H পৃষ্ঠা ১৫
- English Word helve Bengali definition [হেল্ভ্] (noun) হাতিয়ার, বিশেষত কুড়ালের হাতল; সৃষ্টি; পরশুদণ্ড।
- English Word hem 1 Bengali definition [হেম্] (noun) কাপড়ের প্রান্ত বা আঁচল; বিশেষত পরিধেয় বস্ত্রের মুড়ি সেলাই করা পাড়; দশা; ধারী। hemming-stitch (noun) গাউন, স্কার্ট, ফ্রক ইত্যাদির পাড় সেলাই করার রীতিবিশেষ; মগজি/তেড়শা ফোঁড়। hemline (noun) (বিশেষত) স্কার্ট, ফ্রক, গাউন ইত্যাদির নিম্নভাগ; বসনপ্রান্ত। lower/raise the hemline, ঝুল বাড়ানো/কমানো। □ (verb transitive) (hemmed, hemming, hems) (১) মুড়ি সেলাই করা; মগজি করা: hem a handkerchief. (২) hem about/around/in পরিবৃত/পরিবেষ্টিত করা। hemmed in by the enemy.
- English Word hem 2 Bengali definition (অপিচ h’m) [হেম্, হ্ম্] (interjection) সন্দেহ বা বিদ্রূপ প্রকাশ কিংবা মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত ধ্বনি; হুম। □ (verb intransitive) (hemmed, hemming, hems) হুম করা; আমতা আমতা/ইতস্তত করা। hem and haw/ha =hum and haw / ha, দ্রষ্টব্যhum.
- English Word hematite Bengali definition (অপিচ haematite) [হেমাটাইট্] (noun) লোহার প্রধান খনিজ উৎস আয়রন অক্সাইড (Fe 2O 3); লোহিতাশ্ম।
- English Word hemisphere Bengali definition [হেমিস্ফি্আ(র্)] (noun) গোলার্ধ; অর্ধমণ্ডল; অর্ধভুবন। the Northern/Southern hemisphere বিষুবরেখার উত্তর/দক্ষিণ; উত্তর/দক্ষিণ গোলার্ধ। the Eastern hemisphere ইউরোপ/এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া; পূর্ব গোলার্ধ। the western hemisphere উত্তর ও দক্ষিণ আমেরিকা; পশ্চিম গোলার্ধ।
- English Word hemistich Bengali definition [হেমিস্টিক্] (noun) কবিতার একটি ছত্রের অর্ধাংশ; শ্লোকার্ধ।
- English Word hemlock Bengali definition [হেম্লক্] (noun) সূক্ষ্মবিভক্ত পত্র এবং ক্ষুদ্র সাদা পুষ্পবিশিষ্ট উদ্ভিদ এবং এই উদ্ভিজ্জাত বিষ। hemlockspruce (noun) আমেরিকা ও এশিয়ার চিরহরিৎ বৃক্ষবিশেষ, যার কাঠ অত্যন্ত মূল্যবান।
- English Word hemoglobin Bengali definition (অপিচ haemoglobin) [হিমাগ্লোউবিন্] (noun) [uncountable noun] রক্তের লোহিতকণিকায় বিদ্যমান পদার্থবিশেষ; রক্তরঞ্জক।
- English Word hemophilia Bengali definition (অপিচ haemophilia) [হীমাফি্লিআ] (noun) (সাধারণত বংশগত) রোগবিশেষ: এ রোগে ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে চায় না বলে রক্তক্ষরণ বন্ধ হয় না; রক্তক্ষরণপ্রবণতা। hemophillac (অপিচ haemophilia) [হীমাফি্লিঅ্যাক্] (adjective) রক্তক্ষরণপ্রবণতা সংক্রান্ত।
- English Word hemorrhage Bengali definition (অপিচ haemorrhage) [হেমারিজ্] (noun) [uncountable noun, countable noun] রক্তক্ষরণ; রক্তস্রাব।
- English Word hemorrhoids Bengali definition (অপিচ haemorrhoids) [হেমারয়ড্জ্] (noun) (plural) অর্শ; অর্শরোগ।
- English Word hemp Bengali definition [হেম্প্] (noun) [uncountable noun] শণ (Indian) hemp শণজাতীয় উদ্ভিদের ফুল, বীজ ও আঠা থেকে প্রাপ্ত মাদকদ্রব্য; ভাং (অন্য নাম cannabis, hashish, marijuana). hempen [হেমপান্] (adjective) শণের তৈরি।
- English Word hemstitch Bengali definition [হেম্স্টিচ্] (noun) অলংকরণমূলক সেলাইরীতি; রুমাল, তোয়ালে, স্কার্ট, গাউন ইত্যাদির প্রান্তভাগের কিছু সুতা বের করে নিয়ে টানা সুতাগুলি গুচ্ছবদ্ধ করে সেলাইকরণ; ঝালর সেলাই। □ (verb transitive) ঝালর সেলাই করা।
- English Word hen Bengali definition [হেন্] (noun) মুরগি; কুক্কুটী। দ্রষ্টব্যcock 1 (১). henbane (noun) বিষাক্ত উদ্ভিদবিশেষ এবং এই উদ্ভিদ থেকে প্রাপ্ত নিদ্রাকর্ষক মাদকদ্রব্য; বান্জ্। hen-coop (noun) মুরগির খাঁচা। hen-house (noun) (সাধারণত কাঠের) মুরগির ঘর বা খোপ। hen-party (noun) কেবল মেয়েদের জন্য আয়োজিত মজলিশ; মহিলা মাহফিল। দ্রষ্টব্যstag ভুক্তিতে stag party. hen-pecked (adjective) (পুরুষ) স্ত্রৈণ; স্ত্রীবশ। hen-roost (noun) (১) যে স্থানে মুরগিরা রাত কাটায়; কুক্কুটালয়। (২) স্ত্রীজাতীয় পাখি; Guinea-hen চিনা মুরগি। pea-hen, ময়ূরী।
- English Word hena Bengali definition [হেনা] (অপিচ henna, mehendi, mehindi [হেনা, মেহেন্দি, মেহিন্দি]) (noun) [Uncountable noun] গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ থেকে তৈরি এক ধরনের লাল রং, যা বিশেষত ভারতীয় উপমহাদেশে চুল রঙিন করতে এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উপলক্ষে নানা ধরনের নক্শায় করতল সজ্জিত করতে ব্যবহৃত হয়; হেনা; মেহেদি।
- English Word hence Bengali definition [হেন্স্] (adverb) (আনুষ্ঠানিক) (১) এখান থেকে; এখন থেকে: a week hence, এক সপ্তাহের মধ্যে। সুতরাং; অতএব; এ কারণে; এই হেতু। henceforth, henceforward (adverb(s)) অতঃপর; ভবিষ্যতে; অদ্যাবধি।
- English Word henchman Bengali definition [হেন্চ্মান্] (noun) (plural henchmen [হেন্চ্মান্]) বিশ্বস্ত সমর্থক, বিশেষত যে রাজনৈতিক সমর্থক তার নেতার হুকুম বিনা বাক্যব্যয়ে তামিল করে; হুকুমবরদার; তলপিদার; তলপিবহ; খয়েরখাঁ: the Dictator and his henchmen.
- English Word henna Bengali definition [হেনা] (noun) [uncountable noun] হেনা; মেহেদি। hennaed [হেন্ড্] (adjective) মেহেদিরঞ্জিত।
- English Word hep Bengali definition [হেপ্] (noun) দ্রষ্টব্য hip 4
- English Word hepatic Bengali definition [হিপাটিক্] (adjective) যকৃৎ সম্বন্ধীয়; পাণ্ডুবর্ণ; যকৃৎবর্ণ। □ (noun) যকৃতের ওষুধবিশেষ।