• thermal [থাম্‌ল্] (adjective) তাপ সম্বন্ধীয়; তাপঘটিত; thermal springs, উষ্ণপ্রস্রবণ; the thermal barrier, (উড্ডয়নের সময়ে) বিমানের বহির্দেশে বায়ুর বর্ধিত ঘর্ষণের ফলে উচ্চগতি ব্যবহারের পক্ষে অন্তরায়; তাপপ্রতিবন্ধক; a thermal power station, তাপবিদ্যুৎকেন্দ্র (যা কয়লা, তেল বা গ্যাসের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে)।
      • heat 1 (যৌগশব্দ) heat barrier (noun) = thermal barrier, দ্রষ্টব্যthermal.