G পৃষ্ঠা ১২
- English Word Georgian Bengali definition [জোজান্] (adjective) (১) ব্রিটেনের রাজা প্রথম দ্বিতীয় বা তৃতীয় জর্জের শাসনামল সম্বন্ধীয় (১৭১৪-১৮১১); জর্জীয়; (বিশেষত) architecture. (২) সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত Georgia [জ্যজা] Georgia প্রদেশবিষয়ক।
- English Word geranium Bengali definition [জারেইনিআম্] (noun) এক জাতের লাল; হালকা; লাল বা সাদা বাগানফুল বা এর গাছ; উদ্যান তরুবিশেষ।
- English Word geriatrics Bengali definition [জেরিঅ্যাট্রিক্স্] (noun) (plural) বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা। geriatric (adjective) উক্ত চিকিৎসাব্যবস্থা সম্বন্ধীয়: the geriatrics ward (of a hospital). geriatrician [জেরিআট্রিশ্ন্] (noun) বার্ধক্যজনিত রোগবিশারদ।
- English Word germ Bengali definition [জাম্] (noun) [countable noun] জীবাণু; (লাক্ষণিক) (ভাব, ধারণা ইত্যাদির) উৎস বা সূচনাবিন্দু বা অঙ্গুর। (২) রোগজীবাণু।
- English Word German Bengali definition [জামা্ন্] (adjective) জার্মান দেশ ও তার অধিবাসীবিষয়ক। German-measles (noun) (চিকিৎসাশাস্ত্র) এক ধরনের হাম। German shepherd (noun) (America(n)) =Alsatian (dog). □ (noun) জার্মানির অধিবাসী; জর্মন ভাষা। Germanic [জাম্যানিক্] (adjective) জার্মান; ইংলিশ ও ডাচ্ ভাষাগোষ্ঠীবিষয়ক।
- English Word germane Bengali definition [জামেইন্] (adjective) germane (to) (কোনোকিছুর সঙ্গে) প্রাসঙ্গিক; সম্পর্কযুক্ত।
- English Word germanium Bengali definition [জামেইনিআম্] (noun) [uncountable noun] খাদকে শক্ত করার কাজে ব্যবহৃত ধূসর সাদা উপাদান; (প্রতীক Ge)।
- English Word germicide Bengali definition [জামিসাইড্] (noun) জীবাণুনাশক পদার্থ।
- English Word germinate Bengali definition [জামিনেইট্] (verb intransitive), (verb transitive) (বীজ বিষয়ে) অঙ্কুরিত হওয়া বা করা। germination (noun) [জামিনেইশ্ন্] (noun) [uncountable noun] বীজায়ন; অঙ্কুরোদম।
- English Word gerontocracy Bengali definition [জিরনটোক্রাসি] (noun) (plural gerontocracies) (১) প্রবীণদের শাসনব্যবস্থা বিশেষত সমাজের সবচেয়ে প্রবীণ ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে গঠিত সরকার। (২) বুড়োদের দ্বারা পরিচালিত কোনো রাষ্ট্র, সমাজ বা সংগঠন। □ (noun) gerontocrat □ (adjective) gerontocratic
- English Word gerontology Bengali definition [জেরন্টলাজি] (noun) বার্ধক্য প্রক্রিয়াবিষয়ক বিজ্ঞান; বার্ধক্যবিদ্যা।
- English Word gerrymander Bengali definition [জেরিম্যাডা(র্)] (verb transitive) নির্বাচনে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে অন্যায় সুবিধাদানের জন্য অসদুপায় অবলম্বন করা; চাতুরী বা কূটকৌশল ব্যবহার করা। □ (noun) এরূপ অসদুপায় অবলম্বন।
- English Word gerund Bengali definition [জেরান্ড্] (noun) (১) (ব্যাকরণ) বিশেষ্য হিসেবে ব্যবহৃত ক্রিয়ারূপ। (২) ক্রিয়ার সঙ্গে -ing যোগ করে গঠিত ইংরেজি বিশেষ্য- swim + ing =swimming, dance + ing = dancing ইত্যাদি।
- English Word Gestapo Bengali definition [গেস্টা:পোউ] (noun) জার্মানির নাৎসি আমলের গোয়েন্দা পুলিশ।
- English Word gestation Bengali definition [জেস্টেইশ্ন্] (noun) গর্ভধারণ; গর্ভধারণের কাল।
- English Word gesticulate Bengali definition [জেস্টিকিউলেইট্] (verb intransitive) অঙ্গভঙ্গি করা। gesticulation [জেস্টিকিউলেইশ্ন্] (noun) [uncountable noun] অঙ্গভঙ্গি; [countable noun] ভঙ্গি।
- English Word gesture Bengali definition [জেস্চা(র্)] (noun) (১) [countable noun] ইশারা; ইঙ্গিত; সদিচ্ছাজ্ঞাপক ভঙ্গি, কাজ, পদক্ষেপ ইত্যাদি: a gesture of friendship. (২) [uncountable noun] ইঙ্গিত বা ব্যঞ্জনাময় ভঙ্গির ব্যবহার: the art of gesture. □ (verb intransitive) অঙ্গভঙ্গি করা।
- English Word get Bengali definition [গেট্] (verb transitive), (verb intransitive) (১) হওয়া; অবস্থান্তরে যাওয়া: get lost/ excited/married/tired/wet. I hope he will soon get better again. Get lost! (অপশব্দ) বিদায় হও। get even with somebody দ্রষ্টব্যeven 2 দ্রষ্টব্য অপিচ wise 2. (২) কোনো বিশেষ অবস্থায় উপনীত করা; হওয়ানো: Get the men ready for the day’s work. I got the sum right, উত্তর মিলিয়েছি। get something done কোনোকিছু সম্পূর্ণ করা: I must get my washing done before I left home. (৩) (কাজের কাজ) শুরু করা বা শুরু হওয়া: Get going, শুরু করে; It’s time we get going, শুরু করার সময় এসেছে। (৪) কাউকে/ কোনোকিছুকে (কোনোকিছুতে) সক্রিয় করা: It’s hard to get him talking; Can you get my old car going again? চালাতে বা সারাতে পারবে? (৫) কাউকে/ কোনোকিছুকে বুঝতে পারা, অনুভব করা ইত্যাদি: As I got to know the natives I grew less wary of them. (৬) কাউকে/কোনোকিছুকে দিয়ে কোনোকিছু করানো; প্ররোচিত করা: I am trying to get someone to do the work. (৭) পাওয়া; সংগ্রহ করা; অর্জন করা; লাভ করা: get news of something. I got the book for 50 taka. The farmers of this district get no bank loans. It’s no longer easy for young men to get (earn) a decent living. I get (= receive) only local stations on my one-band transistor. He went to the nearest restaurant to get (=take, eat) his lunch. Get me some water, please. Get some more polao for him. get one =get one’s goat, দ্রষ্টব্যgoat. get the better/best of, দ্রষ্টব্যbetter 3 ও best 3. get the boot, দ্রষ্টব্যboot 1 (১) get a glimpse of, দ্রষ্টব্যglimpse. get hold of something, দ্রষ্টব্যhold 2 (১) get the sack, দ্রষ্টব্যsack 2 get (a) sight of দ্রষ্টব্যsight 1 (২)। get the upper hand (of), দ্রষ্টব্যupper. get one’s own way, দ্রষ্টব্যway. get wind of, দ্রষ্টব্যwind 1 (৪)। get the wind up, দ্রষ্টব্যwind (১)। get the worst of, দ্রষ্টব্যworst. (৮) (রোগে) আক্রান্ত হওয়া: get the measles; get religion, (কথ্য) ধর্মে মতি হওয়া। (৯) সাজা পাওয়া: got six months, ছয় মাস হাজতবাসের সাজা পেয়েছে। get told off (কথ্য) তিরস্কৃত হওয়া: I was late home last night and got told off. (১০) (কথ্য) বুঝতে পারা: He didn’t get me, বুঝতে পারেনি; Get it? বুঝেছে?১১ (বিশেষত perfect tense-এর ক্ষেত্রে) হতবুদ্ধি করা; তর্কে আটকিয়ে ফেলা: Ah! I’ve got you there! that’s got him! ১২ have got (কোনোকিছুর) অধিকারী হওয়া: I’ve got a new camera. She has get beautiful hair. (১৩) have got to অবশ্যই; হবেই হবে: I’ve got to go, অবশ্যই যেতে হবে বা যেতেই হবে: You’ve got to finish it by tomorrow, কালকের মধ্যে শেষ করতেই হবে। (১৪) সফলকাম হওয়া: I never got to see him at close quarters, কাছ থেকে দেখার সুযোগ পাইনি। (১৫) (adverbial particle ও preposition(al) সহ অকর্মক non-idiomatic ব্যবহার) কোনো নির্দিষ্ট বিন্দু বা জায়গার দিকে যাওয়া অথবা সেখান থেকে আসা কিংবা কোনো বিশেষ দিকে চলা: get about; চলাফেরা বা ঘোরাঘুরি করা: While in the country, she used to get about a good deal; get across, পার হওয়া; get away, ছুটি পাওয়া: I wouldn’t manage to get away this summer; get back, সরে এসো; get back, ফেরা; ফিরে আসা; get by যেতে দেওয়া; Please let me get by, দয়া করে যেতে দিন; get down, নেমে পড়া: get down from a train; get in/out প্রবেশ করা/বেরিয়ে আসা; get off, ছেড়ে দেওয়া; নেমে পড়া: get off a train; get here/there, পৌঁছানো। get into, ঢোকা; ঢুকে পড়া; Get a move on, জলদি করো; get over, অতিক্রম করা; পেরিয়ে যাওয়া: get over a wall/a shock; get to, যাওয়া: get to bed, বিছানায় যাওয়া। ১৬ get somebody/something across পার করানো; get something back, ফিরে পাওয়া; get somebody back, পৌঁছে দেওয়া: He got me back before dark; get somebody home, বাসায় পৌঁছে দেওয়া। get something off, খুলে ফেলা; get one’ s clothes on পরিধান করা; পরা; get something on/off আটকানো; লাগানো/খুলে ফেলা; get something through something কোনোকিছুর ভিতর দিয়ে কোনোকিছু পার করানো। (১৭) adv par ও prep-সহ idiomatic ব্যবহার: get about (ক) (অসুস্থ ব্যক্তি) বিছানায় বা ঘরে আর আবদ্ধ না-থাকা: She is getting about again after her illness; (খ) (খবর, গুজব ইত্যাদি সম্বন্ধে) লোকের মুখে মুখে ছড়িয়ে পড়া: The news of their clandestine marriage soon got about. get above oneself নিজের মেধার তুলনায় অতিরিক্ত আত্মতৃপ্তি বোধ করা; নিজের সম্পর্কে অত্যন্ত উঁচু ধারণা পোষণ করা। get something across (to somebody) কোনোকিছু (কাউকে) উপলব্ধি করাতে বা বোঝাতে পারা: I tried hard to get my ideas across to my audience. get ahead (of) somebody অন্যের চেয়ে এগিয়ে যাওয়া; উন্নতি করা: get ahead of one’s friends. get along (ক) কাজ ইত্যাদি চালিয়ে যাওয়া: I don’t think he can get along without our support. (খ) উন্নতি করা; এগিয়ে যাওয়া: He is getting along with his English. get along (with somebody) (কারো সঙ্গে) পড়তা পড়া বা মানিয়ে চলা: It’s difficult to get along with him. get along with you (কথ্য) (অনুজ্ঞা) চলে যাও ; কেটে পড়; (অথবা) এ-ও বুঝি আমাকে বিশ্বাস করতে হবে। ও-কথা বিশ্বাস করতে বোলো না। get at somebody/something কারো/ কোনোকিছুর নাগাল পাওয়া: He stretched his hands to get at the books on the uppermost shelf. get-at able [গেটঅ্যাটাব্ল্] (adjective) ধরা যায় বা নাগালে পাওয়া যায় এমন; অভিগম্য। get at somebody (ক) ঘুষ দেওয়া; কলুষিত করা: In most third world countries it is easy to get at public officials. (খ) উত্ত্যক্ত করা; জ্বালাতন করা। get at something আবিষ্কার করা; উদ্ঘাটন করা: get at the truth/the heart of the mystery. be getting at (কথ্য) ইঙ্গিত করা; বোঝাতে চাওয়া: What are you getting at? get away সটকে পড়া; পালিয়ে যাওয়া। এই অর্থে get-away (noun): make one’s get-away (পলায়ন) get away with something ঝুঁকি সত্ত্বেও কোনোকিছু যথারীতি সাধন করা; অন্যায় করেও পার পাওয়া: He copied in the examination and managed to get away with it. get back ক্ষমতায় ফিরে আসা; পুনরায় ক্ষমতা লাভ করা: He got back at the mid-term election in 1 9৪0. get back at somebody/get one’s own back (on somebody) প্রতিশোধ নেওয়া: You insulted me publicly but I’ll get my own back some day.get by (ক) পাশ দিয়ে যাওয়া; টীকাটিপ্পনী বাঁচিয়ে গ্রহণযোগ্য হওয়া; চলনসই বিবেচিত হওয়া: Do you think I can get by in my panjabee and pajama at the dinner this evening at Sonargaon?(খ) চালিয়ে যাওয়া; টিকে থাকা: The oldman can’t get by without the little boy. get down খাবার পর আসন ত্রাগ করা। get somebody down (কথ্য.) বিষণ্ণ করা: The hot weather is beginning to get me down.get something down (ক) গিলে ফেলা; I held my breath and got the pill down; (খ) লিখে নেওয়া: get a message down. get down to something মন দিয়ে কাজে নেমে যাওয়া: get down to one’s work. get down to brass tacks, দ্রষ্টব্যbrass. get home (to) somebody সম্পূর্ণভাবে উপলব্ধ হওয়া; Your message got home to us. get in (ক) পৌঁছানো; (খ) নির্বাচিত হওয়া; He got in for his home constituency. get somebody in কাজ করার জন্য কাউকে বাসায় ডেকে আনা: get an electrician to check the wiring.get something in (ক) সংগ্রহ করা; তুলে আনা: get in the crops আদায় করা: get in taxes; (খ) জোগাড় করা; get warm clothes in for the winter. get one’s hand/eye in, not get a word in edgeways, get a blow in, দ্রষ্টব্যhand 1, eye 1 (১), edgeways, .and blow 3 ( 1) get into something (ক) (জামা-কাপড়) পরা: I can’t get into this shirt; (খ) কোনো বিশেষ অবস্থায় পড়া: get into trouble, বিপদে পড়া; get into a rage/a temper, খেপে যাওয়া; চটে যাওয়া; get into debt দেনার দায়ে পড়া। get a girl into trouble (কথ্য.) অন্তঃসত্ত্বা করা। (গ) (কুঅভ্যাস ইত্যাদিতে) পতিত হওয়া: get into bad habits. (ঘ) জড়িয়ে যাওয়া: get into bad company.(ঙ) ধীরে ধীরে আয়ত্ত করা: get into the habit of doing something. got it/this into one’s head that..., মাথায় ঢুকেছে যে….; বিশ্বাস করেছে; বুজেছ যে…। get off রওয়ানা দেওয়া; যাত্রা করা: We got off at dawn. get off lightly/cheaply অল্পে পার পাওয়া (কঠিন শাস্তি বা দুর্ভোগ থেকে রক্ষা পাওয়া) tell somebody where to get off/where he gets off (=put somebody in his place), কাউকে বলে দেওয়া কোন পর্যন্ত তার দুর্ব্যবহার, বেয়াদবি ইত্যাদি সহ্য করা হবে বা আর সহ্য করা হবে না। get somebody/something off পাঠানো: get the parcels off quickly; get the children off to school. get something off one’s chest/hands, দ্রষ্টব্যchest (২) hand 1 (১) get something off শাস্তি থেকে রক্ষা করা: Only the support of your colleagues can get you off. get somebody off to sleep কাউকে ঘুমাতে সাহায্য করা। get something off খুলে ফেলা: get off one’s gloves. get something off (by heart) মুখস্থ করা। get off with somebody (কথ্য) কারো সঙ্গে রোম্যান্টিক বা যৌনসম্পর্কের অভিজ্ঞতা হওয়া: He got off with a Chinese girl at the Youth Festival. get off with something অল্পে পার পাওয়া: He managed to get off with only a warning. get on (ক) বয়সে বাড়া; (খ) উন্নতি করা; এগিয়ে যাওয়া: How are you getting on with your research? get on something আরোহণ করা: He got on the train. get on one’s feet দাঁড়ানো (লাক্ষণিক) পুনরুজ্জীবিত হওয়া: The economy will need time to get on its feet again. get on one’s nerves, দ্রষ্টব্যnerve (২). be getting on for (বয়স বা সময়) কাছাকাছি হওয়া; নিকটবর্তী হওয়া: He is getting on for sixty, শীঘ্রই ষাট বছরে পা দেবে। get on to somebody (ক) (টেলিফোন ইত্যাদির সাহায্যে) যোগাযোগ করা; সংযোগ স্থাপন করা: I’m trying to get on to the editor of the newspaper.(খ) (কথ্য) (অসততা, প্রতারণা ইত্যাদি) ধরতে বা বুঝতে পারা: However cunning he might be, people are sure to get on to him one day. get on (with somebody) (কারো সঙ্গে) মিলেমিশে চলতে পারা: She is not easy to get on with. get on (with something) (কোনোকিছু নিয়ে) এগিয়ে চলা: I simply can’t get on with this exacting work of a lexicographer. get out জানাজানি হওয়া: The secret got out.get something out (ক) উচ্চারণ করা; বলা: She managed to get out a few broken words. (খ) রচনা, পুস্তক ইত্যাদি) তৈরি করা; প্রবেশ করা; বিলি করা: We are trying hard to get the new English-Bangla dictionary out by the end of the year. get out of (doing) something (ক) (লাক্ষণিক) এড়িয়ে যাওয়া; কেটে পড়া: I couldn’t get out of (attending) that meeting. (খ) (লাক্ষণিক) ধীরে ধীরে ছেড়ে দেওয়া: get out of a bad habit. get something out of somebody কারো কাছ থেকে কোনোকিছু বের করা; আদায় করা: It’s no use trying to get a subscription out of him. get over somebody (কথ্য) কাউকে ভুলে যাওয়া: He loved the girl passionately and never quite got over her. get over something (ক) (অসুস্থতা, আঘাত, বিস্ময় ইত্যাদি) কাটিয়ে ওঠা: He never got over the shock of losing his wife. (খ) জয় করা; দমন করা: The bride couldn’t get over the shyness. get something over (with): (বিশেষত অপ্রীতিকর কোনোকিছু) চুকিয়ে দেওয়া: I have paid all my debts and I’m glad to get it over with. get something over (to somebody) কাউকে কোনোকিছু বুঝিয়ে দেওয়া। get round somebody কাউকে বুঝিয়েসুঝিয়ে রাজি করানো; স্বপক্ষে আনা; পটানো: She knows how to get round her husband. get round something (দণ্ডনীয় অপরাধ না-করেই কোনো আইন বা বিধি) এড়িয়ে যাওয়া: He was clever enough to get round the law. get round to (doing something) (অন্য কাজ সেরে) কোনোকিছুতে হাত দেওয়া: He hoped to be able to get round to (distributing) the relief materials soon. get through (to somebody) পৌঁছানো; (কারো) নাগাল পাওয়া; (কারো সঙ্গে) যোগাযোগ করা: Did our message get through (to you)? I tried to catch him on the telephone but couldn’t get through. get through (something) (পরীক্ষা ইত্যাদিতে) পাস করা: He failed but his sister got through. get through (with) something শেষ করা; খরচ করে ফেলা: I think I can get through (with) my work in about an hour. I have got through (= spent) all my money. get through to somebody that... কাউকে জানিয়ে দেওয়া যে……: Will you please get through to him that he is ruining our reputation? get somebody through (something) পরীক্ষা ইত্যাদিতে পাসে সাহায্য করা: get one’s pupils through (an examination). get something through কোনোকিছু করা হবে এই নিশ্চয়তা বিধান করা; আইনে পরিণত করা: get a proposal through a committee; get a bill through Parliament. get to something/somebody (কোথাও , (কোনোকিছুতে, কারো কাছে) পৌঁছানো। get to work, দ্রষ্টব্যwork 1 (১)। get together (with somebody) (আলোচনা বা সামাজিক উপলক্ষ্য সামনে রেখে) একত্রে হওয়া: get together for a friendly chat: এই অর্থে get-together (noun) [countable noun]. get it/something together (কথ্য) আয়োজন করা বা ব্যবস্থা করা; গুছিয়ে আনা। get oneself together (কথ্য) নিজেকে; নিজের আবেগকে সামলে নেওয়া। get people/things together জড়ো করা। get something under control, দ্রষ্টব্যcontrol. get something under way, দ্রষ্টব্যway. (৮) get up (ক) (ঘুম থেকে, বিছানা থেকে) ওঠা; উঠে দাঁড়ানো (=stand up). এই অর্থে get-up-and-go (noun) [uncountable noun] (কথ্য) শক্তি;(খ) (ঘোড়ায়) চড়া; [countable noun] উত্তাল হতে শুরু করা: The sea is getting up.get somebody/something up (ক) কাউকে/কোনোকিছুকে (বিছানা থেকে) উঠানো: Get me up at six in the morning.(খ) সাজানো: We got her up as Empress Nurjahan. The magazine is well got up, সুন্দর ছাপা ও বাঁধাই হয়েছে এই অর্থে। get। up (noun) (কথ্য) (ক) বই, পত্রিকা ইত্যাদির অঙ্গ-সজ্জা। (খ) বিশেষত সাজপোশাকের অস্বাভাবিক ধরন: What a get-up to see you in! get something up আয়োজন করা: get up a party. get up steam, দ্রষ্টব্যsteam.get up to something/something (ক) পৌঁছে যাওয়া; ধরে ফেলা: Soon they got up to us, আমাদেরকে ধরে ফেললো: I got up to the last chapter of the book before tea. (খ) (অস্বাভাবিক কোনোকিছুতে) জড়িয়ে যাওয়া: What will he get up to next? get somebody with child (পুরাতনী) গর্ভবতী করা। get with it (কথ্য) দ্রষ্টব্য with(১২).
- English Word geum Bengali definition [জীআম্] (noun) [countable noun] এক ধরনের ছোট উদ্যানতরু।
- English Word gey-ser Bengali definition [গীজা(র্) America(n) গাইজার্] (noun) (১) উষ্ণ প্রস্রবণ। (২) (British/Britain) পানি গরম করার যন্ত্রবিশেষ।