N পৃষ্ঠা ১২
- English Word nincompoop Bengali definition [নিঙ্কাম্পূপ্] (noun) নির্বোধ জড়ধী ব্যক্তি; হাঁদারাম।
- English Word nine Bengali definition [নাইন্] (noun), (adjective) নয়। দ্রষ্টব্য পরি. ৪। a nine-day’s wonder এমন বস্তু যা কয়েক দিনের জন্য মনোযোগ আকর্ষণ করার পর মন থেকে মুছে যায়। dressed up to the nines জবড়জং সাজপোশাকে সজ্জিত। nine times out of ten প্রায়ই। ninepence [নাইন্পান্স্ America(n) নাইন্পেন্স্] (noun) ninepenny [নাইন্পানি America(n) নাইন্পেনি] (adjective) nineteen [নাইন্টীন্] (noun), (adjective) উনিশ। (talk) nineteen to the dozen অনবরত (কথা বলা)। nineteenth [নাইন্টীন্থ্] (noun), (adjective) উনিশতম; উনিশের এক ভাগ। ninetieth [নাইন্টিআথ্] (noun), (adjective) নবতিতম; নব্বইয়ের এক ভাগ। ninety [নাইন্টি] (noun), (adjective) নব্বই। ninety-nine times out of a hundred প্রায় সর্বদা। the nineties নব্বইয়ের দশক। ninefold [ফোউল্ড্] (adjective), (adverb) নয় ;গুণ। ninth [নাইন্থ্] (noun), (adjective) নবম, নয়ের এক ভাগ। ninthly (adverb) নবমত।
- English Word ninepins Bengali definition [নাইন্পিন্জ্] (noun), (plural singular verb-সহ) (১) খেলাবিশেষ এতে একটি বলকে মেঝের উপর দিয়ে বোতলাকৃতি নয়টি কাষ্ঠখণ্ডের দিকে গড়িয়ে দেওয়া হয়। দ্রষ্টব্যtenpins. (২) (singular) উক্ত কাষ্ঠখণ্ডের যেকোনো একটি। go down like a ninepin ধপাস/ধপ করে পড়া।
- English Word ninny Bengali definition [নিনি] (noun) (plural ninnies) হাবা; বোকারাম।
- English Word niobium Bengali definition [নাইওউবিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) কোনো কোনো সংকর ধাতুর ব্যবহৃত বিরল ধাতব মৌল। (প্রতীক ঘন); নিয়োবিয়াম।
- English Word nip Bengali definition [নিপ্] (verb transitive), (verb intransitive) (১) চিমটি কাটা; ঢিপে বা কামড়ে ধরা; ছ্যাঁচা খাওয়া; ছাঁটা: Something nipped my sides while I was swimming. (২) (তুষার, বাতাস) নষ্ট করা; ক্ষতিসাধন করা। nip something in the bud অঙ্কুরে বিনষ্ট করা; বুদ্ধি ব্যাহত করা। (৩) কামড় বা চিমটি বসানো। (৪) (কথ্য) তাড়া করা: nip along. □ (noun) [countable noun] (১) চিমটি; খামচি; কামড়: a cold nip in the air, ঠাণ্ডা বাতাসের কামড়। (২) (উগ্রসুরাজাতীয়) স্বল্পপরিমাণ পানীয়; চিমটি: a nip of brandy.
- English Word nipper Bengali definition [নিপা(র্)] (noun) (১) (plural কথ্য) চিমটা; সাঁড়াশি ইত্যাদি আঁকড়ে ধরার যন্ত্র; চিমটা। (২) (কাঁকড়া, চিংড়ি ইত্যাদির) দাঁড়া। (৩) (British/Britain কথ্য) ছোট শিশু।
- English Word nipple Bengali definition [নিপ্ল্] (noun) (১) (পুরুষ বা স্ত্রীলোকের) দুধের বোঁটা; স্তনাগ্র; চুচুক। তুলনীয় অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর teat. (২) (teat অধিক প্রচলিত) শিশুর দুধের বোতলের রবারের মুখ; চুচুক। (৩) চুচুকাকৃতি কোনো বস্তু। greasing nipple.
- English Word Nipponese Bengali definition [নিপানীজ্] (adjective) নিপ্পনীয়; জাপানি।
- English Word nippy Bengali definition [নিপি] (adjective) (nippier; nippiest) (কথ্য) (১) (British/Britain) তীব্র/কনকনে ঠাণ্ডা। (২) চটপটে। look nippy চটপটে হওয়া।
- English Word nirvana Bengali definition [নিআভা:না] (noun) (বৌদ্ধধর্মে) নির্বাণ।
- English Word nisi Bengali definition [নাইসাই] (conjunction) (লাতিন আইন) যদি না: decree nisi (বিবাহবিচ্ছেদ ইত্যাদির) ডিক্রি, যা নির্ধারিত সময়ের মধ্যে রদ করার কারণ দর্শাতে না-পারলে বলবৎ হয়।
- English Word Nissen hut Bengali definition [নিস্ন্ হাট্] (noun) বাঁধানো মেঝের উপর ঢেউতোলা লোহার পাতের পূর্বনির্মিত অর্ধবৃত্তাকার কুঁড়ে ঘর; নিসন কুটির।
- English Word nit 1 Bengali definition [নিট্] (noun) উকুন কিংবা অন্য পরজীবী কীটের ডিম; নিকি।
- English Word nit 2 Bengali definition [নিট্] (noun) =nitwit.
- English Word niter Bengali definition [নাইটা(র্)] দ্রষ্টব্য nitre
- English Word nitrate Bengali definition [নাইট্রেইট্] (noun) নাইট্রিক এসিডের সঙ্গে কোনো ক্ষারের বিক্রিয়ার ফলে উৎপন্ন লবণ; বিশেষত সাররূপে ব্যবহৃত potassium nitrate ও sodium nitrate; সোরা; যবক্ষার (plural- এ ‘বিভিন্ন ধরনের সোরা’ বোঝায়)।
- English Word nitre Bengali definition (America(n)=niter [নাইটা(র্)] (noun) [uncountable noun] পটাশিয়াম ও সোডিয়াম নাইট্রেট (saltpeter নামেও পরিচিত); সোরা; যবক্ষার।
- English Word nitric Bengali definition [নাইট্রিক্] (adjective) নাইট্রোজেন সম্বন্ধীয় বা নাইট্রোজেনঘটিত; যবক্ষারজানিক। nitric acid (HNO 3) স্বচ্ছ; বর্ণহীন; শক্তিশালী এসিড; যার প্রয়োগে সব পদার্থই ক্ষয় হয়; যবক্ষারজানিক অম্ল; নাইট্রিক এসিড।
- English Word nitrochalk Bengali definition [নাইট্রোচোক্] (noun) [uncountable noun] বসন্তকালের ঘাসের বৃদ্ধির সহায়ক সারবিশেষ (ক্যালসিয়াম কার্বনেট ও অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণ)।