• Bengali Word weather 1 English definition [ওএদা(র্‌)] ১ [uncountable noun] আবহাওয়া: wet weather; go out in all weathers, সবরকম আবহাওয়ায়, অর্থাৎ রোদে, বৃষ্টিতে, ঝড়ে বের হওয়া।
      be/feel under the weather (কথ্য) অসুস্থ হওয়া/বোধ করা। keep a/one’s weather eye open সতর্ক থাকা; সর্তক দৃষ্টি রাখা। make good/bad weather (নাবিকদের ব্যবহৃত) ভালো/খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়া। make heavy weather of something অনাবশ্যকভাবে ঝঞ্ঝাটপূর্ণ বা কষ্টসাধ্য বলে মনে করা। (২) (যৌগশব্দ) weather-beaten (adjective) রোদ-বৃষ্টি-ঝড়ে পোড় খাওয়া; a weather-beaten face. weather boarding/-boards পরস্পরকে অংশত ঢেকে একটির নিচে আর একটি অনুভূমিকভাবে সাজানো তক্তা বা বোর্ড, বৃষ্টির পানি এ রকম করে সাজানো তক্তার উপর দিয়ে গড়িয়ে যায়, ফলে দেওয়াল প্রভৃতি স্যাঁতসেঁতে হতে পারে না। weather-bound (adjective) প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রা করতে পারছে না বা পথে আটকা পড়েছে এমন। weather-bureau (noun) যে অফিসে আবহাওয়া পর্যালোচনা করা হয় ও যেখান থেকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়; আবহাওয়া অফিস। weather-chart/ weather-map (noun) কোনো বিস্তৃত অঞ্চলের আবহাওয়ার চিত্র; আবহচিত্র। weathercock (noun) (মোরগের আকারে) বাতাসের দিকনির্দেশক যন্ত্রবিশেষ। weather-forecast (noun) আবহাওয়ার পূর্বাভাস। weather-man [ওএদা(র্‌)ম্যান্‌] (noun) (কথ্য) যে ব্যক্তি আবহাওয়ার খবর পরিবেশন করে ও আবহাওয়ার পূর্বাভাস দেয়। weather-proof (adjective) রোদ-বৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় না এমন। weather-ship (noun) আবহাওয়া পর্যবেক্ষণের জন্য সমুদ্রবক্ষে স্থাপিত জাহাজ; আবহপোত। weather-station (noun) আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। weather-vane (noun)= vane (১).
    • Bengali Word weather 2 English definition [ওএদা(র্‌)] (verb transitive), (verb intransitive) ১ সাফল্যজনকভাবে অতিক্রম করা; নিরাপদে উত্তীর্ণ হওয়া বা পার হওয়া; টিকে থাকা: weather a storm; weather a crisis.
      (২) বাতাসের উজানে (কোনোকিছুর) দিকে ভেসে চলা: weather an island. (৩) রোদ-বৃষ্টি-ঝড়ে খোলা জায়গায় রেখে দেওয়া: weather wood, কাঠ পোক্ত করতে খোলা জায়গায় রেখে দেওয়া। দ্রষ্টব্য season, (verb transitive), (verb intransitive) (১). (৪) বিবর্ণ করা; বিবর্ণ হওয়া; রোদ-বৃষ্টি-ঝড়ে ক্ষয় হওয়া: rocks weathered by wind and water