N পৃষ্ঠা ৯
- English Word netbook Bengali definition [নেটবুক্] (noun) [countable noun] (plural netbooks) (internet-এর 'net' আর 'notebook' এর 'book' মিলে তৈরি) (small computer তৈরির ধারণা থেকে তৈরি) নেটবুক; ছোট ও অল্প দামি ল্যাপটপ। Netbooks and laptops both help you stay connected.
- English Word nether Bengali definition [নেদা(র্)] (adjective) (১) (পুরাতনী) নিম্নস্থ: the nether regions/world, পাতাল; প্রেতলোক; নরক। (২) (রসিকতার ভঙ্গি) nether garments, অধোবাস; ট্রাউজার্স। nethermost [মোউস্ট্] (adjective) নিম্নতম।
- English Word netiquette Bengali definition [নেটিকেট্] (noun) [uncountable noun] (plural netiquettes) (অনানুষ্ঠানিক) ('network' আর 'etiquette' মিলে তৈরি) নেটিকেট; ইন্টারনেট ভব্যতা; ইন্টারনেটে অনানুষ্ঠানিক আচার-ব্যবহার: Etiquette, netiquette and sportsmanship.
- English Word netizen Bengali definition [নেটিজেন্] (noun) [countable noun] (অনানুষ্ঠানিক) (plural netizens) ('internet' আর 'citizen' মিলে তৈরি) যিনি ইন্টারনেটে পর্যাপ্ত সময় দেন; নেটিজেন; সাইবার সিটিজেন: Death sentence for netizen confirmed.
- English Word netpicker Bengali definition [নেট্পিকা(র্)] (noun) (plural netpickers) (অনানুষ্ঠানিক ইন্টারনেট অপশব্দ) ('net' আর 'nitpicker' মিলে তৈরি) [uncountable noun] ইন্টারনেটে বিশেষত কোনো ফিল্ম, টিভিসিরিজ, তথ্য ইত্যাদিতে ছোটখাটো ভুল খুঁজে বেড়ানো অথবা এসব ভুল নিয়ে বেশি মাথা ঘামানো: Fahim was clearly just netpicker!
- English Word nett, Bengali definition দ্রষ্টব্যnet 2
- English Word netting Bengali definition [নেটিঙ্] (noun) [uncountable noun] (১) জাল বোনার কাজ; জালের ব্যবহার। (২) সুতা, দড়ি বা তারের জাল: five metres of wire netting; windows screened with netting.
- English Word nettle Bengali definition [নেট্ল্] (noun) [countable noun] বিছুটি। nettle rash (noun) আমবাত।
- English Word network Bengali definition দ্রষ্টব্যnet 1
- English Word neural Bengali definition [নিউআরাল্ America(n) নুআরাল্] (adjective) স্নায়ুসম্বন্ধীয়; স্নায়বীয়।
- English Word neuralgia Bengali definition [নিউআর্যাল্জা America(n) নুআর্যাল্জা] (noun) [uncountable noun] (বিশেষত মুখ ও মাথার) স্নায়ুশূল| neuralgic [নিঊ্যর্যাল্জিক্] (adjective) স্নায়ুশূলঘটিত; স্নায়ুশূলগ্রস্ত।
- English Word neurasthenia Bengali definition [নিউআরাস্থীনিআ America(n) নুরাস্থীনিআ] (noun) [uncountable noun] স্নায়ুতন্ত্রের অবসন্ন অবস্থা; এতৎসংশ্লিষ্ট স্বাস্থ্যহীনতা ও সার্বিক দুর্বলতা; স্নায়বিক অবসন্নতা; স্নায়ুদৌর্বল্য। neurasthenic [নিউআরাস্থেনিক্] (adjective) স্নায়ুদৌর্বল্যঘটিত; স্নায়ুদৌর্বল্যগ্রস্ত। ⧠ (noun) স্নায়ুদৌর্বল্যগ্রস্ত (ব্যক্তি)।
- English Word neuritis Bengali definition [নিউআরাইটিস্ America(n) নুআরাইটিস্] (noun) [uncountable noun] স্নায়ুপ্রদাহ।
- English Word neurology Bengali definition [নিউআরলজি America(n) নুআরলজি] (noun) [uncountable noun] স্নায়ুবিদ্যা বা স্নায়ুবিজ্ঞান। neurologist [নিউআরলাজিস্ট্ America(n) নুআরলাজিস্ট্] (noun) স্নায়ুবিদ; স্নায়ুবিজ্ঞানী।
- English Word neuron, neurone Bengali definition [নিউআরান্ America(n) নুআরান্] (noun) স্নায়ুতন্ত্রের মৌল একক; স্নায়ুকোষ।
- English Word neuropath Bengali definition [নিউআরোউপ্যাথ্ America(n) নূআরোউপ্যাথ্] (noun) স্নায়ুরোগে আক্রান্ত ব্যক্তি; স্নায়ুবিকারগ্রস্ত।
- English Word neurosis Bengali definition [নিউআরোউসিস্ America(n) নূআরোউসিস্] (noun) (plural neuroses [নিউরোউসীজ্] স্নায়ুতন্ত্রের বৈকল্য হেতু কিংবা অবচেতন মনঃস্থিত কোনো কারণে উদ্ভূত মনোবৈকল্য; স্নায়ুবৈকল্য; উদ্বায়ু।
- English Word neurotic Bengali definition [নিউআরটিক্ America(n) নূআরটিক্] (adjective) (ব্যক্তি) স্নায়ুবৈকল্যগ্রস্ত; অস্বভাবী সংবেদনশীল; আবিষ্ট; খ্যাপাটে।
- English Word neuter Bengali definition [নিঊটা(র্) America(n) নূঊটা(র্)] (adjective) (১) (ব্যাকরণ) ক্লীবলিঙ্গ বাচক। (২) (উদ্ভিদ) পুরুষ বা স্ত্রী-অঙ্গবিহীন; ক্লীব। (৩) (শ্রমিক পিঁপড়া প্রভৃতি) নপুংসক; বন্ধ্যা; নির্বীজ। (noun) (১) ক্লীবলিঙ্গ; ক্লীববিশেষ্য। (২) যৌনতার দিক থেকে অপরিণত কীট; নপুংসক কীট; ছিন্নমুষ্ক প্রাণী। (verb transitive) খাসি বা মুষ্কচ্ছেদ করা।
- English Word neutral Bengali definition [নিঊট্রাল্ America(n) নূঊট্রাল্] (adjective) (১) যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ। (২) নিরপেক্ষ দেশ সম্বন্ধীয়; নিরপেক্ষ: neutral territory/ships. (৩) বিশেষ কোনো চরিত্র নেই এমন; স্পষ্টভাবে এটাও নয় ওটাও নয় (যেমন রং সম্বন্ধে): neutral tints. (৪) (রসায়ন) অম্লও নয় ক্ষারীয়ও নয়; প্রশমিত। (৫) (গিয়ার সম্বন্ধে) কোনো শক্তিই প্রেরিত হয় না এমন অবস্থা সম্বন্ধীয়; নিষ্ক্রিয়: neutral gear. □ (noun) নিরপেক্ষ ব্যক্তি/দেশ ইত্যাদি; গিয়ারের নিষ্ক্রিয় অবস্থা: slip the gears into neutral. neutrality [নিঊট্রালাটি America(n) নূঊট্রালাটি] (noun) বিশেষত যুদ্ধে নিরপেক্ষতা: armed neutral, আক্রান্ত হলে যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু আক্রান্ত না-হওয়া পর্যন্ত নিরপেক্ষতা; সশস্ত্র নিরপেক্ষতা। neutralize, neutralise [নূঊলাইজ্] (verb transitive) (১) নিরপেক্ষ করা; (চুক্তির মাধ্যমে) নিরপেক্ষ বলে ঘোষণা করা; যুদ্ধবিগ্রহ থেকে নিষ্কৃতি দেওয়া। (২) ক্রিয়া নষ্ট করা; নিষ্ক্রিয় করা: neutralize a prison. neutralization, neutralisation [নিঊট্রালাইজেইশ্ন্ America(n) নিঊট্রালিজেইশ্ন্] (noun) প্রশমন; নিষ্ক্রিয়করণ; নিরপেক্ষকরণ।