• whether or no (ক) এটা কিংবা ওটা কিনা।
      • whether (খ) এটাই হোক আর ওটাই হোক, যাই হোক না কেন, যা-ই ঘটুক বা না ঘটুক, যেকোনো ক্ষেত্রে: You may rely upon my help, whether or no, অন্যরা সাহায্য করুক বা না করুক।
      • whether or not (নেতিবাচক বিকল্পটিকে স্বীকার করে): whether or not it rains, we are going to hold a protest rally tomorrow; Tell me whether or not I should invite Kamal and his wife.
      • whether or no = whether or not: Whether or no you do your work, I’ll do mine, তুমি কর কি না কর, ।