোওয়েস্টান্] (adjective) বায়ুকোণস্থ; বায়ুকোণের; বায়ুকোণ সম্বন্ধীয়। northwards [নোথোআজ্] (adverb) উওরাভিমুখে।
- English Word northerly Bengali definition [নোদালি] (adjective), (adverb) (বায়ু) উত্তুরে; উত্তরাভিমুখে; উত্তর দিকে; উত্তরস্থ; উত্তরে।
- English Word northern Bengali definition [নোদান্] (adjective) উত্তরদিক সংক্রান্ত; উত্তরদিকস্থ; উত্তুরে: the northern hemisphere, উত্তর গোলার্ধ। the northern lights উদীচী ঊষা; সুমেরুপ্রভা northerner [নোদানা(র্)] (noun) উওরাঞ্চলবাসী। northernmost [নোদান্মোউস্ট্] (adjective) সবচেয়ে উত্তরস্থিত।
- English Word Norwegain Bengali definition [নোওয়ীজান্] (noun), (adjective) নরওয়েজীয় (ভাষা ও মানুষ)।