H পৃষ্ঠা ১২
- English Word hearken Bengali definition [হাকান্] (verb intransitive) (পুরাতনী) কর্ণপাত/শ্রবণ করা।
- English Word hearsay Bengali definition [হিআসেই] (noun) [Uncountable noun] জনশ্রুতি; জনরব; লোকশ্রুতি; কিংবদন্তি; গুজব: This piece of information is no better than hearsay.
- English Word hearse Bengali definition [হাস্] (noun) শব বহনের গাড়ি; শবযান।
- English Word heart Bengali definition [হা:ট্] (noun) (১) হৃৎপিণ্ড ; হৃদ্যন্ত্র; রক্তাশয়। (২) আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ; চিত্ত; অন্তর; মর্ম; মন; মানস; অন্তঃকরণ: a man with a kind heart, a kind-hearted man হৃদয়বান/সহৃদয়/মহানুভব ব্যক্তি। somebody after one’s own Heart মনের মতো মানুষ। at heart মূলত; প্রকৃতিগতভাবে; অন্তঃপ্রকৃতিতে। have something at heart কোনোকিছুর প্রতি গভীরভাবে আগ্রহান্বিত হওয়া; কোনোকিছু হৃদয়মন জুড়ে থাকা। from (the bottom of) one’s heart অন্তর থেকে; মন থেকে; অন্তরের অন্তস্থল থেকে। in one’s heart of hearts অন্তরের অন্তস্থলে; অন্তরতম অনুভূতিতে। to one’s heart’s content পরিতৃপ্তির শেষসীমা অবধি; প্রাণভরে; মনের সাধ মিটিয়ে; পরম আত্মতৃপ্তিসহকারে। with all one’s heart সর্বান্তঃকরণে; কায়মনোবাক্যে। heart and soul সম্পূর্ণত; সর্বতোভাবে। break a person’s heart গভীর মর্মপীড়া দেওয়া; বুক ভেঙে দেওয়া। সুতরাং, broken-hearted; heartbroken (adjective(s)) ভগ্নহৃদয়। cry one’s heart out অন্তর্বেদনায় নিক্ষিপ্ত হওয়া; ভেবে ভেবে ক্ষয় হয়ে যাওয়া। do one’s heart good উৎসাহিত/চাঙ্গা বোধ করানো; মনোভার লাঘব করা। (get/learn/know something) by heart কণ্ঠস্থ/মুখস্থ করা। (have) a change of heart মনোভাবের পরিবর্তন (ঘটা) ; মন টলা। have a heart সহানুভূতি/সহমর্মিতা/অনুকম্পা দেখানো। have the heart to (can-could-সহ সাধারণত negative(ly) বা interrogative) (এতো) নিষ্ঠুর/কঠিনহৃদয়/নির্মম/নিষ্করুণ হওয়া: How can one have the heart to desert such lovely children? কোনো প্রাণে এমন...? have one’s heart in something মন লাগা/পড়া। have one’s heart in one’s boots মন দমা/ভাঙা; হতোদ্যম হওয়া। have one’s heart in the mouth (ভয়ে) প্রাণ ওষ্ঠাগত হওয়া। have one’s heart in the right place যথাযথভাবে/অন্তর দিয়ে অনুভব করা। have one’s heart set on something মন পড়া/ছোটা; (কোনোকিছু) মন টানা। loose heart নিরুৎসাহ হওয়া; মন ভাঙা; সাহস হারানো। loose one’s heart to somebody/something প্রেমে পড়া; (অন্য কারো সম্বন্ধে) মন কেড়ে নেওয়া। set one’s heart on something/having something/doing something, etc (কোনোকিছু পাওয়া; করা ইত্যাদির জন্য) উৎকণ্ঠিত হওয়া; মন ঢালা/দেওয়া/লাগানো। take (fresh) heart (at something) আত্মপ্রত্যয়ী হওয়া। wear one’s heart on/upon one’s sleeve আবেগ-অনুভূতি খোলাখুলি প্রকাশ করা; হৃৎপিণ্ডটি হাতের মুঠোয় করে বেড়ানো। (৩) কেন্দ্রীয় অংশ; অভ্যন্তর; মর্ম: in the heart of the forest, বনের গভীরে/অভ্যন্তরে; the heart of the matter, মর্মমূল; সারমর্ম; get to the heart of a subject/mystery; a cabbage with a good solid heart চমৎকার ঘন শাঁসালো একটি বাঁধাকপি। (৪) [uncountable noun] (জমি সম্বন্ধে) উর্বরতা: in good heart, সরস; out of heart, নীরস। (৫) হৃৎপিণ্ডের আকৃতিবিশিষ্ট বস্তু; বিশেষত তাসের হরতন। (৬) প্রিয়সম্বোধন-বিষয়: dear heart, sweet heart, প্রিয়তম/প্রিয়তমা। (৭) (যৌগশব্দ)heartache (noun) [uncountable noun] অন্তর্জ্বালা; অন্তর্বেদনা। heartbeat (noun) [countable noun] হৃৎস্পন্দন (মিনিটে প্রায় ৭০ বার)। heartbreak (noun) [uncountable noun] প্রাণঘাতী/মর্মান্তিক দুঃখ, মর্মবিদারণ। heartbreaking (adjective) হৃদয়বিদারক; মর্মবেধী; হৃদয়ভেদী। heartbroken (adjective) বিদীর্ণহৃদয়। heartburning (noun) [uncountable noun] (অপিচ plural-এ) সাধারণত নৈরাশ্যপ্রসূত ঈর্ষা ও অসন্তোষের অনুভূতি: মনের জ্বালা/ঝাল; অন্তর্দাহ; গাত্রদাহ। heartdisease (noun) [uncountable noun] হৃদ্রোগ। heartfelt (adjective) আন্তরিক; হৃদগত; হৃদয়জাত। heartfailure (noun) [uncountable noun] হৃদ্বৈকল্য। heartrending (adjective) (৪) মর্মভেদী; বুকভাঙা; মর্মঘাতী; অরুন্তুদ। heart’s ease (noun) [uncountable noun] = pausy; ভায়োলেটজাতীয় এক প্রকার ফুল; হৃদয়মণি। heartsick (adjective) মনমরা; আতুরচিত্ত; বিমনা। heartstrings (noun) (plural) গভীরতম প্রণয়ানুভূতি; হৃদয়তন্ত্রী: play upon somebody’s heart strings, অনুভূতিতে নাড়া দেওয়া; মর্মস্পর্শ করা। hearted (adjective) (যৌগশব্দে) hard-hearted. কঠিনহৃদয়; পাষাণহৃদয়; sad-hearted, শোকার্তচিত্ত; উদাসহৃদয়; faint hearted, দুর্বলচিত্ত; ক্ষীণচিত্ত। heartless (adjective) হৃদয়হীন; নিষ্করুণ। heartlessly (adverb) নির্মমভাবে; মর্মন্তুদভাবে। heartlessness (noun) হৃদয়হীনতা; নিষ্করুণতা।
- English Word hearten Bengali definition [হা:ট্ন্] (verb transitive) উৎসাহ দেওয়া; উল্লসিত করা: heartening news, উৎসাহব্যঞ্জক/উল্লাসজনক সংবাদ।
- English Word hearth Bengali definition [হা;থ্] (noun) ঘর গরম রাখার জন্য মেঝের যে অংশে অগ্নিকুণ্ড থাকে; (লাক্ষণিক) গৃহের প্রতীকস্বরূপ অগ্নিকুণ্ড বা অধিশ্রয়ণী; ভিটেমাটি: fight for hearth and altar, (আলংকারিক অর্থ) দেশ ও ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা। hearthrug (noun) অগ্নিকুণ্ডের সামনে বিছানো কম্বল বা আস্তরণ।
- English Word heartily Bengali definition [হা:টিলি] (Adverb) (১) সানন্দে; পূর্ণোদ্যমে; হৃষ্টচিত্তে: set to work heartily; eat heartily. (২) অত্যন্ত: heartily glad that....
- English Word hearty Bengali definition [হা:টি] (adjective) (heartier, heartiest) (১) (অনুভূতি) আন্তরিক; অকপট; নিষ্কপট; সাদর: a hearty welcome; give one’s hearty approval/support. (২) মজবুত; সুস্থসবল; সতেজ: still hale and hearty at eighty. (৩) জাঁকালো; জবর: a hearty meal/appetite.
- English Word heat 1 Bengali definition [হীট্] (noun) (১) [uncountable noun] (the) heat তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম: to suffer from the heat. prickly heat, দ্রষ্টব্যprickle. (২) [uncountable noun] (the) heat (লাক্ষণিক) উত্তাপ; উগ্রতা; উচ্চণ্ডতা: speak with considerable heat; in the heat of the debate/argument. (৩) [countable noun] (চূড়ান্ত বা পরবর্তী খেলায় অংশগ্রহণের জন্য প্রতিদ্বন্দ্বী বাছাইয়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত) প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা: trial/preliminary heats. অপিচ দ্রষ্টব্যdead (৬) ভুক্তিতে dead heat. (৪) [uncountable noun] (স্ত্রীজাতীয় স্তন্যপায়ী) যৌন উত্তেজনার কাল বা অবস্থা; কামদশা। be in/on/at heat কামদশায় থাকা। (৫) (যৌগশব্দ) heat barrier (noun) =thermal barrier, দ্রষ্টব্যthermal. heat-flash (noun) পারমাণবিক বোমা প্রভৃতির বিস্ফোরণজাত প্রচণ্ড উত্তাপ; তাপস্ফুরণ। heatpump (গৃহ ইত্যাদি তাপিত করার জন্য) অপেক্ষাকৃত নিম্নতাপযুক্ত পদার্থ থেকে উচ্চতাপযুক্ত পদার্থে তাপ স্থানান্তরিত করার যন্ত্রবিশেষ; তাপপাম্প। heatshield (noun) (বিশেষত নভযানের সূচালো অগ্রভাগে) অত্যধিক তাপের বিরুদ্ধে প্রতিরক্ষণ-কৌশলবিশেষ; তাপফলক। heatspot (noun) সংবেদনশীল ত্বকে তাপজনিত দাগ বা বিন্দু। heatstroke সর্দিগরমি। heatwave (noun) দীর্ঘদিন ধরে অস্বাভাবিক গরম আবহাওয়া; তাপপ্রবাহ।
- English Word heat 2 Bengali definition [হীট্] (verb transitive), (verb intransitive) heat (up) গরম/উত্তপ্ত করা বা হওয়া: heat (up) some water. heated (adjective) উত্তপ্ত; উত্তেজিত: a heated discussion. heatedly (adverb) উত্তেজিতভাবে; সরোষে। heater (noun) ঘর, জল ইত্যাদি গরম করার যন্ত্রকৌশলবিশেষ; তাপক: a gas-heater; an oil-heater. heating (noun) [uncountable noun] তাপজননের উপায়; তাপন: electric/gas/oil heating. দ্রষ্টব্যcentral.
- English Word heath Bengali definition [হীথ্] (noun) (১) [countable noun, uncountable noun] ঘন লাল, গোলাপি বা সাদা ঘণ্টাকৃতি ছোট ছোট ফুলবিশিষ্ট এক ধরনের চিরহরিৎ গুল্ম। (২) বিশেষত উপরোক্ত গুল্মাবৃত সমতল পতিত জমি।
- English Word heathen Bengali definition [হীদ্ন্] (noun) (১) [countable noun] (plural heathens, অথবা সমষ্টিগতভাবে 'the heathen') প্রধান বিশ্বধর্মগুলির বাইরে অন্য কোনো ধর্মে যে বিশ্বাস করে; বিধর্মী; পৌত্তলিক; ম্লেচ্ছ; কাফের: He fell prey to the heathens whom he tried to convert. (২) [countable noun] (কথ্য) যে ব্যক্তির আচার-আচরণ, নৈতিকতা ইত্যাদি মনঃপূত নয়; অসভ্য; বেয়াদব; ম্লেচ্ছ: The boy was brought up as a young heathen. (৩) (attributive(ly)): a heathen land, বর্বরদেশ; ম্লেচ্ছদেশ; heathen customs, ম্লেচ্ছাচার; দুরাচার। heathenish [হীদনিশ্] (adjective) ম্লেচ্ছসুলভ; বর্বর; অসভ্য।
- English Word heather Bengali definition [হেদা্(র্)] (noun) [uncountable noun] heath (১)-এর প্রকারভেদ; স্কটল্যান্ডের সর্বত্র সহজলভ্য এই গুল্মের ফুলের রং হালকা গোলাপি বা সাদা। take to the heather (প্রাচীনকালে) তস্করের জীবন বেছে নেওয়া; দস্যুবৃত্তি অবলম্বন করা। heather-mixture (noun) উক্ত ফুলের মতো মিশ্রবর্ণের বস্ত্র; চিত্রবিচিত্র বস্তু।
- English Word heave Bengali definition [হীভ্] (Verb transitive), (verb intransitive) (past tense, past participle heaved কিংবা (নিচে ৬ ও ৭ দ্রষ্টব্য) নৌচালন প্রসঙ্গে 'hove [(হৌভ্]) (১) (কোনো ভারী বস্তু) তোলা; উত্তোলন করা: heave the anchor. (২) উচ্চারণ/উদ্গার করা; ছাড়া: heave a sigh/groan. (৩) (কথ্য) (তুলে) ছুড়ে মারা: heave something overboard, heave a brick through a window. (৪) heave (at/on something) সবলে টানা: heave at a rope. Heave way! Heave ho! (দড়ি বা কাছি টানার সময় নাবিকদের চিৎকার) মারো টান! হেঁইয়ো! (৫) প্রবলভাবে তালে তালে উত্থিত ও পতিত হওয়া; স্পন্দিত/স্ফুরিত হওয়া; ফোঁসা: a heaving chest, স্পন্দমান বক্ষ: the heaving billows, তরঙ্গভঙ্গ। (৬) heave to (পালের জাহাজ) (নোঙর না-ফেলে বা কাছি দিয়ে না-বেঁধে) থামা বা থামানো। (৭) heave in sight দৃষ্টিগোচর হওয়া। □ (noun) টান; উৎক্ষেপ: with a mighty heave.
- English Word heaven Bengali definition [হেভেন্] (noun) (১) স্বর্গ; স্বর্গলোক; জান্নাত; পরলোক; লোকান্তর: die and go to heaven. (২) Heaven আল্লাহ; ঈশ্বর; বিধি; বিধাতা: the will of Heaven. Heaven forbid! Good heavens! heavensent (adjective) ঈশ্বরবিহিত; ঈশ্বরসিদ্ধ; বিধাতৃসিদ্ধ; বিধাতৃকৃত: a heaven-sent opportunity. (৩) পরম সুখ; পরম সুখধাম। (৪) (প্রায়ই the heavens) আকাশ; গগন্; অন্তরীক্ষ; নভ; ব্যোম। move heaven and earth যথাসাধ্য চেষ্টা করা; স্বর্গমর্ত্য তোলপাড় করা। heavenwards(s) [হেভেনওয়াড্(জ্)] (adjective), (adverb) স্বর্গাভিমুখ; আকাশাভিমুখ; স্বর্গাভিমুখে; আকাশাভিমুখে।
- English Word heavenly Bengali definition [হেভ্ন্লি] (adjective) (১) স্বর্গীয়; দিব্য; অমর্ত্য; অন্তরীক্ষ: heavenly angel/vision/voice. the heavenly bodies চন্দ্রসূর্য; গ্রহণক্ষত্র ইত্যাদি; খস্থপদার্থসমূহ। the heavenly city স্বর্গধাম; সুরলোক। (২) পার্থিব উৎকর্ষের অতিশায়ী; পরম। (৩) (কথ্য) অত্যন্ত তৃপ্তিকর; স্বর্গীয়: such heavenly mangoes.
- English Word Heaviside layer Bengali definition [হেভিসাইড্ লেইআ(র্)] (noun) দ্রষ্টব্য ionosphere.
- English Word heavy Bengali definition [হেভি্] (adjective) (heavier, heaviest) (১) ভারী; গুরু; গুরুভার; গরীয়ান। heavyweight (noun)' ৭৯.৩ কিলো বা ততোধিক ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা; ভারী মুষ্টিযোদ্ধা। (২) স্বাভাবিক আকার, পরিমাণ, শক্তি ইত্যাদির চেয়ে অধিক: heavy guns/ artillery, ভারী আগ্নেয়াস্ত্র/তোপ/কামান; heavy (= abundant) crops, সুপ্রচুর/অপর্যাপ্ত/অঢেল শস্য; heavy work, শ্রমসাধ্য কাজ: a heavy blow, প্রচণ্ড আঘাত; heavy rain; প্রবল বৃষ্টিপাত; অতিবৃষ্টি; a heavy fall, গুরুতর পতন; a heavy heart, ভারাক্রান্ত হৃদয়; heavy tidings, দুঃসংবাদ, অশুভ সংবাদ; heavy soil, যেমাটিতে চাষ করা শক্ত; কঠিন জমি; heavy roads, কর্দমিত দুস্তর পথ; a heavy sky, মেঘাচ্ছন্ন আকাশ; a heavy sea, তরঙ্গক্ষুব্ধ সাগর; heavy food, গুরুপাক খাদ্য; heavy bread, ময়দার তালের মতো ঘন আঁঠালো রুটি; এঁটেল রুটি; a heavy day, কর্মক্লান্ত দিন; a heavysleep, গাঢ় নিদ্রা; a heavy sleeper, গাঢ়নিদ্রক; a heavy drinker, অতিপায়ী; a heavy smoker, অতিধূমপায়ী; heavy reading, দুরূহ পাঠ। heavy hydrogen স্বাভাবিক হাইড্রোজেন পরমাণুর দ্বিগুণ ওজনবিশিষ্ট হাইড্রোজেন; আইসোটোপ; ভারী উদজান। heavy water দুটি ভারী উদজান পরমাণু এবং একটি স্বাভাবিক অম্লজান পরমাণু নিয়ে গঠিত জল; ভারীজল। (৩) (ব্যক্তি) স্থুলধী; জড়বুদ্ধি; জড়ভরত; (লেখা ও চিত্র) নিষ্প্রভ; ক্লান্তিকর; একঘেষে; (মঞ্চ নাটকের অংশবিশেষ) গুরুভার; গুরুগম্ভীর; গম্ভীর: play the part of the heavy father; (শারীরিক অবস্থা) নিষ্ক্রিয়; অসাড়: heavy with sleep, নিদ্রাতুর; তন্দ্রালস; heavy with wine, মদালস। (find something) heavy going দুরূহ মনে হওয়া। (find somebody) heavy going (কাউকে) দুরূহ/দুর্বোধ্য মনে হওয়া; (কারো কথা) ক্লান্তিকর (বোধ হওয়া)। make heavy weather of something, দ্রষ্টব্যweather (১). (৪) (America(n)) অপশব্দ) বিপজ্জনক; ক্লেশাবহ। (৫) (যৌগশব্দ) heavy-duty (adjective) যথেচ্ছ ব্যবহার; খারাপ আবহাওয়া ইত্যাদি প্রতিকূলতার মধ্যে টিকে থাকার মতো করে নির্মিত; অতি মজবুত: heavy-duty battery/ clothing. heavy-handed (adjective) আনাড়ি; অদক্ষ; স্থূল। heavy-hearted (adjective) নির্বিণ্ণ; বিমর্ষ। heavy industry (noun) [uncountable noun] ধাতু, ভারী যন্ত্রপাতি ইত্যাদি উৎপাদনক্ষম যন্ত্রশিল্প; ভারীশিল্প। □ (adverb) ভারী হয়ে: Time hangs heavy on his hands, তার সময় কিছুতেই কাটতে চায় না। heavy-laden (adjective) অতি ভারী; সুভারবান; (লাক্ষণিক) ভারাক্রান্ত (হৃদয়)। heavily [হেভিলি] (adverb) ভারী করে: a heavily loaded lorry, একটি অতি ভারবান লরি। heaviness (noun) ভার; ভারিত্ব; জড়তা; মন্দতা; স্থূলতা; বিক্ষদ; বিমর্ষতা।
- English Word Hebraic Bengali definition [হীব্রেইক্] (adjective) হিব্রু; ইহুদি; ইহুদীয়।
- English Word Hebrew Bengali definition [হিব্রু] (noun) (১) [countable noun] হিব্রু; ইসরাইলি। (২) [uncountable noun] (প্রাচীন ও আধুনিক) হিব্রুভাষা। □ (adjective) (ভাষা ও জাতি) হিব্রু।