• Bengali Word thermal English definition [থাম্‌ল্] (adjective) তাপ সম্বন্ধীয়; তাপঘটিত; thermal springs, উষ্ণপ্রস্রবণ; the thermal barrier, (উড্ডয়নের সময়ে) বিমানের বহির্দেশে বায়ুর বর্ধিত ঘর্ষণের ফলে উচ্চগতি ব্যবহারের পক্ষে অন্তরায়; তাপপ্রতিবন্ধক; a thermal power station, তাপবিদ্যুৎকেন্দ্র (যা কয়লা, তেল বা গ্যাসের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে)।
    thermal capacity (পদার্থবিদ্যা) কোনো নির্দিষ্ট বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যত একক তাপ দরকার হয়, তাপধারকত্ব। thermal unit (পদার্থবিদ্যা) তাপ পরিমাপের একক; তাপ-একক। British thermal unit (সংক্ষেপে BTU) এক পাউন্ড পানির তাপ ১ ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন; ব্রিটিশ তাপ-একক। □(noun) নিচ থেকে উপরের দিকে উষ্ণ বায়ুপ্রবাহ (যা গ্লাইডারের উঁচুতে ওঠার জন্য প্রয়োজন হয়)।