H পৃষ্ঠা ৯
- English Word hatch 3 Bengali definition [হ্যাচ্] (verb transitive) সমান্তরাল রেখা দ্বারা অঙ্কন করা বা খোদাই করা। hatching (noun) [uncountable noun] এরূপ সমান্তরাল রেখা।
- English Word hatch back Bengali definition [হ্যাচ্ ব্যাক্] (noun) এক ধরনের মোটর গাড়ি।
- English Word hatchet Bengali definition [হ্যাচিট্] (noun) হালকা ছোট কুড়াল। bury the hatchet ঝগড়া মিটিয়ে ফেলা।
- English Word hate Bengali definition [হেইট্] (verb transitive) ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা; (কথ্য) দুঃখ করা; He hates politics. She hates dirty beds. I hate to bother you. □ (noun) ঘৃণা: She was filled with hate for her rival.
- English Word hateful Bengali definition [হেইট্ফ্ল্] (adjective) ঘৃণ্য: The smell of the rotting weeds was hateful to me. hatefully [হেইট্ফালি] (adverb)
- English Word hater Bengali definition [হ্যাট(র্)] (noun) (অপশব্দ) (১) সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ যা কোনো ব্যক্তি বা গ্রুপকে তাদের অপছন্দ বা অননুমোদনসূচক মনোভাবের প্রকাশ ঘটাতে সহায়তা দেয়। এটা চূড়ান্ত অর্থে ঘৃণা নয়। (২) যিনি এই অ্যাপের প্রয়োগ ঘটান: Facebook has been a particularly vitriolic breeding ground for the haters.
- English Word hath Bengali definition (old use, poet) =have, has.
- English Word hatred Bengali definition [হেইট্রিড্] (noun) ঘৃণা; তীব্র বিরাগ।
- English Word hatter Bengali definition [হ্যাটা(র্)] (noun) যে টুপি বানায় বা বেচে।
- English Word haughty Bengali definition [হোটি] (adjective) উদ্ধত; অহংকারী; haughty mien. haughtily [হোটিইলি] (adverb) haughtiness (noun)
- English Word haul Bengali definition [হোল্] (verb transitive), (verb intransitive) সবলে টানা: Elephants are hauling logs. haul down one’s flag/colours আত্মসমর্পণ করা। haul somebody over the coals (অন্যায় করার জন্য) কাউকে কঠোর তিরস্কার করা। □ (noun) [countable noun] (১) সবলে টানার কাজ; যতদূর কোনোকিছু টেনে নিয়ে যাওয়া হয়: Long hauls on the railways. (২) এক ধাক্কায় যতটুকু পাওয়া যায়; জালের একটানে যে সংখ্যক মাছ ধরা যায়: a good haul of fish.
- English Word haulage Bengali definition [হোলিজ্] (noun) [uncountable noun] (মাল) পরিবহন: The road haulage industry, সড়ক পরিবহনশিল্প।
- English Word haulier Bengali definition [হোলিআ(র্)] (noun) ট্রাকযোগে মাল পরিবহনে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান; পরিবহনঠিকাদার।
- English Word haulm Bengali definition [হোম্] (noun) (collective singular) শিম; কড়াই, মটর, আলু প্রভৃতির পরিত্যক্ত ডাঁটা।
- English Word haunch Bengali definition [হোন্চ্] (noun) মানব বা প্রাণিদেহের পশ্চাদ্দেশ; পাছা; পাঁজর ও ঊরুর মধ্যবর্তী অংশ: Yesterday he was sitting on his haunches.
- English Word haunt Bengali definition [হোন্ট্] (verb transitive) অভ্যাসগতভাবে কিংবা হরহামেশা কোথাও যাতায়াত করা; (বিশেষত ভূতপ্রেত) প্রায়ই উদয় হওয়া। (২) ঘুরে ফিরে মনে আসা; a haunting face. haunted by fear. □ (noun) যেখানে কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষেরা হরহামেশা যাতায়াত করে; আস্তানা: a haunt of criminals.
- English Word hauteur Bengali definition [ওউটা(র্)] (noun) [uncountable noun] ঔদ্ধত্য।
- English Word Havana Bengali definition [হাভ্যানা] (noun) কিউবার তৈরি চুরুট; হাভানাচুরুট।
- English Word have 1 Bengali definition [‘I, we, you, they -এর পর সাধারণত রূপ: ভ; বিরতির পর সাধারণত রূপ: হাভ; অন্যত্র সাধারণত রূপ: আভ; strong রূপ: হ্যাভ auxiliary verb ( 3rd person singular হ্যাস/সাধারণত রূপ: জ; শুধু প, ট, ক, ফ, থ, -এর পর: স; শুধু স, জ, শ, জ, চ, জ -এর পর: আজ্; বিরতির পর: হাজ্; strong রূপ: হ্যাজ্; past tense হ্যাড/‘I, we, you, they’ -এর পর সাধারণত রূপ: ড্; বিরতির পর: হাড্; অন্যত্র সাধারণত রূপ: আড্; strong রূপ: হ্যাড্; negative(ly) রূপসমূহ: haven’t = [হ্যাভ্ন্ট্ hasn’t = হ্যাজ্ন্ট্; hadn’t = হ্যাড্ন্ট্] (১) perfect tense সমূহ ও perfect infinitive -এ ব্যবহৃত: I have /I’ve washed my hands. He has/He’s done it. Have you finished? (২) (finite had কে subject- এর আগে ব্যবহার করে if-clause—এর সমার্থ পাওয়া যায়): Had I (=if i had) known. যদি জানতাম…।
- English Word have 2 Bengali definition [হ্যাভ্] anom verb ( 3rd person singular has [হ্যাজ্]; past tense, past participle had [হ্যাড্]; negative(ly) রূপসমূহ:' haven’t [হ্যাভ্ন্ট্]; hasn’t [ [হ্যাজ্ন্ট্]; hadn’t [হ্যাড্ন্ট্]). (১) (‘be’ ক্রিয়া ব্যবহার করে পুনর্গঠিত করা যায় এমন সব বাক্যে ব্যবহৃত): I have no doubt (=There is no doubt in my mind) that.... (২) বাস্তব কোনোকিছুর অধিকারী হওয়া: He has (got) a fine collection of old paintings. (৩) কোনো দৈহিক বা মানসিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া: She has large dark eyes. He has a good memory. (৪) বিভিন্ন সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত: I haven’t many friends here. (৫) ( be + adjective + to-infinitive সমতুল্য বাক্যে abstract noun + to-infinitive - সহযোগে ব্যবহৃত): Will you have the goodness (=please be good enough) to return my book? ৬ (সাধারণত got. সহযোগে কথ্য রীতিতে ব্যবহৃত) মনে রাখা; কোনো মানসিক ক্ষমতা প্রয়োগ করা; অভিজ্ঞতা লাভ করা: Have you (got)/Do you have any idea where she lives? What reason have you (got) for thinking that he’s lying? What kind of assistance have you in mind? (৭) (শুধু infinitive- এ এবং সর্বদা stressed) মেনে নেওয়া; সহ্য করা: I won’t have such nasty things said about me.