N পৃষ্ঠা ২০
- English Word numeration Bengali definition [নিউমারেইশ্ন্ America(n) নূমারেইশ্ন্] (noun) গণনার পদ্ধতি বা প্রক্রিয়া; প্রতীকে লিখিত সংখ্যার কথায় প্রকাশ।
- English Word numerator Bengali definition [নিউমারেইটা(র্) America(n) নূমারেইটা(র্] (noun) ভগ্নাংশের লব, যথা: ২/৩-এ ২। দ্রষ্টব্যdenominator.
- English Word numerical Bengali definition [নিউমেরিক্ল্ America(n) নূমেরিক্ল্] (adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক। numerically [নিউমেরিক্লি] (adverb): The Chinese were numerically superior.
- English Word numerous Bengali definition [নিউমারাস্ America(n) নূমারাস্] (adjective) বিপুলসংখ্যক; অনেক; বহু।
- English Word numinous Bengali definition [নিউমিনাস্ America(n) নূমিনাস্] (adjective) ভয় ও ভক্তির উদ্রেক করে এমন; ঐশ্বরিক।
- English Word numismatics Bengali definition [নিউমিজ্ম্যাটিক্স্ America(n) নূমিজ্ম্যাটিক্স্] (noun) (singular verb-সহ) মুদ্রা ও পদকসংক্রান্ত বিদ্যা। numismatist [নিউমিজ্মাটিস্ট্ America(n) নূমিজ্মাটিস্ট্] (noun) মুদ্রা ও পদক সংগ্রাহক; মুদ্রা ও পদক বিশেষজ্ঞ।
- English Word numskull Bengali definition [নাম্স্কাল্] (noun) বোকা লোক।
- English Word nun Bengali definition [নান্] (noun) মঠবাসিনী; সন্ন্যাসিনী। nunnery [নানারি] (noun) মহিলাদের মঠ; নারী-মঠ। দ্রষ্টব্যmonk, monastery.
- English Word nuncio Bengali definition [নান্সিওউ] (noun) বিদেশে পোপের দূত বা প্রতিনিধি।
- English Word nuptial Bengali definition [নাপ্শ্ল্] (adjective) বিয়েসংক্রান্ত। nuptials (noun) (plural) বিয়ে; পরিণয়।
- English Word nurse 1 Bengali definition [নাস্] (noun) (১) (nurse)maid শিশুর দেখাশোনায় নিয়োজিত মহিলা বা বালিকা। দ্রষ্টব্যnanny. (২) যে মহিলা নিয়োগভিত্তিতে অন্যের শিশুকে স্তনদান করে। (৩) স্তনদান: put a child to nurse. (৪) সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত সেবক বা সেবিকা: a hospital nurse. (৫) বিশেষ গুণের লালনকারী দেশ; কলেজ; প্রতিষ্ঠান ইত্যাদি; UK has been a nurse of sportsmen.
- English Word nurse 2 Bengali definition [নাস্] (verb transitive) (১) শুশ্রূষা করা: She nursed me during my illness. nursing-home (noun) সাধারণত হাসপাতাল অপেক্ষা ছোট ব্যক্তিমালিকানাধীন চিকিৎসায়তন। (২) স্তন্য দান করা। (৩) (শিশু বা পালিত কুকুরকে) হাঁটুতে নিয়ে বা জড়িয়ে ধরে আদর করা। (৪) বিশেষ যত্ন নেওয়া: nurse a flower bed; nurse a constituency, নিজ নির্বাচনী এলাকার ভোটারদের রাখা। nurse a cold সর্দি নিরাময় করার জন্য গরম জামাকাপড় পরে ঘরে থাকা। (৫) মনে মনে লালন করা: nurse thoughts of revenge.
- English Word nursery Bengali definition [নাসারি] (noun) (১) ছোট শিশুদের জন্য ব্যবহার্য ঘর। day nursery যে প্রতিষ্ঠানে কর্মজীবী মায়েরা কাজের সময়ে তাদের শিশু সন্তান রেখে যেতে পারে। nursery rhyme ছেলেভুলানো ছড়া বা গান। nursery school ২ থেকে ৫ বছর বয়সের শিশুদের জন্য স্কুল; প্রাক-প্রাথমিক বিদ্যালয়। nursery slope (স্কি খেলায়) যে তুষার-ঢাল নবীন শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী। (২) যেখানে গাছের চারা লালন করা হয়; তরুশালা। nurseryman [নাসারিমান্] (noun) যে ব্যক্তি তরুশালায় কাজ করে।
- English Word nurture Bengali definition [নাচা(র্)] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) প্রতিপালন; প্রশিক্ষণ; শিশুশিক্ষা। (verb transitive) প্রতিপালন করা; শিক্ষাদান করা: a carefully nurtured boy.
- English Word nut Bengali definition [নাট্] (noun) (১) বাদাম। a hard nut to crack কঠিন সমস্যা। nut-brown (adjective) পাকা বাদামের মতো রংবিশিষ্ট। nut-butter (noun) বাদাম থেকে তৈরি মাখন। nut-crackers (noun), (plural) বাদাম ভাঙার কল। nut-shell (noun) বাদামের খোসা। (put something) in a nurtureshell (লাক্ষণিক) সংক্ষেপে (প্রকাশ করা)। (২) বোলটুর মাথায় আটকানোর জন্য ছোট আংটাবিশেষ; নাট। (৩) (অপশব্দ) (মানুষের) মাথা। off one’s nurture (অপশব্দ) উন্মাদ; মাথাখারাপ। nurture-house (noun) (অপশব্দ) পাগলাগারদ। (৪) (plural) কয়লার গুল। □(verb intransitive) go nutting বাদাম কুড়ানো।
- English Word nut-meg Bengali definition [নাট্মেগ্] (noun) (১) [countable noun] জায়ফল। (২) [uncountable noun] বিচিসদৃশ এই ফলের গুঁড়া।
- English Word nutria Bengali definition [নিউট্রিআ America(n) নূট্রিআ] (noun) কয়পু নামে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্র ইঁদুরজাতীয় প্রাণীর চামড়া বা লোম।
- English Word nutrient Bengali definition [নিউট্রিআন্ট্ America(n) নূট্রিআন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) পুষ্টিদায়ক (noun) পুষ্টিকর পদার্থ।
- English Word nutriment Bengali definition [নিউট্রিমান্ট্ America(n) নূট্রিমান্ট্] (noun) পুষ্টিকর খাদ্য।
- English Word nutrition Bengali definition [নিউট্রিশ্ন্ America(n) নূট্রিশ্ন্] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] পুষ্টি; খাদ্যগুণবিষয়ক বিজ্ঞান; পুষ্টিবিজ্ঞান। nutritionist (noun) পুষ্টিবিজ্ঞানী।