• Bengali Word means English definition [মীন্‌জ্‌] (noun) (plural) (প্রায়ই এক বছর হিসেবে ব্যবহৃত) পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে কোনো ফল পাওয়া যেতে পারে; উপায়।
    by all possible means সম্ভাব্য সব উপায়ে। by means of মাধ্যমে, means (কিছুর) সাহায্যে। by all means অবশ্যই। by no আদৌ নয়; কোনোত্রুমেই নয়। by no manner of means কোনোভাবেই নয়। by some means or other যেভাবেই হোক; কোনো-না-কোনোভাবে। by fair means or foul ন্যায় বা অন্যায় যে পদ্ধতিতেই হোক না কেন। ways and means পদ্ধতি (বিশেষত সরকারি চাহিদা পূরণে করারোপের মাধ্যমে অর্থ সংগ্রহের)।