N পৃষ্ঠা ২
- English Word namely Bengali definition [নেইম্লি] (adverb) অর্থাৎ; নামত; যথা।
- English Word nankeen Bengali definition [ন্যান্কীন্] (noun) [uncountable noun] আদিতে স্বাভাবিক হলুদ তুলা দিয়ে প্রস্তুত সুতি বস্ত্রবিশেষ; নানকিন।
- English Word nanny Bengali definition [ন্যানি] (noun) (plural nannies)=nurse 1 (১), আয়া।
- English Word nannygoat Bengali definition [ন্যানি গোউট] (noun) বকরি; ছাগি। দ্রষ্টব্য billy-goat.
- English Word nano Bengali definition [ন্যানো] (noun) একশ কোটি ভাগের এক ভাগ; ক্ষুদ্রাতিক্ষুদ্র: lab-grown diamonds at the nano scale. nanotechnology (noun) ন্যানোপ্রযুক্তি: Nature has developed biological nano for billions of years of evolution.
- English Word nanobreak Bengali definition [ন্যানোব্রেইক্] (noun) [countable noun] (plural nanobreaks) 'nano' আর 'break' মিলে তৈরি: এক রাতের ছুটি; বাড়ি থেকে এক রাতের জন্য বাইরে কোথাও যাওয়া: Finally I got a nanobreak from my office. বিকল্প বানান nano break.
- English Word nap 1 Bengali definition [ন্যাপ্] (noun) [countable noun] (বিশেষত দিনের বেলায়) ঈষৎ নিদ্রা (যার জন্য শয্যা আবশ্যিক নয়)। □ (verb intransitive) (napped, napping, naps) (বিরল) catch somebody napping ঘুমন্ত অবস্থায় পাওয়া/ধরা; (ভুল করার সময়ে) অতর্কিতে/অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলা।
- English Word nap 2 Bengali definition [ন্যাপ্] (noun) [uncountable noun] সুতি বা পশমি কাপড়ের আঁশালো পিঠ।
- English Word nap 3 Bengali definition [ন্যাপ্] (noun) (British/Britain) তাসের একা ধরনের খেলা।
- English Word napalm Bengali definition [নেইপা:ম্] (noun) [uncountable noun] আগুনে বোমায় ব্যবহৃত জমাটবাঁধা থকথকে পেট্রল; নাপাম।
- English Word nape Bengali definition [নেইপ্] (noun) ঘাড়; গ্রীবার পশ্চাদ্দিক।
- English Word naphtha Bengali definition [ন্যাফ্থা] (noun) [uncountable noun] আলকাতরা ও পেট্রল থেকে উৎপন্ন দাহ্য তেলবিশেষ; ন্যাফথা। naphthalene [ন্যাফ্থালীন্] (noun) [uncountable noun] আলকাতরা ও পেট্রল থেকে তৈরি কড়া গন্ধযুক্ত পদার্থ যা রং তৈরিতে ব্যবহৃত হয় এবং কাপড় ইত্যাদি কীটমুক্ত রাখার জন্য সাদা গুলির আকারে ব্যবহার করা হয়; ন্যাপথালিন।
- English Word napkin Bengali definition [ন্যাপ্কিন্] (noun) [countable noun] (১) (table) napkin খাবার সময়ে পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা, ঠোঁট মোছা প্রভৃতি উদ্দেশ্যে ব্যবহৃত কাপড়ের টুকরাবিশেষ; ন্যাপকিন। napkin-ring (noun) ব্যক্তিবিশেষের ন্যাপকিন ধারণ ও পৃথক করার জন্য আংটা। দ্রষ্টব্যserviette. (২) (America(n)= diaper) (nappy অধিক প্রচলিত) মল শুষে নেওয়ার জন্য শিশুর নিতম্ব ও দুই পায়ের মাঝখানে জড়িয়ে রাখা তোয়ালেবিশেষ।
- English Word Napoleonic Bengali definition [নাপোউলিঅনিক্] (adjective) নাপোলেও বোনাপার্তের (১৭৬৯-১৮২১) মতো বা তাঁর সম্পর্কিত; নাপোলেওনিক।
- English Word nappy Bengali definition [ন্যাপি] (noun) (plural nappies) (British/Britain কথ্য) =napkin (২).
- English Word narcissism Bengali definition [না:সিসিজাম্] (noun) [uncountable noun] (মনোবিজ্ঞান) নিজের মধ্যে একান্ত অভিনিবিষ্টতা; আত্মরতি; আত্মকাম; স্বকাম।
- English Word narcissus Bengali definition [না:সিসাস্] (noun) (plural 'narcissuses' [না:সাসিজ্] কিংবা 'narcissi' [না:সিসাই]) কন্দজ উদ্ভিদবিশেষ (ড্যাফোডিল; জংকুইল ইত্যাদি); বিশেষত বসন্তকালে যে জাতীয় গাছে কড়া গন্ধযুক্ত সাদা বা হলুদ ফুল ধরে; নার্গিস।
- English Word narcolepsy Bengali definition [না:ক্লেপ্সি] (noun) রোগ, যার প্রধান লক্ষণ সাধারণত স্বল্পকালস্থায়ী নিদ্রার অপ্রতিরোধ্য আক্রমণ; নিদ্রারোগ।
- English Word narcotic Bengali definition [না:কটিক্] (noun), (adjective) মাদকদ্রব্য; যা নিদ্রা উৎপাদন করে, ইন্দ্রিয়বোধকে ভোঁতা করে দেয় এবং মাত্রাতিরিক্ত সেবনে সম্পূর্ণ অসাড়তা সৃষ্টি করে; মাদক: use of narcotics by teenagers; a narcotic drug. narcosis [না:কোউসিস্] (noun) মাদকদ্রব্য সেবনজনিত অসাড়তা/অচৈতন্য।
- English Word nark 1 Bengali definition [না:ক্] (noun) (British/Britain অপশব্দ) পুলিশের টোপ বা চর।