G পৃষ্ঠা ১৩
- English Word gharry Bengali definition [গ্যারি] (noun) (উপমহাদেশে) (ঘোড়ার টানা) গাড়ি, ঘোড়ার গাড়ি।
- English Word ghastly Bengali definition [গা:স্টলি America(n) গ্যাস্টলি] (adjective) (১) মৃত্যুতুল্য; মৃত্যু; অত্যন্ত বিবর্ণ ও অসুস্থ: looking ghastly (অপিচ adverb-রূপে-) ghastly pale. (২) ভয়ংকর: a ghastly accident. (৩) (কথ্য) খুব বাজে; অত্যন্ত অপ্রীতিকর: ghastly food.
- English Word ghat Bengali definition [গোট্] (noun) [countable noun] (১) নদী জলাশয় প্রভৃতিতে জলের দিকে নেমে-যাওয়া সিঁড়িবিশেষ; ঘাট। দ্রষ্টব্যburning ghat. (২) পাহাড়ের উপর দিয়ে বা পাহাড়ের দিকে যাওয়া রাস্তা বা পথ; ঘাট। Ghats (plural) ভারতের পূর্ব ও পশ্চিম সমুদ্র উপকূলে অবস্থিত পর্বতের সারি: the Western Ghats, পশ্চিম ঘাট। burning ghat (noun) শ্মশানঘাট।
- English Word ghazal Bengali definition [গজোল্] (noun) সুনির্দিষ্ট চরণবিশিষ্ট প্রেমবিষয়ক গীতিকবিতাবিশেষ যা সাধারণত সংগীতরূপে পরিবেশিত হয়; গজল।
- English Word ghee Bengali definition [গী] (noun) [uncountable noun] ঘি; ঘৃত।
- English Word gherao Bengali definition [ঘেরাউ] (noun) (plural gheraos) কর্তৃপক্ষকে আটকে রাখতে প্রতিবাদী জনতার নির্দিষ্ট এলাকায় অবস্থান; ঘেরাও। □ verb ঘেরাওয়ের মাধ্যমে প্রতিবাদ জানানো; ঘেরাও করা।
- English Word gherkin Bengali definition [গাকিন্] (noun) শসাজাতীয় ফল; ক্ষীরা।
- English Word ghetto Bengali definition [গেটোউ] (noun) (১) (কয়েক দেশে একদা ব্যবহৃত) কোনো শহরের ইহুদিপাড়া। (২) শহরের যে এলাকার সাধারণ বা সম্প্রদায়গতভাবে বঞ্চিত শ্রেণির মানুষরা বাস করে।
- English Word ghost Bengali definition [গোউস্ট্] (noun) (১) মৃত মানুষের আত্মা; প্রেতাত্মা; ভূত; প্রেত; অপদেবতা: She believes in ghosts. (২) (প্রাচীন প্রয়োগ) জীবনস্পন্দন। give up the ghost মরে যাওয়া। (৩) ঈশ্বরের তেজ বা শক্তি বা আত্মা: (একমাত্র ব্যবহার) the Holy Ghost, Trinity (ত্রিমূর্তি: God the Father, God the Son ও the Holy Ghost)-এর তৃতীয় পুরুষ। (৪) ছায়ার মতো, ছায়ারৎ বা অন্তঃসারশূন্য। ghosttown জনমানবহীন; পরিত্যক্ত শহর। not have the ghost-of a chance কোনো আশা-ভরসা না-থাকা। (৫) (অপিচ ghost-writer) যে ব্যক্তির লেখা তার মনিব স্বনামে চালায়; লেখক-কর্মচারী। (৬) টিভির পরদায় দেখানো প্রতিরূপ। □ (verb transitive), (verb intransitive) লেখক-কর্মচারী হিসেবে কাজ করা: ghosted memoirs কোনো লেখক-কর্মচারী দ্বারা রচিত স্মৃতিকথা।
- English Word ghostly Bengali definition [গোউস্ট্লি] (adjective) (১) ভুতুড়ে; অশরীরী; আবছায়া: a ghostly appearance; shapes that looked ghostly in the gathering darkness. (২) (পুরাতনী) আধ্যাত্মিক; পুরোহিত বা ধর্মযাজক দ্বারা ব্যক্ত: ghostly counsel. ghostliness (noun)
- English Word ghoul Bengali definition [গূল্] (noun) (১) (কথ্যকাহিনি) মড়াখেকো ভুত; পিশাচ। (২) পৈশাচিক ব্যক্তি। ghoulish [গূল্ইশ্] (adjective) পৈশাচিক; বীভৎস।
- English Word GI Bengali definition [জীআই] (noun) মার্কিন পদাতিক বাহিনীর তালিকাভুক্ত সৈন্য: a GI bride এরূপ সৈন্যের (মার্কিন মুলুক ভিন্ন অন্য দেশ থেকে আসা) বিয়ের কনে।
- English Word giant Bengali definition [জাইআন্ট্] (noun) (১) (রূপকথায়) দৈত্য; দানব। (২) দানবীয় আকারের মানুষ, প্রাণী বা বৃক্ষ; অস্বাভাবিক বড় আকারের মানুষ, প্রাণী বা বৃক্ষ; (লাক্ষণিক) অতিশয় ক্ষমতাবান বা প্রতিভাধর ব্যক্তি। (৩) বিশাল আকার বা শক্তি সম্বন্ধে: giant strength; a giant pineapple. giantess [জাইআন্টেস্] (noun) দানবী।
- English Word gibber Bengali definition [জিবা(র্)] (verb intransitive) অত্যন্ত দ্রুত কথা বলা বা অস্পষ্ট অর্থহীন আওয়াজ করা। gibberish [জিবারিশ্] (noun) [uncountable noun] অর্থহীন আওয়াজ; বাজে বকবকানি; দুর্বোধ্য কথাবার্তা।
- English Word gibbet Bengali definition [জিবিট্] (noun) (১) (ইতিহাস) ফাঁসিকাষ্ঠ। (২) ফাঁসির পর অপরাধীর মৃতদেহ হুঁশিয়ারি হিসেবে ঝুলিয়ে রাখার জন্য যে ক্রুশাকার দণ্ড এক সময়ে ব্যবহৃত হতো। (৩) ফাঁসিতে মৃত্যু।
- English Word gibbon Bengali definition [গিবান্] (noun) দীর্ঘবাহুসম্পন্ন বানরবিশেষ। দ্রষ্টব্যape.
- English Word gibbous Bengali definition [জিবাস্] (adjective) (চাঁদ) আলোকিত ভাগ অর্ধবৃত্তের চেয়ে বড় কিন্তু বৃত্তের চেয়ে ছোট এমন। দ্রষ্টব্যphase. (২) কুঁজো।
- English Word gibe, jibe Bengali definition [জাইব্] (verb intransitive) gibe (at) উপহাস করা; ঠাট্টা করা: gibe at the mistakes. □ (noun) ঠাট্টা; উপহাস; বিদ্রূপ; cheap gibes, সস্তা অকারণ বিরূপ। gibingly [জাইবিঙ্লি] (adverb)
- English Word giblets Bengali definition [জিব্লিট্স্] (noun) (plural) হাঁস মুরগি ইত্যাদির কলিজা; যকৃৎ; পাকস্থলী প্রভৃতি অভ্যন্তরীণ ভোজ্য অংশ; (attributive(ly)) giblet gravy, কলিজা প্রভৃতির রস বা ঝোল।
- English Word giddy Bengali definition [গিডি] (adjective) (১) মাথা ঝিমঝিম করছে যা মাথা ঘুরছে এমন; মাথা ঘোরায় এমন; Look down from a giddy height. feeling giddy. (২) ইন্দ্রিয়বিলাসী; ঐকান্তিক নয় এমন; নীতিশিথিল: a giddy young man; a giddy life of pleasure. play the giddy goat, দ্রষ্টব্যgoat. giddily (adverb) giddiness (noun)