N পৃষ্ঠা ১৪
- English Word nod Bengali definition [নড্] (verb intransitive), (verb transitive) (nodded, nodding, nods) (১) nod (to/at) সম্মতি বা অভিবাদন জানাতে ঈষৎ মাথা নাড়ানো; নোয়ানো বা হেলানো। have a nodding acquaintance with, দ্রষ্টব্যacquaintance. nod (off)২ ঝিমানো; ঘুমন্ত বা আধা ঘুমন্ত অবস্থায় যে রূপ ভুল হতে পারে সেই রকম ভুল করা: I caught the boy nodding. Homer sometimes nods (প্রবাদ) মহত্তম ব্যক্তিরাও ছোটখাটো ভুলের ঊর্ধ্বে নন। (৩) মাথা নেড়ে নির্দেশ দেওয়া: She nodded approval. □ (noun) (১) মস্তকহেলন। (২) the land of nod ঘুমের দেশ। (৩) on the nod (America(n) অপশব্দ) ধারে; বাকিতে।
- English Word noddle Bengali definition [নড্ল্] (noun) (কথ্য) মাথা।
- English Word noddy Bengali definition [নডি] (noun) (১) হাবাগবা লোক। (২) কালো রঙের উষ্ণমণ্ডলীয় সামুদ্রিক পাখিবিশেষ।
- English Word node Bengali definition [নোড্] (noun) (১) (উদ্ভিদবিদ্যা) গাছের কাণ্ডের যে বিন্দুতে পাতা বা কুঁড়ি গজায়; পর্ব। (২) (পদার্থবিদ্যা) কম্পমান বস্তুর বিরামবিন্দু বা বিরামরেখা। (৩) (লাক্ষণিক) সংযোগস্থল।
- English Word nodule Bengali definition [নডিঊল্ America(n) নিজূল্] (noun) ক্ষুদ্র গোলাকার দলা বা পিণ্ড; ক্ষুদ্র গ্রন্থি বা স্ফীতি। nodular [নডিলা(র্)], nodulated [নডিলেইটিড্] (adjective) স্ফীতিযুক্ত; গ্রন্থিল।
- English Word nodus Bengali definition [নোডাস্] (noun) গল্প ইত্যাদির প্লটে জটিলতা; গ্রন্থি; কূটপ্রশ্ন।
- English Word Noel Bengali definition [নোএল্] (noun) বড়দিন।
- English Word nog 1 Bengali definition [নগ্] (noun) কীলক; গোঁজ (verb transitive) গোঁজ দেওয়া।
- English Word nog 2 Bengali definition [নগ্] (noun) পূর্ব অ্যাংলিয়াতে উৎপন্ন কড়া বিয়ারবিশেষ।
- English Word noggin Bengali definition [নগিন্] (noun) অল্প পরিমাণ; সাধারণত এক-চতুর্থাংশ পাইন্ট সুরা; (অপশব্দ) মাথা।
- English Word nohow Bengali definition [নোহাউ] (adverb) (কথ্য) কোনোভাবেই নয়; আদৌ না।
- English Word noise Bengali definition [নয়জ্] (noun) [countable noun, uncountable noun] উচ্চ অপ্রীতিকর শব্দ বিশেষত যদি তা বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত হয়; আওয়াজ; অতিশব্দ; উচ্চনাদ; গোলমাল; শোরগোল; হৈচৈ। make a noise (about something) হৈচৈ বাধানো। make a noise in the world নাম করা; আলোচিত হওয়া। a big noise (অপশব্দ) বিশিষ্ট ব্যক্তি; নামি লোক। □ (verb transitive) noise something abroad সাধারণ্যে প্রচার করা; রটনা করা: It was noised abroad that she eloped with her lover. noiseless (adjective) হৈচৈ-শূন্য; নিঃশব্দ: with noiseless steps. noiselessly (adverb) নিঃশব্দে। noiselessness (noun) হৈচৈ-শূন্যতা।
- English Word noisome Bengali definition [নয়সাম্] (adjective) পীড়াদায়ক; (গন্ধ) কদর্য; বীভৎস।
- English Word noisy Bengali definition [নয়জি] (adjective) (noisier, noisiest) (১) কোলাহলপূর্ণ; হৈচৈপূর্ণ: noisy games;২ কোলাহলপরায়ণ; কোলাহলপ্রিয়; হৈচৈপ্রিয়: noisy children. noisily [নয়জিলি] (adverb) হৈচৈ/কোলাহল করে। noisiness (noun) কোলাহলপূর্ণতা; কোলাহলপরায়ণতা।
- English Word nom de plume Bengali definition [নম্ ডা প্লূম্] (noun) (plural noms [নম্] de plume) (ফরাসি) লেখকের ছদ্মনাম।
- English Word nomad Bengali definition [নোম্যাড্] (noun) স্থায়ী আবাসহীন; একস্থান থেকে অন্যস্থানে নিরন্তর পরিভ্রমণশীল কোনো উপজাতির সদস্য; যাযাবর; বেদে। nomadic [নোম্যাডিক্] (adjective) যাযাবর।
- English Word nomenclature Bengali definition [নাম্যানক্লাচা(র্) America(n) নোমেন্ক্লেইচা(র্)] (noun) [countable noun] (আনুষ্ঠানিক) নামকরণপদ্ধতি; পরিভাষা; নামমালা: binominal nomenclature, দ্বিপদী নামকরণ; geographical nomenclature.
- English Word nominal Bengali definition [নমিন্ল্] (adjective) (১) নামমাত্র: the nominal head of state. (২) তুচ্ছ; নামমাত্র: a nominal price. (৩) (ব্যাকরণ) বিশেষ্য সম্বন্ধীয়; নামসংক্রান্ত। nominally [নমিনালি] (adverb) নামেমাত্র।
- English Word nominate Bengali definition [নমিনেইট্] (verb transitive) (১) nominate somebody (for) কোনো পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া: nominate somebody for Mayor. (২) nominate somebody (to) নিয়োগ/নিযুক্ত করা। nominee [নমিনী] (noun) (কোনো পদে) নিযুক্ত/মনোনীত ব্যক্তি।
- English Word nomination Bengali definition [নমিনেইশ্ন্] (noun) (১) [uncountable noun, countable noun] মনোনয়ন; নিয়োজন। (২) [uncountable noun] কোনো পদে কাউকে নিয়োগ করার অধিকার; নিয়োগাধিকার।