N পৃষ্ঠা ১১
- English Word nick-nack Bengali definition [নিক্ন্যাক্]= knick-knack.
- English Word nickel Bengali definition [নিক্ল্] (noun) (১) [uncountable noun] (রসায়ন) রজতশুভ্র কঠিন ধাতুবিশেষ (প্রতীক Ni); নিকেল। (২) মার্কিন মুদ্রাবিশেষ; যার মূল্য ৫ সেন্ট। □ (verb transitive) (nickelled, nickelling, nickels, America(n) =nickeled, nickeling, nickels) নিকেলের প্রলেপ দেওয়া।
- English Word nickname Bengali definition [নিক্নেইম্] (noun) প্রকৃত নামের অতিরিক্ত। পরিবর্তে দেওয়া নাম; উপনাম। (verb transitive) উপনাম দেওয়া।
- English Word nicotine Bengali definition [নীকাটীন্] (noun) [uncountable noun] তামাক পাতায় উপস্থিত বিষাক্ত তৈলাক্ত পদার্থবিশেষ; নিকোটিন।
- English Word nictate Bengali definition [নিক্টেইট্] , nictitate [নিক্টিটেইট্] (verb intransitive) চোখ টেপা।
- English Word nidificate Bengali definition [নিডিফিকেইট্], nidify [নিডিফাই] (verb intransitive) (পাখির) বাসা বানানো।
- English Word nidus Bengali definition [নাইডাস্] (noun) কীটপতঙ্গের ডিমপাড়ার স্থান; বীজ ইত্যাদির অঙ্কুরোদ্গমের স্থান; রোগ ইত্যাদির উদ্ভব বা বিকাশের স্থান; কোনো বস্তু জমা বা ন্যস্ত করার স্থান; বাসা।
- English Word niff Bengali definition [নিফ্] (noun) (British/Britain অপশব্দ) গন্ধ; দুর্গন্ধ। niffy (adjective) (অপশব্দ) দুর্গন্ধ।
- English Word nifty Bengali definition [নিফ্টি] (adjective) (অপশব্দ) (১) কেতাদুরস্ত; ফিটফাট; ছিমছাম। (২) দুর্গন্ধযুক্ত। (৩) চটপটে; ক্ষিপ্র; কর্মক্ষম; কর্মিষ্ঠ: Look nifty.
- English Word niggard Bengali definition [নিগাড্] (noun) নীচাশয় কৃপণ ব্যক্তি; পিশাচ। niggardly (adverb) অনিচ্ছাকৃতভাবে সামান্য পরিমাণে প্রদত্ত বা প্রদান করে এমন; কৃপণোচিত: niggardly contributions. niggardliness (noun) কৃপণতা; ব্যয়কুণ্ঠতা।
- English Word nigger Bengali definition [নিগা(র্)] (noun) (নিষেধ) (অশিষ্ট এবং অপমানকর শব্দ) ফেলো; নিগ্রো।
- English Word niggle Bengali definition [নিগ্ল্] (verb intransitive) তুচ্ছ; খুঁটিনাটি বিষয়ে অধিক সময় বা মনোযোগ দেওয়া; সামান্য ব্যাপারে অভিযোগে করা; খুঁত খুঁত করা। niggling (adjective) তুচ্ছ; সামান্য; সংকীর্ণ।
- English Word nigh Bengali definition [নাই] (adverb), (preposition(al)) (nigher, nighest) (পুরাতনী এবং কাব্যিক) কাছাকাছি; নিকটে।
- English Word night Bengali definition [নাইট্] (noun) [countable noun, uncountable noun] (১) রাত; রাত্রি; নিশা; যামিনী। night after night রাতের পর রাত। all night (long) সারারাত (ধরে)। night and day ক্রমাগত; রাত্রিদিন। at night রাতের বেলা; রাতে; রাত্রিবেলা: 9 0’clock at night, রাত নটা। by night রাতে, রাত্রিকালে। get/have/take a night off (গতানুগতিক কাজ থেকে) এক রাতের ছুটি পাওয়া/নেওয়া। have a good/bad night সুনিদ্রা হওয়া/নিদ্রাহীন রাত কাটানো। have a night out বাইরে আনন্দ করে রাত কাটানো (যেমন বাইরে ভোজন করে, তার পর সিনেমা দেখে)। make a night of it সারারাত (বিশেষত পার্টিতে) আমোদ-ফুর্তি করে কাটানো। turn night into day দিনের কাজ রাতে করা; রাতকে দিন করা। work nights রাতের পালায় কাজ করা। দ্রষ্টব্যshift 1 (২). (২) (যৌগশব্দ) night-bell (noun) রাতের ঘণ্টা (যেমন চিকিৎসকের বাড়ির সদর দরজায় থাকে)। night bird (noun) (ক) নিশাচর পাখি (যেমন পেঁচা)। (খ) রাতের বেলায় ঘুরে বেড়ানো (সাধারণত গর্হিত) ব্যক্তি; নিশাচর; রাতের পাখি। nightcap (ক) (আগেকার দিনে) শয্যায় পরার টুপি। (খ) শোয়ার আগে দেয় (সাধারণত সুরাজাতীয়) পানীয়। nightclub (noun) সদস্যদের নাচ, পানাহার বিনোদন ইত্যাদির জন্য উষাকাল পর্যন্ত খোলা ক্লাব; নৈশক্লাব। nightdress (noun) শোয়ার সময় মহিলা ও শিশুদের পরিধেয় দীর্ঘ, ঢিলা পোশাকবিশেষ; নৈশবাস। nightfall (noun) [uncountable noun] সন্ধ্যা; সন্ধ্যাগম; দিবাবসান। nightgown (noun)=night dress. nightie, nighty (noun) (কথ্য)=nightdress. nightjar (noun) সোয়ালোসদৃশ দ্রুতগামী পাখিবিশেষ। night life (noun) [uncountable noun] কোনো শহরে অধিক রাত পর্যন্ত উপভোগ্য আমোদপ্রমোদের ব্যবস্থা; যেমন ক্যাবারে; নৈশক্লাব ইত্যাদি; নৈশজীবন। night-light (noun) (বিশেষত শিশু ও রুগ্ণ ব্যক্তির জন্য) রাতের বেলা শোয়ার ঘরে জ্বালানো বাতি; রাতের আলো। night-line (noun) রাতের বেলা নদী, সরোবর ইত্যাদিতে মাছ ধরার জন্য পাতা টোপযুক্ত বড়শি; রাতের বড়শি। night-long (adjective) রাতভর; রাত্রিব্যাপী। nightmare [নাইটমেআ(র্)] (noun) [countable noun] (ক) দুঃস্বপ্ন। (খ) বদ্ধমূল আতঙ্ক; ভীতিকর বস্তু; ভয়াবহ অভিজ্ঞতা বা অভিজ্ঞতার স্মৃতি; দুঃস্বপ্ন। night-porter (noun) (হোটেলে) রাতের দায়িত্বে নিযুক্ত মুটে; রাতের মুটে। night safe (noun) ব্যাংকের দেওয়ালে চিঠির বাক্সের মতো ব্যবস্থা, যাতে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরেও টাকাকড়ি, মূল্যবান সামগ্রী ইত্যাদি ন্যস্ত করা যায়; নৈশ সিন্ধুক। night school (noun) নৈশ বিদ্যালয়। nightshade (noun) বৈঁচিজাতীয় বিষাক্ত ফলোৎপাদক বিভিন্ন বুনো গাছড়া; কণ্টিকারি। night shift (noun) দ্রষ্টব্যshift 2 (২). nightshirt (noun) শোয়ার সময়ে পরার জন্য পুরুষের লম্বা শার্টবিশেষ; রাতের জামা। night-soil (noun) পায়খানা; নর্দমা ইত্যাদি থেকে রাতের বেলা সরানো ময়লা; রাতের ময়লা। night stop (noun) এক রাতের যাত্রাবিরতি। night-time (noun) রাতের বেলা; রাত্রিকাল। night-watch (noun) নৈশপ্রহরা; নৈশপ্রহরী(গণ)। night-Watchman [নাইট্ওয়াচমান্] (noun) (plural night-Watchmen) নৈশপ্রহরী। in the night-watches রাতের উন্নিদ্র; অস্থির উদ্বিগ্ন প্রহরে। night-work (noun) যে কাজ রাতে করা হয় বা করতে হয়; রাতের কাজ। nightly (adjective), (adverb) নৈশ; প্রতিরাতে; রাত্রিকালে: nightly performances; a variety show twice nightly.
- English Word nightingale Bengali definition [নাইটিঙ্গেইল্ America(n) নাইট্ঙ্গেইল্] (noun) ক্ষুদ্র লালচে বাদামি রঙের যাযাবর গায়কপাখি; নাইটিঙ্গেল।
- English Word nihilism Bengali definition [নাইইলিজাম্] (noun) [uncountable noun] চলতি রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ এবং ধর্মীয় ও নৈতিক বিশ্বাসের সম্পূর্ণ প্রত্যাখ্যান; নাস্তিবাদ। nihilist [নাইইলিস্ট্] (noun) নাস্তিবাদী। nihilistic [নাইইলিস্টিক্] (adjective) নাস্তিবাদী।
- English Word nil Bengali definition [নিল্] (noun) কিছুই না; শূন্য; নাস্তি।
- English Word nimble Bengali definition [নিম্ব্ল্] (adjective) (১) ক্ষিপ্রগামী; চপল চরণ: as nimble as a deer. (২) (মন সম্বন্ধে) তীক্ষ্ণ; তুখোড়; ক্ষিপ্র। nimbly [নিম্ব্লি] (adverb) ক্ষিপ্রগতিতে। nimbleness (noun) ক্ষিপ্রতা; তীক্ষ্ণতা।
- English Word nimbus Bengali definition [নিম্বাস্] (noun) (plural nimbuses [নিম্বাসিজ্]), nimbi [নিম্বাই]) (১) (চিত্রাদিতে সন্তদের মাথার উপরে বা চারপাশ ঘিরে উজ্জ্বল বৃত্তবিশেষ; জ্যোতিশ্চক্র। দ্রষ্টব্যhalo. (২) জলভরা মেঘ।
- English Word niminypiminy Bengali definition [নিমিনি পিমিনি] (adjective) ভড়ংদার; পরিপাটি।