H পৃষ্ঠা ১১
- English Word hazy Bengali definition [হেইজি] (adjective) কুয়াশাচ্ছন্ন: hazy weather; (লাক্ষণিক) অস্পষ্ট; কিয়ৎপরিমাণে আচ্ছন্ন বা বিভ্রান্ত; অনিশ্চিত: a hazy picture of events; hazy about the future. hazily [হেইজিইলি] (adverb) haziness (noun)
- English Word ha’p’orth Bengali definition [হেইপাথ্] (noun) (কথ্য) = halfpenny-worth, দ্রষ্টব্য half (৩).
- English Word HD Bengali definition [এইচ্ডি] (noun) এটি ইংরেজি high definition-এর সংক্ষেপ। যেমন কিছু চ্যানেল এইচডি ছবি, এইচডি ভিডিও আর এইচডি ডিভিডি দেখায়। তবে এইচডি দিয়ে হাইয়ার ডিপ্লোমা (শিক্ষায়); হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার (চিকিৎসায়); হাই ডেনসিটি (ফ্লপি ডিস্ক); হাইব্রিড ড্রাইভ (নোটবুকে); হামটি ডামটি (ইংরেজি শিশুতোষ ছড়ায়) বোঝানো হয়।
- English Word he Bengali definition ['strong' বা 'initial' (প্রারম্ভিক) রূপ: হী 'medial' (মধ্যবর্তী) 'weak' রূপ ঈ] (pronoun) (১) সে; তিনি; (পুরুষ): Where’s your father? He is in Chittagong. (২) (prefix হিসেবে) পুরুষ: he-goat. he-man [হী-ম্যান্] (noun) শক্তিমান/বীর্যবান পুরুষ। (৩) (সাহিত্য) he who যে সে; যে কেউ সে।
- English Word he'd Bengali definition [জোরালো বা আদ্যরূপ: হীড, মধ্যবর্তী দুর্বল রূপ ঈড্] =he had; he would.
- English Word he'll Bengali definition [জোরালো বা আদ্য রূপ; হীল; মধ্যবর্তী দুর্বল রূপ প্রায়ই: ঈল্] =he will, he shall.
- English Word he's Bengali definition [জোরালো বা আদ্যরূপ: হীজ্ মধ্যবর্তী দুর্বল রূপ: ঈজ্]=he is, he has.
- English Word head 1 Bengali definition [হেড্] (noun) (১) মস্তক; মাথা। (২) এক মাথার সমপরিমাণ দৈর্ঘ্যের মাপ: Kamal is taller than Jamal by a head. be head and shoulders above somebody (লাক্ষণিক) বুদ্ধিতে বা ক্ষমতায় কারো চোয় অনেক গুণে শ্রেষ্ঠ। (৩) head(s) মুদ্রার যে পিঠে কোনো ব্যক্তির মাথা খোদিত থাকে; এর উল্টো পিঠকে tails বা the tail বলা হয়। heads or tails? নিক্ষিপ্ত মুদ্রার পিঠ দেখে ভাগ্য নির্ণয়ের জন্য মুদ্রাটি উপরে ছুড়ে দেওয়ার আগে সংশ্লিষ্ট কোনো এক পক্ষকে একথা বলা হয়। be unable to make head or tail of something কোনোকিছু একেবারেই বুঝতে না-পারা। (৪) জন; ব্যক্তি: Tk 2 5 a head, মাথাপিছু/জনপ্রতি ২৫ টাকা। (৫) (plural অপরিবর্তিত) এক ঝাঁক পাখি বা একদল পশু (সাধারণত ছাগল বা ভেড়া): 100 head of cattle; a large head (= সংখ্যা) of game. (৬) বুদ্ধি; মেধা; কল্পনাশক্তি। (৭) সহজাত ক্ষমতা: He has no head for business. (৮) আকারে বা অবস্থানে মাথার মতো এমন কোনোকিছু: the head of a pin ; the head of a hammer. (৯) শিরোদেশ বা শীর্ষ: at the head of the page; at the head of the staircase, সিঁড়ির মুখে। (১০) উৎস; উৎসভাগ: The head-waters of the Padma. (১১) (উদ্ভিদ) বোঁটার মাথায় ফুল বা পাতার গুচ্ছ: a flower head; a tight head of cabbage. (১২) (প্রায়ই attributive(ly)) শাসক; নেতা বা সর্দার; প্রধান: heads of government; the head of a family; the head office. Head of state রাষ্ট্রপ্রধান। (১৩) সম্মুখভাগ; পুরোভাগ: at the head of a procession.১৪ (প্রধানত ব্যক্তিনামের ক্ষেত্রে) অন্তরীপ। (১৫) (জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতির জন্য) কোনো নির্দিষ্ট উচ্চতায় রক্ষিত পানি; আবদ্ধ জলীয় বাষ্প প্রভৃতির আয়তনভিত্তিক চাপ বা শক্তি। (১৬) প্রবন্ধ, রচনা ইত্যাদির প্রধান বিভাগ: an essay written under several heads. (১৭) পাত্রে ঢালা তরল পদার্থের (বিশেষত মদের) ফেনা: the head on a glass of beer. (১৮) পেকে-ওঠা ফোড়ার মুখ: The boil came to a head. come to a head (লাক্ষণিক) চরম অবস্থায় পৌঁছানো; চরম আকার ধারণ করা। (১৯) (বিবিধ phrase) above/over one’s head বোঝা দুঃসাধ্য (এমনভাবে): talk above one’s head এমনভাবে কথা বলা যাতে (কারো পক্ষে) বোঝা মুশকিল হয়ে পড়ে। an old head on young shoulders নবীনের ভিতর প্রবীণের জ্ঞান। bite somebody’s head off কাউকে ক্রুদ্ধভাবে তিরস্কার করা। eat one’s head off (ঘোড়া সম্বন্ধে) প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু কাজ বলতে গেলে না-করা। give somebody his head কাউকে ইচ্ছামতো চলতে দেওয়া। go to one’s head (ক) (মদ) নেশাগ্রস্ত করা। (খ) উত্তেজিত করা: His successes have gone to his head, তার সাফল্য তাকে আত্মম্ভরী করেছে। have a good head on one’s shoulders কর্মক্ষমতা, বাস্তববুদ্ধি, কাণ্ডজ্ঞান ইত্যাদি থাকা। head over heels এলোমেলো; বিশৃঙ্খল; ডিগবাজি খাওয়া অবস্থায়; (লাক্ষণিক) গভীরভাবে বা সম্পূর্ণরূপে; পুরাদস্তুর: head over heels in love. keep one’s head মাথা ঠাণ্ডা রাখা। keep one’s head above water (লাক্ষণিক) ঋণ সমস্যা ইত্যাদি থেকে মুক্ত থাকা। keep one’s head down বিপদ বা চিত্তবিক্ষেপের কারণগুলো এড়িয়ে চলা। laugh/scream one’s head off অট্টহাসিতে ভেঙে পড়া; হেসে কুটিকুটি হওয়া; চিৎকারে আকাশ মাথায় করা। lose one’s head মাথা ঠিক না-রাখা। (go) off one’s head মাথা খারাপ (হওয়া)। (stand, etc) on one’s head পা শূন্যে তুলে মাথার উপর (দাঁড়ানো): do something (standing) on one’s head, (কথ্য) অতি সহজে করতে পারা। (be promoted) over another’s head /over the heads of others যোগ্যতর আরেক জনের/অন্যদের মাথা টপকে পদোন্নতি পাওয়া। put our/your/their heads together একত্রে বসে শলাপরামর্শ করা। put something to a person’s head কারো মাথায় কিছু (ধারণা, ভাবনা) ঢুকিয়ে দেওয়া। put something out of one’s head কোনোকিছুর ভাবনা বাদ দেওয়া: I put the idea of going abroad out of my head. put something out of somebody’s head কাউকে কোনোকিছু ভুলিয়ে দেওয়া। take something into one’s head কোনোকিছু বিশ্বাস করা বা ধারণা করা: She took it into her head that he was going to desert her. talk one’s head off অতিরিক্ত বকবক করা। talk somebody’s head off বকবক করে কারো মাথা ধরিয়ে দেওয়া। two heads are better than one (প্রবাদ) কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান। turn somebody’s head কাউকে আত্মম্ভরী করে তোলা। (be) weak in the head দুর্বলমস্তিষ্ক বুদ্ধিমান নয়। (২০) (যৌগশব্দে) headache (noun) [countable noun, uncountable noun] (ক) মাথাব্যথা। (খ) (অপশব্দ) মাথা-ধরানো সমস্যা। headband (noun) মাথায় বাঁধার ফিতা। headdress (noun) বিশেষত মহিলাদের অলংকৃত মস্তকাবরণী; পাগড়ি। headgear (noun) টুপি; পাগড়ি; মস্তকাবরণী। headhunter (noun) যে বর্বর বিজয়নিদর্শন হিসেবে বিজিত শত্রুর মাথা কেটে রেখে দেয়; (লাক্ষণিক) নির্দয় রিক্রুটকারী। headlamp (noun) =headlight. headland [হেডলান্ড্] (noun) অন্তরীপ। headlight (noun) রেল-ইনজিন, মোটরগাড়ি প্রভৃতির হেডলাইট। headline (noun) সংবাদ শিরোনাম; শিরোনাম বহনকারী লাইন; (plural) বেতারে বা টেলিভিশনে প্রচারিত সংবাদের মুখ্য অংশ: ‘Here are the news headlines’. headman [হেডম্যান্] (noun) সর্দার; মোড়ল। head-master/head-mistress (noun(s)) স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষয়িত্রী। head on (adjective), (adverb) (সংঘর্ষ) মুখোমুখি: a head-on collision. headphones (noun) (plural) মাথায় বেঁধে ব্যবহার্য (বেতারের) রিসিভার; হেডফোন। headpiece (noun) (ক) শিরস্ত্রাণ; হেলমেট। (খ) বুদ্ধি; মগজ। head quarters (noun) (singular বা plural) সদর দফতর। head-rest (noun) যাতে মাথা হেলান দেওয়া হয়। headroom (noun) =clearance (২). headset (noun) হেডফোন। headship [হেডশিপ্] (noun) প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষয়িত্রীর পদ। headstall (noun) লাগামের যে অংশ ঘোড়া প্রভৃতির মাথায় পরানো হয়। headstone (noun) সমাধিফলক। head-waters (noun) (plural) নদী প্রভৃতির উৎসভাগ। headway (noun) [uncountable noun] অগ্রগতি; উন্নতি। headwind (noun) সরাসরি বিপরীত দিক থেকে প্রবাহিত বাতাস। headword (noun) শিরোনাম হিসেবে ব্যবহৃত (মোটা অক্ষরে মুদ্রিত) শব্দ, যথা অভিধানে আলোচিত শব্দ। headed (adjective) (যৌগশব্দে। three headed তিন মাথাওয়ালা। headless (adjective) মাথা নেই এমন, মস্তকবিহীন।
- English Word head 2 Bengali definition [হেড্] (verb transitive), (verb intransitive) (১) পুরোভাগে বা শীর্ষে থাকা: head a procession. His name headed the list. (২) মাথা দিয়ে স্পর্শ বা আঘাত করা; হেড করা: He headed the ball into the net. (৩) head something/somebody off কারো/কোনোকিছুর সামনে যাওয়া: off a flock of sheep (যাতে এরা ভুল পথে না-যায়); বাধা দেওয়া; ঘটতে না দেওয়া: head off a quarrel. (৪) নির্দেশিত পথে বা দিকে অগ্রসর হওয়া: head north, উত্তরের দিকে যাওয়া; head straight for home, সোজাসুজি ঘরের দিকে যাওয়া; (লাক্ষণিক) heading for disaster, সর্বনাশের পথে যাওয়া।
- English Word header Bengali definition [হেডা(র্)] (noun) (১) অধোমুখ লম্ফ; ঝম্প বা পতন: take a header into a swimming pool, সাঁতারকুণ্ডে অধোমুখে ঝাঁপ দেওয়া। (২) (ফুটবল) মাথা দিয়ে বলে আঘাত; শিরাঘাত; ঢুস।
- English Word heading Bengali definition [হেডিঙ্] (Noun) শিরোনামা।
- English Word headlong Bengali definition [হেড্লঙ্ America(n) হেড্লোঙ্] (adverb), (adjective) (১) অধোমুখে; অধঃশিরে; অধোমুখ; অধঃশির; অবাঙ্মুখ: fail headlong. (২) হঠকারিতা করে, হঠকারী: rush headlong into danger; a headlong decision.
- English Word headstrong Bengali definition [হেড্সট্রঙ্ America(n) হেড্স্ট্রোঙ্] (adjective) একগুয়ে; গোঁয়ার; একরোখা; স্বেচ্ছাচারী; যথেচ্ছাচারী।
- English Word heady Bengali definition [হেডি] (adjective) (headier, headiest) (১) হঠকারী; ঠ্যাঁটা। (২) (নেশাকর পানীয়) দ্রুত উন্মাদক; উচ্চণ্ড; তেজি; উৎকট: a heady wine. (লাক্ষণিক) উন্মাদক (যেমন কোনো আকস্মিক সাফল্য)।
- English Word heal Bengali definition [হীল্] (verb transitive), (verb intransitive) (১) (বিশেষত ক্ষত) নিরাময় হওয়া/করা; সারা/সারানো: The wound is not going to be healed soon. (২) (পুরাতনী অথবা বাইবেলি) (কোনো ব্যক্তিকে) সুস্থ/রোগমুক্ত/নিরাময় করা; ( রোগের) শান্তি/উপশম করা: heal somebody of a disease (cure-ই এখন বহুলব্যবহৃত)। অপিচ দ্রষ্টব্যfaith ভুক্তিতে faith-healing. (৩) অবসান ঘটানো; ঘোচানো; মেটানো: heal a quarrel. Time heals all sorrows. healer (adjective) উপশমক: Time is a great healer.
- English Word health Bengali definition [হেল্থ্] (noun) (১) [uncountable noun] স্বাস্থ্য: be in/enjoy/have good/ poor health. healthfood (noun) [uncountable noun] কৃত্রিম রাসায়নিক দ্রব্যাদিমুক্ত পুষ্টিকর খাদ্য; স্বাস্থ্যকর খাবার: (attributive(ly)) a health food restaurant/shop. (২) (সংগঠন, সংস্থা ইত্যাদির নামের অংশরূপে): the World health Organisation (সংক্ষেপ WHO), বিশ্ব স্বাস্থ্যসংস্থা; the Department of health and Social Security (British/Britain সংক্ষেপ DHSS); the National Health Service (British/Britain NHS). (৩) সুস্থতা; নিরাময়তা; রোগমুক্ত অবস্থা: restored to health. (৪) drink somebody’s health; drink a health (to somebody) (সামাজিক রীতি হিসেবে) পানপাত্র উঠিয়ে কারো সুস্বাস্থ্য কামনা করা। healthful [হেল্থ্ফুল্] (adjective) স্বাস্থ্যপ্রদ; স্বাস্থ্যকর।
- English Word healthy Bengali definition [হেল্থি] (adjective) (healthier, healthiest) (১) স্বাস্থ্যবান; স্বাস্থ্যবতী; সুস্থ; নীরোগ; নিরাময়। দ্রষ্টব্য সুনির্দিষ্ট প্রসঙ্গে well ব্যবহার করা বাঞ্ছনীয়: I am quite well. (২) স্বাস্থ্যকর; স্বাস্থ্যপ্রদ: a health climate; a health way of living. (৩) স্বাস্থ্যসূচক; সুস্থ: a health appetite. Healthily [হেল্থিলি] (adverb) স্বাস্থ্যপ্রদভাবে; সুস্থভাবে।
- English Word heap Bengali definition [হীপ্] (noun) [countable noun] (১) রাশি; স্তূপ; কাড়ি; গাদা; পাঁজা; পুঞ্জ: a big heap of books; a heap of sand. be struck/knocked all of a heap (কথ্য)heap হতভম্ব/হতচৈতন্য/ আক্কেলগুড়ুম হওয়া। (২) heaps (of) (কথ্য) রাশি রাশি; ভূরিভূরি; ঢের; মেলা; অঢেল; বিস্তর: He has heaps of money. I saw him heaps of times, বহুবার। (৩) heaps (adverb হিসেবে, কথ্য) অনেক; ঢের: feeling heaps better. □ (verb transitive) (১) heap (up) স্তূপীকৃত/পুঞ্জীভূত/ গাদা/জড়ো করা: heap (up) books; heap up riches. (২) heap something on/upon somebody/something; heap somebody/something with something ভরা; ভরতি/পূর্ণ/বোঝাই করা: heap a plate with food; heap favours upon a person, অনুগ্রহ বর্ষণ করা; a heaped spoonful. উপচীয়মান চামচের এক চামচ।
- English Word hear Bengali definition [হিআ(র্)] (verb transitive), (verb intransitive) (past tense, past participle heard [হাড্]) (১) (শব্দ ইত্যাদি) শোনা; শ্রবণ/কর্ণগোচর করা; Do you hear me? (২) অবহিত হওয়া; শোনা: I heard that his father is dead. hear about something (কোনোকিছু সম্বন্ধে) শোনা; অবহিত হওয়া; সংবাদ/খবর পাওয়া/শোনা: Did you hear about her illness/marriage? You will hear about this later, কখনো-কখনো ভবিষ্যৎ তিরস্কারের ইঙ্গিতবহ। hear from somebody চিঠিপত্র; খবর ইত্যাদি পাওয়া; Hope to hear from you soon. hear of somebody/something (কথা; নাম) জানা; শোনা: Have you ever heard of Mr. Fahim? hear tell of বলতে/বলাবলি করতে শোনা। (৩) মনোযোগ দেওয়া; শোনা; (আদালতে) বিচার করা: He heard carefully what we had to say. The judge will hear the case next Monday. Hear somebody out (কারো বক্তব্য) শেষ পর্যন্ত শোনা: hear me out, before you take a decision. not hear of (সাধারণত will would-সহ) বিবেচনা বা বরদাস্ত করতেও নারাজ হওয়া; কান-না-দেওয়া: I wouldn’t hear of it! (৪) Hear! Hear! উৎসাহ বা অনুমোদনসূচক অভিব্যক্তি; কখনো-কখনো শ্লেষাত্মক; সাবাস! সাবাস! সাধু! সাধু! hearer (noun) শ্রোতা।
- English Word hearing Bengali definition [হিআরিঙ্] (noun) (১) শ্রবণ; শ্রবণশক্তি: His hearing is poor, সে কানে কম শোনে। hard of hearing কানে খাটো। hearing-aid (noun) বধিরদের শুনতে সাহায্য করার জন্য ইলেকট্রনিক যন্ত্রবিশেষ; শ্রবণসহায়। (২) [uncountable noun] যে দূরত্বের মধ্যে শোনা যায়; শ্রবণের নাগাল; শ্রুতিগোচরতা। Be careful not to discuss the matter in the hearing of strangers. With in/out of hearing শ্রুতিগোচরতার মধ্যে/বাইরে: Tell him to keep within hearing, ডাকের নাগালে। (৩) [countable noun] (বিশেষত আত্মপক্ষ সমর্থনে) কথা বলার সুযোগ। gain a hearing (আত্মপক্ষ সমর্থনে) কিছু বলার সুযোগ পাওয়া। give somebody a fair hearing কারো বক্তব্য নিরপেক্ষভাবে শোনা। get a fair hearing শ্রোতা নিরপেক্ষভাবে শুনবেন, এই সুযোগ লাভ করা; (আইন সম্বন্ধীয়) বিশেষত জুরি ছাড়া কেবল বিচারকের সামনে মোকদ্দমার বিচার; শুনানি।