N পৃষ্ঠা ৮
- English Word neolithic Bengali definition [নীআলিথিক্] (adjective) নব্য প্রস্তরযুগীয়; neolithic man.
- English Word neologism Bengali definition [নীঅলাজিজাম্] (noun) [uncountable noun] নতুন শব্দ-রচনা বা প্রয়োগ; নব্যপ্রয়োগ; [countable noun] নবশব্দ।
- English Word neon Bengali definition [নীঅন্] (noun) [uncountable noun] (রসায়ন) আবহমণ্ডলে অল্প অনুপাতে বিদ্যমান বর্ণহীন গ্যাসবিশেষ। (প্রতীক Ne); নিয়ন। neon light (noun) নিম্ন বা কম চাপের বাল্ব বা টিউবের ভিতরে উক্ত গ্যাসের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে উৎপন্ন রঙিন আলো; নিয়ন আলো। neon sign (noun) নিয়ন (আলোর সাহায্যে) বিজ্ঞাপন।
- English Word neophyte Bengali definition [নীআফাইট্] (noun) কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত।
- English Word neoplasm Bengali definition [নীওউপ্ল্যাজাম্] (noun) (প্যাথলজি) অর্বুদ; টিউমার।
- English Word nephew Bengali definition [নিভিঊ America(n) নেফিঊ] (noun) ভ্রাতুষ্পুত্র বা ভাগিনেয়।
- English Word nephology Bengali definition [নেফলাজি] (noun) মেঘবিদ্যা।
- English Word nephritis Bengali definition [নিফ্রাইটিস্] (noun) [uncountable noun] বৃক্কপ্রদাহ।
- English Word nepotism Bengali definition [নেপাটিজাম্] (noun) [uncountable noun] স্বজনপ্রীতি।
- English Word Neptune Bengali definition [নেপ্চূন্ America(n) নেপ্টূন্] (noun) (সৌরমণ্ডলের দূরতম গ্রহগুলোর অন্যতম) নেপচুন।
- English Word neptunium Bengali definition [নেপ্চূনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) ধাতব মৌলবিশেষ (প্রতীক Nb), যা কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে কৃত্রিমভাবে উৎপন্ন হয় এবং আকরিক ইউরেনিয়াম স্বল্প পরিমাণে পাওয়া যায়।
- English Word nerve Bengali definition [নাভ্] (noun) (১) [countable noun] মস্তিষ্ক ও শরীরের অন্য সব অংশের মধ্যে অনুভূতি ও উদ্দীপনা পরিবাহী তন্তু বা তন্তুসমষ্টি; স্নায়ু। nerve-cell (noun) উদ্দীপনা-পরিবাহী কোষ; স্নায়ুকোষ। nerve-centre (noun) পরস্পরসম্পৃক্ত কতকগুলো স্নায়ুকোষের সমষ্টি; স্নায়ুকেন্দ্র; (লাক্ষণিক) নিয়ন্ত্রণকেন্দ্র। (২) (plural) অল্পতেই উত্তেজিত, উদ্বিগ্ন বা উত্ত্যক্ত হওয়ার অবস্থা: He does not know what nerves are, কখনো উত্তেজিত/বিচলিত হয় না; to have nerves of iron, উত্তেজিত/বিচলিত না-হওয়া; She is suffering from nerves, সহজেই উত্তেজিত; উত্ত্যক্ত; বিচলিত হয়। get on one’s nerves কাউকে উত্তেজিত/বিচলিত করা; স্নায়ুর উপর পীড়ন করা। war of nerves প্রতিপক্ষের মনোবল নষ্ট করে তাকে দুর্বল করার প্রয়াস; স্নায়ুযুদ্ধ। nerve-racking (adjective) স্নায়ুনিষ্পেষক। (৩) [uncountable noun] সাহস; আত্মপ্রত্যয় প্রভৃতি থাকার গুণ; স্নায়ুশক্তি: He’s plenty of nerve to face the situation.Have the nerve to do something (ক) প্রয়োজনীয় সাহস; আত্মপ্রত্যয় ইত্যাদি/স্নায়ুশক্তি থাকা। (খ) (কথ্য) ধৃষ্টতা/ঔদ্ধত্য/আস্পর্ধা থাকা; You have the nerve to call me a liar. have a nerve (কথ্য) দুঃসাহস থাকা। lose/regain one’s nerve আত্মপ্রত্যয়; সাহস/ধৈর্য হারানো/ফিরে পাওয়া। (৪) [countable noun] (প্রাচীন প্রয়োগ)= sinew; পেশিবন্ধনী; স্নায়ু। strain every nerve to do something আপ্রাণ চেষ্টা করা; সর্বশক্তি নিয়োগ করা। (৫) (উদ্ভিদবিদ্যা) পাতার শিরা; বিশেষত মধ্যশিরা। □ (verb transitive) nerve oneself for something/to do something (শারীরিক বা মানসিক) শক্তি একত্র করা: nerve oneself for a task. nerveless (adjective) নিস্তেজ; স্নায়ুহীন। nervelessly (adverb) নিস্তেজভাবে।
- English Word nervous Bengali definition [নাভাস্] (adjective) (১) স্নায়ু সম্বন্ধীয়; স্নায়বীয়: the nervous system; স্নায়ুতন্ত্র। a nervous breakdown= neurasthenia; স্নায়ুদৌর্বল্য। (২) অল্পতেই উত্তেজিত; বিচলিত; সন্ত্রস্ত: What are you so nervous about? (৩) উত্তেজনাপূর্ণ; আতপ্ত। full of nervous energy; a nervous style.
- English Word nervy Bengali definition [নাভি] (adjective) (১) (British/Britain কথ্য) স্নায়বিক চাপের অধীন; প্রতপ্ত। (২) (অপশব্দ) বেহায়া; উদ্ধত; ত্যাঁদড়।
- English Word ness Bengali definition [নেস্] (noun) (সাধারণত স্থান নামে) যে ভূখণ্ড ক্রমশ সূক্ষ্মাগ্র হয়ে সমুদ্রে প্রবেশ করেছে; অন্তরীপ।
- English Word nest Bengali definition [নেস্ট্] (noun) (১) পাখির বাসা; নীড়; কুলায়। feather one’s nest, দ্রষ্টব্যfeather 2 (১) foul one’s own nest নিজ গৃহ; পরিবার ইত্যাদি নোংরা/অপবিত্র করা। nest-egg (noun) (লাক্ষণিক) ভবিষ্যৎ ব্যবহারের জন্য সঞ্চিত অর্থ। (২) কোনো প্রাণী বা কীটপতঙ্গের বাসা: a wasp’s nest, a turtle’s nest. (৩) আরামদায়ক স্থান; নীড়: She turned the room into a love nest. (৪) একটির ভিতরে আরেকটি খাপ খায় এরকম একই বস্তুর অনেকগুলো (বিশেষত বাক্স, টেবিল ইত্যাদি)। (৫) (লাক্ষণিক) আশ্রয়; আখড়া; আড্ডা; খাঁটি: a nest of crime/lice/pirates; machine-gun nests, (লোকচক্ষুর অগোচরে) মেশিনগানের ঘাঁটি। □ (verb intransitive) (১) বাসা বাঁধা: The pigeons are nesting under the roof. (২) go nesting পাখির বাসা খুঁজে ডিম চুরি করা।
- English Word nestle Bengali definition [নেস্ল্] (verb transitive), (verb intransitive) (১) nestle (down) আরাম করে বসা বা শোয়া: nestle down in bed. (২) nestle up (against/to) ভালোবেসে জড়িয়ে ধরা বা গায়ের সঙ্গে লাগা: The children nestled up their grandmother. (৩) দোলানো: to nestle a baby in one’s arm.
- English Word nestling Bengali definition [নেস্ট্লিঙ্] (noun) [countable noun] যে পক্ষীশাবক এখনো বাসা ছেড়ে উড়তে অসমর্থ।
- English Word net 1 Bengali definition [নেট্] (noun) (১) [uncountable noun, countable noun] জাল বা জালের মতো বোনা জিনিস; ফাঁদ: mosquito-net, মশারি; fishing-nets; hair-nets, মেয়েদের খোঁপা বাঁধার জাল; জালিকা। (২) (লাক্ষণিক) নৈতিক বা মানসিক ফাঁদ। (৩) net-ball মেয়েদের খেলাবিশেষ; এতে একটি বল এমনভাবে ছুড়ে মারতে হয় যাতে একটি দণ্ডের মাথায় আংটার সঙ্গে বাঁধা একটি জালের মধ্য দিয়ে নিচে পড়ে। the nets (ক্রিকেট) অনুশীলনের জন্য জালে ঘেরা স্থানে বসানো উইকেট। net-work (noun) (ক) পরস্পরচ্ছেদী রেখার জটিল সংশ্রয় (সিস্টেম): a net of railway/canals.(খ) সম্পর্কিত বা সম্বন্ধযুক্ত সংশ্রয় (সিস্টেম): an intelligence/spy net. □ (verb transitive) (১) জাল দিয়ে (মাছ, পশু) ধরা। (২) জাল দিয়ে ঢাকা (গাছের ফল)। (৩) জাল ফেলা: net a river.
- English Word net 2, nett Bengali definition [নেট্] (adjective) অবশিষ্ট; যার থেকে আর কিছুই বাদ দেওয়ার নেই; শুদ্ধ; নিট: net price; net profit, খরচাদি বাদে; net weight, আধার ইত্যাদির ওজন বাদে। □ (verb transitive) (netted, netting, nets) নিট/ছাঁকা মুনাফা লাভ করা।