H পৃষ্ঠা ১৪
- English Word heir Bengali definition [এআ(র্)] (noun) উত্তরাধিকারী; দায়াদ; রিক্থ্; ওয়ারিস। heir apparent (noun) (plural heirs apparent) নিকটতর কোনো উত্তরাধিকারীর জন্মের দরুন যে উত্তরাধিকারীর অধিকার লোপ পায় না; প্রতীত উত্তরাধিকারী; যুবরাজ। heirpresumptive (noun) নিকটতর কোনো উত্তরাধিকারীর জন্মের দরুন যার উত্তরাধিকার বাতিল হতে পারে; সম্ভাবিত স্থানাধিকারী; আপাত উত্তরাধিকারী। heiress [এআরিস্] (noun) উত্তরাধিকারিণী।
- English Word heirloom Bengali definition [এআলূম্] (noun) পুরুষপরম্পরাত্রুমে প্রাপ্ত পারিবারিক কোনো বস্তু/অস্থাবর সম্পত্তি; পৈত্রধন।
- English Word Hejira Bengali definition [হেজিরা America(n) হিজাইআরা] (noun) =Hegira.
- English Word held Bengali definition [হেল্ড্] hold -এর past tense, past participle
- English Word helicopter Bengali definition [হেলিকপ্টা(র্)] (noun) স্বল্প পরিসরে অবতরণক্ষম এবং বাতাসে স্থিরভাবে অবস্থান করতে সমর্থ, অনুভূমিকভাবে ঘূর্ণায়মান পাখাযুক্ত এক ধরনের বিমান; হেলিকপটার।
- English Word heliotrope Bengali definition [হীলিআট্রোউপ্] (noun) নীলাভ রক্তবর্ণ ছোট ছোট সুগন্ধি; পুষ্পবিশিষ্ট উদ্ভিদ; সূর্যকমল; সূর্যকমলবর্ণ।
- English Word heliport Bengali definition [হেলিপোট্] (noun) হেলিকপটারের অবতরণ-উড্ডয়ন ক্ষেত্র; হেলিবন্দর।
- English Word helium Bengali definition [হীলিআম্] (noun) [uncountable noun] বর্ণহীন হালকা অদাহ্য গ্যাসবিশেষ (প্রতীক He), যা বেলুন ও আকাশযানে ব্যবহৃত হয়; হিলিয়ম।
- English Word helix Bengali definition [হীলিক্স্] (noun) (plural helices) [হীলিসীজ্]) (বিজ্ঞান.) একটি কেন্দ্রবিন্দু বা রেখার চারদিকে অগ্রসরমাণ কিংবা ঊর্ধ্বগ অবিচ্ছিন্ন বক্ররেখা; কম্বুরেখা: The DNA molecule is shaped like a helix. helical (adjective) কম্বুরেখ; সর্পিল।
- English Word hell Bengali definition [হেল্] (noun) (১) নরক; জাহান্নাম; দোজখ; রসাতল। (২) যন্ত্রণাদায়ক স্থান বা অবস্থা; নরক; নরকযন্ত্রণা: suffer hell on earth; make somebody’s life a hell. (৩) (কথা, ক্রোধপ্রকাশ কিংবা অর্থের গুরুত্ব বৃদ্ধিতে) Hell! The burglar ran like hell, পড়ি কী মরি করে প্রাণপণে; He liked the fellow a hell of a lot, বড্ডো। for the hell of it বিশেষ কোনো কারণে নয়; অহেতুক। ride hell for leather ঊর্ধ্বশ্বাসে বা পড়ি কী মরি করে। hellcat বিদ্বেষপরায়ণ কিংবা ক্রোধোন্মত্ত ব্যক্তি; নরক-মার্জার। hellish (noun) [হেল্ইশ্] (adjective) নারক; নারকীয়। be hell-bent on something (অপশব্দ) কোনোকিছু করার জন্য বদ্ধপরিকর হওয়া। hellfire (noun) নরকাগ্নি। hell-hound (noun) নরককুক্কুর।
- English Word Hellene Bengali definition [হেলীন্] (noun) গ্রিক নাগরিক; গ্রিক; প্রাচীনকালে প্রকৃত গ্রিক বংশোদ্ভূত ব্যক্তি। Hellenic [হেলীনিক্ America(n) হেলেনিক্] (adjective) গ্রিক; গ্রিসীয়; হেলেনিক।
- English Word hellow Bengali definition [হালোউ] (interjection) =hullo.
- English Word helm 1 Bengali definition [হেল্ম্] (noun) (নৌকার) হাল; কর্ণ: the man at the helm, কর্ণধার; কাণ্ডারি: (লাক্ষণিক) নেতা; the helm of state, (লাক্ষণিক) রাষ্ট্রের হাল; সরকার। helmsman [হেল্মজ্মান্] (noun) (plural helmsmen) কর্ণধার; কাণ্ডারি; মাঝি।
- English Word helm 2 Bengali definition [হেল্ম্] (noun) (পুরাতনী) শিরস্ত্রাণ।
- English Word helmet Bengali definition [হেল্মিট্] (noun) শিরস্ত্র; শিরস্ত্রাণ। অপিচ দ্রষ্টব্যsun ভুক্তিতে sun-helmet. helmeted (adjective) শিরস্ত্রধারী; শিরস্ত্রাণধারী।
- English Word help 1 Bengali definition [হেল্প্] (noun) (১) [uncountable noun] সাহায্য; সহায়তা; উপকার; অনুবল। be of help (to somebody); be (of) any/much/no/some help (to somebody) সাহায্য করা; সাহায্যে/উপকারে আসা; কাজে লাগা: He can be of much help. (২) a help সাহায্য করে এমন বস্তু বা ব্যক্তি: His recommendation was a great help. (৩) [uncountable noun] প্রতিকার; প্রতিবিধান: There is no help for it. দ্রষ্টব্যhelp 2 (৩). (৪) [countable noun] গৃহস্থালি কাজে সাহায্য করে এমন (সাধারণত অনাবাসিক ব্যক্তি; ছুটা (কাজের ছেলে/মেয়ে): a home help. দ্রষ্টব্যhome 1 (৩). The help came late today. helpful [হেল্প্ফ্ল্] (adjective) উপকারী; সহায়ক; কাজের: be helpful to one’s friends. helpfully [হেল্প্ফালি্] (adverb) helpfulness (noun) উপকারিতা; উপযোগিতা। helpless (adjective) (১) সাহায্য/সহায়তাবিহীন। (২) নিরুপায়; অসহায়; নিঃসহায়; গতিহীন: a helpless invalid. helplessly (adverb) অসহায়ভাবে। helplessness (noun) অসহায়ত্ব; নিরুপায়ত্ব। helper (noun) সাহায্যকারী; সহায়। helping (noun) (বিশেষত) আহারকালে পরিবেশিত খাবারের ভাগ। three helpings of pie; a generous helping of tart.
- English Word help 2 Bengali definition [হেল্প্] (verb transitive), (verb intransitive) (১) সাহায্য/সহায়তা; উপকার করা। help out (বিশেষত সংটককালে) সহায়তাদান/আনুকূল্য করা। (২) help somebody/oneself (to something) খাদ্য, পানীয় ইত্যাদি পরিবেশন করা: May I help you to some more pudding? (৩) can help something/doing something এড়ানো; পরিহার করা; নিবৃত্ত করা; বিরত হওয়া: I don’t associate myself with him more than I can help, প্রয়োজনের বেশি/পারতপক্ষে তার সঙ্গে মিশি না; The child burst into tears, it could n’t help it, না-কেঁদে উপায় ছিল না; It can’t be helped, এটা অবশ্যম্ভাবী ছিল। (৪) So help me God (শপথ উচ্চারণে) (যেহেতু আমি সত্য কথা বলছি ইত্যাদি) ঈশ্বর আমার সহায় হোন।
- English Word helpline Bengali definition [হেল্পলাইন্] (noun) যে নম্বরে ফোন করলে বিপদআপদ বা বিভিন্ন সমস্যা বা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, সংবাদ বা সাহায্য পাওয়া যায়; হেল্পলাইন: The council is also setting up a telephone helpline.
- English Word helpmate Bengali definition [হেল্প্মেইট্], helpmeet [হেল্প্মীট্] noun(s) উপকারী সহবর্তী বা সহচর; বিশেষত স্বামী বা স্ত্রী; সহভাবী/ সহভাবিনী।
- English Word helterskelter Bengali definition [হেলটাস্কেল্টা(র্)] (adverb) ছএখান হয়ে; এলোপাতাড়িভাবে। □ (noun) মেলা ইত্যাদিতে শিশুদের খেলার জন্য কাঠ বা ধাতুর সুউচ্চ ঢালু কাঠামোবিশেষ; স্খলনী।